কেমন হবে আমাদের উইন্ডোস ৮? (ল্যাব থেকে এক্সক্লুসিভ)

“এটি একটি প্রতিবেদন টেক হিউমার নয়”

২০১০ সালে প্রতি সেকেন্ডে ৭ টি করে উইন্ডোজ সেভেন এর লাইসেন্স বিক্রি করেছে মাইক্রোসফট। খবর সূত্র মাইক্রোসফট প্রেস রিলিজ ২০১১-৬-১

২০১১ সালের কনজুমার ইলেকট্রনিক শো (CES)  মাইক্রোসফট নিশ্চিন্ত করেছে যে উইন্ডোজের পরবর্তি ভার্সন নিয়ে তাদের বিশাল পরিকল্পনা আছে। যাকে আমারা এখন উইন্ডোজ ৮ বলে সম্বোধন করি।

সিস্টেমঃ

১. উইন্ডোজ ৮ কে ARM চিপসেট (ইন্টেল ও এএমডি এক্স৮৬ আর্কিটেকচারসহ) সাপোর্ট। অর্থাৎ একই অপারেটিং সিস্টেম মোবাইল ডিভাইস ও কমপিউটারে ব্যাবহার করা যাবে বলে জানা গেছে।

২."System on a chip"ARM নির্ভর NVIDIA এর আর্কিটেকচার, সব হার্ডওয়্যার সম্পূর্ন সাপোর্ট। বর্তমানে সিডি রম দেখালেও উইন্ডোজ ৮-এ অটমেটিক হবে ।তবে ইন্টেল এক্স৮৬ আর্কিটেকচারও ফেলে দেওয়া হবে না।

৩. হার্ডওয়্যার ও সফটওয়্যার জনিত সব ভুল বোঝাবুঝির অবসান হবে।

৪.SoCএর জন্য হার্ডওয়্যার এক্সেলারাশন হবে অসাধা-ধারন।

১-শক্তিশালী ক্ষুদ্র চীপসেট যা আই-প্যাড কিংবা শক্তিশালী মোবাইল এর মত পোর্টেবল যন্ত্রে ব্যাবহার হচ্ছে।

২- ইন্টেল এক্স৮৬ হচ্ছে যে ইন্টেল প্রসেসর “সিস্টেম” থেকে ৩২ বিট হারে তথ্য গ্রহণ করে।

৩-“সিস্টেম অন আ চিপ” হচ্ছে হার্ডওয়ার এর মধ্যেই প্রয়োজনিয় ডাইভার ও সফটওয়্যার দিয়ে দেওয়া। যেমনঃ কিউবি ইউএচ১৩৫ এটি কম্পিঊটারে লাগালে সিডিরম হিসেবে শো করে, ড্রাইভার ও সফটওয়্যার ইন্সটলের পর মডেম হয়ে যায়।

৪- “মোবাইল ডিভাইস” মানে সেল ফোন ধরণের কিছু নয়। আই প্যাড ধরণের।

ইন্টারফেসঃ

৫. নতুন ধরনের টাইল বেসড ইন্টারফেস (কোড নেমঃ মোষ)

৬.“পুশ ইনটু গেম”ঃ মাইক্রোসফট বলেছে “আমরা গেম খেলার জন্য একটি অপারেটিং সিস্টেম বানাচ্ছি”। 😆

৭.নতুন ধরনের এপ্লিকেশন সিস্টেম। নতুন অ্যাপ ষ্টোর(অনেকটা উবুন্টু ধাঁচের)। (কোড নেমঃ জুপিটার)

৮. ফাস্ট, অধিক কার্যকর, কাস্টমাইজেবল মেন্যু।

৯. “ডুয়াল বুট হবে দেখার মত”।–পাউল টারট

১০.উন্নত ফোল্ডার ব্যাবস্থাপনা ও সিকুরিটি।

১১.অন্য রকম ও দ্রুত গতির স্টার্ট মেন্যু।

১২.উন্নত সিকুরিটি কম্পিউটার।

*ইন্টারফেস সম্পর্কে মাইক্রোসফট বেশি কিছু বলেছে না। তবে বিংবার টেস্টার হিসেবে আমি যে ইন্টারফেসের মুখোমুখি হয়েছি তা ভাষায় প্রকাশ করে আমার পক্ষে সম্ভব না! আপনার কি মত?

বিশ্লেষনঃ

আনন্দঃ

১.ড্রাইভার খোঁজার দিন শেষ হবে।“there won’t any driver”

২.সল্প পাওয়ার নেবে। অর্থাৎ যন্ত্রপাতি অধিক দিন ভাল ভাবে চলবে কিন্তু সহজে নস্ট হবে না 😀

৩.একই উইন্ডোতে একাধিক উইন্ডো কল্পনা করেছেন কখনো? ❓

৪.সুপার ফাস্ট ক্মপুটিং

দুঃখঃ

১.মাইক্রোসফট বলেছে “system requirements for Windows 8 will actually double since Windows 7”

২.মাইক্রোসফট উইন্ডোজ ৮ এর UI টাও দেখায়নি 🙁

২০১২ জুলাই এর আগে উইন্ডোজ ৮ বের হবে না সাফ বলে দেওয়া হয়েছে 🙁

বিশেষ দ্রব্যষ্টঃ কনটেন্টের দায় দায়িত্ব “আ নিউ মরনিং” এবং “পাউল টারট”-এর আমার নয়

** চার দিন সময় ব্যায় করে যথা সম্ভব নির্ভুল ও সত্য তথ্য লেখার চেষ্টা করেছি ভুল হয়ে থাকলে আপন মহিমায় ক্ষমা করে দেবেন বলে আশা করছি।

*সকলের কাছে থেকে গঠন মূলক মন্তব্যের আশা রাখছি।

আমার সাইন্স ফিকশন পোস্টের ইচ্ছা আছে আপনাদের সুচিন্তিত মন্তব্য কামনা করি।

Level 0

আমি নতুন পন্ডিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ঢাকার ছেলে,ইমরান।দশম শ্রেণীর শিক্ষার্থী। ফ্রীল্যান্স আর পড়ালেখা নিয়ে জীবন।বাংলাদেশের নাগরিক হতে পেরে আনন্দিত। অন্যদের উৎসাহ দিতে ভাল লাগে। ইন্টারনেটে বাংলা লিখতে দারুন ভালোবাসি। CMS জুমলা জানতে, সমস্যায় সাহায্য করতে পারলে খুশি হব। ফোনঃ ০১৭৫১৭২৬০৩৪ আমার ফেসবুক প্রোফাইল অথবা আমার সাথে যোগাযোগের সকল সম্ভাব্য উপায়


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sounds Interesting ….সুন্দরভাবে উপস্থাপন করেছেন

    সুন্দর আপনার মন্তব্য উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার টিউনে এমন একজন মহান ব্যক্তির দেখা পেয়ে ধন্য হলেম।

আপনার একটা প্রশ্নের বিপরীতে আরেকটা প্রশ্ন করি।
আপনার প্রশ্ন, “৩.একই উইন্ডোতে একাধিক উইন্ডো কল্পনা করেছেন কখনো?”
আমার উত্তর+প্রশ্নঃ কম্পিজ ব্যবহার করেছেন?
এবার একটা মন্তব্যের বদলে আরেকটা মন্তব্যঃ
আপনার মন্তব্য, “১.ড্রাইভার খোঁজার দিন শেষ হবে।“there won’t any driver””
আমার মন্তব্যঃ এটা আবার নতুন হলো কবে থেকে? আমার একটা ডিভাইসেরও তো কোন বাড়তি ড্রাইভার লাগে না। নেট কানেক্ট করতে পিসি সুটও লাগে না। 😀
আরও কয়েকটা জায়গায় কথা ছিল। থাক।
ও, আপনার একটা ভুল হয়েছে সম্ববত। ডিভাইসের সাথে ইনবিল্ট ড্রাইভার দেয়া থাকলে ওটাকে সম্ববত ZeroCD অপশন বলে।

    আপনি মাইক্রোসফট-NVIDIA এর লেটেস্ট ইনভেনশন ”System on a chip” কে ZeroCD বানিয়ে দিলেন?
    কেন মাদার বোর্ড, গ্রাফিক্সকার্ডের ড্রাইভারের জন্য এখনো মানুষ ঘোরে?
    ক্মপিজটা না বোঝায় সেটার ব্যাবহার বলতে পারছিনা। তাই আপনার কথা মেনে নিচ্ছি এবং মাইক্রোসফট কে নতুন বলতে পুরান কাশুন্দি ভরার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি।

    আরও প্রশ্ন থাকলে করে ফেলুন। এখানে আমরা জনতে ও জানাতে এসেছি তাইনা?

