অনেকদিন পর লিখতে বসা।
কিছু দিন আগে একটা পোস্ট এসেছিল এই লিংকে https://www.techtunes.io/internet/tune-id/52502/
এরপর BTCL অফিসিয়াল ব্লগে সেটা ফাস হয়।
যেহেতু তারা দেখেছেন টিউন টি করেছেন টেকটিউনস টিউনার নামের একজন, তারা ভাবছে এই টা টেকটিউনস এর অফিসিয়াল লোকজন করেছেন।
গ্রামীনফোনের নেট ট্রিক্স নিয়ে যখন লেখা হয়, তাতে কিন্তু গ্রাহকের কোন ক্ষতি হয়না । তবে এই হ্যাকিং এ ক্ষতিগ্রস্ত হবেন সাধারন গ্রাহকরা ,। যারা 2GB 5Gb, 10GB লিমিটেড প্যাকেজ ব্যবহার করছেন তাদের ক্ষতি হবে, তাদেরকে মাস শেষে গুনতে হবে অতিরিক্ত বিল।
এখন কি করা যায় আপনারা বলেন? এই ধরনের টিউন বন্ধ করা নাকি টিউনার এর নাম টা চেঞ্জ করা?
টেকটিউনস টিউনার ভাই ব্যাপার টিকে ব্যাক্তিগত ভাবে নেবেননা আসা করি।
আমি ЯOBAYETH। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 805 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যক্তিগত অপশন লেখার সময় ভিজ্যুয়াল এডিটর ব্যবহার করুন। :-| প্রোফাইলে আপনার জীবনবৃত্তান্ত সংক্রান্ত কিছু তথ্য দিন ; যা জনসমকাষে প্রদর্শিত হবে।
edhoroner Post er bepare ageo Moderator er drishti akorshon kora hoechilo, Amra shadharonera er theke r ki e ba korte pari? ekhon o bolte Chai “Shabdhan Moderator, Evabe Cholte thakle hoito ei Site banned hoe jete paarey”
Apnake dhonnobad ei post er jnno
[[Lapi dia bangla likhte Koshto lage]]