ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না

ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না ধন্যবাদ আর নয় অনেক লিখেছি সব এখন মুছে ফেলছি আমার লিখা গুলো কোন কোম্পানি এর জন্য ছিল না

Level New

আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই তো …………..আমার মনের মতন টিউন গুলো পেয়ে যাচ্ছি ধিরে ধিরে……………
ভবিষ্যের শুভ কামনা রইলো…………

    আপনার মনের মতন টিউন গুলো পেয়ে যাচ্ছেন ধিরে ধিরে- কি ধরনের টিউন আপনি চান , আপনার জন্য ও অনেক শুভ কামনা রইল । অনেক ধন্যবাদ ।

    অজানাকে জানার ,অচেনাকে চেনার টিউন…………….

    আজানাকে জানতে হলে ……………অচেনাকে চেনার জন্য হতে হবে বই , এডভ্যানচার প্রিয় , বই প্রিয় , করতে হবে গবেষণা …।।
    তুমি যতই জানার চেষ্টা কর ………কোন লাভ হবে না ………।।কারণ তুমি যে তুমি যে তা শেষ করতে পারবে না তাই জানার চেষ্টা করা বৃথা …যা জানতে চান নিজেকেই জানতে হবে ।
    কলকাতা ভাই অনেক ধন্যবাদ

কত কিছুই জানিনা । আসলেই অনেক কিছুই জানিনা । আপনাদের মাধ্যমেই অজানা অনেক কিছুই জানছি ও জানব ।
প্রথমে পড়লাম, প্রিয়তে রাখলাম, এখন পিডিএফ করে রাখব।

    ধন্যবাদ স্যার । আপ্নাদের অনুপ্রেয়নায় ই তো নতুন বিষয় নিয়ে এবং অচেনা অজানাকে নিয়ে টিউন করার চেষ্টা করছি । আশা করি আর কিছু দিতে পারব । ধন্যবাদ ।

আঃহঃরে বসুমতি তুমি কত অচেনা!

আল্লাহর কি অপরূপ সৃষ্টি।

খুব সুন্দর।

এককথায় অসাধারন

শেষ অস্ত্র

‘গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনীতিতে প্রতিবাদের শেষ অস্ত্র হরতাল।’

৩০ নভেম্বর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

ওয়ান পিস

‘আগে অভিনয় করেছি, এখন তা বাস্তবে পরিণত হচ্ছে। এটা অন্য চোখে দেখার কিছু নয়। আমি ডিপজল ওয়ান পিস বাংলাদেশে। আমার কোনো দ্বিতীয় পরিচয় প্রয়োজন হয় না।’

৩০ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেটে কারা কর্মকর্তাদের উদ্দেশে ডিসিসির ওয়ার্ল্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল।

সুপরামর্শ

‘দেশের মানুষের পকেট কেটে বড়লোক হয়ে লাভ কী? মানুষ জানতে পারলে আপনাদের ঘৃণা করবে।’

ভোজ্যতেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ২৯ নভেম্বর ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

লোডশেডিংয়ের সময় তালপাখা ব্যবহার করুন। ঘরে ঘরে যখন বিদ্যুৎ ছিল না তখন বৈদ্যুতিক পাখা লাগেনি। তালপাখাই আমাদের শরীর জুড়িয়েছে।’

২৯ নভেম্বর ফরিদপুরে এক সভায় শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

পদত্যাগের ডাক

‘মার্কিন সাম্রাজ্য উলঙ্গ হয়ে গেছে। এ ঘটনায় অবশ্যই কারও না কারও পদত্যাগ করা উচিত। আমার মনে হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যদের নিয়ে পদত্যাগ করা ছাড়া হিলারির এখন আর কোনো গতি নেই।’

উইকিলিকসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন নথি ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে ২৯ নভেম্বর এক বক্তৃতায় হুগো শাভেজ।

‘৩০ বছর দলের দায়িত্বে থেকে খালেদা জিয়া পদে পদে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। যারা সঠিক পরামর্শ দিয়েছেন, তাদেরই দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন তার নিজেরই পদত্যাগ করা উচিত।’

২৯ নভেম্বর রাজধানীতে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।

বিরক্তি

‘মৃত্যু আমাকে ভীত করে না, বরং বিরক্ত করে।’

ভ্যানিটি ফেয়ারকে ২০০৭ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ইতালির চলচ্চিত্র পরিচালক ও কৌতুক অভিনেতা মারিও মোনিচেলি। ২৯ নভেম্বর চিকিৎসারত অবস্থায় হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে আ্তহত্যা করেন তিনি।

    আপু এটা কি দিলা । কিছুই তো বুঝতে পারতেছিনা ।

    আরে ভাই আমরা যেমন এই ধরনীর অনেক কিছুই বুঝি না তেমনি আমাদের দেশের অনেক কিছুই বুঝি না কোনটা ভাল আর কোনটা খারাপ।উপরের লেখাটা তারই একটি চিত্র।

    আসলেই আমাদের দেশের এত ভালো সুযোগ থাকা সত্ত্বেও আমারা নিদিষ্ট গতিতে এগিয়েজেতে পারছিনা কেবল কিছু বাজে রাজনীতির কারণে । আর এই রাজনীতিয়ের মধ্যে কে আপনার পক্ষে আর কে আপনার বিপক্ষে তা কেউ বলতে পারে না । তাদের সাথে তারা যে কাউকে যে কোন সময় বলি দিতে দিধাবধ করে না।

    ধন্যবাদ ।

    ঘন খাটি দুধের তৈরী পায়েসের মধ্যে ২ চামচ লাল মরিচের গুড়া ঢেলে দিলে যা হয় আর কি…!!!

    সজীব ভাই রক্ত জোয়ার এর এর থেকে —-ঘন খাটি দুধের তৈরী পায়েসের মধ্যে ২ চামচ লাল মরিচের গুড়া ঢেলে দিলে যা হয় আর কি…!!! এর থেকে ভালো বিশ্লেষণ আর হয় না । আর আপনি ট্রাই করে ফলাফল জানিয়েন । ধন্যবাদ ভাই এত সুন্দর বিশ্লেষণের জন্য……………..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ভাই চরম।techtunes কে ভালবাসি কারন এত সুন্দর tune হয় অবাক হয়ে যাই।

    ধন্যবাদ । আসলেয় টেক্টিউনের সুন্দর সুন্দর টিউন গুলো অনেক কিছু শিখায় । অনেক কিছু জানায় । কমেন্ট এর জন্য ধন্যবাদ ,

অসাধারান ভাল লাগল কিছু অজানা তথ্য জানতে পেরে। ম্যাটামেস মেঘের ছবিগুলো দেখে বেশ অবাক হলাম, মেঘের এরকম আকৃতি হতে পারে ধারনাই ছিল না! রক্ত জোয়ার সম্পর্কেও আগে জানতাম না। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগে । আপনারা ও সুন্দর সুন্দর টিউন করুন । আপনারা যা জানেন তা আমাদের জানান । সকলের মতামত শেয়ার করুন । আপনার সুন্দর কমেন্ট এর জন্য অনেক ধন্যবাদ ।

তিন চার দিন আগে varsity এর বাস এ varsity যাচ্চি।আমার সামনের সিট এ দুইজন বসে আছে।তারা দুইজন ইন্টারনেট নিয়ে কথা বলছে।একজন বলল জানিস আমি ইন্টারনেট এর লাইন নিয়েছি।আরেকজন বলল কেন? তখন সেই ভাইয়াটি বলল জানিস আমি দুইদিন আগে আমি আমার এক ভাই এর বাসায় গিয়েছি।সেখানে গিয়ে দেখি আমার ভাই মোবাইল flash দিচ্ছে।আমি বললাম ভাইয়া কে তোমাকে শিখিয়েছে।ভাইয়া বলল আমি ইন্টারনেট থেকে সিখেছি।আমি বললাম কি address.ভাইয়া বলল একটা বাংলা address.আমি তো অবাক।তারপর ভাইয়া flash শেষ করে আমাকে অই address এ নিয়ে গেল।আমি অবাক নয়নে অনেকগুলো লেখা দেখলাম।অবাক হয়ে দেখলাম বাংলায় এরকম address আছে ।সাথে সাথে বাসায় গিয়ে broadband এর লাইন নিলাম।আমি পিছন থেকে শুনছি র ছিন্তা করচি কোন address হতে পারে।তারপর সাম্নের ভাইয়াটা পাশের ছেলেকে যেই address এর কথা বলল তা শুনে আমার খুব গৌরব লাগল কারন সেই ভাইয়াটা আমাদের techtunes এর কথাই বলছে।সেই বাসটার নাম “উত্তরন” আর varsity এর নাম জগান্নাথ।techtunes তুমি সবসময় আমাদের সাথে থেক।

    ধন্যবাদ আপু আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য । আশা করি আপনাদের মাঝেয় থাকব । এবং আরও কিছু সুন্দর টিউন উপহার দিয়ে যাবো ।

