অসাধু টিউনারের কেচ্ছা কাহিনী [আপডেট]

টিটির সাথে আছি প্রায় ২ বছর কিন্তু এমন কিছু কখনো দেখিনি!! 🙁

আজ সকালে (৭-২-১১) টিটিতে ঢুঁকেই দেখি একটি পোস্ট রিপিট হয়েছে tune-id-51016 ও tune-id-51127 দুটিই ফ্রন্ট পেজে নিচে নিচে আছে

।দেখুনঃ সম্পূর্ণ ইমেজ দেখতে এখানে ক্লিক করুন। ১৪২৩x৪২৬৯ পিক্সেল তাই এখানে দিতে পারলাম না।

সাইটটা স্ক্যাম আদৌ তিনি কোন টাকা পানিনি।

ফিকশান শোনাচ্ছেন

"একছিল সাজ্জাদ২৭ যে ২১ দিনে ১৪ লাক্ষ টাকা পেত দৈনিক ৩০ মিনিট কাজ করে।"

যেখানে বাংলাদেশের প্রাইমিনিস্টারের বেতন ৬৫ হাজার!!! 😉 আরে পিএসডি পাশ করেও কেও এযুগে ২ লাখ পায় না।

যাই হোক প্রথমবার প্রতিবাদ করিনি। কারন এসব স্ক্যামের প্রতিবাদ করে লাঞ্ছিত হয়েছি। কিন্তু মডারেটরগনের দেখা পাইনি।

কেন একজন মানুষকে আক্রমণ করে কথা বলা কি টিটিতে জায়েজ? তাহলে কেন সেখানে মডারেটর ছিলনা?

কিন্তু টিটিতে অভূতপূর্ব রিপিট দেখে আবার ঢুকলাম। পুরা সেম। বের হয়ে যাচ্ছিলাম। কিন্তু দেখলাম দুজন কাজ করবে বলে শুরু করেছে।

তাদের সাবধান করা নৈতিক দায়িত্ব বিধায় কমেন্টে বললামঃ

ভাই স্ক্যাম কাজ করেইননা।

এবং

ভাই স্ক্যাম কাজ করেইননা অহেতুক সময় নষ্ট করবেন না। (এই ধরণের)


কিন্তু ঘন্টা দুইয়েক পরে দেখি এই অবস্থাঃ

সম্পূর্ণ ইমেজ দেখতে  এখানে ক্লিক করুন। ১৪২৮x৬০৮০ পিক্সেল

আর কি বলব? আমি যেখানে পিটিআই পিটিসি দুই চোক্ষে দেখতে পারিনা....................

কমেন্ট কেন টিনার এডিট করবেন? এটা কি মডারেটরদের জন্য সীমাবদ্ধ রাখার মত কাজ নয়?

“পেবাক্স নিয়ে প্রতীবাদ করে লাঞ্ছিত হয়েছি কিন্তু প্রতারিত হইনি”

এখন আমি বলবনা তাকে বহিস্কার করা হোক কিংবা মুছে ফেলা হোক।

আমি চাই টিউনারগন আর কমেন্ট এডিট করতে পারবেন না এবং আমার পূর্বের কমেন্ট ফিরিয়ে দেওয়া হোক

কথা বহুত কইলেন প্রমাণই বা কি?

প্রমানঃ

১.আমার কমেন্ট নিশ্চয় সাথে সাথে ওই দুজন ইউজারকে ইমেল হয়েছে।

২. কমেন্ট এডিট হলেও ড্রফটে আগের কপি থাকার কথা।

অকেনেই বলতে পারেন আগের কমেন্টের স্ক্রিন শট কই?

উত্তরঃ কমেন্ট করার সময় কমেন্টের স্ক্রিন শট কে নেয়? আপনি কি আপনার এটার  কি নিয়েছেন?

রেফার বানাতে এত প্রতারণা?

