ফেসবুক থেকে ছুটি নেবেন মার্ক জুকারবার্গ !! মার্ক জুকারবার্গ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য !!

টিউন বিভাগ প্রতিবেদন
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আজ আমি এই টিউন এ  ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সম্পর্কে কথা বলব। আশা করি টিউন টি ভালই লাগবে।

টেকটিউনস নিউজ ডেস্কঃ ফেসবুক এর প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকারবার্গ দুই মাসের পিতৃক্ব কালীন ছুটি নেবেন; যখন তার স্ত্রী প্রিস -চিলা চ্যান তাদের দ্বিতীয় কন্য সন্তানের জন্ম দেবেন। এ বিষয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা তার ফেসবুক টাইম লাইনে Post  করেন।

জুকারবার্গ একই কাজ করে ছিলেন ২ বছর আগে ২০১৫ সালে; যখন তার প্রথম কন্যা সন্তান ম্যাক্স-চ্যান জন্ম নিয়েছিল। তখন তিনি এক মাসের ছুটি নিয়ে ছিলেন ফেসবুক থেকে। পরবর্তী তে তিনি আবার ডিসেম্বরে পুরো মাস ছুটি নিয়ে ছিলেন।

মার্ক জুকারবার্গ এর পরিবার

শুধু তার জন্য নয়! ফেসবুক তাদের আমেরিকার সকল কর্মকর্তাদের বছরে নির্দিষ্ট এরকম সময় মাতৃত্ব বা পিতৃত্ব কালীন ছুটির সুযোগ দিয়ে থাকে; এসময় তারা কর্মকর্তা - কর্মচারী যারা ছুটিতে রয়েছেন; তাদের বেতন -ভাতাও প্রদান করে। যখন,ম্যাক্স চ্যান জন্ম নেয় তখন ফেসবুক প্রতি ষ্ঠাতা মার্ক জুকার বার্গ লেখেন, জন্মের থেকেই তিনি দ্রুত এক মাসের জন্য ছুটি নিয়ে নেবেন; তার পর আবার ডিসেম্বর পুরো মাস তিনি ছুটিতে থাকবেন।

মার্ক জুকারবার্গ এর পরিবার

জুকার বার্গ আরও লেখেন, " যখন পরিবারের ওয়ার্কিং পিতা মাতা যখন নতুন ভূমিষ্ঠ শিশুর প্রতি নজর দেয়; তাকে পর্যাপ্ত সময় দেয় - এটি পুরো পরি বারের জন্য ভালো। "

মার্ক জুকারবার্গ দম্পত্তি

আরও জানান," আমি নি শ্চিত, আমি আসার পর দেখব, অফিস এরকমই কর্ম মূখর রয়েছে। "

মার্ক জুকারবার্গ এর কন্যা

যখন মার্ক জুকারবার্গ থাকবে না, তখন এই এতবড় সোশ্যাল মিডিয়া কিভাবে লিডার শীপ নিয়ন্ত্রন করবে, এ বিষয়ে কোনো কিছু বোঝা যাচ্ছে না। তবে হয়ত ফেসবুকের COO শেরিল স্যান্ডবার্গ এবং CTO মাইক স্ক্রুফার এই গুরু দায়িত্ব হাতে নেবেন।

মার্ক জুকারবার্গ এর সম্পূর্ন Post

মার্ক জুকারবার্গ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • মার্ক জুকারবার্গ সর্ব প্রথম একটি মেসেজিং প্রোগ্রাম তৈরি করেন " Zucknet" নামে; যখন তার বয়স ছিলো মাত্র ১২। তার পর তিনি যখন হাই -স্কুলে ছিলেন; তখন একটি মিউ জিক স্ট্রিমিং প্লাট ফর্ম তৈরি করেন।
  • তিনি AOL International এবং Microsoft থেকে পাওয়া দারুন দারুন সুবিধাসহ চাকরি ফেরত দিয়ে দেন; গ্রহন করেন নি।
  • ২০০২ সালে তিনি হার্ভাড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন; এবং সেখানে পড়াশোনা শুরু করেন।
  • তিনি তার সহ পাঠী দের নিয়ে Hot-or-Not Type একটি মজার ওয়েব সাইট ডেভেলপ করেন। যার নাম ছিল Face Mash।
  • ২০০৪ সালে তিনি ড্রোম রুমে বসে প্রথম The Facebook তৈরি করেন।
  • তার কিছু দিন পর তার হার্ভাড বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে থাকা কালীন সময়ে কলেজ ড্রপ আউট করেন।
  • তিনি ১২.৭ মিলিয়ন ডলার এর ফান্ডিং পান তার ২০ বছর হওয়ার কাছাকাছি সময়ে।
  • ২০১০ সালে তাকে নিয়ে একটি সিনেমা " The Social Network" তৈরি হয় যা পরবর্তী কালে অস্কার পায়। তবে তিনি এই সিনেমায় অনেক কিছু তুলে ধরেন; যা ছিল তার সম্পর্কে ভুল।
  • ২০১২ সালে মার্ক জুকারবার্গ ফেসবুক সারা বিশ্বব্যাপী পাবলিক ভাবে খুলে দেন। এটা ছিল প্রযুক্তি ইতিহাসে সবচাইতে বড় বিপ্লব।
  • তার হার্ভাড বিশ্ব বিদ্যালয়ের গার্লফ্রেন্ড প্রিস-চিলা চ্যানকে বিবাহ করেন; মিডিয়াকে না জানিয়ে; খুবই গোপনভাবে।
  •  তারা তারপর প্লান করেন তারা তাদের ৯৯% ফেসবুক স্টক বিক্রি করে দেবেন। চ্যান জাকারবার্গ ইনটিভেট এর ফান্ড জোগাড় করার জন্য।
  • তিনি সব সময় জিনস,হুডি ও টি সার্ট পরে থাকেন।
  • তিনি ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি কালো ভোকস ওয়াগেন জিটিআই চালান। যার দাম ৩০ হাজার ডলার। আমেরিকানদের জন্য এটা খুবই কম মূল্যের একটি গাড়ি।
  • তিনি হাওয়াইয়ে ৭৫০ একর এর সমুদ্রঘেরা জমি কেনেন; মাত্র ১০০ মিলিয়নে।
  • তিনি তার পালো অল্টোতে নিজের ৫০০০ স্কয়ার ফিট বাড়ি ও আাসেপাশের জায়গা উন্নয়নে ৪৫ মিলিয়ন ডলার ব্যায় করেন।
  • তিনি স্যান ফ্রান্সিসকো তে ১০ মিলিয়ন ডলার দিয়ে একটি ম্যানসন কিনেন। এবং তা উন্নয়নে ১ মিলিয়ন ডলার ব্যয় করেন।
  • তিনি নিজেকে প্রতি বছর একটি একটি করে পার্সোনাল চ্যালেঞ্জ দিয়ে রাখেন।
  • কোনো একটি বছরে তিনি ৩৬৫ মাইল পথ হেটেছেন।
  • তার ২০১৭ সালের চ্যালেঞ্জ হল ৫০ টি রাজ্য বা স্টেট ঘোরা।
  • আর যেটা আমরা সবাই জানি যে, তিনি কালার ব্লাইন্ড। সব রঙ তিনি চোখ এ ধরতে পারেন না। নীল রঙ তিনি বুঝতে পারতেন। তাই ফেসবুক ও তার তৈরি করা সকল ওয়েবসাইট এর থিম নীল রাখতেন।

আশা করি আজকের টিউন টি ভালো লেগেছে। নিচে টিউমেন্ট করুন। বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার ও টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস