বাঁচতে হলে জানতে হবে ”হেপাটাইটিস-বি” কি?

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

"সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি"

হেপাটাইটিস-বি  কি?

হেপাটাইটিস-বি ভাইরাস জনিত কারনে লিভারে যে প্রদাহ হয় তাকে বি ভাইরাস জনিত হেপাটাইটিস বলে।

হেপাটাইটিস-বি ভাইরাসের ব্যপকতা কতটুকু?

আমাদের দেশের শতকরা ৪ ভাগ মানুষ হেপাটাইটিস-বি ভাইরাসের বাহক। তাদের বিভিন্ন সময় জটিল লিভারের রোগ হচ্ছে। এ দেশের প্রায় ৩.৫% গর্ভবর্তী মায়েরা হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাস তাদের নবজাতকের শরীরে সংক্রামিত হতে পারে। মনে রাখতে হবে যে হেপাটাইটিস-বি ভাইরাস, এইডস ভাইরাসের চেয়ে ১০০% বেসি সংক্রামক। সারা বিশ্বে প্রতি বছর এইডস (AIDS) রোগে যে পরিমাণ মানুষ মারা যায় তার চেয়ে বেসি লোক মারা যায় হেপাটাইটিস-বি (HBV) ভাইরাস সংক্রামনে।

কি ভাবে এই রোগের বিস্তার ঘটে ?

  • রোগাক্রান্ত মা এর কাছ থেকে শিশুর।
  • জন্মের পরে ভাইরসে আক্রান্ত মায়ের স্তন পানের মাধ্যমে।
  • নিরীক্ষাবিহীন রক্ত গ্রহণ।
  • ইনজেকশনের মাধ্যমে নেশার দ্রব গ্রহণ  করলে।
  • আরক্ষিত  যৌন ক্রিয়ার মাধ্যমে।
  • অন্য জনের ব্যক্তিগত জিনিস ব্যবহার করলে, যেমন - ব্রাশ, রেজার।
  • আক্রান্ত ব্যক্তিকে চুম্বনের মাধ্যমে।
  • বিভিন্ন রকমের চিকিৎসার দূষিত  যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে।

হেপাটাইটিস- বি কি কি ধরনের হয় ?

স্বল্পমেয়াদী হেপাটাইটিসঃ- এই রোগ সাধারণত কয়েক সপ্তাহ আথবা কয়েক মাসের মধ্যে ভাল হয়ে যায়।

দীর্ঘমেয়াদী  হেপাটাইটিসঃ- এই ধরনের হেপাটাইটিস সাধারণত ৬ মাস থেকে আজীবন স্থায়ী হয়। দীর্ঘমেয়াদী  হেপাটাইটিস লিভার সিরোসিস ও ক্যান্সার এর অন্যতম প্রধান কারন।

হেপাটাইটিস- বি এর উপসর্গ সমূহঃ

আক্রান্ত রোগীর কোন উপসর্গ নাও থাকতে পারে। অনেক ক্ষেত্রে জ্বর, ক্লান্তিবোধ, শরীর টনটন করা, ব্যাথা, বমি ভাব এবং ক্ষুধামন্দা হতে পারে।

কিভাবে এই রোগ প্রতিরোধ করা যায়ঃ

১/ ব্যক্তিগত পদক্ষেপঃ-

  • অন্যের ব্যক্তিগত দ্রবাদি ব্যবহার না করা।
  • একবার ব্যবহার্য সিরিঞ্জ ও সূচ আবার ব্যবহার না করা।
  • নিরাপদ রক্তসঞ্চালন।
  • নিরাপদ যৌন চর্চা।

২/ টিকা গ্রহণের মাধ্যমেঃ-

নির্দিস্ট নিয়মে টিকা গ্রহণের মাধ্যমে হেপাটাইটিস -বি প্রতিরোধ করা সম্ভব। মনে রাখবেন টিকা গ্রহণের আগে অবশ্যই  রক্তে  হেপাটাইটিস -বি  আছে কিনা পরীক্ষা করে নেয়া উচিৎ। যদি হেপাটাইটিস -বি থাকে তবে টিকা নেয়া যাবেনা। টিকা নেয়ার নিয়ম ০, ১, ২ ও ১২। পরীক্ষা সহ টিকা নিতে ২০০০ হাজার থেকে ৩০০০ হাজার টাকা লাগতে পারে।