দারুন। প্রকৃতি আসলেই রহস্যময়। আর অনেক অনেক সুন্দর। আপনার টিউন আর একবার বুঝিয়ে দিল।

    ধন্যবাদ সামী ভাই । আসলেই প্রকৃতি অনেক ভয়ঙ্কর সুন্দর ।

আবারও অসাধারন একটা টিউন।
আশা করি নিয়মিত আরও ভাল ভাল টিউন উপহার দিবেন। 😀

    হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই আপনারা যতদিন পাশে আছেন আশা করি ততদিন চেষ্টা করে যাব ভালো টিউন করার । ধন্যবাদ হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই ।

মাত্র এই কয়েকটা…!!!
এতো দেখি হিন্দি সিরিয়ালের মতো সুইসাইড করার মুহুর্তেই To Be Continued…
এই টিউনের পার্ট ২ এর জন্য অপেক্ষায় রইলাম।

    সজীব ভাই এগুলোই পাছিলাম না প্রায় ১ ঘণ্টা লেগেছে এইগুলো খুঁজে বের করতে ।আর হিন্দি সিরিয়ালের তো পর্বই শেষ হয় না । আর আপনি হিন্দি সিরিয়াল দেখেন ……………………
    বিশ্বাস হছে না । এই টিউনের পার্ট ২ তাড়াতাড়ি করার চেষ্টা করবো । কমেন্ট এর জন্য ধন্যবাদ সজীব ভাই ।

vhai mritho joto voyonkor i hok na kano apni jano amader maje thake chirodin sundor tune korar jonno.excellent tune,i m loving it………..

    ধন্যবাদ ভাই । নাম এর ব্যাপার তা বললাম না কারণ এর পিছনে একটা কারণ আছে । তাই সেটা পালটাতে পারলাম না ।হয়ত কেউ জানতে চাইলে জানাতে পারি । কয়েক জনকে জানিয়েছি । হয়ত সেটা নিয়ে কোন টিউন করব । আর আপনার সুন্দর কমেন্ট এর জন্য অনেক অনেক ধন্যবাদ ।

vhai name ta ki change kora jay,j ato sundor tune kore tar nam ar jai hok voyonkor mrithu mone hoy thik jay na,ki bolen vhai? aponar nam hote pare good tuner (prostabito).

    আমার টিউন গুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনেক ধন্যবাদ । তবে নাম পরিবর্তন করতে পারব না । কারণ আছে যা বলতে অনেক কষ্ট হবে । ধন্যবাদ ।

অতি সুন্দর হইয়াছে, এই রকম আরও টিউনের জন্য অপেক্ষায় থাকিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মহান আল্লাহ আপনার মঙ্গল করুন।

    Abdur Rokib ভাই আপ্নাকেও অনেক ধন্যবাদ । মহান আল্লাহ আপনার সহায় হন ।

জটিল টিউন …. চালিয়ে যান

    ধন্যবাদ দুঃসাহসী টিনটিন ভাই । চালিয়ে জাওয়ার চেষ্টা করব ,

Level 0

একটা কথাই বলব, অসাধারন!!!………….এখন বুজলাম প্রকৃতি এরকম হলেই ” ভয়ঙ্কর মৃত্যু ” হওয়া সমভব

    ধন্যবাদ । আপনার বিশ্লেষণ ধর্মী মন্তব্য এর জন্য । আর ভয়ঙ্কর মৃত্যু কি তা যার জীবনে এসেছে সেই জানে ।

Level 0

Bhai onek sundor hoice.
tnx for share.

    ধন্যবাদ Sam ভাই । আপ্নারাও শেয়ার করেন আর অব্রু ব্যাভার করেন আশা করি তাড়াতাড়ি বাংলা লিখতে পারবেন ।

মর্মান্তিক সুন্দর হইছে। 😀 আরোও টিউন চাই।

    মারুফ ভাই জটিল একটা শব্দ দিলেন তো – মর্মান্তিক সুন্দর । নতুন শুনলাম । কমেন্ট এর জন্য ধন্ন্যবাদ । চেষ্টা করব আরও টিউন করতে । ধন্ন্যবাদ

    arekta sobdo ace voyonkor sundor.current er swich e tipatipi korte giye short cerkit holo.amar hater koyek inchi samne samne short cerkit hoye prochondo flash light er moto alo jole utlo.prar 1 minute kichui dekhini.mittur koyek inchi samne sei alo koto sundor ta bujhate parbo na.ekhono chinta korle boro voy hoy.