আমার অনেক পরিচিত আছে যারা টিটি থেকে চলে গিয়েছে। এবার কি আমিও যাব? আপনারা বললেই চলে যাব।

উনি কি দেখেন নি আমারে এভাট্রে দাড়ি আছে? 😉 আমি চুড়ি পরা অবলা ললনা নই? 😀

সাথে সাথে techtunes@techtunes.io-এ ইমেল পাঠিয়েছি। 😀  দেখি মামারা কি বলে।

আপডেট

সম্মানিত মডারেটরগন অবশেষে সাজ্জাদ ২৭ এর বিতর্কিত পোস্ট দুটি ডিলেট করেছেন। আরও ব্যাবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

কিছু কথাঃ

১.আমি ছাড়াও অনেকে তার শিকার হয়েছেন। কেউ জানিয়েছেন কেউ জানাননি।

২.আরও টিউনারের বিরুদ্ধে কথা উঠেছে।

কিছু অনুরোধঃ

১. কিছু ভলেন্টিয়ার নির্বাচন করা যেতে পারে।

১.১তারা সাধারন ইউজার থাকবে কিন্তু নতুন পোস্টের স্ক্যাম ও স্প্যাম দেখবে।

১.২ এবং মডারেটরদের জানাবে। যে অমুক একটা স্প্যাম পোস্ট দিয়েছে বা সে জিদ্দুর লিঙ্ক দিয়েছে (ইদানিং এদ.লে এর লিঙ্ক দেয় যা যথেষ্ট বিরক্তিকর)

২. কমেন্ট যার সে এডিট করতে পারবে কিন্তু টিউনার নয়।

২.১ কমেন্ট যার সে এডিট করলে তা উল্লেখ পূর্বক দেখার সেটা লিঙ্ক থাকবে

এতে টিটির মান আসাধারন হবে । কেউ বাজে টিউন করবেনা। কিংবা প্রতারণা করতে পারবেনা।

যারা সাজ্জাদ ২৭ এর পোস্ট দেখতে ইচ্ছুকঃ

তার দ্বিতীয় পোস্ট (যদিও দুটি একি) সম্পূর্ণ পোস্ট দেখতে  এখানে ক্লিক করুন। ১৪২৮x৬০৮০ পিক্সেল

Level 0

আমি নতুন পন্ডিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ঢাকার ছেলে,ইমরান।দশম শ্রেণীর শিক্ষার্থী। ফ্রীল্যান্স আর পড়ালেখা নিয়ে জীবন।বাংলাদেশের নাগরিক হতে পেরে আনন্দিত। অন্যদের উৎসাহ দিতে ভাল লাগে। ইন্টারনেটে বাংলা লিখতে দারুন ভালোবাসি। CMS জুমলা জানতে, সমস্যায় সাহায্য করতে পারলে খুশি হব। ফোনঃ ০১৭৫১৭২৬০৩৪ আমার ফেসবুক প্রোফাইল অথবা আমার সাথে যোগাযোগের সকল সম্ভাব্য উপায়


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আলোর নিচ সর্বদা অন্ধকার হয়। এই সত্য মেনে নেওয়া উচিত। আপনি আপনার চারপাশ সর্বদা আপনার মতো করার চেষ্টা করূন না কেন? পৃথিবী চলবে তার নির্দিষ্ট নিয়মে। টি.টি তে আমি ফ্রিলেন্স নিয়ে টিউন করতাম। নিজের ব্লগে বাংলাদেশীদের জন্য কিছু একটা করার পরিকল্পনা করেছিলাম। কিছু অসাধু ব্যাক্তি (আমার পরিকল্পনা যাদের ব্যবসায় ব্যাঘাত ঘটবে) আমায় নিয়ে বিভিন্ন ব্লগে লেখালেখী করা শুরূ করে দেয়। শেষে সব বাদ দিয়ে দিয়েছি। টি.টিতে টিউন করা ছেড়ে দিয়েছি। তবে এখানে ভিজিট করা ছাড়তে পারি নি।

    ভাই টিটি আমাদের জানের পাখি। গ্রার্লফেরন্ড ছাড়লেও টিটি ছাড়তে পারবনা।
    বাঙ্গালী অন্যের ভাল দেখতে চায় না। খালি নিরুৎসাহ দেয় 🙁
    আপনার সুন্দ্র মন্তব্যের জন্য ধন্যবাদ।

কি আর বলবেন ভাই এই টিউনার ও হলো বাটপার। একটা টিউন করছে আর এই টিউন এ বলে ১৪ লক্ষ টাকা আয় করে ফেলেছে । পুরা ভুয়া। ওর উদ্দেশ্যও হলো চ্যাট করে টাকা হাতিয়ে নেয়া। এইজন্য সবাইকে সতর্ক করার জন্য একটা পোষ্ট করেছি এবং এখন উল্টা আমাকেই দোষারোপ করে আমি নাকি টিটিকে দোষ দিচ্ছি। এই পোষ্ট https://www.techtunes.io/reports/tune-id/51071/

    টিটিতে যেহারে প্রতারণা ও চুরি হচ্ছে চিন্তায় আছি। প্রতীবাদ করলে মডুরা পাশে দাড়ায় না। তারা না পারুক আমাদের উৎসাহ দেওয়া উচিত। তাহলে স্ক্যাম আর প্রতারণা রোখা সম্ভব।

    ভাই শুধু ওই টিউনারের দোষ দিলে হবে না।আরো অনেক টিউনার আছেন যারা কমেন্টস ডিলেট করে দেয় কারন কমেন্টস গুলো তাদের মন মত হয় না। এ তালিকায় যারা শীর্ষে তাদের কয়েক জন হল, সর্বজন পরিচিত “কলকাতা” সকল টিউনারের বিরক্তিকর “মাখন” এবং আরেক জন হল “এন,সি,দাস” এদের কেও চিনে রাখুন । আর এই তালিকায় নতুন মুখ “সাজ্জাদ২৭” । এদের থেকে দূরে থাকুন। কারন আমাদের সবার প্রিয় “সাবটাইটেল মামুন” ভাইর ভাষায় তারা “আবাল” মানে বলদ গরু ! তিন টা কমেন্টস লিখলাম সাজ্জাদ সাহেবের টিউনে আর উনি এক ক্লিকেই সব ডিলেট করে দিলেন ! কি মজা তাইনা !

    @ আসলাম
    ভাই ডিলিট করলে আমি এত কিছু বলি? কত কমেন্ট কই লিখেছি তা কি মনে থাকে? সমস্যাটা হল সে আমার ভাব মূর্তি চরম ভাবে ক্ষুন্ন করেছে।

    “Md Sr Aslam says:
    ৭ ফেব্রুয়ারি, ২০১১ at 6:59 অপরাহ্ন

    ভাই শুধু ওই টিউনারের দোষ দিলে হবে না।আরো অনেক টিউনার আছেন যারা কমেন্টস ডিলেট করে দেয় কারন কমেন্টস গুলো তাদের মন মত হয় না। এ তালিকায় যারা শীর্ষে তাদের কয়েক জন হল, সর্বজন পরিচিত “কলকাতা” সকল টিউনারের বিরক্তিকর “মাখন” এবং আরেক জন হল “এন,সি,দাস” এদের কেও চিনে রাখুন । আর এই তালিকায় নতুন মুখ “সাজ্জাদ২৭” । এদের থেকে দূরে থাকুন। কারন আমাদের সবার প্রিয় “সাবটাইটেল মামুন” ভাইর ভাষায় তারা “আবাল” মানে বলদ গরু ! তিন টা কমেন্টস লিখলাম সাজ্জাদ সাহেবের টিউনে আর উনি এক ক্লিকেই সব ডিলেট করে দিলেন ! কি মজা তাইনা !”

    Md Sr Aslam ……
    আমি আপনাকে বলছি……..আমি কোন টিউন ডিলিট বা এডিট করেছি বলতে পারবেন…..

    নাম সহ প্রমান দিন
    না্য়তো আপনি “বোকা___” …………/ “সাবটাইটেল মামুন” ভাইর ভাষায় আপনি “আবাল” মানে বলদ গরু ……
    এটা আপনার দোষ না…….আপনার জিনের দোষ…….

    @ আসলাম
    অনেক সময় টিটির সার্ভারের কারনে কমেন্ট সেভ হয় না (যেমন ঠিক এটার বেলায় তিনবার ট্রাই করেছি)
    @কলকাতা
    বি কুল। উত্তজিত হওয়া উচিত নয়। কলকাতা নামের আরেকজন আছেন (প্রিন্স অব কলকাতা)

    এখানে আমাকেই বলা হয়েছে…………………….
    কারণ “কলকাতা” এই নামটা কোটেশনের মধ্যে আছে……….(প্রিন্স অব কলকাতা) নয়………………….
    শীত কাল……………..আমি এমনিতেই ঠাণ্ডা

    Md Sr Aslam এর কথা ঠিক বুঝলামনা। উনি বেশ কয়েকজন টিউনারের নাম উল্লেখ করে সমালচনা করেছেন। কিন্তু এর মধ্যে “কলকাতা” ভাই এর নাম আসল কেন? উনি যে মানের টিউন করেন + কমেন্ট করেন তাতে উনাকে এইরকম নিম্ন রুচির মানুষ কখনোও মনে হয়নি। বাকীগুলোর ব্যাপারে বলতে পারবোনা। কিন্তু “কলকাতা” ভাইয়ের উপর আমার মনে হয় এই ধরনের অভিযোগ ঠিক নাই।

    সকল টিউনারের বিরক্তিকর “মাখন”
    ভাইয়া আমি এই পর্যন্ত একটা কমেন্টও ডিলিট করি নাই। আমি বিরক্তিকর তাও আবার সকল টিউনারের। আমি কয়টা নেগেটিভ কমেন্ট করেছি ভাই, বলতে পারেন। ঠিক আছে, মনে থাকল। দেখি নিজেকে আর কিভাবে শোধরাতে পারি।
    আপনাকে ধন্যবাদ।

valo akta post korsen vai.tx

তিনি মানে যে আপনার কমেন্ট ইডিট করেছে সে তার টিউনে লাখপতি হয়ে যাওয়ার গল্প শোনাচ্ছে, যা পড়া মাত্রই আচ করে নেয়া যায় যে সে মিথ্যে বলছে। আর আমি বুঝলাম না যে কিছু পাঠক তার কথা বিশবাস করে কাজ করা শুরু করে দিল…আর কমেন্ট ইডিট করে পুরোপুরি নিজের কমেন্ট দিয়ে দেয়াটা অবৈধ, সেখানে সে আপনার কমেন্টকে নিজের পক্ষের হিসেবে উপস্থাপন করে অনৈতিক কাজ করেছে, তার পোস্ট ডিলিট করাসহ তার বিরুদ্ধে একশন নেয়ার দাবী জানাচ্ছি…

অফটপিকঃ নতুন পন্ডিত কি এবার নিউ টেন?

    ভুল মানুষই করে তাই ব্যান করা বোধয় ঠিক হবে না। তাছাড়া সে টিটি এবং ইন্টারনেট-এ নতুন, তাই হয়তো বোঝেনি। কিন্তু অবশ্যই মিথ্যা এবং অন্যায় করেছে।

    অফটপিকঃ হুম ২০১২ সালে এসএসসি দেব ঈনশাআল্লাহ

    তার মানে আমার মতই, আমিও ২০১২তে এস এস সি দিবো… কোন স্কুলে পড়ো?

    ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল-এ তুমি কোন ইস্কুলে?

    উইলস লিটল ফ্লাওয়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ।
    Willes Little Flower Higher Secondary School And College.

    ডিজে আরিফ আর নতুন পন্ডিতকে উদ্দেশ্য করে, ২০১২ ছবিটা কি দেখেছেন? আপনারা তো বহুত রিক্স এর মধ্যে আছেন।

    @ মানব সন্তান
    জ্বী মের প্রিয় ছবি হ্যায়

    কেনরে ভাই, রিস্কের মধ্যে আছি কিভাবে?

আমি নিজেই টিটি বাদ দেব বলে ভাবতেছি। কারণ এইখানে অনেকদিন ধরে দেখি বেশ কিছু মাথা মারার মানুষ আছে যারা কোনো কিছু করার আগেই মাথা মারতে সদা প্রস্তুত হয়ে থাকে। সো ইচ্ছা থাকলেও আর কমেন্ট টিউন করতে কোনো ইচ্ছা করে না। আসি দেখি পড়ি তারপর চলে যাই।

    ভাই এইরকম কিছু আবাল সবজায়গায়ই থাকবো । নিজেরা সাবধানে চলবেন ভালোটা গ্রহণ করুন মন্দটা নয় । টিটির সাথে থাকুন 🙂

    @নিঃসঙ্গ পথিক
    সাবটাইটেল মামুন ভাই ঠিকই বলেছেন।

    কি আর বলবো …। তবে একতরফা ভাবে টিটি র দোষ দেওয়া উচিৎ হবেনা । নিজেদের কে সাবধানে থাকতে হবে । তবে টি টি মোডারেট এর উচিৎ হবে যে এই টিউন গুলো কে যত দ্রুত সম্ভব ডিলিট করা ও টিউনার কে নোটিস করা আর তারপরেও যদি টিউনার না শোনে তাহলে ব্যান করে দেওয়া আইডি টা কে ।

