ওয়েব হোস্টিং কি? ওয়েব হোস্টিং ব্যাবসায় নামতে গেলে আপনাকে যা যা করতে হবে !!

আপনি কি অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন? কিন্তু পুঁজি কম? তাহলে আপনি ওয়েব হোস্টিং এবং ডোমেইন এর ব্যবসা করতে পারেন। হ্যা,কিছু বছর যাবত আমাদের দেশ সহ উপ মহাদেশে এই ওয়েব হোস্টিং বিজনেস ব্যাপক হারে বেড়েই চলেছে। আমাদের ভেতর অনেকে আছেন যারা এই ওয়েব হোস্টিং ব্যবসায় নামার জন্য আগ্রহী; তাই নয় কি? আসুন আমরা একদম প্রথম থেকে শুরু করি।

ওয়েব হোস্টিং

ওয়েব হোস্টিং হল একটি ইন্টারনেট হোস্টিং সার্ভিস,যার মাধ্যমে একজন ব্যক্তি ওয়েবসাইটকে প্রবেশযোগ্য এবং কর্মক্ষম করে তোলে। আর ওয়েব হোস্টিং কোম্পানিরা তাদের সার্ভার থেকে ক্লায়েন্ট দেরকে জায়গা দিয়ে থাকে; সহজ ভাষায় যাকে বলে ওয়েব হোস্টিং।

এই জায়গায় ক্লায়েন্ট বা আপনি বা অন্য কোন কোম্পানি তাদের ওয়েবসাইট ডিজাইন করে বিভিন্ন ফাইল হিসেবে, সিএমএস দিয়ে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে তারা উন্মুক্ত করে। এসব ওয়েব হোস্ট কোম্পানি ডাটাসেন্টার থেকে কখনও কখনও সার্ভার থেকে জায়গা না দিয়ে; আবার পুরো সার্ভারই ১ মাস বা বছর হিসেবে ভাড়া দিয়ে দিতে পারে; এটি ডেডিকেটেড সার্ভার নামে পরিচিত।

১৯৯৫ সালের আগে এই বর্তমান ইন্টারনেট এরকম একটি ওপেন প্লাটফর্ম ছিলো না। ১৯৯১ সালে তো কেবল গবেষনা,শিক্ষা, ইঞ্জিনিয়ারিং এর জন্য ইন্টারনেট উন্মুক্ত ছিলো। তখন ওয়েব পেজ গুলোও ছিলো ওইরকমই। দেখা যেত ২ -৩ লাইনের লেখা ওপেন হতে লাগছে এক ঘন্টা।

তখন ইন্টারনেট ছিলো মূলত তার দিয়ে যুক্ত একটি নেটওয়ার্ক। ১৯৯৩ সালে ম্যাক কম্পিউটারের জন্য ইন্টারনেট এর একটু পরিসর বাড়তে থাকল। ১৯৯৫ সালের পর জনপ্রিয়তা বাড়তে থাকল, তখন এই ইন্টারনেটের বাজারে চলে আসল শক্তিসালী কম্পিউটার তথা সার্ভার, যারা সকলকে এই ইন্টারনেটের অংশ করে নিতে কাজ করছিলো এবং ইন্টারনেটের গতি বাড়িয়ে দিয়েছিল।

ওয়েব হোস্টিং এর প্রকার:

ছোট হোস্টিং সার্ভিস

এটা কোন প্রোফোশনাল হোস্টিং সার্ভিস নয়। তবুও যেহেতু নেটওয়ার্কেরর কোন ডিভাইসে এর অবস্হান এবং সবাই ব্যবহার করে পারে (ওই নেটওয়ার্ক এর অধিনে) তাই একে ওয়েব হোস্টিং বলা যায়। এখানে ওয়েব ইন্টারপেসে এফ টি পি এর মাধ্যমে ফাইল আপলোড হতে পারে। অনেক আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এরকম সেবা দিয়ে থাকে।

প্রোফেশনাল ওয়েব হোস্টিং

আপনার যদি সাইট থেকে থাকে,তবে আপনি যা ব্যবহার করে আপনার সাইট হোস্ট করেছেন; সেটা প্রোফেশনাল ওয়েব হোস্টিং। টেকটিউনস ও এখন একটি প্রোফেশনাল ওয়েব হোস্টিং এর ওপর ভিত্তি করে রয়েছে। অনেক বড় বড় কোম্পানি যাদের সর্বক্ষন ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয়, আই এস পি হোস্টিঁং এর মত নয়; তারা এই ওয়েব হোস্টিং ব্যবহার করবে, তথা সচরাচর আমরা।

এসব হোস্টিং এ ASp.net,PHP,ColdFusion,Java ইত্যাদি প্লাটফর্ম সাপোর্ট করে যেন ব্যবহার কারীরা তাদের সিএমএস, স্ক্রিপ্ট এগুলো ইনস্টল করতে পারে। আর নিরাপত্তার জন্য এসএসএল বা সিকিউর সকেট লেয়ার ব্যবহার করে, যাকে আপনার এসএসএল সার্টিফিকেট বা https হিসেবে চিনি এটি ডোমেইন এর সাথে সম্পর্কযুক্ত।