    সাবিহা আপু আরেকটা শব্দ আছে দুর্দান্ত সুন্দর , ভয়ঙ্কর সুন্দর , মর্মান্তিক সুন্দর , আসলেই যারা মৃত্যু কে সরাসরি দেখেছে বা কাছাকাছি গিয়েছে তারাই জানে ভয়ঙ্কর মৃত্যু কি ? আর আমার এই অবিজ্ঞতা আছে বলেই এই নাম তা দিয়েছি হয়ত কখন অবিজ্ঞতা তাও জানবেন । ধন্ন্যবাদ ।

    খাইছে…!!!
    সমুদ্রের পানির উপরিতলের কিছু পরিমাণ ঘন সন্নিবিষ্ট শব্দ গুচ্ছ জড়ো হয়ে প্রকৃতি চর্চা থেকে শব্দ চর্চায় রুপান্তরিত হয়ে গেল

    বিদ্যুতের শক খাইছিলাম ব্যাডমিন্টন খেলার জন্য মেইনলাইন থেকে ডাইরেক্ট লাইন করতে গিয়ে। মোটামুটি তিন সেকেন্ড ছিলাম এতেই ত্রিভুবন দেখা হয়ে গেছে। আর মৃত্যুর হাত থেকে বাঁচা? সেতো মটোরসাইকেলে উঠলেই হয়। আপনি মটোরসাইকেল চালাবেন আর আজরাইল আপনার পেছনে উঠে বসবে। কারন এখানেই তার ভোট সম্ভবত বেশি।

    খাইছে ! সমুদ্রের পানির উপরিতলের কিছু পরিমাণ ঘন সন্নিবিষ্ট শব্দ গুচ্ছ জড়ো হয়ে প্রকৃতি চর্চা থেকে শব্দ চর্চায় রুপান্তরিত হয়ে গেল !!!!!!!!!
    সজীব ভাই আপনি এটা কই পেলেন আর সাধারণত শব্দ তো তরঙ্গ থেকে সৃষ্টি হই তবে আপনার বিশ্লেষণ গুলো কিন্তু সত্যিই অন্য রকম মানে কিসের সাথে কি দিয়ে বিশ্লেষণ করে কি বানিয়ে ফেলেন সেটাই বুঝতে পারি না । ধন্ন্যবাদ সজীব ভাই ।

      মারুফ ভাই ———বিদ্যুতের শক খাইছিলাম ব্যাডমিন্টন খেলার জন্য মেইনলাইন থেকে ডাইরেক্ট লাইন করতে গিয়ে। মোটামুটি তিন সেকেন্ড ছিলাম এতেই ত্রিভুবন দেখা হয়ে গেছে। আর মৃত্যুর হাত থেকে বাঁচা? সেতো মটোরসাইকেলে উঠলেই হয়। আপনি মটোরসাইকেল চালাবেন আর আজরাইল আপনার পেছনে উঠে বসবে। কারন এখানেই তার ভোট সম্ভবত বেশি।

      হা হা হা হা ……অনেক দিন পর প্রাণ খুলে হাসলাম । আসলেই আমার মনে হয় যারা ব্যাডমিন্টন খেলেছে তাদের বেশির ভাগই শক খেয়ে থাকবে । আর মটোরসাইকেল থেকে মনে হই নতুন যান ভটভটি বেশি দুর্দান্ত কারন সেটা যে কি তা না চড়লে বুঝা যাবে না আর আজরাইল ভাই আপনার পেছনে উঠে বসবে না একেবারে কাঁধে বসে সিনবাদের তরবারি নিয়ে পাহারা দিবে যাতে আপনার কোন ক্ষতি না হই………। হা।হা।হা।হা ।।অনেক মজা পেলাম । ধন্ন্যবাদ মারুফ ভাই ।

    আরেকটা ঘটনার কথা মনে পরে গেলো না বলে পারছিনা তাই বলে ফেলি——- সেদিন আমার কলেজে প্রথম দিন আমি তাড়াহুরা করে তৈরি হছে দেখি শাট আয়রন করা নেই তাড়াতাড়ি আয়রন মেশিন লাগালাম । কিছুক্ষণ পর গোসল করে বেরিয়ে আয়রন মেশিন গরম হয়েছে নাকি দেখার জন্য আয়রন মেশিন হাত দিয়ে ধরলাম আর সাথে সাথে আমি ৪ ফুট দূরে যে হাত দিয়ে ধরলাম সেই হাত অবশ আর আমি নাকি চিৎকার করেছি আর তাতে আব্বু এসে আমাকে ধরে আমি আর আয়রন মেশিনের দিকে তাকিয়ে রইলাম তারপর আব্বু দেখলেন আসলে আয়রন মেশিন পুর তাই আথিং হয়ে গেসে । আসলেয় শক অনেক ভয়ানক জটিল জিনিশ যে খেয়েছে সেই জানে এর মর্ম না খেয়ে থাকলে একবার চেষ্টা করে দেখতে পারেন ভালো লাগ্লেও লাগতে পারে ।হা হা হা