আমার নিজের কমেন্টসও সে ইডিট করে দিয়েছে । টিনটিন ভাই একটু বিজি ছিলো তাই একশনে যেতে সময় লেগেছে । আমি পরে টিনটিন ভাইয়ের সাথে কথা বলে জানাবো

    ঝাল কেমন?
    এমনিতে ইগনর করতাম, কিন্তু সে বারাবারি করে ফেলেছে। তাই নিজের ব্যাক্তিত্ব আর অন্যদের বাঁচাতেই আমার এই পোস্ট।
    যাক, আপনার (মাডারেটর) অপেক্ষায়ই বসে ছিলাম।

অন্যের মন্তব্য এডিট করার অপশন বাদ দিলে সব চেয়ে ভাল হয়।

    নিজেরটা কমেন্ট এডিট এবং কমেন্ট এডিট হলে উল্লেখ করা উচিত হবে।
    মাঝে মাঝেই কমেন্ট কিছু বানান ভুল করে ফেলি 🙁 বা ভুল পেজে চলে যায়।

    Level 0

    সহমত।

    ১০০% সহমত।

    ১০০% একমত। টিটির এডমিনের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষন করছি।

প্রথমে আমি যে কমেন্টসটা দিয়েছিলাম সেটা অনেকটা এইরকম::::
http://ptc-investigation.com/ScamList.aspx
এই লিংকে যান দেখতে পাবেন payableptr.com স্ক্যাম লিস্টের তালিকায় আছে।

http://www.jesusandthebibletoday.com/paid-to-click_jobs.html
এটাতে যান দেখবেন কয়েকজন এটা সম্পর্কে কমেন্ট দিয়েছে। যেমন–
6/8/2010

TO: PAYABLEPTR.COM

On 6/4/2010, I sent you an e-mail (pasted below) through this “Contact Us” form and I still haven’t received a response yet. Please let me know why I can’t request a payment and why when I click the “Request Payment” button it tells me:

“You may request payment when you reach $20,000.00.

You have already earned: $42,550.0000

I am requesting my payment now via this letter. Please respond to let me know you received this. Thank you.

আর এই লিংকে যান
http://www.scamdetector.info/ptc-scam-list-p.html

মজার ব্যাপার হলো ১ঘন্টা পর দেখি সেই কমেন্ট পরিবর্তন হয়ে গেছে। এটা এইরকম, নিচে দেখুন

[ সায়েফ শাহিন says:

আমিও সাইন আপ করলাম। সাজ্জাদ ভাই টাকা পাইলে আপনারে পেটপূর্তি খাওয়া খাওয়াব।]

এখন বুঝেন অবস্থা আমি নাকি পেটপূর্তি খাওয়াব

এদেরকে ব্লক করা হোক!

কিছু বললাম না। মাথা গরম হয়ে গেছে। এইটারে ক্রসফায়ার করা উচিত।

এদেরকে ব্লক করা হউক। আর তাদেরও আহবান জানাচ্ছি ভাল হওয়ার।

বড় অবাক হলাম এসব কি হচ্ছে? আমাদের প্রিয় টিটিতে জালিয়াতি! ওর কালো দু হাত কেটে দিব।টিউনটি মনেহয় মুছে ফেলা হয়েছে।

    উত্তজিত হবেন না । ভুল মানুষই করে। তাছাড়া সে টিটি এবং ইন্টারনেট-এ নতুন। টিউনটি পড়তে চাইলে http://imranbd.fileave.com/dl_2.jpg ইমেজটি লোড করুন । তাহলে ৩৪ কমেন্ট সহ কড়তে পারবেন।

