আসসালামুওলাইকুম।কেমন আছেন প্রিয় টেকবাসি?অনেক দিন পর লিখতে বসলাম।গেম নামক জিনিষটা সাথে আমরা সবাই পরিচিত।ছোট বেলা থেকে হাজারও রকমের গেইমস খেলেছি।অবসরে স্মার্টফোনে গেম খেলার পরিণতি এতটা ভয়ানক হতে পারে কদিন আগেও কেউ ভেবেছিলেন কি?কিন্তু এখন ভাবতে হচ্ছে কারন এ কেমন গেইমস খেল্লেই আপনাকে প্রান দিতে হবে।কি অদ্ভুত তাই নাহ? আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই গেইমস খেলতে হয় আর কেনই বা মানুষ অত্যহত্যা করছে?
কী এই ব্লু হোয়েল এবং কীভাবে খেলা হয়ঃ
অনলাইন ভিত্তিক একটি গেম। অনলাইনে একটি কমিউনিটি তৈরি করে চলে এ প্রতিযোগিতা। এতে সর্বমোট ৫০টি ধাপ রয়েছে।
আর ধাপগুলো খেলার জন্য ঐ কমিউনিটির অ্যাডমিন বা পরিচালক খেলতে ইচ্ছুক ব্যক্তিকে বিভিন্ন চ্যালেঞ্জ দিবে। আর প্রতিযোগী সে চ্যালেঞ্জ পূরণ করে তার ছবি আপলোড করবে। শুরুতে মোটামুটি সহজ এবং কিছুটা চ্যালেঞ্জিং কাজ দেয়া হয়। যেমন: মধ্যরাতে ভূতের সিনেমা দেখা। খুব সকালে ছাদের কিনারা দিয়ে হাঁটা এবং ব্লেড দিয়ে হাতে তিমির ছবি আঁকা।
তবে ধাপ বাড়ার সাথে সাথে কঠিন ও মারাত্মক সব চ্যালেঞ্জ দেয় পরিচালক। যেগুলো অত্যন্ত ভয়াবহ এবং এ খেলার সর্বশেষ ধাপ হলো আত্মহত্যা করা। অর্থাৎ গেম শেষ করতে হলে প্রতিযোগীকে আত্মহত্যা করতে হবে।
সব শেষে বলবো এই ভিডিওটি দেখুন একটি মাত্র ভিডিও আপনার জীবন ও আপনার বন্ধুদের জীবন বাঁচাতে পারে। দয়া করে পাঁশেই থাকবেন আর চ্যানেলটি সাবক্রাইব করে সার্পট করবেন প্লীজ। ধন্যবাদ সবাইকে টিউনটি পড়ার জন্য।আল্লাহ হাফেজ।
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।