‘ডট বাংলা’ ডোমেইন নাম ব্যবহার করে বাংলায় ওয়েব ঠিকানা খোলার জন্য ইন্টারনেট করপোরেশন ফর এসাইন্ড নেইম অ্যান্ড নাম্বারসের (আইকান) অনুমোদন পাওয়া গেছে। গতকাল এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আইকান। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এর আগে ২০১০ সালের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে আইকানের কাছে আবেদন করেন।
আইকান ইন্টারনেটে ডোমেইন নাম তালিকাভুক্তির প্রতিষ্ঠান। আইকানের কাছে ডট বাংলা নিবন্ধিত হওয়ার ফলে বিশ্বের প্রায় ৩০ কোটি বাংলা ভাষাভাষী বাংলায় ওয়েবসাইট ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। আগামী মাসের শেষ দিকে এই সুযোগ মিলবে। ফলে ইংরেজি, চায়নিজ, ফ্রেঞ্চ, কোরীয়, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ ভাষার পাশাপাশি বাংলায়ও ইন্টারনেটের কার্যক্রম চলবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু সমকালকে আইকানের সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন, নানা কারণে কিছু বিলম্ব হচ্ছিল। তবে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার এ বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একদিন আগে এ সিদ্ধান্ত নেওয়ায় আইকান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
সূত্র জানায়, সাধারণ আবেদনের ৬ থেকে ৯ মাসের মধ্যে আইকান তাদের সিদ্ধান্ত জানায়; কিন্তু ডট বাংলা ডোমেইনের ক্ষেত্রে নানা কারণে বিলম্ব হচ্ছিল। তবে এখন অনুমোদন পাওয়ার ফলে বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে। তারপরেই ইন্টারনেট ব্যবহারকারীরা এই সুবিধা পেতে পারবেন। সংশ্লিষ্টরা বলেন, এর ফলে ডিজিটাল বাংলাদেশ কার্যকর করার ক্ষেত্রে সরকার আরও একধাপ এগিয়ে যাবে। তবে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি বাড়বে।
এর আগে ২০০৯ সালে ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় কমিটি বেশ কয়েকবার এ বিষয়ে সুপারিশ জানায়। মন্ত্রী বরাবর একটি ডিও লেখে সংসদীয় স্থায়ী কমিটি।
বাংলা ডোমেইন খবরটি সংগ্রহীত এমন খবর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না ।
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
তার মানে বাংলা.কম এভাবে ডোমেইন পাওয়া যাবে?