টেকটিউন্সে টেকনোলজিক্যাল ব্লগ প্রকাশ সম্পর্কে কিছু কথা ও একটি প্রস্তাবনা

টেকি বন্ধুরা সবাই কেমন আছেন।আজকে আমি টিউন করতে বসলাম কোন টেকনোলজীকে নিয়ে নয়।বরং এটি মডারেটরের কাছে আমার একটি অভিযোগ ও সেই সাথে প্রস্তাবনা , হয়তো আমার সাথে আপনারও এ ব্যাপারে একমত হবেন।

আমরা জানি টেকটিউন্স একটি টেকনোলজিক্যাল সাইট অর্থাৎ এ সাইটে ট্যাকনোলজী নিয়ে বিভিন্ন ব্লগার তাদের অভিজ্ঞতা শেয়ার করেন । তাছাড়া বিভিন্ন প্রযুক্তিভিত্তিক খবরাখবর ও শেয়ার করে থাকেন। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে এ সাইটে এখানে টেকনোলজীর বাইরের বিভিন্ন পোষ্ট প্রকাশিত হচ্ছে যা আসলেই দুঃখজনক, কারন এ ধরনের টেকনোলজীর সাথে সম্পর্ক নেই এমন ব্লগ প্রকাশের ফলে টেকটিউন্স তার মৌলিকত্ব হারাচ্ছে অর্থাৎ এটা টেকনোলজিক্যাল সাইট হিসেবে যে একটা ইউনিক সাইট,এই বৈশিষ্ট সে হারাচ্ছে।তাছাড়া এ ধরনের টিউন কেউ করলে এক সময় দেখা যাবে এটার দেখাদেখি অন্য আরো অনেকেও টেকনোলজীর সাথে অসম্পৃক্ত টিউন করছেন ।কারন,যেহেতু তারা নন-টেকনিক্যাল ব্লগ প্রকাশ হচ্ছে দেখতে পাবেন তাই তারাও এতে উতসাহিত হতে পারেন এবং একসময় হয়তো এই নন-টেকনিক্যাল ব্লগ প্রকাশের সংখ্যাও বেড়ে যাবে আরেকজনের দেখাদেখি। আর এ কারনেই আমরা দেখতে পাই,আগে ২/৩ মাসে যেখানে ভুল করে হয়তো কেউ একটি নন-টেকনিক্যাল ব্লগ পোষ্ট করছেন,আজ সেখানেই প্রতিদিনে অন্তত একটা করে হলেও এ ধরনের ব্লগ পোষ্ট হচ্ছে।উদাহরনস্বরূপ আজকের প্রথম পেজেই আমি এরকম দুটি পোষ্ট দেখতে পেলাম।টেকটিউন্সে এক পেজেই দুটি নন টেকনিক্যাল ব্লগ!!! দুঃখজনক!!!

হ্যা,অনেকে হয়তো টেকটিউন্স ছাড়া অন্য সাইটে যান না,তারা হয়তো এ সকল পোষ্টের মাধ্যমে এ সকল খবরাখবরও জানতে পারেন,ভালো কথা।আমি না করছি না।তবে আমি একটি প্রস্তাবনা রাখছি,আশা করি সম্মানিত মডারেটর বিবেচনা করে দেখবেন।

প্রস্তাবনাটি হলঃ টেকটিউন্সে নন-টেকনিক্যাল ব্লগ পোষ্ট করা যাবে তবে তা কখনো সাইটের ব্লগ লিস্ট পেজে আসবে না,তবে তা শুধু থাকবে কোনো একটি নির্দিষ্ট বিভাগে।অর্থাৎ ব্লগ পোষ্ট হবে ঠিকই,এবং নির্দিষ্ট বিভাগেও জমা হবে,তবে মূল পাতায় লিস্ট আকারে কখনো দেখানো হবে না। যারা ব্লগগুলো পড়তে চাইবেন তারা ঐ বিভাগে ক্লিক করেই এই সকল ব্লগ পাবেন। ধন্যবাদ, সকলের মন্তব্য আশা করছি।

টেকিবন্ধুদের উচিত এ ধরনের পোষ্ট থেকে নিজেদের বিরত রাখা এবং এরকম পোষ্টকে সরাসরি নিরুতসাহিত করা। এর ফলে টেকটিউন্স এর মূলধারা যেমন বজায় থাকবে তেমনি এর ফলে একটি ভাল ব্লগ কিছুটা হলেও বেশী সময় পাবে প্রথম পেজে থাকার।