হেপাটাইটিস- বি (HBsAg Positive) পজেটিভ রোগীদের করনীয়ঃ

হেপাটাইটিস- বি পজেটিভ রোগীদের ঘাবড়াবার কিছু নেই। তবে জেনে নিতে হবে যে হেপাটাইটিস- বি ভাইরাসের কারনে লিভারের কোন ক্ষতি হয়েছে কিনা অথবা সম্ভাবনা আছে কি না। এর জন্য কিছু পরীক্ষা করে নিতে হবে যেমনঃ- HBsAg, HBeAg, AST(SGOT), ALT(SGPT), HBV-DNA, Ultrasound এবং Endoscopy of upper GIT। এই সমস্ত পরীক্ষা করতে ৬০০০ হাজার থেকে ৮০০০ হাজার টাকা লাগতে পারে। এই সমস্ত পরীক্ষার ফলাফল ও রোগীর শারীরিক উপসর্গ বিবেচনা করে সঠিক চিকিৎসা নির্ধারন করতে হয়। অনেক সময় তাৎক্ষনিক চিকিৎসা আরম্ভ করতে হয়। অনেকে মনে করে যে হেপাটাইটিস- বি পজেটিভ রোগীদের আর নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এটা ভুল। নিয়মিত চিকিৎসার মাধ্যমে অনেক সময় নেগেটিভ করা সম্ভব হয়। তবে চিকিৎসার খরচ একটু বেসি।

হেপাটাইটিস- বি জনিত লিভার সিরোসিস এর শেষ চিকিৎসা কি?

Liver Transplantation  লিভার সিরোসিসে আক্রান্ত রোগীর জীবন রক্ষাকারী পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়। অপারেশন করে কোন ব্যক্তির রোগাক্রান্ত লিভার অপসারণ করে সেই স্থানে দাতা ব্যক্তির সম্পুর্ন বা আংশিক সুস্থ লিভার প্রতিস্থাপন  করা কে  Liver Transplantation বলে। বর্তমানে বাংলাদেশে Liver Transplantation সম্ভব। এতে বাংলাদেশে প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়।

এবার আপনি সিদ্ধান্ত নিন টিকা নিয়ে ৩০০০ হাজার টাকা খরচ করবেন নাকি Liver Transplantation করে ৩০ লাখ টাকা খরচ করবেন। আর যাদের  হেপাটাইটিস- বি পজেটিভ তারা দেরি না করে লিভার বিশেষজ্ঞর পরামর্শ নিন।

Level 0

আমি কামরুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তাহলে তো টিকা নিতে হবে। তবে টিকা নিলে বেশি ব্যথা লাগে, এমনকি জর ও আসে (ব্যথায়)। আরেকটি কথা এটা কি সত্তি এইডস ভাইরাসের চেয়ে ১০০% বেসি সংক্রামক (ভয় লাগাই দিলা) । আপনাকে অনেক ধন্যা আমাদেরকে সচেতন করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ। তথ্যগুলো Liver Foundation of Bangladesh থেকে নেয়া। ভাই জ্বর আসবেনা । টিকা নিয়ে নিন। এবং পরিবারের সবাইকে টিকা নিতে সাহায্য করুন ।

আমি এক হতভাগা যে প্রায় ৬ বছর ধরে এ রোগে ভুগছি। তবে আমি প্রতি মাসেই চিকিংসা নিচ্ছি এবং ভালই আছি। আমি ৭ বছর আগে এর টিকাও নিয়েছিলাম। কিন্তু আমি টিকা নেওয়ার আগে রক্ত পরীক্ষা করেছিলাম না। আমার এটা টিকা নেওয়ার পর্বে থেকেই ছিল। যাই হোক, যারা এ রোগে আক্রান্ত তাদের উদ্দেশে বলতে চাই, এ রোগের এখনো কোন কার্যকরী ঔষুধ বের হয়নি। ডাক্তার সাধারনক মাল্টিভিটামিন খাওয়ায়। এ রোগের প্রধান ঔষুধ পযার্প্ত পরিমান বিশ্রাম, তেল জাতীয় খাবার পরিহার করা ইত্যাদি।