    ছোটবেলার এক ঘটনা মনে পড়ল । তখন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চলছিল । আমাদের বাড়ির কাছেই এক প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ছিল । সে ক্যাম্পে একটি
    ঝুলন্ত সকেট ছিল । একদিন আমি সে সকেটকে মাইক্রোফোন বানিয়ে বক্তৃতা দেওয়া শুরু করলাম । আর সকেটের তার ছিল লিক করা । ব্যস আর যাই কোথায় ।

    মজা পেলাম স্যার । আসলেই কত ধরনের ঘটনা আমাদের জীবনে ঘটে তার কিছু বড় কিছু ছোট ।ধন্ন্যবাদ আপনাকে ।

      আর কেউ কি জীবনে শট খাননি । আমার তো তা মনে হই না । জানান না আপনার অবিজ্ঞতা । অনেক মজার ভয়ঙ্কর অবিজ্ঞতা গুলো আমাদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ ।

    Youtube-এ অনেক Shock খেয়ে মৃত্যু হওয়ার Video আছে, এক কথায় Horror…

    দিপু ভাই আমি তা জানি যে ইউ টিউব এ অনেক শক খাওয়ার ভিডিও আছে কিন্তু আমি আমাদের বাস্তব জীবনের কথা বুঝিয়েছি এবং তা শেয়ার করতে বলেছি । ধন্যবাদ ,

Level 0

আমার ভয় করে ! প্রভু মোদেরকে বুঝার জ্ঞান দান করুন ! ধন্যবাদ টিউনাকে ।

    আসা করি প্রভু আমাদের সকলকেই বুঝার জ্ঞান দান করুন । আর ভয় কে মোরা জয় করব হেসে ………সাইদ ভাই ধন্ন্যবাদ ,আর অব্রু ব্যাভার করেন আশা করি তাড়াতাড়ি বাংলা লিখতে পারবেন ।

অসাধারন হইছে

    রাশেদ ভাই- ধন্ন্যবাদ আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগে ।

Level 0

Fascinating tune…thanks for sharing …

    আপনাকে সুন্দর কমেন্ট এর জন্য অনেক অনেক ধন্যবাদ ।আর অব্রু ব্যাভার করেন আশা করি তাড়াতাড়ি বাংলা লিখতে পারবেন ।

Anek kichhu janlam.
Thanks.

ধন্যবাদ

অসাধারণ ভাই!

অত্যান্ত ভাল লাগল । ধন্যবাদ।

এরকম Tune মনের ভিতর একটা বিস্ময় তৈরী করে, এরকম Tune আরও হবে তো?…

    বিস্ময় শব্দটা আসলেই অনেক বড় এটা মনে হয় কখনই শেষ হবে না কারণ প্রতিনিয়ত নতুন নতুন বিস্ময় এর সৃষ্টি । চেষ্টা করব আরও কিছু টুন করার । ধন্যবাদ ,

Level 0

ভাই ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য । Avro ব্যবহার করি কিন্তু মউস দিয়ে. কি বোর্ড দিয়ে বাংলা লিখতে জানিনা !!

    ভাই আস্তে আস্তে চেষ্টা করেন অবশ্যই পারবেন । আর আপনি চেষ্টা না করলে কখনই পারবেন না । আর যদি মনে করে থাকেন চেষ্টা তো করলাম কিন্তু পারি তো না , দূর আমাকে দিয়ে হবে না তাহলে আর কখনই পারবেন না ।

    ” একবার না পারিলে দেখ শত বাড় , পারিবনা এ কথাটি বলিওনা আর । “

Level 0

ভাই ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য । Avro ব্যবহার করি কিন্তু মউস দিয়ে. কি বোর্ড দিয়ে বাংলা লিখতে জানিনা !!

    ভাই আস্তে আস্তে চেষ্টা করেন অবশ্যই পারবেন । আর আপনি চেষ্টা না করলে কখনই পারবেন না । আর যদি মনে করে থাকেন চেষ্টা তো করলাম কিন্তু পারি তো না , দূর আমাকে দিয়ে হবে না তাহলে আর কখনই পারবেন না ।

    ” একবার না পারিলে দেখ শত বাড় , পারিবনা এ কথাটি বলিওনা আর । “

অসাধারন!!!