আজ সকালে (৭-২-১১) টিটিতে ঢুঁকেই দেখি একটি পোস্ট রিপিট হয়েছে tune-id-51016 ও tune-id-51127 দুটিই ফ্রন্ট পেজে নিচে নিচে আছে
।দেখুনঃ সম্পূর্ণ ইমেজ দেখতে এখানে ক্লিক করুন। ১৪২৩x৪২৬৯ পিক্সেল তাই এখানে দিতে পারলাম না।
সাইটটা স্ক্যাম আদৌ তিনি কোন টাকা পানিনি।
"একছিল সাজ্জাদ২৭ যে ২১ দিনে ১৪ লাক্ষ টাকা পেত দৈনিক ৩০ মিনিট কাজ করে।"
যেখানে বাংলাদেশের প্রাইমিনিস্টারের বেতন ৬৫ হাজার!!! 😉 আরে পিএসডি পাশ করেও কেও এযুগে ২ লাখ পায় না।
যাই হোক প্রথমবার প্রতিবাদ করিনি। কারন এসব স্ক্যামের প্রতিবাদ করে লাঞ্ছিত হয়েছি। কিন্তু মডারেটরগনের দেখা পাইনি।
কেন একজন মানুষকে আক্রমণ করে কথা বলা কি টিটিতে জায়েজ? তাহলে কেন সেখানে মডারেটর ছিলনা?
কিন্তু টিটিতে অভূতপূর্ব রিপিট দেখে আবার ঢুকলাম। পুরা সেম। বের হয়ে যাচ্ছিলাম। কিন্তু দেখলাম দুজন কাজ করবে বলে শুরু করেছে।
তাদের সাবধান করা নৈতিক দায়িত্ব বিধায় কমেন্টে বললামঃ
ভাই স্ক্যাম কাজ করেইননা।
এবং
ভাই স্ক্যাম কাজ করেইননা অহেতুক সময় নষ্ট করবেন না। (এই ধরণের)
সম্পূর্ণ ইমেজ দেখতে এখানে ক্লিক করুন। ১৪২৮x৬০৮০ পিক্সেল
আর কি বলব? আমি যেখানে পিটিআই পিটিসি দুই চোক্ষে দেখতে পারিনা....................
কমেন্ট কেন টিনার এডিট করবেন? এটা কি মডারেটরদের জন্য সীমাবদ্ধ রাখার মত কাজ নয়?
“পেবাক্স নিয়ে প্রতীবাদ করে লাঞ্ছিত হয়েছি কিন্তু প্রতারিত হইনি”
এখন আমি বলবনা তাকে বহিস্কার করা হোক কিংবা মুছে ফেলা হোক।
আমি চাই টিউনারগন আর কমেন্ট এডিট করতে পারবেন না এবং আমার পূর্বের কমেন্ট ফিরিয়ে দেওয়া হোক।
প্রমানঃ
১.আমার কমেন্ট নিশ্চয় সাথে সাথে ওই দুজন ইউজারকে ইমেল হয়েছে।
২. কমেন্ট এডিট হলেও ড্রফটে আগের কপি থাকার কথা।
অকেনেই বলতে পারেন আগের কমেন্টের স্ক্রিন শট কই?
উত্তরঃ কমেন্ট করার সময় কমেন্টের স্ক্রিন শট কে নেয়? আপনি কি আপনার এটার কি নিয়েছেন?
রেফার বানাতে এত প্রতারণা?
আমার অনেক পরিচিত আছে যারা টিটি থেকে চলে গিয়েছে। এবার কি আমিও যাব? আপনারা বললেই চলে যাব।
উনি কি দেখেন নি আমারে এভাট্রে দাড়ি আছে? 😉 আমি চুড়ি পরা অবলা ললনা নই? 😀
সাথে সাথে techtunes@techtunes.io-এ ইমেল পাঠিয়েছি। 😀 দেখি মামারা কি বলে।
সম্মানিত মডারেটরগন অবশেষে সাজ্জাদ ২৭ এর বিতর্কিত পোস্ট দুটি ডিলেট করেছেন। আরও ব্যাবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
১.আমি ছাড়াও অনেকে তার শিকার হয়েছেন। কেউ জানিয়েছেন কেউ জানাননি।
২.আরও টিউনারের বিরুদ্ধে কথা উঠেছে।
১. কিছু ভলেন্টিয়ার নির্বাচন করা যেতে পারে।
১.১তারা সাধারন ইউজার থাকবে কিন্তু নতুন পোস্টের স্ক্যাম ও স্প্যাম দেখবে।
১.২ এবং মডারেটরদের জানাবে। যে অমুক একটা স্প্যাম পোস্ট দিয়েছে বা সে জিদ্দুর লিঙ্ক দিয়েছে (ইদানিং এদ.লে এর লিঙ্ক দেয় যা যথেষ্ট বিরক্তিকর)
২. কমেন্ট যার সে এডিট করতে পারবে কিন্তু টিউনার নয়।
২.১ কমেন্ট যার সে এডিট করলে তা উল্লেখ পূর্বক দেখার সেটা লিঙ্ক থাকবে
এতে টিটির মান আসাধারন হবে । কেউ বাজে টিউন করবেনা। কিংবা প্রতারণা করতে পারবেনা।
যারা সাজ্জাদ ২৭ এর পোস্ট দেখতে ইচ্ছুকঃ
তার দ্বিতীয় পোস্ট (যদিও দুটি একি) সম্পূর্ণ পোস্ট দেখতে এখানে ক্লিক করুন। ১৪২৮x৬০৮০ পিক্সেল
আমি নতুন পন্ডিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ঢাকার ছেলে,ইমরান।দশম শ্রেণীর শিক্ষার্থী। ফ্রীল্যান্স আর পড়ালেখা নিয়ে জীবন।বাংলাদেশের নাগরিক হতে পেরে আনন্দিত। অন্যদের উৎসাহ দিতে ভাল লাগে। ইন্টারনেটে বাংলা লিখতে দারুন ভালোবাসি। CMS জুমলা জানতে, সমস্যায় সাহায্য করতে পারলে খুশি হব। ফোনঃ ০১৭৫১৭২৬০৩৪ আমার ফেসবুক প্রোফাইল অথবা আমার সাথে যোগাযোগের সকল সম্ভাব্য উপায়
ভাই, আলোর নিচ সর্বদা অন্ধকার হয়। এই সত্য মেনে নেওয়া উচিত। আপনি আপনার চারপাশ সর্বদা আপনার মতো করার চেষ্টা করূন না কেন? পৃথিবী চলবে তার নির্দিষ্ট নিয়মে। টি.টি তে আমি ফ্রিলেন্স নিয়ে টিউন করতাম। নিজের ব্লগে বাংলাদেশীদের জন্য কিছু একটা করার পরিকল্পনা করেছিলাম। কিছু অসাধু ব্যাক্তি (আমার পরিকল্পনা যাদের ব্যবসায় ব্যাঘাত ঘটবে) আমায় নিয়ে বিভিন্ন ব্লগে লেখালেখী করা শুরূ করে দেয়। শেষে সব বাদ দিয়ে দিয়েছি। টি.টিতে টিউন করা ছেড়ে দিয়েছি। তবে এখানে ভিজিট করা ছাড়তে পারি নি।