    ভাই আপনি হতাশ হবেন না। আমার বড় ভাই লিভার বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা করাছে। আপনি ভাল লিভার বিশেষজ্ঞর সাথে কথা বলেন। অনেক লিভার বিশেষজ্ঞ আছে কিছু Medicine দিয়ে অনেক ক্ষেত্রে সফল হয়েছে।

    এ রোগের এখনো কোন কার্যকরী ঔষুধ বের হয়নি- এ কথাটি ঠিক নয়। বেশ কিছু কার্যকরী ওষুধ আছে যা বাংলাদেশেও পাওয়া যায়। যেমন নোভারটিস কোম্পানীর Sebivo. প্রতিদিন ১টা করে ৬ থেকে ৯ মাস খেতে হয়। দাম প্রতি বড়ি ২০০ টাকা।

    ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ কোন Medicine খাবেন না। ডাক্তাররা HBV-DNA test করে ভাইরাসের পরিমাণ বুঝে বিভিন্ন ধরনের Medicine দেয়।

      ভাই আমার HBV-DNA test টা undetective আসে। আমার কি ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা আছে? আমি কি হেপাটাইটিস- বি ভাইরাস থেকে মুক্তি পেতে পারবো?

    অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ কোন Medicine খাবেন না। বাংলাদেশে যে হেপাটাইটিস-বি রোগের চিকিৎসা/ওষুধ আছে এবং চিকিৎসা খরচ কেমন সেটা বোঝানোর জন্য আমি আগের মন্তব্যটি করেছি। ধন্যবাদ কামরুল ভাই।

Level 0

আমি সেফ আছি

    ভাই আপনার পরিবারের সবাইকেও সেফ রাখবেন।

Level 0

Happy Valentine’s Day For All ! Click this link

Kaice

Level 0

ভাল টিউন করেছেন , টিকা মনেহয় মেয়েদের জন্ন ফ্রী দেয়া হয় , আমি টিকা নিয়েছি ভয় পাবেন না নিয়ে নিন আবার একটি ইঞ্জেকশন দিয়ে পালাবেন না পরের টাও দিবেন
আশাকরি সবাই হেপাটাইটিস বি মুক্ত থাকবেন

    বিভিন্ন সামাজিক সংস্থা কম খরচে টিকা দিয়ে থাকে। তবে মেয়েদের ফ্রী না। শিশুদের ফ্রী।

দারুণ জিনিষ আমি সব কারন থেকেই মুক্ত 😀

অনেক উপকারী টিউন,
ধন্যবাদ আপনাকে টিউনের জন্য।
*আর দোয়া করি সবাই যেন এই ধরনের রোগ হইতে আল্লাহ আমাদের হেফাজত করেন।

দরকারী টিউন …. সকলেরই সচেতন হওয়া খুবই জরুরী!

    ভাই দুঃখের বিষয় অনেকেই এই ধরনের টিউন পড়ে না। না পড়লে সচেতন হবে কি ভাবে বলেন ?

কামরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি আমার জন্য অন্তন্ত্য উপকারের, কারণ আমি নিজেও ৩/৪ বছর যাবৎ এই রোগে আক্রান্ত। কিন্তু এই রোগ নিয়ে আমার শারীরিক কোন উপসর্গ নেই। ০১ বছর পূর্বে আমি কক্সবাজারের একজন লিভার ও পরিপাক তন্ত্র বিষেশজ্ঞ সিনিয়র ডাক্তারের কাছে গেলে তিনি আপনার বর্ণিত মতে প্রায় সব মেডিকেল টেস্ট করান। হেপাটাইটির-বি পজেটিব কিন্তু অল্ট্রাসনোগ্রাফি সহ ডি.এন.এ সবকিছুর রিপোর্ট স্বাভাবিক তবে Endoscopy of upper GIT টি হয়তো করা হয় নি। কিন্তু প্রায় ১০,০০০/- টাকা মতো মেডিকেল টেস্টে খরচ করে শেষ পর্যন্ত ডাক্তারের কথাবার্তা ও সীমাহীন অনিশ্চয়তা দেখে হতাশ হয়ে পড়ি। তবে তিনি আমাকে উক্ত সময়ে শুধুমাত্র মাল্টি ভিটামিন খাওয়ার পরামর্শ দেন। কিন্তু আমি এই রোগ থেকে যতদ্রুত সম্ভব মুক্তি পাওয়ার আশায় খোজাখুজি করতে করতে জানতে পারি হোমিওপ্যাথি তে এই রোগের ভাল ফল পাওয়া যায়। তাই আমি ইন্টারেনেটের সাহায্যে google থেকে homeopathic treatment in dhaka লিখে খুজতে গিয়ে সর্ব প্রথমে পেয়ে যাই Dr. M Ahmed কে http://www.doctorsofbangladesh.com/drmahmed/aboutme.htm ডাক্তার সাহেবের কাছে ফোনে যোগাযোগ করে তার বিস্তারিত জেনে তাহার অনেকটা পূর্ণাঙ্গ আশ্বাসে ওনার নিকট থেকে চিকিৎসা শুরু করি, একই সাথে আমার দীর্ঘদিনের সাইনোসাইটিস সমস্যা। চিকিৎসা শুরুর প্রথম মাসের ঔষধেই আমার সাইনোসাইট সম্পূর্ণ ভাল হয়ে যায় (যা ইতিপূর্বে ২জন বিশেষজ্ঞ ডাক্তার অপারেশন ছাড়া ভাল করা যাবেনা মর্মে জানিয়েছিলেন)। এখন আমি প্রায় ০১ বছর যাবৎ চিকিৎসা চালিয়ে যাচ্ছি, বাকিটা সৃষ্টিকর্তা জানেন। এ বিষয়ে আপনার মূল্যবান পরামর্শ চাই, সাথে আরো একটি তথ্য জানতে চাই যে, কোন পরীক্ষার মাধ্যমে আমি শরীরের ঐ ভাইরাসটার পরিমাণ জানতে পারব? উল্লেখ্য যে, আমার ডি.এন.এ পরীক্ষায় শুধুমাত্র রেজাল্টই লিখা আছে।

    Result : Not Detected.

    রক্তে ভাইরাসের পরিমাণ জানার জন্য ডাক্তাররা HBV-DNA test করায়। কিন্তু আপনার DNA test রেজাল্ট Not Detected এসেছে । আমি ঠিক বুঝতে পারছিনা। আমার বড় ভাইয়ের DNA test রেজাল্ট HBV DNA – Positive. এবং HBV DNA Copies/ mL – 4.0* 10 to the power 4. সে বর্তমানে চিকিৎসাধিন আছে। আপনি হতাশ না হয়ে ঢাকা এসে ডাক্তার দেখিয়ে যান। কিছু ডাক্তার আছে যারা বলে এর কোন medicin নেই। কিন্তু শুধু আমাদের দেশে নয় আন্যান্য দেশেও একই পদ্ধতিতে চিকিৎসা হয়। তবে ডাক্তাররা ১০০% নিশ্চয়তা দেয় না। আর হোমিওপ্যাথি চিকিৎসা আমার কাছে বিজ্ঞান সম্মত মনে হয় না কারন তার তেমন কোন চেকাপ না করিয়েই medicin দেয়। আমার ভাইও ৬ মাস হোমিওপ্যাথি চিকিৎসা করিয়ে ছিল।

হেপাটইটিস বি+ এর জন্য হয়তো বিভিন্ন বিষয়ের উপর কয়েক ধরনের DNA test আছে। আমার টা হয়তো HBV DNA টেস্ট ছিল না। রিপোর্ট গুলো খতিয়ে দেখতে হবে। যাই হোক আরো কয়েক মাস না হয় চালিয়ে যাই। শুধুমাত্র অতি অল্প সময়ে এবং সহজেই আমার সাইনোসাইটিস সমস্যাটা সম্পূর্ণ ভাল হওয়ায় হোমিওপ্যাথি চিকিৎসার উপর আগ্রহটা বেড়ে যায়। দোয়া করবেন… দেখি শেষ পর্যন্ত কি হয় …… তবে ভবিষ্যতেও এবিষয়ে যে কোন প্রকার গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলে (টিউনসএ বা ব্যক্তিগত ভাবে) অত্যন্ত উপকৃত হব। [email protected]

really important tune

necessary tune.

