আচ্ছালামুআলাইকুম কেমন আছেন সবাই । আজ যে বিষয়টি নিয়ে লিখছি তা অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে । তবুও লিখলাম যদি বাংলা অভিধান নিয়ে আপনাদের ভালো কোন সাড়া পাওয়ার আশায় ।আজ ভাষার মাসের শেষদিন, কিভাবে আমাদের মাতৃভাষা বাংলা কে রক্ষা করতে হয়েছিল তা কারো অজানা নয় .তাই এবিষয়ে আর কথা বাড়াতে চাইনা .তবে একটি কথা না বললেই নয় তা হলো এফ এম রেডিও কালচার এরা জগাখিচুরী মার্কা ভাষা ব্যবহার করে বাংলা ভাষাকে কতটুকু ক্ষতিগ্রস্থ করেছে তা আপনাদের অজানা নয়।বাংলা ভাষা আজ আর্ন্তজাতিক মাতৃভাষা স্বীকৃতি পেয়েছে,বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছ . বাংলা ভাষা ইন্টারনেটের ডোমেইন নাম হিসেবে ব্যবহৃত হবে । তবুও কোথায় যেন পিছিয়ে আছি আমরা .বাংলা না বলে ইংরেজী চর্চা বেশী করছি আমরা .যাই হোক মূল কথায় আসি বাংলা ভাষাকে নিয়ে গর্ব করতে পারি আমরা কিন্তু পিছিয়ে আছি বাংলা অভিধানে .আজ আমাদের যে ইংরেজী খবর প্রতিবেদন বা ইংরেজী বই ইন্টারনেটে পড়ছি তা যদি হিন্দি মালয় ফান্সিস স্পানিশ ভাষার মত অনুবাদ করে পড়া যেত তবে বেড়ে যেত বাংলা বলা বা পড়ার চর্চা ।একটি কথা না বললেই নয় আমাদের দেশের কম কম লেখকের বই ইংরেজীতে প্রকাশ পায় এজন্য বর্হিবিশ্বে তেমন পরিচিত নেই বাংলাদেশী লেখকের বই । আমাদের মানুষ ইংরেজীতে খুবই তবু ইংরেজী চর্চা করি আমরা ।আশা করব আমাদের দেশের সরকার ও বিশেষঞ্জ দের সহায়তায় গুগল ট্যন্সলেটর বাংলা অভিধান চালু করা হবে ।এখন অবশ্য চালু আছে সেটাকে বাংলা অভিধান চালানো হচ্ছে সেটা হলো ami valobasi bangla লিখলে আসে "আমি ভালবাসি বাংলা " আমার প্রশ্ন এটা কি বাংলা অভিধান ? সরকার সহ সংশ্লিষ্টদের প্রতি আবেদন এ বিষয়টিতে নজর দিতে যেন এভাবে বাংলা অভিধান চালু করা হয় i love bengali থেকে "আমি ভালবাসি বাংলা " তবেই ইন্টারনেটে বাংলা ভাষার স্বয়ং সম্পূর্ন । খারাপ লাগলে জানাবেন আর যদি বাংলা অভিধান প্রয়োজন অনুভব করেন তবে এখানে জোরালো দাবি জানাবেন ।
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
সহমত। আপনাকে ধন্যবাদ।