এ আমার অভীশাপ নয় আশীর্বাদ। প্রযুক্তির এই যুগে মানুষ যখন নিশ্চুপ তখন সবার প্রতি আমার এই আশীর্বাদ।
“মহিয়সী তুমি
মহাববীর তুমি
তুমিই মহারাজা
আজকের এই দিনে আসিয়াসো কাছে
দেখাতে তুমি মজা।”
এরকমই কত শত লাইন কত শত কবি বলবে একদিন। যখন পাখি গাইবে গান ভোরের আলোয় সকাল ফিরবে আলোর। আর প্রযুক্তির ছোয়া লেগে থাকবে সারা গায়ে। প্রযুক্তির এই চর্চা নিজ মায়ের ভাষাতে করতে পেরে আমি প্রথমই ধন্যবাদ জানাই টেকটিউনস কে যারা প্রযুক্তির এই আসু বাতাশ বয়ে এনেছে
হবে শত শত টেকটিউনারের জীবনে। এখন আর বলতে দ্বিধা হয় না যে- প্রযুক্তির এই ধারাতে পিছিয়ে নেই আমরা ও। বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তিলয় টেকটিউনস যার আছে কিছু অসাধারন মেধাবী আর পরিশ্রমী টিউনার যারা জ্ঞান বিলিয়ে যাচ্ছে শত শত প্রযুক্তি প্রেমি যুবকের মনে। wordpress দিয়ে এধরনের আর কোন বিশাল Blog Platform তৈরি হয়েছে কিনা তা আমার জানা নেই।
তবে একথা আজ বলতে হবে যে wordpress আজ ধন্য কারণ 30 লক্ষ ভাষা সৈনিকের বুকের রক্তে অর্জিত ভাষায় আজ তারা লিখিত। আজকে এই টুকুই বলে যাই । আবারও আসবো অন্য কোন দিন অন্য কোন সময় অন্য কোন ভোরে।
সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর একটা কথা না বাললেই নয়। যে টেকটিউনস আজ পর্যন্ত যেটুকু এসেছে সেটা তোদের নিজেরে প্রচেষ্টায় তারা আজ পর্যন্ত কোন Donate বাটন দেইনি এটারই প্রামান করে বাঙ্গালির গর্ব।
তো যারা free lancing করেন তারা ইচ্ছা করেলে টেকাটিউনকে সাহায্য করতে পারেন কেননা আপনারা সবাই জানেন টেকটিউনস এর অনেক খরচ। মাঝে মাঝে সার্ভার এ সমস্যা দেয়। তো সবার জন্য শুভ কামনা রইল। বিদায়।
আমি Mr.FreeShare। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রোদ জলা দুপুরে, রাস্তার মোডে। এক বৃদ্ধ যুবক দাড়িয়ে। হাতে তার সাদা খাম, চোখে তার স্বপ্ন। বলছে কিছু নিবিডে চুপ চাপ। সেকি আমি,সেকি আমি,সেকি আমি। নাকি আমার মাঝে অন্য কোন আমার আমি। সেকি আমি,সেকি আমি, সেকি আমি, আমি,আমি,আমি। নাকি আমার মাঝে অন্য কোন আমার আমি।
ধন্যবাদ টেকটিউন্সের জন্যে আপনার সুন্দর অণুভূতি তুলে ধরার জন্যে