ওয়াসিম ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে এই অধমের টিউন পড়ার জন্য।

আমি এবং আমার পরিবার টিকা নিয়েছি।

    আমি আশা করি আপনি আপানার বন্ধু ও আত্মীয়- স্বজনদের মাঝে এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করবেন । টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Very Very Important Tune. I am very glad for your tune. I hope that you will be carry on.
Many Thanks.

    আমি প্রযুক্তি শিক্ষছি মাত্র তাই বেশি কিছু জানিনা। তবে মানুষ ও প্রযুক্তি দুটোকেই ভালবাসি। তাই মানুষকে সচেতন করতে ভালবাসি। আপনাকে অনেক ধন্যবাদ।

অনেক প্রয়োজনীয় একটি Tune…

    কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

ভাল লাগল। ধন্যবাদ।

    সাইফুল ভাই তোমাকেও ধন্যবাদ। আর টিকা না নিয়ে থাকলে টিকা নিয়ে নিয়। অন্যদেরও এ ব্যাপারে সচেতন কর।

Level 2

উপরের এই তথ্যগুলো আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ন। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ। তবে আমার কষ্ট সার্থক হবে যদি আপনারা সাবাই এই ব্যাপারে সচেতন হন।

    মন্তব্য করার জন্য ধন্যবাদ।

মারাত্মক টিউন, সবার জন্যই বাধ্যতামূলকভাবে পড়া উচিৎ এই টিউনটি, স্টিকি করার জন্য ধন্যবাদ এডমিনকে…

    আমি কি বলব ? ভাষা হারিয়ে ফেলেছি, আমি যখন টিউনটি করি তখন অনেকেই টিউনটি পড়েনি । এখন এডমিনের অবদানে আশা করি সবাই পড়বে। পৃথিবী যত দিন টিকে থকবে টেকটিউনস ততো দিন টিকে থাক।

আমার হেপাটাইটিস বি পজেটিভ আজ থেকে ৭ বছর আগ থেকে। ৩ বছর ধরে এন্টিভা, ইসোগাট খেয়েছিলাম। এখন, গত ২ বছর ধরে সেবিভো খাচ্ছি। ২ মাস আগের রিপোর্ট অনুযায়ি আমার প্রায় ৭০% সুস্থ আছি। আমি ডা: প্রজেশ কুমার রায় এর তত্বাবধানে আছি। ইনশাল্লাহ আগামী ৬ মাসের মাঝে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

বি:দ্র: দাতের ডাক্তার হইতে সাবধান…

    আপনার জন্য রইল অনেক শুভ কামনা । ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে।

ধন্যবাদ আপনাকে টিউনের জন্য।

অত্যন্ত সময় উপযোগী একটি টিউন। এখন গরম শুরু ……. তাই সবাই সাবধান থাকবেন ।

    আপনাকেও ধন্যবাদ। তবে আপনি যে কারনে সাবধান হতে বলেছেন তার সাথে হেপাটাইটিস-বি কোন সম্পর্ক নেই । 'হেপাটাইটিস-এ' পানি বাহিত, হেপাটাইটিস-বি নয়।

ধন্যবাদ।

    টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি নিজেও সচেতন হবেন এবং অন্যকে সচেতন করবেন।

এমন সচেতনতা মূলক টিউনের জন্য কামরূল ভাইকে অনেক ধন্যবাদ।আর টেকটিউন্সকে ধন্যবাদ টিউনটি নির্বাচিত করার জন্য।

    সজীব ভাই আপনাকে ধন্যবাদ সেই সাথে টেকটিউনসকেও আমাকে এই সুযোগ দেয়ার জন্য।

অনেক ধন্যবাদ ।

রোগ প্রতিকাররের থেকে প্রতিরোধ উওম তাই আমাদের সচেতন হতে হবে।কামরুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যযোগ ……………।

    আপনি ঠিক বলেছেন আমাদের এখনই উচিৎ সচেতন হওয়া।

Thanks a lot for a nice & very important tune. But I went to know two things.
As.
1. What is HBeAg Confirmatory? Please discuss with normal range.
2. You suggest only Ultrasound but which one?

