৯০০ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করে বৈদ্যুতিক শক দেয় যে মাছ

ধরুন আপনি মাছ ধরতে গিয়েছেন৷ চমৎকার এক মাগুরজাতীয় মাছ হাতের লাগালে দেখেই ধরতে গেলেন আর তখুনি ৬০০ ভোল্টের এক সাংঘাতিক বৈদ্যুতিক শক খেলেন! তারপর আপনার জন্য এম্বুলেন্স ডেকে আপনার জীবন নিয়েই টানাটানি বাধলো! না, এটা কোন আজগুবি গল্প বা সায়েন্স ফিকশন লিখছি না৷ আমাজনের নদীতে রয়েছে এরকম সাংঘাতিক এক মাছ যারা আত্মরক্ষার্থে ৯০০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করে শক দিতে পারে!

আমাজনের স্বাদু পানিতে এদের অবাধ বিচরণ। তবে বেশির ভাগ সময় এরা জলাশয়ের কর্দমাক্ত তলদেশে বাস করে। যদিও পানির ওপরেও এদের দেখা যায়। ছোট প্রাণী শিকার করতে গিয়েও ইলেকট্রিক শক ব্যবহার করে থাকে বলে এদের অনেকেই ইলেকট্রিক ইল ডেকে থাকে। তবে কোনো কারণে যদি এই শক মানুষের গায়ে লাগে তবে সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাবে প্রায় সঙ্গে সঙ্গেই। ইলেকট্রিক ইলকে কাবু করতে তাদের সবটুকু ইলেকট্রিক শক বের করে দেওয়া ছাড়া গতি নেই।

এখানে ক্লিক করে বাংলায় এই ভিডিওটি দেখে জেনে নিন কেন আর কিভাবে এই মাছগুলো বৈদ্যুতিক শক দেয়

Level 0

আমি রোলিং স্টোন। Owner, Rolling Stone Inc., Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস