দেশ ও ইসলামের মর্যাদা নষ্ট করবে ‘ব্ল্যাক’ ছবিটি>> না দেখলেই নয়>>

আমি ইন্টারনেটে হলিউডের একজন সাংবাদিকের লেখা পড়লাম, তাতে বলা হয়েছে বির্তকিত সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরি এমন একটি ছবির সিরিয়াল তৈরি করছেন যা বাংলাদেশ ও ইসলামের মর্যাদা নষ্ট করবে। ব্ল্যাক (Black) নামের ছবিতে ৭টি পর্ব থাকবে এবং এর প্রসঙ্গ হবে শরিয়াহ আইন, জিহাদ, হিজাব, ইসলামের বিবাহ আইনের বিরুদ্ধে জনমত গঠন করা। এটি বাংলা ভাষায় নির্মিত হওয়ার পর তা বিভিন্ন ভাষায় সাবটাইটেল বা ডাবিং করে বিশ্বে ছড়ানো হবে। এ ছবির কাহিনী হবে এরকম-

“শান্তিগ্রাম বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম। বহু বছর ধরে এখানে বিভিন্ন ধর্মের লোক শান্তিতে বসবাস করত। কিন্তু কয়েক দশক ধরে গ্রামে ইসলামপন্থীদের ইসলামী কর্মকান্ড ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। মোল্লারা শরীয়াহ আইন চালু করে জনগণের জীবনযাত্রা বিভীষিকাময় করে তুলছে। তারা (মোল্লারা) গ্রামের পুরুষদের একাধিক বিবাহে উৎসাহিত করছে। যাদের একাধিক স্ত্রী আছে, তারা স্ত্রীদের সাথে দাসীর মতো আচরণ করছে, কৃষি কাজে স্ত্রীদের মজুরের মতো খাটাচ্ছে। উপরন্তু গ্রামের কোন মহিলা অসুস্থ হলে মোল্লারা হাসপাতাল বা ডাক্তারের কাছে যেতে দেয় না, তারা বলেন হাসপাতালগুলো হল শয়তানের আড্ডাখানা, সেখানে নারী-পুরুষেরা পর্দা ছাড়াই অবাধে মেলামেশা করে। গ্রামের মোল্লা ও মাতব্বরদের সমন্বয়ে শরীয়াহ কমিটি করে দোররা মারাসহ বিভিন্ন শারিরিক শাস্তির ব্যবস্থা কায়েম করা হয়েছে। ‘শান্তিগ্রাম’ এ কিছু বাউল সম্প্রদায়ের লোক বাস করত। এরা হল হিন্দু ও সুফী মুসলিম গোত্রের মানুষ। বাউলরা ধর্মীয় সম্প্রদায়ের গান শোনাত। কিন্তু গ্রামের উগ্র ইসলামপন্থীদের প্রভাবে তাদের জীবন বিভীষিকাময় হয়ে উঠে। মোল্লারা বাউলদের আল্টিমেটাল দেয়, ‘হয় মুসলিম হও, নয় গ্রাম ছাড়’। এদিকে ইসলামী এনজিওদের প্রভাব দিন দিন বাড়তে থাকে, তারা হিন্দু, বোদ্ধ, খ্রিষ্টানসহ অমুসলিমদের ইসলাম গ্রহণ করতে আর্খিকভাবে প্রলভিত করে, ঋণ দেয়।যদি এতে কাজ না হয় তবে বল প্রয়োগের অংশ হিসেবে ওইসব অমুসলিম পরিবারের যুবক-যুবতীদের অপহরণ করে জোর পূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা হয়। এভাবে একদিন গ্রামটি অমুসলিম শূণ্য হয়ে পড়ে।

অর্থাৎ ব্ল্যাক ছবির মূলপ্রতিপাদ্য হল- ইসলামপন্থীদের ছাপিয়ে দেয়া শরিয়াহ আইন কিভাবে মানুষের জীবনকে দূর্বিষহ করে তোলে এবং সেই সঙ্গে অমুসলিম নির্মূলে কতটা নিষ্ঠুর পথ গ্রহণ করে, তা বিশ্ববাসীর অবগতির জন্য তুলে ধরা।

বাংলাদেশের বাস্তব চিত্র কি তাই?

বাংলাদেশে অসংখ্য গ্রামে বিভিন্ন ইসলামী দল এবং এনজিও কাজ করছে। কিন্তু কোথাও কাহিনীতে উল্লেখিত অবস্থা দেখা যায় নি। এক্ষেত্রে যদি কোন ব্যতিক্রম থেকে থাকে তবে তা অপতৎপরতা ও অপশক্তি পরিচালিত। বাংলাদেশের ইসলামী দল এবং এনজিও অমুসলিমদের পূর্ণ অধিকারে বিশ্বাসী। কারণ ইসলাম মানবতায় বিশ্বাসী ধর্ম। ছবিতে উল্লেখ করা হয়েছে, ইসলামপন্থী মোল্লারা অসুস্থ নারীদের হাসপাতালে চিকিৎসা করতে দেয় না, বহুবিবাহ, বাল্যবিবাহকে উৎসাহিত করে। বাংলাদেশে বিভিন্ন গ্রামে কিছুসংখ্যক বাউল শিল্পী আছে, তাদের গ্রাম থেকে বের করে দেয়ার চেষ্টা করা হয়। এরকম তথ্য এদেশের মানুষের জানা নেই। তবে একথা সত্য যে ইসলামপন্থীরা চায় এদেশের মুসলমানরা কোরআন হাদীস মেনে চলুক। যেমনিভাবে হিন্দুরা বিভিন্ন বেধ গ্রন্থ, বোদ্ধরা গৌতম বুদ্ধকে, খ্রিষ্টানরা যিশুকে অনুসরণ করতে চায়।

ছবিতে দেখানো হয়েছে, ইসলামপন্থীরা প্রলুদ্ধ করে, বলপ্রয়োগ করে, এমনকি অপহরণ করে অমুসলিমদের মুসলাম বানানোর জন্য কাজ করছে, এটা সর্বৈবভাবে মিথ্যা কথা। শুধু বাংলাদেশ নয় বিশ্বের কোথাও মুসলমানরা ধর্ম প্রসারে এমন কথা অনুসরণ করছে বালে জানা নেই।

প্রস্তাবিত ব্ল্যাক ছবির পরিচালক সালাউদ্দিন শোয়েব চৌধুরি একজন বির্তকিত ব্যক্তি এবং ইসরাঈলি লবির লোক বলে বিবেচিত। তিনি যদি ছবিটি তৈরি করেন এবং বিভিন্ন ভাষায় ডাবিং করে বিদেশে ছড়িয়ে দেন, তা সারা বিশ্বে বাংলাদেশ ও ইসলাম সম্পর্কে ভুল বার্তা পোঁছাবে। আরব বিশ্বেও বাংলাদেশ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, যা মুসলিম ভ্রাতৃপ্রতীম সম্পর্ককে ক্ষতিগ্রস্থ করবে।

খুব সম্ভবত, সম্প্রদায়ত ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কায় আরব দেশগুলো এধরননের ছবি তাদের দেশে প্রদর্শনের অনুমতি দেবে না। সম্মানিত সম্পাদক এবং লেখকদের প্রতি বিনীত আহবান, আপনারা বিষয়টির যথাযথ গুরুত্ব অনুধাবন করে ইসলাম বিদ্বেষী ছবি ব্ল্যাক (Black) নির্মানের বিরুদ্ধে জনমত গঠনে আপনাদের সত্যনিষ্ঠ কলম শক্তিতে ব্যবহার করবেন। (আমার দেশ)

মন্তব্য করতে চেষ্টা করবেন....................

Level 0

আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মুনাফেকদের ধ্বংস কামনা করি

    Level 0

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য………….

    Level 0

    ame munafek der hedayet chai, r tader kopal a hedayet na thakle ALLAH jeno tader dhongso kore dei.

তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ইসলাম কে ধ্বংস করার জন্য অনেকেই চেস্টা করছে।
আজকে ইভটিজিং হচ্ছে শুধুমাত্র ইসলাম এর নিয়ম মত পর্দা না করার জন্য। পর্দা না করা আইন দ্বারা ইভটিজিং বন্ধ করা জাবেনা
তাই আমাদের ইসলাম কে রক্ষা করার জন্য চেস্টা করা উচিত।

    Level 0

    আমি আপনার সাথে একমত। ইসলামের নিয়ম কানুন মেনে চললে আমাদের দেশের আজ এমন বেহাল দশা হতো না। যাক আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ………..

ইসলামকে ধ্বংস করার জন্য সৃষ্টির শুরু থেকে আজ পর্য়ন্ত অনেক নরাধম কুপ্রচেষ্টা চালিয়েছে কিন্তু পারেনি আর পারবে ও না। বরং যারা ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে তারাই ধ্বংস হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি তথ্য শেয়ার করার জন্য। আমরা এর ঘোর প্রতিবাদ জানাচ্ছি।

    Level 0

    আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ………..

Notun ponditer shate ekmot

আল্লাহ যেন এদের হেদায়েত দান করেন এমন ছবি বানাতে গেলে যেন তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়

    Level 0

    জ্বী, আমিও আপনার সাথে একমত, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য…..

আল্লাহ সবাইকে সুমতি দান করুন। আমিন।

    Level 0

    আমিন……

সালাউদ্দিন শোয়েব চৌধুরি কে সালমান রুশদির মত মনে হচ্ছে।

    Level 0

    আমারও তাই মনে হচ্ছে……

সহমত

Level 0

আল্লাহর গজব তাদের উপর পড়তে মনে হয় দেরী হবেনা

    Level 0

    হ্যাঁ, অবশ্যই

Level 0

এই সব মোসাদের এজেন্টদের কে প্রতিহত করতে হবে।

    Level 0

    আমাদের দেশের প্রশাসক এদের এই ছবি তৈরিতে অনুমতি না দেয়া উচিত………..

tini ekjon sangatik manus. daily amader somoy er editor. fokor uddin gov er somoye israyel jabar cesta korechilen kintu airport theke arrest holen. daily prothom alo and jugantor er smpadok ra mucleka diye bel koriye anen. edesher kichu ngo and newspaper israyel donetion er dara kobze niyechen. jemon- brac, prothom-alo, amader somoy.

    Level 0

    অনেক অজানা তথ্য জানলাম ।ধন্যবাদ সবাই কে ।আমরা ওদের অভিশাপ না করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি । আল্লাহ ওদের হেদায়েত দান করুক । আমিন

এ ধরণের ঘৃণ্য অপকর্মের বিরুদ্ধে আমাদের এখুনি রুখে দাড়াতে হবে। নিউজটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    আপনাকেও্ অসংখ্য ধন্যবাদ

amra bangladesh er sokol somprodayer manusera valo aci.valo thakbo.

    Level 0

    আমি আপনার সাথে একমত……….

তারেক মাসুদ পরিচালিত রানওয়ে ছবিটার কাহিনিও একই।

    Level 0

    নাইম ভাই আমি অবশ্য ছবিটি দেখিনি। যাক আপনাকে অনেক ধন্যবাদ………..

Level 0

মনোনয়ন নয় ৬ why??????????????????????????

    Level 0

    বুঝতে পারলাম না।

আমার জানামতে সাম্প্রদায়িক ঝামেলা আছে ইন্ডিয়ায়। যেটা আমরা সবাই জানি। বাংলাদেশে এখন পর্যন্ত হিন্দু মুসলমান হিসাবে কোন বিবাদ হয়েছে বলে আমার জানা নেই। মারামারিতো প্রতিদিনই হয় কিন্তু সেটা ব্যাক্তিগত বা রাজনৈতিক। আমাদের এলাকায় কয়েক হাজার হিন্দুদের বসবাস। আমি এই কিছুক্ষন আগেই তাদের সাথে ব্যাডমিন্টন খেলে পিকনিক করে আসলাম। আমরা সারাদিন একসাথে ঘুরি, নানান কাজ করি কখনোও মনে হয়না আমরা আলাদা কেউ। আমাদের ঈদের সময় বা এলাকায় তাফসীর হলে তারা আমাদের সাথে বসে বাদাম খায়। আবার তাদের পুজা হলে আমরা সেখানে খাওয়ার কমতি রাখিনা। একে অপরের বাড়ীতে বিয়ে বা কোন অনুষ্ঠান হলে নিজ দায়িত্বে 😀 উপস্থিত হই। আমার মতে শুধু উপমহাদেশ নয় বরং সারা পৃথিবীকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি কানে ধরে শেখাতে পারি। সুতরাং যারা বাংলাদেশকে দুচোখে দেখতে পারেনা তাদের পক্ষেই এধরনের ছবি বানানো সম্ভব।

    Level 0

    মারুফ ভাই আপনার মন্তব্যটি চমৎকার হয়েছে। আপনার কথা অনুসারেই বুঝা যায় আপনার থেকে লেখাটি কেম লেগেছে।

আল্লাহ পাক হেদায়াত করুন, আমিন।

    Level 0

    চলুন আমরা সবাই তাদের হেদায়েতের জন্য আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি।

shoeb chowdhury ihudi der agent take Bangladesh e ban kora uchit.

    Level 0

    Yes, I agree with you

আল্লাহ তায়ালা ইসলাম বিরোধীদের ধংস করুক।
আমিন।

    Level 0

    আমিন……..

Level 0

salauddib soieb choudhuri k facebooke e unlike kore answer kora uchiit

    Level 0

    তাহলে আমাদের সকল টেকটিউনসের লেখকের প্রতি আমার অনুরোধ সবাই তাকে Dislike করবেন…….

Vai apni ja bolechen ta thik, tobe lekhati somewhere ba aejatio blog e dile valo hoto, ata kono technology er tune noy, tai ati techtune er rule er birodhi. But if your information is true then its truely a horrible news.

    Level 0

    পাসওয়ার্ড ভাই, ঠিক আছে আমি আপনার কথা মানলাম। যাই হোক সবাই যাতে এর প্রতিবাদ করে এটাই আমার কামনা।

Level 3

ইসলাম শান্তির ধর্ম।

    জ্বী ইসলাম সবার শান্তি চায়, কারও অশান্তি চায় না বা সৃষ্টিও করে না।

সবাই দোয়া করুন যেন আল্লাহ তাদের হেদায়েত দান করে এবং তাদের মাধ্যমে ইসলামকে সাহায্য করেন কারণ আল্লাহর কাছে সব সম্ভব আর তাদের তাকদিরে যদি হেদায়াত না থাকে তাহলে আল্লাহ যেন তাদের ধংস করে দেন
আমিন……..

ধন্যবাদ ভাই এত গুরুত্ব পূর্ণ একটি নিউজ দেয়ার জন্য। আমি জানি বাংলাদেশে এরকম কুচক্রি কয়েকটি এনজিও রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে। এবং এ সমস্ত খাতে বাংলাদেশী মুসলিম, নওমুসলিমরা কাজ করছে। এসমস্ত বিষয় সম্পর্কে সরকার অবগত কিনা আমার জানা নেই। আরও একটি বিষয় হল এধরণের এনজিও গুলো অনেক দিন ধরেই বাংলাদেশে সক্রিয়। কিন্তু কথা হচ্ছে এ সরকারের কথা বাদই দিলাম বিগত সরকারের সময় ও এরা ছিল, সরকারের কাছে কি তাদের কোন তথ্য নেই। আমার মতে বাংলাদেশ এনজিও দের কার্যক্রম ভালভ।াবে মনিটরিঙ করা দরকা। হোক ইসলামের পক্ষের বা বিপক্ষের। অনেক এনজিও ইসলামের পক্ষে কাজ করার বাহানা দিয়ে ইসলামের ক্ষতি করছে। এখনি সময় এদের প্রতিহত করার। আর বির্তকিত সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরিকে ও প্রতিহত করতে হবে।েইসলাম সব সময়ই শান্তির ধর্ম, ইসলাম মানুষকে শিক্ষাদেয় কিভাবে যুদ্ধের ময়দানে পরাজিত প্রতিক্ষকে সম্মন দিতে হয়। দিতে হয় নিরাপত্ত। যার জলয্যান্ত উদাহরণ আমাদের রাসুলুল্লাহ (সাঃ) রেখে গেছেন।
ধন্যবাদ সবাইকে

    একটি সুন্দর মন্তব্য করেছেন। যাক আল্লাহ তায়ালা তাদের হেদায়েত দান করুন, আমিন। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ…….