আমি টিটি তে বেশিদিন হয়নি এসেছি। মনে হয় গত ২-৩ মাস ধরে নিয়মিত টিটিতে আসি। আপনারা জেনে হয়তো অবাক হবেন সকালে অফিসে এসে কখন টিটি দেখবো সেই চিন্তায় অস্থির হয়ে থাকি যেখানে আগে আমি নিয়মিত চ্যাট করতাম অথবা অন্য কিছু করতাম। আমার মত অনেকের জীবনেই এরকম পরিবর্তন এসেছে অবশ্যই। আজ সেই টিটিকে নিয়ে এত নোংরামী সত্যিই খুব কষ্ট পাচ্ছি। টিটি ছাড়ার কথা চিন্তা করতে পারিনা আজ সেই টিটিকে ছেড়ে দেবার কথা অনেকের মুখে শুনছি। আর সোমেল ভাই, টিটি হয়তো কারো দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু টিটির প্রান কিন্তু আমরা টিউনাররা তাই আপনার বক্তব্যগুলো খারাপ লেগেছিল বলেই আপনাকে কথাগুলো বলেছি, এখানে আপনার প্রতি আমার কোন ব্যক্তিগত আক্রোশ নাই, আর থাকবেই বা কেন, না আমি আপনাকে চিনি, না দেখেছি, তো এখানে আপনাকে আক্রমন করা আমার উদ্দেশ্য ছিলনা। যদি আপনি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাচ্ছি।

এডমিনের প্রতি আমার বিনিত আবেদন, আপনারা ঘুম থেকে উঠুন। টিটি আপনারা মালিক কিন্তু এর প্রান আমরা, একটি দেশের জনগন যেমন সবকিছু আমরা এখানে সেইরকম, আর আপনারা হলেন নিয়ন্ত্রক, তাই আপনাদের অবহেলায় যদি আমাদের এই বিশাল প্রযুক্তি ভান্ডার ধংসের দিকে যায় তাহলে জবাবদিহী আপনাদেরকেই করতে হবে। এডমিন আপনারা হয়তো খেয়াল করেছেন ফেসবুকের লাইক অপশনে সংখ্যা এখন ৫০০০ এর উপরে এবং প্রকৃত টিউনার সংখ্যা কত তা আপনারাই ভাল বলতে পারবেন, মনে হয়না নেহায়েত কম তাই আবারো আবেদন করছি আপনারা শক্ত হাতে টিটির পাল ধরুন নয়তো আমরাই আপনাদের দুষবো আর কাউকেনা। আজ আপনারা একটু খেয়াল করলে হয়তো এত বড় ধোকাবাজী হতোনা।

টিটি আমাদের বাংলাদেশের নতুনদের কাছে উদ্দিপনা, নজরুলের কবিতার মতো বিদ্রোহী, রবীন্দ্রনাথের মত জ্ঞানভান্ডার, লেলিনের মতো আলোর দিশারী, তাই প্রত্যেক টিউনারের প্রতি আমার বিনিত মিনতি আমরা এমন কিছু করবোনা অথবা লিখবোনা যাতে টিটি আজ ধংসের দিকে এগিয়ে যায়। ইতিমধ্যে আজ সেই অশুভ লক্ষন চোথে পড়লো (পুদিনা পাতা ভাইএর নতুন হুবুহু টিটির নকল একটি সাইট দেখে)। আসুন আমরা ৭১-এ যেমন দেশকে বাচিয়েছিলাম আজ টিটিকে বাচাই।

    আমি ঘুম থেকে উঠে পিসি ছেড়ে টিটি লোড দেই
    হাত মুখ ধুয়ে,দাত মাজতে মাজতে টিটি পড়ি
    রাত ১১.৩০এ রাতের খাবার খেয়ে টিটি দেখি আর লিখি…………….৩.০০টায় ঘুমুতে চলে যাই, রাতে ঘুম ভাঙ্গলেও টিটি লোড দেই………

    আমার সাইট থাকলেও সেটি প্রযুক্তি বিষয়ক না বানানোর একটাই কারন “i (^) tt”

    নতুন পন্ডিত, বিয়ে যখন করবেন তখন যেন এসব না বলেন তাহলে কিন্তু খবর আছে আপনার, যদিও আপনি বিয়ে করতে অনেক দেরি তবে যে হারে পাগল হয়ে যাচ্ছেন টিটির প্রেমে তাই না বলে পারলামনা।
    Joke # 007

    টিটিতে ১০০টা টিউন না থাকলে বউ মানি না!

    Level 0

    আপনার মানা অথবা না মানা কিছু আসে যায় না। আপনার সিরিয়াল অনেক পরে। হা! হা!! হা!!! Don`t mind…….

    [[[[[[[[নতুন পন্ডিত says:
    টিটিতে ১০০টা টিউন না থাকলে বউ মানি না!]]]]]]]