    আমি কিন্তু খবর সূত্র মাইক্রোসফট প্রেস রিলিজ ২০১১-৬-১ দিয়ে শুরু করেছি। মাইক্রোসফট এত ভুল করল?

    বাবর ভাই লিনাক্সের কথা বলেছেন।

    পন্ডিত ভাই অবশ্যই সাইন্স ফিকশন লিখতে পারেন। 🙂

    আপনার উত্তরের আমার ২য় ভার্সন উত্তরঃ

    ১.উনি বলছে যে কল্পনা করতে,কম্পিজ ব্যাবহারের কথা বলে নাই বাবর ভাই !

    ২.আপনার যে ড্রাইভার ব্যাবহার লাগে না বলে কি তাবৎ পৃথিবীর মানুষের ড্রাইভার ব্যাবহার ছেরে দিবে কিংবা ড্রাইভার লাগবে না তা আপনি ৩০০% শিওর হইলেন ক্যামনে?

    আপনার মন্তব্বের তীব্র নিন্দা জানিয়ে গন আন্দলনের ডাক দিচ্ছি সকল উইন্ডোজ ব্যাবহারকারী ভাইদের উদ্দশ্যে।

    ধন্যবাদ । ধন্যবাদ।

    (কেউ কিছু মনে কইরেন না উইন্ডোজ এর বিরুদ্ধে কেউ লিনাক্স এর উদাহারন টানলে আমার মাথা সূর্যের তাপমাত্রা এর চেয়েও অধিক ঠাণ্ডা (!) হয়ে যায়)

    @ নতুন পন্ডিত
    না আমি তাদেরটাকে জিরো সিডি বানাচ্ছি না। এটা তাদের নতুন ইনভেনশন হতে পারে। সেজন্যই সম্ভবত শব্দটি ব্যবহার করেছি। তবে এখন যে ডিভাইসে বিশেষ করে মডেমগুলাতে বিল্টইন ড্রাইভার দেয়া থাকে এটাকে Zero CD অপশনই বলা হয়।
    আর আমার কিন্তু আসলেই বাড়তি কোন ড্রাইভার লাগে না।
    @সুফি
    আমি কিন্তু কোথাও ৩০০% নিশ্চয়তার কথা বলিনি।

    @বাবর
    ক্লিয়ার করার কন্য ধন্যবাদ ভাই।

Level 0

ফাটাফাটি, ফাটাফাটি, ফাটাফাটি
”সাইন্স ফিকশন” !!!??? আরও ফাটাফাটি; এখনই শুরু করেন ভাই ।

    মন্তব্যের মধ্যে ”সাইন্স ফিকশন” লিখলে কেমন হবে? তাই একটু ওয়েট করুন………………..

উইন্ডোজ এর নতুন কোন অপারেটিং সিস্টেম এলে আমি অনেক খুশি হই। আমাকে আবারও খুশি করার জন্য আপনাকে ধন্যবাদ।

    আসেন কুলাকুলি করি। আমিও উইন্ডোজ আর অফিসের নতুন ভার্শনের কন্য অকেক্ষা করি। আপনাকে দেখে বুঝলাম আমি পাগল না! ( অন্তত একা না 😆 )

    খুশিতো হন বুঝলাম, কিনে ব্যবহার করেন তো নাকি? ক্র্যাক, হ্যাক করে খুশি হন?

    @ডিএইচমার্ট.ইনফো
    অফিস বের হলেই মাইক্রোসফট কষ্ট আমাকে একটা সিরিয়াল পাঠিয়ে দেবে তাই আমার চিন্তা নেই।

Level 0

thanks via sundor vabe upsthapon korar jono?

@বাবর…….জানিনা আপনি আপনার পিসিতে কয়টা ড্রাইভার ছাড়া হার্ডওয়্যার ইনস্টল করেছেন……..নেট কানেক্ট করতে আমারও পিসি সুইট লাগেনা……তবে এখনো কিছু হার্ডওয়্যার এর জন্য ড্রাইভার খুজি……….