আমি সকল কমেন্টার ভাইদের দ্রৃষ্টি আকর্ষন করছি।আপনাদের কি মনে হয় না আমাদের দেশে এরকম হচ্ছে? আমি গত ৪-৫ মাসের অনেক পত্রিকা পড়ে এরকম অনেক ঘটনা জানতে পেরেছি।আপনারা যদি চান আমি লিঙ্ক ও দিতে পারব।ইসলাম শান্তির ধর্ম এইটা আমরা সবাই জানি।কিন্তু ইসলামের নাম ব্যবহার করে সমাজের কিছু কিছু মানুষ যে তার ফায়দা লুটায় এইটা আমরা সবাই ভাল করে জানি।এইটা আমাদের ধর্মের সমসসা নয়।এইটা আমাদের সমাজ এবং সমাজের মানুষের সমসস্যা। আপনার আর আমার সমসস্যা। আমরা কেও আমাদের বুকে হাত রেখে বলতে পারব না আমরা পুরাপুরি ভাল। আমাদের মুসুলমানদের বর্তমানের দুর্দাশার কারন আমরা নিজেরাই।
যে চিত্রনাএের বর্ণনা house of the dead vai দিলেন তাতে তো আমি খারাপ কিছু এ দেখি না।আমাকে গালি দিবেন না।কারন একেক মানুষের মন-মানসিকতা একেক রকম । আপনার সাথে আমার নাও মিলতে পারে। হইতবা তার কিছুতা ক্ষেত্রে সব কিছু প্রযোজ্য না।উপরের যদি উপরের চিত্রনাএের বর্ণনা এরকম এ হয় তাহলে সেইতা তে ইসলামের কোন দোষ উল্লেখ করা হয় নাই। সেইখানে আমাদের সমাজ ব্যবস্থার ত্রুতি উল্লেখ করা হয়েছে।যেইতা আগে আমাদের ছিল ‌এখন কিছুতা আছে্‌ আর আমরা যদি নিজদের পরিবর্তন না করি মনে হয় ভবিষ্যতে অ থাকবে,

সবাইকে ধন্যবাদ
আমার কথা চিন্তা করে দেখুন। আর চিত্রনাএের সাথে মিলে যায় এরকম ঘটনা যদি জানতে চান আমার কথা আপনাদের যদি মন থেকে বিশ্বাস না হয় তাহলে আমি আপনাদের অনেকগুলা লিঙ্ক দেব।যদি বিশ্বাস না হয়।আমাকে একদিন সমায় দিবেন। দয়া করে আমাকে বুঝুন।
এই movie te ইসলামের কোন দোস দেওয়া হয় নাই।সমাজ ব্যবস্থার দোস দেয়া হয়েছে।

সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরি „কে ধংস করুক আল্লাহ তায়ালা

নমরুদ, ফেরাউন কেউ রেহাই পাই নি … ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে… black এর প্রযোজক যেহেতু মুসলিম নামদারী… . সেহেতু ,তার উচিত এমন মানবতাবিরোধী কাজ থেকে নিজেকে সরিয়ে নেয়া… আর নাহলে তার পরিনতি নমরুদ- ফেরাউনের চেয়েও ভয়াবহ হবে…।।

চিন্তার কারন নাই ভাই আমি হলপ করে বলতে পারি এই ঘটনার পর ইসলামের আরো প্রসার ঘটবে ইসলামের আরো সুনাম বৃদ্ধি হবে কারন যখন সবাই দেখবে আসলেই এই ছবিটার সাথে ইসলামের কোন মিল নাই তখন বুঝবে এই সব মিথ্যা বাদিদের কর্ম।এবং সত্য ইসলাম। যেমন ১/১১ পর ইসলামের প্রসার আরো বেশী হয়েছে ইউরোপের রাষ্ট্র নায়করা এখনই বলছে সেই দিন বেশী দূরে নয় যেদিন মুসলমানরা রাজত্ব করবে।
তবুও এই সকল ঘৃনিত কাজকে ঘৃনা করি আর দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন।

রাতারাতি নাম করার জন্য সমালোচিত হওয়ার মত ছবি বানায়।
ওদের কে ঘৃনা জানাই।

যেকোনো ধরনের অপচেষ্টা, যা আমাদের দেশকে ভুলভাবে এবং নেতিবাচকভাবে সমস্ত বিশ্বের সামনে উপস্থাপিত করে তার প্রতিবাদ জানাই………….

Level 0

ধংস করুক ওদের…
আমিন…

Level 0

age amra o boltam desh ugro moulobaad nei, kintu pore ki holo? 63 ta district e boma mera desh ke chaluni banie fello, opradh na dhaka r try kore, oporadh gulo kibhabe shomadhan kora jay shei dike nojor den