“এটি একটি প্রতিবেদন টেক হিউমার নয়”
২০১০ সালে প্রতি সেকেন্ডে ৭ টি করে উইন্ডোজ সেভেন এর লাইসেন্স বিক্রি করেছে মাইক্রোসফট। খবর সূত্র মাইক্রোসফট প্রেস রিলিজ ২০১১-৬-১
২০১১ সালের কনজুমার ইলেকট্রনিক শো (CES) মাইক্রোসফট নিশ্চিন্ত করেছে যে উইন্ডোজের পরবর্তি ভার্সন নিয়ে তাদের বিশাল পরিকল্পনা আছে। যাকে আমারা এখন উইন্ডোজ ৮ বলে সম্বোধন করি।
১. উইন্ডোজ ৮ কে ARM চিপসেট১ (ইন্টেল ও এএমডি এক্স৮৬ আর্কিটেকচার২সহ) সাপোর্ট। অর্থাৎ একই অপারেটিং সিস্টেম মোবাইল ডিভাইস৪ ও কমপিউটারে ব্যাবহার করা যাবে বলে জানা গেছে।
২."System on a chip"৩ ARM নির্ভর NVIDIA এর আর্কিটেকচার, সব হার্ডওয়্যার সম্পূর্ন সাপোর্ট। বর্তমানে সিডি রম দেখালেও উইন্ডোজ ৮-এ অটমেটিক হবে ।তবে ইন্টেল এক্স৮৬ আর্কিটেকচার২ও ফেলে দেওয়া হবে না।
৩. হার্ডওয়্যার ও সফটওয়্যার জনিত সব ভুল বোঝাবুঝির অবসান হবে।
৪.SoC৩ এর জন্য হার্ডওয়্যার এক্সেলারাশন হবে অসাধা-ধারন।
১-শক্তিশালী ক্ষুদ্র চীপসেট যা আই-প্যাড কিংবা শক্তিশালী মোবাইল এর মত পোর্টেবল যন্ত্রে ব্যাবহার হচ্ছে।
২- ইন্টেল এক্স৮৬ হচ্ছে যে ইন্টেল প্রসেসর “সিস্টেম” থেকে ৩২ বিট হারে তথ্য গ্রহণ করে।
৩-“সিস্টেম অন আ চিপ” হচ্ছে হার্ডওয়ার এর মধ্যেই প্রয়োজনিয় ডাইভার ও সফটওয়্যার দিয়ে দেওয়া। যেমনঃ কিউবি ইউএচ১৩৫ এটি কম্পিঊটারে লাগালে সিডিরম হিসেবে শো করে, ড্রাইভার ও সফটওয়্যার ইন্সটলের পর মডেম হয়ে যায়।
৪- “মোবাইল ডিভাইস” মানে সেল ফোন ধরণের কিছু নয়। আই প্যাড ধরণের।
৫. নতুন ধরনের টাইল বেসড ইন্টারফেস (কোড নেমঃ মোষ)
৬.“পুশ ইনটু গেম”ঃ মাইক্রোসফট বলেছে “আমরা গেম খেলার জন্য একটি অপারেটিং সিস্টেম বানাচ্ছি”। 😆
৭.নতুন ধরনের এপ্লিকেশন সিস্টেম। নতুন অ্যাপ ষ্টোর(অনেকটা উবুন্টু ধাঁচের)। (কোড নেমঃ জুপিটার)
৮. ফাস্ট, অধিক কার্যকর, কাস্টমাইজেবল মেন্যু।
৯. “ডুয়াল বুট হবে দেখার মত”।–পাউল টারট
১০.উন্নত ফোল্ডার ব্যাবস্থাপনা ও সিকুরিটি।
১১.অন্য রকম ও দ্রুত গতির স্টার্ট মেন্যু।
১২.উন্নত সিকুরিটি কম্পিউটার।
*ইন্টারফেস সম্পর্কে মাইক্রোসফট বেশি কিছু বলেছে না। তবে বিংবার টেস্টার হিসেবে আমি যে ইন্টারফেসের মুখোমুখি হয়েছি তা ভাষায় প্রকাশ করে আমার পক্ষে সম্ভব না! আপনার কি মত?
আনন্দঃ
১.ড্রাইভার খোঁজার দিন শেষ হবে।“there won’t any driver”
২.সল্প পাওয়ার নেবে। অর্থাৎ যন্ত্রপাতি অধিক দিন ভাল ভাবে চলবে কিন্তু সহজে নস্ট হবে না 😀
৩.একই উইন্ডোতে একাধিক উইন্ডো কল্পনা করেছেন কখনো? ❓
৪.সুপার ফাস্ট ক্মপুটিং
দুঃখঃ
১.মাইক্রোসফট বলেছে “system requirements for Windows 8 will actually double since Windows 7”
২.মাইক্রোসফট উইন্ডোজ ৮ এর UI টাও দেখায়নি 🙁
২০১২ জুলাই এর আগে উইন্ডোজ ৮ বের হবে না সাফ বলে দেওয়া হয়েছে 🙁
বিশেষ দ্রব্যষ্টঃ কনটেন্টের দায় দায়িত্ব “আ নিউ মরনিং” এবং “পাউল টারট”-এর আমার নয়
** চার দিন সময় ব্যায় করে যথা সম্ভব নির্ভুল ও সত্য তথ্য লেখার চেষ্টা করেছি ভুল হয়ে থাকলে আপন মহিমায় ক্ষমা করে দেবেন বলে আশা করছি।
*সকলের কাছে থেকে গঠন মূলক মন্তব্যের আশা রাখছি।
আমার সাইন্স ফিকশন পোস্টের ইচ্ছা আছে আপনাদের সুচিন্তিত মন্তব্য কামনা করি।
আমি নতুন পন্ডিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ঢাকার ছেলে,ইমরান।দশম শ্রেণীর শিক্ষার্থী। ফ্রীল্যান্স আর পড়ালেখা নিয়ে জীবন।বাংলাদেশের নাগরিক হতে পেরে আনন্দিত। অন্যদের উৎসাহ দিতে ভাল লাগে। ইন্টারনেটে বাংলা লিখতে দারুন ভালোবাসি। CMS জুমলা জানতে, সমস্যায় সাহায্য করতে পারলে খুশি হব। ফোনঃ ০১৭৫১৭২৬০৩৪ আমার ফেসবুক প্রোফাইল অথবা আমার সাথে যোগাযোগের সকল সম্ভাব্য উপায়
sounds Interesting ….সুন্দরভাবে উপস্থাপন করেছেন