বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড ফরচুন ম্যাগাজিন এর ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড লিস্টে’ সেরা ৫০টি কোম্পনির তালিকায় স্থান পেয়েছে। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে অবদানের ভিত্তিতে পরিবর্তন ঘটানো সেরা ৫০টি কোম্পানির মধ্যে বিকাশের অবস্থান ২৩তম।
তালিকায় থাকা কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতিবাচক সামাজিক অবদানের বিচারে ফরচুন তৃতীয়বারের মত এই ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ এর এই বার্ষিক তালিকা তৈরি করেছে। মূলত তিনটি বিষয়কে মাথায় রেখে তালিকায় থাকা কোম্পানিগুলোর মূল্যায়ন ও র্যাঙ্কিং করা হয়। এইগুলি হল; সামাজিক প্রভাব, ব্যাবসায়ীক সাফল্য এবং উদ্ভাবনী শক্তি। বিশ্বের অন্যতম প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফরচুনের সাংবাদিক ও সম্পাদকরা এবং তাদের পার্টনার এফএসজি এবং শেয়ারড ভ্যালু ইনিটিয়েটিভস স্বাধীনভাবে এই মুল্যায়ন ও র্যাঙ্কিং সম্পন্ন করে।
ম্যাগাজিনটির মতে, বিকাশ এখন বাংলাদেশে সবচেয়ে জন্যপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান যার মাধ্যমে বিশাল এক জনগোষ্ঠী মুহূর্তেই তাদের মোবাইল ওয়ালেট ব্যবহার করে টাকা পাঠানো, পেমেন্ট সহ অনেক সেবা গ্রহণ করতে পারছে। ফরচুন বলছে, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ২২ শতাংশ এখন বিকাশ ব্যবহার করে। প্রতিদিন গড় লেনদেনের সংখ্যা ৪৫ লাখ।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “ফরচুনের চেঞ্জ দ্য লিস্টের সেরা ৫০-এ বিকাশের অন্তর্ভুক্তি আমাদের জন্য খুবই আনন্দের। আমাদের স্টেকহোল্ডারদের কাছে এটি বাংলাদেশের ব্যাংকিং সুবিধা বহির্ভূত জনগোষ্ঠীর নিকট আর্থিক সেবা পৌঁছে দেবার সমন্বিত লক্ষ্যর চূড়ান্ত বাস্তবায়নের স্বীকৃতি। এই সাফল্যের ভাগীদার আমাদের কর্মীরা তাদের কঠোর পরিশ্রম দিয়ে, গ্রাহকরা আমাদের উপর আস্থা ও বিশ্বাস রেখে এবং সর্বোপরি আমাদের নিয়ন্ত্রক সংস্থা, একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সাধারণের মাঝে আমাদের সেবা পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়ে। এই সম্মানকে আমরা ধারণ করতে চাই বিশ্বসেরাদের মাঝে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি হিসেবে।
এই তালিকায় ২৩ নম্বরে থাকা বিকাশ ছাড়াও শীর্ষে রয়েছে জ়েপি মরগান চেজ। অন্যান্যদের মধ্যে রয়েছে অ্যাপল #৩, নোভারটিস #৪, ওয়ালমারট #৭, টয়োটা #৮, নেসলে #১৪, ইউনিলিভার #২১, মাইক্রোসফট #২৫, ভলভো #২৮, আইবিএম # ৩৫, অ্যামেরিকান এক্সপ্রেস #৪১, ডেল #৪৫।
২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ- ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন, ওয়ার্ল্ড ব্যাংকের অন্তর্গত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
To find out more, please find the article at http://fortune.com/change-the-world/bkash/
source : bkash.com.bd
আমি শহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।