    ভাইয়া, তোমার গার্লফ্রেন্ড য–ও–ও–ওদি–ই–ই–ই এটা দেখে ফেলে, তোমার খ–অ–অ–বর আছে। 😛

    @ মারুফ
    না তাহলে টিটির সার্ভারের খবর আছে! হাইকোয়ালিটি ১০০০০টা টিউনে ক্রাশ করবে ! 😀 😛

    তাই নাকি ইমরান, তাহলে তোমার গারলফ্রেন্ডকে এখনি বলে দাও যে টেকটিউনসে ১০০টা টিউন করা শুরু করে দিতে, এতে তোমার লাভ + আমাদেরও বোনাস… 😀

    @ আরিফ
    না ভাই তাহলে আমার আগে যাদের সিরিয়াল তারা হাত বাড়াতে পারে ! 😉

স্কিনশর্টটিতো মনে হয় PicPic দিয়ে নেওয়া।
কিন্তু তুমি পুরা সাইটটির স্কিনশর্ট (মানে ১৪২৩x৪২৬৯ পিক্সেল) কিভাবে নিয়েছ?
বললে খুবই উপকৃত হতাম।

    আমি গুগল ক্রোমের দুটি এক্সটেনশান ব্যাবহার করি। কিন্তু মজার কথা হল দুইটাই এক্সিডেন্টলি ইন্সটল করি 😀
    এটা আগে করতাম এটার সাথে একটা প্লাগিনও লাগে।
    এখন এটা করি।http://goo.gl/KFOi4
    দুটিতেই পাবেন দাগা দাগি এর অবাধ স্বাধীনতা আর ক্রপ ,টেক্সট সহ নানা সুবিধা। দ্বিতীয়টাই ভাল তাই সেটার লিঙ্ক দিলাম।

    তোমাকে ১কেজি ধইন্না।

    আরে সাইফুল, আমার ধইন্যা কই? এখনতো ধইন্যার অনেক দাম জাইতাসে, আমারেও দাও…

    আচ্ছা ঠিক আছে তোমাকে ১ কেজি, না না ৫ কেজি, ধুর! তাও হবেনা
    ৫০ কেজি, নাহ!! তাতেও বেশি দিন যাবে না
    তাহলে তোমাকে আনলিমিটেড ধইন্না !!!
    এইবার মন শান্তি তো?

এই ধরনের চোরা টিউনাদের ব্যান করা দরকার।

ডাইরেক্ট ব্যান

ব্যাপারটা খুবই খারাপ লাগছে । সবার সতর্ক থাকা উচিত ।
নতুন পন্ডিত তোমার স্কুলে কি মেহেরুন্নেছা নামে কোন শিক্ষকা ছিলেন নাকি ?

    জ্বী স্যার একজন ছিলেন। কিন্তু তা বেশ কিছু বছর আগের কথা। এখন আর তিনি আমাদের স্কুলে নেই।

    তিনি এখন আমার বস মানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।

    তাহলে তো স্যার বেশ আনন্দের কথা! আপনাদের স্কুলটার নাম বলবেন কি?

    নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ।

যতদুর মনে পরে সাইফুল ইসলাম ভাই এর একটা পোষ্ট এ এই ব্যাপারে মন্তব্য করেছিলাম, অবশ্য পরে উনি কারণ টা বলেছিলেন। আসলে যারা টিউন করেন তারা সবাই ই অনেক কষ্ট করে একটা টিউন করেন, অনেক সময় ব্যায় করে বিভিন্ন সাইট ঘুরে একটা টিউন করেন, আমাদের কে অনেকটা বসিয়ে বসিয়ে খাওয়াচ্চেন, বিনিময়ে আমরা কি করছি? যতদুর সম্ভব তাদের ধন্যবাদ জ্হাপন করে কমেন্ট করছি, তাদের প্রতি একটা সম্মান প্রদর্শন, ভালবাসা জ্ঞাপন , কিন্তু অনেক নাম করা টিউনার আছেন জানিনা কেন তারা কমেন্ট মডারেশন করেন, আপনি যদি আমাদেরকে তথ্য পরিবেশন করেন কিন্তু সেটা ভাল বা খারাপ বলার সুযোগ না দেন তাহলে কি দাড়ায়? যদি কমেন্ট সহ্য না করতে পারেন তাহলে কমেন্ট বন্ধ করে রাখেন। আমাদের একটা কমেন্ট করার ও কি সুযোগ নাই? রিপ্লাই দেন আর না দেন।
আর মানুষ সবসময় ই ভালোটা চায়, ভালোর পিছনেই মানুষ দৌড়াবে, টিটির জন্য আমাদের সবারই অনেক ভালোবাসা তাই দুড়ে যাওয়ার আগে বলছি।

একজন দেখছি Tune-টি নির্বাচিত না করার পক্ষে ভোট দিয়েছেন, প্রশ্ন হচ্ছে সে-ই কি সাজ্জাদ২৭?…

    কি ভাবে বলি? এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। তবে টিউনটির কিছুক্ষণের মধ্যেই মাইনাসটি পাই 😛

ভাই নেটে টাকা কামানোর আশা অনেক আগেই ছাইরা দিসি। তাই অই সব পোস্ট দেখিনা। তবে একজনের কমেন্ট এডিট করা
মানে করতে পারা খুব ভঁয়ের কথা। কোন প্যাঁচে ফালায় তার ঠিকনাই, সবাইকে সাবধান হতে হবে। বিষ্যটি মডারেটরগনের জরুরি
ভিত্তিতে সমাধান করা উচিত। যারা টিটিকে ভালবাসে তারা কক্ষনই টিটির বদনাম হোক তা চায়না।
আপনাকে ধন্যবাদ।

    মানুষ আশায় বাচেঁ তাই আশা ছাড়া ঠিক নয়। আবার নতুন উদ্দোমে হাল ধরুন।

Level 0

ইমরান তোমাকে ধন্যবাদ এই টিউনটি করার জন্য্। টেকটিউনের মিটআপে আমরা যারা উপস্থিত ছিলাম তারা জানি যে সামনে একটা কিছু আসছে টেকটিউনে। তো সবাইকে উদ্দেশ্য করে বলছি অপেক্ষা করেন। এই সকল ঠক বাটপার ভন্ডদের শাস্তির রাস্তা অচিরেই খুলে যাবে। ভলেন্টিয়ার এবং মডারেটর প্যানেল একটিভ হলেই খবর আছে 🙂 তাই সবাই একটু অপেক্ষা করি এবং বসন্তের কোকিলদেরকে এড়িয়ে চলি।

অফ লাইন >>ইমরান তুমি আমার বয়সে ছোট তাই তুমি বলে সম্বোধন করেছি।

    হুম……….অপেক্ষায় রইলাম
    ডাকেন সমস্যা নাই। আফটার অল আপনি বুড়া মানুষ!
    সবাই যে হারে তুমি ডাকা শুরু করেছে………আমার ন্যানো ন্যানো লাগছে!

    ঠিক… ইমরানের সাথে সহমত… “ন্যানো ন্যানো” দারুন>>>>>

মানুষ এতো খারাপ হয় !!!

    এতো কিছুই না! আমার নাম নিজের ব্যবসায় ভাঙ্গিয়েছে। যেমনঃ এক কোম্পানি বলতে পারে আমরা সয়ঙ্ক্রিয় “জাপানি” মেশিনে মশলা ভাঙ্গাই।

comment edit অপশনটাই বাদ দেয়া দরকার। delete করা যাক, কিন্তু এডিট কেন হবে?

Level 0

great tune… sobchaite valo laghlo TT er server ta upgrade koranor kotha bolate.. amar mone hoy tader ekta kichu kora uchit..

I wonder ai text advertising site ka aro beshi slow kore dei…. tara keno google adsense boshacche na.. boshale toh amara iccha korei koekta click donate korte partam… 🙂

আমার মনে হয় টিটিতে এইরকম টিউনগুলো ব্যান করা উচিত।

OHOM মালটিমিডিয়া গ্রুপ ভাই, আপনি অতোসবে কান দিবেন না। ভাল কাজে বাধা আসবেই, তাই বলে থেমে গেলে চলবেনা। টিটির বন্ধুরা এখন অনেক সচেতন। ভাল কাজে আপনি আমাদের সমর্থন পাবেন। ধন্যবাদ।

অনেক ভাল লিখেছেন ভাইয়া। সত্যি কথা যে techtune এ PTC, Freelancing নিয়ে প্রচুর টিউন হয়, অনেকে আলতু ফালতু টিউন ও কমেন্ট করেন। আসলেই কিছু করা দরকার।