USG of whole abdomen, USG of whole abdomen, USG of L/A,
USG of U/A, USG of HBS, USG of KUB etc.

    আপনি প্রথমে HBs Ag ( Elisa) টেস্টটি করাবেন। যদি রেজাল্ট নেগেটিভ হয় সে ক্ষেত্রে আপনাকে অন্য কোন টেস্ট করতে হবে না তবে আপনি দ্রুত টিকা নিয়ে নিন। আর যদি পজেটিভ হয় তার মানে আপনি এই ভাইরাসের বাহক তখন আপনাকে অন্যান্য টেস্ট করাতে হবে এবং দেখতে হবে আপনার লিভার ক্ষতি গ্রস্থ হচ্ছে কিনা। পজেটিভ হলে আপনি দ্রুত লিভার বিশেষজ্ঞর পরামর্শ নিন। ডাক্তাররা সাধারণত USG of HBS করিয়ে থাকে তবে USG of whole abdomen করাতে পারে।

I need 80 Alertpay dollar URGENT. please mail me your rate…. [email protected]

অসংখ্য ধন্যবাদ ভাই।আগে জানতাম না ।জলদি জলদি ব্যাবস্থা নিব নিজে হেফাজত হওয়ার জন্য ও অন্যদের হেফাজত করার চেষ্টা করব। আপনি টিউনটি করায় আল্লার কাছে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব।

    আজ আমি খুবই আনন্দিত কারন আপনাদের সচেতন করতে পেরেছি। আপনার জন্য রইল অনেক শুভকামনা।

কামরুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য রইল অনেক শুভকামনা।

ভালোই তো আপনাকে অনেক ধন্যবাদ। আমার অনেক উপকার হলো। আশাকরি সবার উপকার হবে। ডায়াবেটিস সর্ম্পকে জানতে ভিজিট করুন
ডায়াবেটিসের কারন ও প্রতিকার

ধন্যবাদ, জেনে উপকৃত হলাম।

প্রিয় টিউনস এ এ্যাড করা ভুলে গেছি। পারছি না। কেউ কি বলবেন, প্রিয় টিউনস এ এ্যাড করবো কি করে ?

আমি আপানার সাথে অনেকটা একমত । সমকালের খবরটা আমার জানা নাই পারলে লিকং দিয়েন। আর দুঃখের বিষয় কি জানেন আমাদের দেশে কোন সরকারি মেডিক্যালে HBV-DNA test করা যায় না। প্রাইভেটে করতে আমার জানা মতে সর্বনিম্ন ৪০৩০ টাকা লাগে যা অনেকের পক্ষেই সম্ভব না।

ভাই আপনার টিউনটা আমি অবশ্যই দেখব। তবে আপনি কি সহজ ও সাবলীল ইংরেজীতে আমাদের প্রিয় টিটিতে টিউন করে ছিলেন? তা হলে আপনাকে বলতে হয় টিটিতে ইংরেজীতে টিউন করা আমি যতটুকু জানি নিষেধ।

ভাই টিউনটি বাংরা ছিল ——-কিন্তু রোগের বিবরণ বাংলাতে দেওয়া একজন ডাক্তার হিসেবে আমি আসম্বব সমে করি। ধন্যবাদ ।

ভাই একবার বলছেন 'সহজ ও সাবলীল ইংরেজীতে লেখা' আবার বলছেন 'বাংলায় ছিল' ঠিক বুঝলাম না কোনটা সত্যি। আর আমি বিশ্বাস করি পৃথিবীতে এমন কোন বিষয় নেই যা আমার মাতৃ ভাষায় লেখা যায় না।