    উনি টাইম ট্রাভেলার 😆 তাই আগে ভাগে উইন্ডোস৮ ইউস করছেন 😀 কিন্তু ইনফিনিটি সময়ের মাঝে ২০০৮ এবং ২০১২ এ গোন্ডোগোল পাকিয়ে যায়! তাই উইন্ডোস ৮ কে উইন্ডোস ৭ ভাবছেন 😆

    @নতুন পন্ডিত, সম্ভবত সপ্তম জানালার সময়ও এগুলও বলা হয়েছিল। যাযা বললেন, এগুলোর জন্য ৮ম জানালায় যাওয়া লাগে না, জানালা গোষ্টি ব্যাবহার না করে এই আমলেই হয়।

ধন্যবাদ খবরটি দেয়ার জন্য ।

আমি অপেক্ষায় আছি কখন ৩০টাকায় win8 পাবো। ;( কারন হ্যাকার/ক্রাকার ভাইজানরা আছে বলেইতো আমরা বাঙ্গালী জাতী মাথা উঁচু করে বিশ্বের সব দামী দামী জেনুইন!!!?? সফটওয়ার ব্যাবহার করতে পারছি। 😀 😀 😛 😛

    ত্রিশ না ১০০ টাকা লাগবে। কারন ডবল ডিভিডি হবে 🙁 মাথা উচু নয় অদের জিনিষ ওরাই ক্রাক করে আর আমরা লজ্জিত হই।

দারুণ লিখেছেন ভাইয়া। উইন ৮ সম্পর্কে আরোও বিস্তারিত ধারণা পেতে চাইলে এই পোস্টটি পড়তে পারেন।

    হুম……… আপনার পোস্টটি ভাল লাগলো। যারা সহজে সব কিছুর মানে বুঝতে চান তাদের কাজে দেবে।

কিছু বাবর ভাই বলেছে আমিও কিছু বলি

*নতুন ধরনের এপ্লিকেশন সিস্টেম। নতুন অ্যাপ ষ্টোর(অনেকটা উবুন্টু ধাঁচের)। (কোড নেমঃ জুপিটার)
= আইডিয়া চুরি করার স্বভাব বিল্লু মামার গেলো না। ডাইরেক্টও চুরি করে যেমন গুগলের সার্চ রেজাল্ট।

*ড্রাইভার খোঁজার দিন শেষ হবে।“there won’t any driver”
=উবুন্টু চালায়, আজ পর্যন্ত কখনো ড্রাইভার খুজতে হলো না এবং এর জন্য ২০১২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় না।

*একই উইন্ডোতে একাধিক উইন্ডো কল্পনা করেছেন কখনো?
= হাহ হাহ হা! হাসি আসলো শুধু আর কিছু বলতে ইচছা করছে না।

*মাইক্রোসফট বলেছে “system requirements for Windows 8 will actually double since Windows 7”
= হা হা

*“পুশ ইনটু গেম”ঃ মাইক্রোসফট বলেছে “আমরা গেম খেলার জন্য একটি অপারেটিং সিস্টেম বানাচ্ছি”।
= গেম খেলার জন্য প্লে স্টেশন, অপারেটিং সিস্টেম না।

    ১. চুরি যদি বলেন তাহলে উবুন্টু কুবুন্টুর নিচে টাস্কবারটা কার আইডিয়া?
    ২.যদি পারেন তবে আমার কিউবি ইউএইচ ১৩৫ এর ডাইভার দেন (লিনাক্সের জন্য)
    ৩. গুগলের সার্চ ব্যাকগাউন্ড, সার্চ প্রভিউ এবং নতুন ইমেজ সার্চ কোথায় প্রথম পাওয়া যায়?
    ৪.দিন যাবে নতুন পিসি কেনার অজুহাত লাগবে না?
    ৫.লিনাক্স কর্নেল যুক্ত ওএস এ গেম খেলেন না কেন?