আমরা এখন কয়েকপ্রকার ওয়েব হোস্টিং সম্পর্কে জানবঃ

  • শেয়ারড ওয়েব হোস্টিংঃ ধরুন কতগুলো ডোমেইন বা কতগুলো সাইট একটি সার্ভার এর রিসোর্স ব্যবহার করছে, তথাঃ Ram,Harddrive এগুলি তবে এটি শেয়ারড হোস্টিং।
  • রিসেলার ওয়েব হোস্টিংঃ একটি মূল কোম্পানি; ধরুন গোড্যাডি তার কোন কাস্টমারকে তাদের হোস্টিং সার্ভিস পাইকারি দামে বেশি করে দিয়ে দিবে এবং তারা কিছু নতুন আইডিন্টিটি সুবিধা দেবে, যেন তারা তাদের নিজের নামে ব্যবসা করতে পারে এবং শেয়ারড হোস্টিং বিক্রি করতে পারে; তবে এটি হল রিসেলার হোস্টিং। বাংলাদেশের বেশির মানুষ কম পুজিতে ওয়েব হোস্টিং ব্যবসায় আসতে হলে এই রিসেলার হোস্টিং কিনে ব্যবসা শুরু করে।
  • ভার্চুয়াল প্রাইভেট সার্ভারঃ এটি ভিপিএস নামেও পরিচিত। এখানে একটি পূর্নাঙ্গ ওয়েব সার্ভার এর সকল রিসোর্স একটি ভার্চুয়াল সার্ভার আকারে গ্রাহকের কাছে দেয়া হয়। এখানে গ্রাহক ভার্চুয়াল সার্ভার এর রুট ফাইল পর্যন্ত এক্সেস করতে পারে।
  • ক্লাউড হোস্টিংঃ এটি একটি নতুন টাইপের হোস্টিং, এখানে একটি সার্ভার এর ওপর কোন লোড থাকে না, এখানে লোড কতগুলো সার্ভার এর ভেতর ভাগাভাগি হয়ে যায়। তাই খুবই ভালো পারফর্মেন্স মেলে।

এরকম আরো অনেক ওয়েব হোস্টিং এর প্রকার রয়েছে।জানতে চাইলে নিচে মতামত জানাবেন।

রিসেলার ওয়েব হোস্টিংঃ

এখন আসি মূল কথায়। ওয়েব হোস্টিং কি, আর কিভাবে কাজ করে এই ধারনা তো আসা করি পেলেনই। আমরা যারা আছি অনলাইনে ব্যবসা করতে চাই। বেশিরভাগেরই পুজি কম তাই সার্ভার ভাড়া করার টাকা নেই; আমাদের কাছে।তাদের জন্য যে সুবিধা তা হল রিসেলার ওয়েব হোস্টিং।

এখানে আপনি আপনার মূল সাইটের জন্য তো ওয়েব হেস্টিং পেলেনই,সাথে বিক্রি করার জন্য পাইকারি দামে অনেকগুলো শেয়ারড হোস্টিং পাবেন; আর তা আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন। এই রিসেলার ওয়েব হোস্টিং হল ওয়েব হোস্টিং এর একটি প্রকার যেখানে আপনি আপনাকে বরাদ্ধ দেওয়া হার্ড ড্রাইভ স্পেস ও ব্যান্ডউইথ আপনার পছন্দমত ভাগে ভাগ করে অন্যদের ব্যবহার এর সুযোগ করে দিতে পারবেন।

এখানে আপনি একটি ডেডিকেটেড সার্ভার বা শেয়ারড হোস্টিং রিসেল করতে পারবেন। দুটিই রিসেলার হোস্টিং নামে পরিচিত। তবে শেয়ারড হোস্টিং রিসেল করলে খরচ কম পরে। রিসেলার একাউন্ট এর জন্য আপনাকে মাসে সর্বনিম্ন প্রায় ১০$ থেকে ১০০/২০০ $ বা তারও বেশি দিতে হতে পারে। আপনি কি প্যাকেজ কিনছেন তার ওপর।

ওয়েব হোস্টিং রিসেলিং এর জন্য আপনি বেছে নিতে পারেনঃ

  • ব্লুহোস্ট
  • ইনপুট আউটপুট ফ্লাড
  • লাইটওয়েবআইটি
  • হোস্টগেটর ইত্যাদি

ডোমেইন রিসেলিং এর জন্যঃ

  • রিসেলারক্লাব
  • গোড্যাডি ইত্যাদি

Whmsc

এটি হল একটি হোস্টিং ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনাকে যেমন একটি রিসেলার হোস্টিং একাউন্ট কিনতে হবে, তেমনই ডোমেইন এর জন্য একটি ডোমেইন রিসেলার একাউন্ট কিনতে হবে। আর আপনার একটি ওয়েব হোস্টিং বিক্রির সাইট তো থাকবেই। আপনি সহজে ওয়ার্ডপ্রেসে দারুন দারুন থীম এর মাধ্যমে কোডিং ছাড়াই আপনার ওয়েব হোস্টিং সাইটের বানানো সম্পন্ন করতে পারবেন।

তো আপনার ডোমেইন রিসেলার,হোস্টিং রিসেলার একাউন্ট এবং আপনার সাইট যুক্ত হবে যে বিশেষ একটি সফটওয়্যার বা বলতে সিএমএস (হোস্টিং সিএমএস) এর সাথে তারই নাম হল এই Whmsc। আপনি যদি নিজে থেকে একটি Whmcs কিনেন তবে মাসিক সর্বনিম্ন ১৯$ দিতে হবে, যেখানে আপনি সর্বোচ্চ ২৫০ গ্রাহক নিয়ন্ত্রন করতে পারবেন। তবে ইদানিং বেশ কিছু রিসেলার একাউন্ট সাথে এই Whmcs একাউন্ট ফ্রী দেয়া হয়, সেক্ষেত্রে আপনার কেনার প্রয়োজন পরবে না।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস