আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আজ আমি এই টিউন এ ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সম্পর্কে কথা বলব। আশা করি টিউন টি ভালই লাগবে।
টেকটিউনস নিউজ ডেস্কঃ ফেসবুক এর প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকারবার্গ দুই মাসের পিতৃক্ব কালীন ছুটি নেবেন; যখন তার স্ত্রী প্রিস -চিলা চ্যান তাদের দ্বিতীয় কন্য সন্তানের জন্ম দেবেন। এ বিষয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা তার ফেসবুক টাইম লাইনে Post করেন।
জুকারবার্গ একই কাজ করে ছিলেন ২ বছর আগে ২০১৫ সালে; যখন তার প্রথম কন্যা সন্তান ম্যাক্স-চ্যান জন্ম নিয়েছিল। তখন তিনি এক মাসের ছুটি নিয়ে ছিলেন ফেসবুক থেকে। পরবর্তী তে তিনি আবার ডিসেম্বরে পুরো মাস ছুটি নিয়ে ছিলেন।
শুধু তার জন্য নয়! ফেসবুক তাদের আমেরিকার সকল কর্মকর্তাদের বছরে নির্দিষ্ট এরকম সময় মাতৃত্ব বা পিতৃত্ব কালীন ছুটির সুযোগ দিয়ে থাকে; এসময় তারা কর্মকর্তা - কর্মচারী যারা ছুটিতে রয়েছেন; তাদের বেতন -ভাতাও প্রদান করে। যখন,ম্যাক্স চ্যান জন্ম নেয় তখন ফেসবুক প্রতি ষ্ঠাতা মার্ক জুকার বার্গ লেখেন, জন্মের থেকেই তিনি দ্রুত এক মাসের জন্য ছুটি নিয়ে নেবেন; তার পর আবার ডিসেম্বর পুরো মাস তিনি ছুটিতে থাকবেন।
জুকার বার্গ আরও লেখেন, " যখন পরিবারের ওয়ার্কিং পিতা মাতা যখন নতুন ভূমিষ্ঠ শিশুর প্রতি নজর দেয়; তাকে পর্যাপ্ত সময় দেয় - এটি পুরো পরি বারের জন্য ভালো। "
আরও জানান," আমি নি শ্চিত, আমি আসার পর দেখব, অফিস এরকমই কর্ম মূখর রয়েছে। "
যখন মার্ক জুকারবার্গ থাকবে না, তখন এই এতবড় সোশ্যাল মিডিয়া কিভাবে লিডার শীপ নিয়ন্ত্রন করবে, এ বিষয়ে কোনো কিছু বোঝা যাচ্ছে না। তবে হয়ত ফেসবুকের COO শেরিল স্যান্ডবার্গ এবং CTO মাইক স্ক্রুফার এই গুরু দায়িত্ব হাতে নেবেন।
মার্ক জুকারবার্গ এর সম্পূর্ন Post
আশা করি আজকের টিউন টি ভালো লেগেছে। নিচে টিউমেন্ট করুন। বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার ও টেকটিউনস এর সাথেই থাকুন।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।