প্রকৃতির খেলা -৪ মাছ মানেও কি বিস্ময় ।অবাক হওয়ার মতো কি আছে এতে!!!!!!!!!

সবাই কেমন আছেন আশা করি ভাল । এখন দেখুন ভয়ঙ্কর সুন্দর কিছু মাছ যারা আপনাকে পেলে সেকেন্ডের মধ্যেই শেষ করে দিবে । আর তাদের ক্ষিপ্রতা  সম্পর্কে আপনি চিন্তাই করতে পারবেন না । এর মধ্যে এমন কিছু মাছ আছে যারা অনেক সময় নিজেরাই নিজেদের মধ্যে দুর্বল কে খেয়ে ফেলে । আর সবচেয়ে ভয়ঙ্কর যে মাছটা সেই মাছটা যে কতটা ভয়ঙ্কর তা আপনি চিন্তাও করতে পারবেন না । আমি যে মাছটির কথা বলব এটা নিজের জন্ম দেয়া বাচ্চাকে জন্ম দেয় কেবল খাওয়ার জন্য । আর এর থেকে জঘন্য আর কি হতে পারে । দেখুন এই ভয়ঙ্কর সুন্দর মাছ গুলো ।আর এগুলো আমার নিজের চোখে দেখা নয় আবার, সকল কিছুর মালিক ইন্টারনেট মহোদয় । তারি দয়া । আমি কেবল মাত্র তার হয়ে আপনাদের  নিকট তুলে ধরছি ।এই পৃথিবীর বুকেই এমন জায়গা আছে যার ছবি দেখলে আপনি এক বাক্যে বলবেন এটা এ ধারার ছবি নয়, এটা অন্য জগতের ছবি বা ফটোশপের কারসাজি। কিন্তু বিশ্বাস করুন এটা সত্যি, খুব সত্যি .

এটি হল রোবট মাছ । এই মাছ টির এই ধরনের নাম দেওয়ার পেছনে এর আকৃতি এবং চেহারাটা প্রধান । এই মাছ পাওয়া জাই আটলান্টিক মহাসাগরে । একে দেখে যতটা শান্ত মনে হছে ততটা শান্ত কিন্তু এরা নয় । অনেক ভয়ঙ্কর একটি প্রজাতি এরা । অনেক সময় একত্রে থাকলে এরা হাঙর মাছকেও ছেড়ে কথা বলে না ।

এই মাছ টির নাম পুফার মাছ । এরা সাধারণত যে ভাবে আছে এই ভাবে থাকে না । অন্যান্য মাছের মতই থাকে । কিন্তু কাউকে আক্রমণ করার সময় এই ভাবেই কাঁটা গুলো ছরিয়ে দেয় এবং আক্রমণ করে ।

এই মাছটি যে কতটা ভয়ঙ্কর তা নাই বললাম । আর এর নাম গোনসিস ।

দেখতে কি সুন্দর ।কিন্তু এটা সুধু বাইরেই । এরা যে কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা না দেখলে বুঝাঁ যাবে না। এই ধরনের এক মাছ একবার ১ জন মানুষকে একাই খেয়ে ফেলে । যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পরে ।

এই মাছ টির নাম স্টোনফিল্ড । এই নামের কারণ মাছটি দেখতে অনেক টা বা পুরোপুরি পাথরের মত । কিন্তু তার পুরো শরীর বিষে ভরা । ধরলেই মারা যাবে তৎক্ষণাৎ ।।

এটি হল ইয়াগিয়ারা মাছ । যা দেখতে অপরূপ ।কিন্তু হিংস্র এবং ক্ষিপ্র । এটি বর্তমানে হিংস্র তার দিক থেকে  ৯ নম্বর অবস্থানে আছে ।

এটির নাম ধুবুছেলাকর । কি অদ্ভুত সব নাম ।আমি আমার জীবনে এই প্রথম কঠিন সব না জানলাম ।

এটির নাম ইয়াসাইটো

এটির নাম আথ বেজেরা । এরা ঝিনুক বা শামুকের ভেতর লুকিয়ে থাকে আর ভুল করে ঝিনুক বা শামুক মনে করে এদের ধরলেই হল ।

এটি হচ্ছে অব্লিয়াগন । এর শরীর হতে কারেন্ট বা বিদ্যুৎ উৎপন্ন হয় যা দিয়ে একটি বাসা এক মাস চলে যেতে পারবে । তাই ভুলেও কখনো  এর দেখা পেয়ে জান গায়ে হাত দিবেন না । দিলে তা আপনি ভাল বুঝবেন ।

আর নাম দিতে পারলাম না অনেক কঠিন । পরে আপডেট করে দিব । আশা করি আপনাদের ভাল লেগেছে । আর আমার কোথাও ভুল থাকলে তা ক্ষমার চোখে দেখবেন এবং আমাকে জানাবেন যাতে আমি তা সংশোধন করে নিতে পারি ।

প্রকৃতির সত্যি কথা বলতে কি ইন্টারনেটে প্রকৃতির আশ্চর্য নিয়ে গবেষণা করতে গিয়ে আমি যা পেলাম তাতে আমার সন্দেহ হতে শুরু করেছে আসলেই কি কক্সবাজার কোন আশ্চর্য?

আমার চেষ্টা অজানাকে জানার নতুন কে চিনার । আমার অজানা যা আছে তার সব আমি জান্তে  চাই শিখতে চাই সবাইকে জানাতে চাই । আম্রাও পারি । বাংলাদেশের মানুষ পারে ।সবার শেষে বাংলাদেশ ক্রিকেট টিম এর জন্য বিশকাপে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে শুভ কামনা । সবাই ভাল থাকবেন ।

আমার পোস্টটি কস্ট করে পরার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ।

Level New

আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo tune

    ধন্যবাদ আসা । আপনার ল্যাপটপ সম্পর্কিত টিউন তাও ভালো হয়েছে ।

Level 0

ছবিগুলো খুব সুন্দর এবং অদ্ভুতও বটে।তবে বানাননের ব্যপারে একটু যত্নশীল হোন।কারন অনেক ভাল লেখাও বানান ভুলের কারনে পড়তে মন চায় না।
এরকম একটা সুন্দর বিষয় উপস্হাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

    ভাই আমি আমার বানান ঠিক করে দিয়েছি কিন্তু আপনার বানানের ভুল ঠিক করবে কে ? আর অন্ন্যকে কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন । ধন্যবাদ ।

    Level 0

    আমার বানানগুলো ও আপনাকে ঠিক করতে হবে,কারন আমার ঠিক করার সুযোগ নেই।
    { “আর অন্ন্যকে কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন “????????????????????? }
    এখানেও বানান ভুল করলেন
    ভুল সঠিক
    অন্ন্যকে অন্যকে
    বানাননের বানানের(আমার ভুল)
    আর আপনি বানানগুলো ঠিক করেছেন জেনে খুশি হলাম।আমি বলাতেইতো ঠিক করেছেন।আপনার এই ভুলগুলো ঠিক করাতে আশা করি আপনার টিউন পাঠক নন্দিত হবে।দেখুন আমি যে কমেন্ট করেছিতা অনেকে নাও পড়তে পারে।কিন্ত আপনার টিউনটি অনেকেই পড়বে হয়ত। মানুষতো ভুল করতেই পারে।আপনি আমিতো আর ফেরেস্তা নই।আমরা ভুল করলে অন্যকেউতা ঠিক করে দেবে।এটাইতো নিয়ম।একজন পাঠক হিসাবে আপনার টিউনের গঠনমূলক সমালোচনা করার অধিকার আমার আছে।এবং আমি সেটা করে আপনাকে উৎসাহ দেয়ার চেষ্টা করছে মাত্র।আশা করি বাক্য চয়নে আরো যত্নশীল হবেন।

    ভাই আমি পরবর্তীতে আমার বাক্যের প্রতি যত্নশীল হব । আর আমি আপনার মনে কস্ত দেওয়ার জন্য আপনার ভুলের কথা বলিনি বরং আপনারই সেই লাইনটার কথা বলেছি……।। মানুষতো ভুল করতেই পারে।আপনি আমিতো আর ফেরেস্তা নই।

    আমি ও এটাই বুঝাতে চেয়েছি ।

Thank u

দারুন! কিন্তু এখনতো আমার পুকুরে নামতেও ভয় করবে!! ভয় তাড়ানোর ব্যবস্থা করুন তাড়াতাড়ি!!! ধন্যবাদ!!!!