    ১।একটু কপি-পেস্ট করলাম-
    মাইক্রোসফটের ইতিহাস ঘাটলে অবশ্য মারিং কাটিং এর বহু নিদর্শন মিলে। নিজেদের প্রথম ওএস এমএস ডস তারা বানিয়েছিল সিয়াটলের প্রোগ্রামার টিম প্যাটারসনের লেখা কিউডসকে (QDOS = Quick & Dirty Operating System) কিনে নিয়ে। সেই কাহিনী আরো চমকপ্রদ। আইবিএমকে দেবার মত সেরকম জাতের কোন ওএস ছিলনা বিলের হাতে, ফলে মাত্র ২৫০০০ ডলারের বিনিময়ে কিউডস কিনে সেটাকে এমএসডস নাম দিয়ে বিল আইবিএমের হাতে ধরিয়ে দেয়। কিন্তু আইবিএম সেটাকে আরো মডিফাই করতে বলে। তাই এর আসল প্রোগ্রামার টিম প্যাটারসনকে দিয়েই বিল বাকী মডিফিকেশন করিয়ে নেয়। তারপর আইবিএমের পিসি রিলিজ হবার এক মাস আগে মাইক্রসফট কিউডসকে পুরোপুরি কিনে নিজের করে নেয়। বের হয় মাইক্রোসফটের প্রথম ওএস এমএস ডস ১.০!
    ইন্টারনেট এক্সপ্লোরারের উদ্ভব ঘটে স্পাইগ্লাসের ওয়েব ব্রাউজার মোজাইক থেকে। সেসময় উইন্ডোজের কোন ব্রাউজার ছিলনা। নেট্স্কেপের সাথে পাল্লা দিতে তারা মোজাইককে কিনে নেয়, শর্ত ছিল নতুন ব্রাউজার বিক্রি করে যেই লাভ হবে তার একটা অংশ পাবে স্পাইগ্লাস। কিন্তু পরে মাইক্রসফট আইইকে উইন্ডোজের সাথে ফ্রিতে দেয়া শুরু করে, যেহেতু কোন লাভের অংশ নাই তাই স্পাইগ্লাসেরও আর লাভের অংশ পাওয়া হয়ে উঠেনি। অবশ্য লাইসেন্সিং ফি বাবদ কিছু পেয়েছিল স্পাইগ্লাস। বলতে দ্বিধা নাই বিলগেটসের মাথা একখান বটে! বলতে গেলে প্রায় মাগনাই একটা টেকনলজি মেরে দিল!

    মাইক্রোসফট তাদের উইন্ডোজ ৭ ইউএসবি ডাউনলোড টুল-এ ওপেনসোর্স জিপিএল কোড অবৈধভাবে ব্যবহার করেছিলো, শুধু ব্যবহার করেই ক্ষান্ত হয়নি বরং চুরি করে জিপিএল লাইসেন্স পাল্টে নিজেদের লাইসেন্স বসিয়ে দিয়েছে(http://www.withinwindows.com/2009/11/06/microsoft-lifts-gpl-code-uses-in-microsoft-store-tool/)। চোরের মার বড় গলা আর কাকে বলে! পরে অবশ্য ধরা খাবার পরে মুচলেকা হিসেবে ঐ ইউটিলিটি-টি ওপেনসোর্স করতে বাধ্য হয়েছিলো তারা।

    গত বছর, চাইনিজদের জন্য উইন্ডোজ লাইভে জুকু/হম্পি(http://club.msn.cn/) নামক টুইটারের মত একটি মাইক্রোব্লগিং সার্ভিস শুরু করেছিলো মাইক্রোসফট চায়না। এই হম্পি তৈরী হয়েছে আরেকটি ওপেন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম plurk(http://www.plurk.com/) থেকে সরাসরি কোড চুরি করে! পরে প্লার্ক অভিযোগ আনলে মাইক্রসফট সেই সাইটটি বন্ধ করে দেয়। মজার ব্যাপার হচ্ছে, শুধু কোড মেরে দিয়েই ক্ষান্ত হয়নি, মাইক্রোসফট চায়না তাদের ইন্টারফেসও প্রায় হুবহু মেরে দিয়েছে!
    গতবছরের শেষভাগেও “বিখ্যাত” অফিস নিয়া তারা “চোর” সাব্যস্ত হল। অফিস ২০০৭ এ .xml .docx .docm ফরম্যাট হ্যান্ডেল করার যেই এলগরিদম তারা ব্যবহার করত সেটা i4i(http://www.i4i.com/) নামে এক কানাডিয়ান কম্পানির করা পেটেন্টেড জিনিস। সেই জিনিস মাইক্রোসফট মহা আনন্দে নিজের মনে করে ব্যবহার করে আসছে এতদিন। ধরা পড়ার পর, কোর্টের রায় হিসাবে ক্ষতিপূরন হিসেবে সর্বমোট ২৪০মিলিয়ন মার্কিন ডলার গচ্চা গিয়েছে মাইক্রসফটের। আর সেই সাথে ১১ই জানুয়ারি ২০১০ থেকে মার্কেটগুলোতে .xml .docx .docm ফরম্যাট হ্যান্ডেল করতে পারে মাইক্রোসফটের এমন সব প্রডাক্ট তুলে নিতে হয়েছিল। যার ফলে তাড়াহুড়ো করে অফিস ২০১০ রিলিজ দেয়া হয়।

    হাহা গোড়ায় ঠিক নায়!!