    ব্লগার ভাই পুকুরে কেবল শিং মাছ কে ভঁয় পেলেয় চলবে । আর গজার মাছ । আর এগুলো আপনাকে তখনি কামড়াবে যখন আপনি এদের ধরার চেষ্টা করবেন । আর পুকুরে নামবেন না…………………।।হা,হা।হা ……।।ধন্যবাদ।

    আপনি মাছগুলো ভাজি করে ফেলুন এই ফাকে আমি গোসলটা সেরে আসি তারপর……. হেঃ হেঃ হে…..

    হাঁ। হা ।হা ! সাবধান কামড় যে কোন সময় কামড়ে দিতে পারে । আর মাছ আগে ধরেন তারপর ভাজি না আরও কিছু করব । হাহাহাহাহ!

Level 0

জটিল হয়েছে । ব্যতিক্রম টিউন করার দিক দিয়ে তুমি ১ নাম্বার পজিশনে আছ, কিন্তু পরীক্ষার রেজাল্ট খবর আছে………>

    Level 0

    কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ হলে খবর আছে

    ধন্যবাদ তৌফিক ভাই ……… আর পরীক্ষার রেসাল্ট খারাপ হওয়ার কন চান্স নেই …………।

ছবি গুলো খুবই সুন্দর ।ধন্যবাদ

    রাসেল ভাই সুধু সুন্দর না মর্মান্তিক সুন্দর ্‌্‌্‌্‌্‌্‌ ধন্যবাদ ্‌,

দারুন লাগল। ধন্যবাদ।

সুন্দর এবং অদ্ভুত কিন্তু দারুন। ধন্যবাদ।

হুম ধারাবাহিকভাবে ভালই হচ্ছে, চালিয়ে যান।

ভয়ংকর সুন্দর !!!

জটিলও বটে্‌…।

এই টিউনটিও আপনার বাকি সব টিউনের মতই খুব ভালো লেগেছে শুধু একটা জায়গায় আমার আপত্তি,”প্রকৃতির সত্যি কথা বলতে কি ইন্টারনেটে প্রকৃতির আশ্চর্য নিয়ে গবেষণা করতে গিয়ে আমি যা পেলাম তাতে আমার সন্দেহ হতে শুরু করেছে আসলেই কি কক্সবাজার কোন আশ্চর্য?”এই লাইনটি নিয়ে।এই জীব বৈচিত্র এক ধরণের আশ্চর্য্য,কিন্তু কক্সবাজার আরেক ধরণের।পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত মানুষ সৃষ্টি করে নি,এইটি ঈশ্বরের সৃষ্টি,তাই এটির সাথে জীব বৈচিত্রের তুলনা করাটা সমুচীন নয় বলেই মনে করি।আশা করি আমার কথার অন্য কোণ মানে বের করে মনে কষ্ট নিবেন না।ভালো থাকবেন আর এই ধরণের টিউন নিয়ে আবারো আমাদের সামনে আসবেন এই আশাই করি।

    না কস্ট পাব কেন । আমিই মনে হয় ভুল করেছি । আপনি আমার ভুলতা দেখিয়ে দিয়েছেন । সামনে থেকে চেষ্টা করব কোন ভুল না করার । ধন্যবাদ আইটি গুরু ভাই । ভালো থাকবেন ।

সুন্দর সুন্দর সুন্দর

আশ্চর্য সুন্দর!!!!!
খুব ভাল লাগল।
🙂

অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