    ৩।গুগলের সার্চ ব্যাকগাউন্ড, সার্চ প্রভিউ এবং নতুন ইমেজ সার্চ কোথায় প্রথম পাওয়া যায়?
    =আমার ক্ষুদ্র মস্তিষ্ক এটি বুঝতে অক্ষম, বুঝিয়ে বলেন।

    ৪।দিন যাবে নতুন পিসি কেনার অজুহাত লাগবে না?
    =ইহা কেমন উত্তর? আবারো হাসলাম।

    ৫।লিনাক্স কর্নেল যুক্ত ওএস এ গেম খেলেন না কেন?
    = আগে খেলতাম। মজা পায় না বলে প্লে স্টেশন ব্যাবহার করি।

    আই গিভ আপ কজ ইউ আর আ ক্রেজি
    মাইক্রোসফট,এপল, লিক্সের বা অপেরা মজিলা, কিংবা নোকিয়া স্যামসাং,সনি গুগলের জীবন ঘাটলে পালটা পাল্টির হাজার হাজার উদারহ্ন নেট এ পাওয়া যায়।
    তাই পক্ষ পাতিত্ত করে একজনকে হেয় করা ঠিক নয়। কেউ যদি ধোয়া তুলসি হত তবে আরেক জনকে ছাড়ত না।

      তবে এপল ও অপেরা সত্যিই ক্রিয়েটিভ এবং ফ্রি কর্নেল হিসেবে লিনাক্সকে আমি সম্মান করি।

    আমি ৫ নাম্বারের উত্তর সংক্ষেপে দেইঃ

    আমদের প্লে স্টেশন কিনা লাগেনা গেম খেলার জন্য একটা উইন্ডোজ এক্সপি কিংবা ৭ ই যথেষ্ট। লিনাক্স চালাইলে গেম খেইলা যেই আরাম পাইবেন আর জীবনেও গেম খেলার কথা মুখে আনবেন না। ( লিনাক্স এর আবার গেম আছে নাকি???)

    *মাইক্রোসফট,এপল, লিক্সের বা অপেরা মজিলা, কিংবা নোকিয়া স্যামসাং,সনি গুগলের জীবন ঘাটলে পালটা পাল্টির হাজার হাজার উদারহ্ন নেট এ পাওয়া যায়।
    তাই পক্ষ পাতিত্ত করে একজনকে হেয় করা ঠিক নয়। কেউ যদি ধোয়া তুলসি হত তবে আরেক জনকে ছাড়ত না।
    = উদাহরণ ছারা কথা আমি অপছন্দ করি।

    *তবে এপল ও অপেরা সত্যিই ক্রিয়েটিভ এবং ফ্রি কর্নেল হিসেবে লিনাক্সকে আমি সম্মান করি।
    = নহে মাইক্রোসফট ক্রিয়েটিভ।

    @সুফি, লিনাক্সে কখনো গেম চালিয়েছেন বা চালানোর চেষ্টা করেছেন? না জেনে কথা বলবেন না।এবং প্লে-স্টেশন কখনো ব্যাবহার করেছেন?

উন্ডোজ আর যতোই কাব জাব করুক তার প্রোডাক্ট আর ইউস করছিনা……Win7 ar Win 2008 দিয়া শিক্ষা হইছে…

এত খবর লইয়া লাভ নাই। কারণ কেনার মতো সামর্থ্য নাই।

অনেক কিছু জেনে গেলাম।

    শুধু তাই নয় যাবার আগে একটা কমেন্টও করে গেছেন এবং সেটার জন্য আপনাকে একটা ধন্যবাদ দেওয়া হচ্ছে 🙂

microsoft jokhon i beshi gobeshona kore thokoni vejal lagayi falay,ex: windows me , windows vista.

    হায়! হায়!! ছাই দিয়ে ঢেকে রাখা পায়খানা ছড়াচ্ছেন কেন?

নতুন পন্ডিত ভালই হইছে

    আপনার কমেন্টটাও ভাল হইছে……….
    একটু আগে আপনাকে একটা সমালোচনা দিয়েছি…………..

প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনার টিউনের জন্য।আমার সাহায্য দরকার।গতকয়েকদিন আগে আমার পিসিতে antivirus এর আপডেট দেয়া ছিল না। এরপর আমার পিসিতে এমনই আজব ধরনের Virus আক্রমন করছে যে, আমার RUN কমান্ডে TREE লেখার পর OK করলে Refresh হয় না।এমনকী কোন software ও Install দিতে পারছিনা। দয়াকরে এ বিস্তারিত যে কেউ আমাকে সাহায্যে করেন।

    আপনি আমার স্টাইলে করতে চাইলে সেটা নিচের মত হবেঃ
    ১. প্রয়োজনিয় ডকুমেন্ট অন্য ড্রাইভে সরিয়ে উইন্ডজ সেট আপ দিন।
    ২.সেটাপের পর অন্য ড্রাইভ রাইট ক্লিক করে ওপেন করে ভাইরাস ডিলেট করে দিন।
    ৩.ভাইরাস মেনুয়ালি খুজে না পেলে আপগ্রেড এন্টি ভাইরাস দ্বারা ফুল স্ক্যান করুণ।
    ৪.এর পর থেকে সর্তক থাকবেন।

প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনার টিউনের জন্য।আমার সাহায্য দরকার।গতকয়েকদিন আগে আমার পিসিতে antivirus এর আপডেট দেয়া ছিল না। এরপর আমার পিসিতে এমনই আজব ধরনের Virus আক্রমন করছে যে, আমার RUN কমান্ডে TREE লেখার পর OK করলে Refresh হয় না।এমনকী কোন software ও Install দিতে পারছিনা। দয়াকরে এ ব্যপারে বিস্তারিত যে কেউ আমাকে একটু সাহায্যে করেন।

ধন্যবাদ,আপনার সাজেশনটি ভালছিল।আপনি প্রতিউত্তর করেছেন দেরিতে।কিন্তু আমি এতটাই হতাশ ছিলাম যে,আজ রাতেই আমি কিছু না বুঝে পুরাতন আপডেট দিয়ে SCAN করার পর দেখি আমার C drive এ 775 টি Error সহ Virus ধরা পড়ে আরো অন্যন্ন Drive এর কথা নাইবা বললাম।তারপর SCAN-কৃত Virus Delete করে দেখি অনেক কিছু PC থেকে মুছে গেছে।আচ্ছা Delete হয়ছে তাতে কোন দুঃখ নেই কিন্তু সমস্যা রয়েই গেছে।কিছুনা বুঝে নতুন করে ‘AVIRA’ NET থেকে নামালাম এরপর তো মোটামুটি Virus নেই বললেই চলে।কেউ যদি বলে AVIRA খারাপ তাহলে তার বিপরীত বলবো।কারন কেবলমাত্র এই AVIRA দেয়ার পরই আমার PCর হার্ডডিস্ক পারটিশন দেয়ার হাত থেকে বাচলাম।ধন্যবাদ আবারো আপনাকে কারন এরপর যদি আবার এই ধরনের সমস্যার কবলে পড়ি তাহলে আমি আপনার দেয়া সাজেশনটি কাছে লাগাবো।

    আপনি ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন জেনে ভাল লাগল।
    আমি কিন্তু ইচ্ছা করে দেরিতে কমেন্ট করিনি। কারন আপনি কমেন্ট করেছেন প্রায় রাত ১২টায় আর আমি রিপ্লাই করেছি সকাল ৯ টায়

ধন্যবাদ আপনাকে.

যত যাই বলেন সবই লিনাস্কের নকল, এই যে ড্রাইভার লাগবে না কোন ডিবাইসের জন্য সেটা লিনাক্সই শুরু করেছে। একই উইন্ডোর ভিতরে একাধিক উইন্ডো সেটাও তো লিনাস্কের আইডিয়া, মাইক্রোসফট তো শুধু চুরি করেছে। কারণ তারা এটাই পারে। আর কিউবি মডেমের ড্রাইভার এপ্রিল মাসের উবুন্টু রিলিজের সাথেই পাওয়া যাবে।

    এটা চুরি নয়। সবাই সবার আইডিয়া কাজে লাগিয়েছে। লিনাক্সের স্টার্ট মেনু, উন্ডোজের উন্ডো স্লাইড, ম্যাকের টাইম মেশিন সবই আরেকজনের।

Level 0

উইন্ডোজ ফালতু লিনাক্স জসসসসস

    Level 0

    লিনাক্স বুজি না। বোঝার চেস্টা করছি, ভালো লাগতেসে