সম্মানিত মডারেটরকে পোষ্টটি স্টিকি করার জন্য অনুরোধ জানাচ্ছি যেনো পাঠকগন এ প্রস্তাবনার ব্যাপারে তাদের মতামত প্রকাশ করতে পারেন এবং ব্লগিং করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে পারেন।ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Mithu vai er sathe ami akmot, projukti’r site projukti thakai valo. Tanahole beparta joga khichuri hoye jay….
Jemon “সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নের ১০৫ জওয়ানের বিচার শুরু” shironamer tune ti pore amar tuner er upor vishon rag hocchilo… Ata thik noy i think. So mithu bai best of luck

    Level 0

    আসলে আমার বেশি শঙ্কা আরো এক জায়গায় , তা হলো এভাবে একজনের দেখাদেখি আরেকজনও উতসাহিত হতে এ ধরনের পোষ্ট করায় কারণ এ ধরনের পোষ্ট করা টেকনিক্যাল ব্লগ লেখার চেয়ে তুলনামূলকভাবে কম পরিশ্রমের কাজ ।

    Level 0

    সহমত

    সহমত

    “সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নের ১০৫ জওয়ানের বিচার শুরু”
    প্রশ্ন হলো তাতে আমাদের কি?
    ব্যাটার সাংবাদিক গিরি করতে হলে সামু তে যাইতে বলেন। :ডি

    সম্মানিত মডারেটরকে পোষ্টটি স্টিকি করার জন্য অনুরোধ জানাচ্ছি

আমি সহমত পোশন করছি ।

    Level 0

    ধন্যাবাদ।

Level 0

১১০% সহমত। একেবারে আমার মনের কথা বলছেন ভাই। এমন একট টিউন-ই তো চাচ্ছিলাম। অনেক অনেক ধন্যবাদ।

ki bolbo .asole ei tune gulo hole samu er sathe TT er kono parthokko thakbena………….Shob Jilapir pech hoye jabe ……….Tai ami mone kori mithu bhai ja chinta korechen ta niye moderator ra chinta korben ebong sothik sidhanto niben..
Thank You Mithu Bhai….

right ! Its only for Technology

Level 0

অথবা আরেক কাজ করা যায়,যেহেতু টেকটিউন্সের মত সাইটে এ ধরনের ব্লগ লেখাটা নিতান্তই হাস্যকর,তাই এই ব্লগগুলোকে টেক-হিউমার বিভাগের আওতায় ফেলা যায়। 😉

    টেক্টিউনস এর মিটাআপ প্রোগ্রামে মেহেদী হাসান ভাই এবং শাহজালাল ভাই এর কাছে এই ধরনেরই একটা প্রস্তাব তুলে ধরা হয়েছিল।আগামীতে যে টেক্টিউন্স ৩ আসছে তাতে নতুন নতুন ফিচারের মাধ্যমে আলাদাভাবে এসব সন্নিবেশ করা হবে বলে জানিয়েছেন উনারা।

    আপনি যে সব লেখার কথা ইঙ্গিত করেছেন সে সব কিন্তু সামাজিক বিভিন্ন বিষয়ের উপর।তাই এসব লেখা হেয় না করাই উচিত।

    ভাই আমি মিটাপের দিন প্রস্তাব রেখেছিলাম যে সামাজিক একটি বিভাগ খুলতে। মডারেটর ভাইরা বলেছে বিষয়টি চিন্তা ভাবনা করবে। তাই বলে টেক-হিউমার বিভাগের আওতায় ফেলে বিষয়টি ছোট করে দেখা ঠিকনা।

    mithu ভাই জটিল বলেছেন

    Level 0

    @নাইম ও কামরুলঃ ভাই,মাইন্ড কইরেন না।কেউ যদি হাল্কা পাতলা ফান করে কিছু নিয়ে তবে তাকে হেয় করা হয়েছে বলে মনে করা উচিত না।লেখার পাশেই একটা আইকন দিছি যাতে আপনারা বুঝেন যে,এটা আমি সিরিয়াসলি বলি নাই ।যাতে হেয় করা না হয় তাই এটা আমি কমেন্ট আকারে ফান বুঝানোর জন্য আইকন সহ দিসি,তা না হইলে তো সরাসরি টিউনেই বলতাম।
    @রাশেদঃ ভাই জটীল হলেও এটা জাস্ট একটা ফান।

আমি ও আপনার সাথে একমত। মডারেটরা নিশ্চই বিষয় টা বিবেচনা করবেন।

সহমত। টিউনটি স্টিকি হউক।

ভাই…।আপনার টিউনটাও কিন্তু সেরকম একটা টিউন এর মাঝে পরে।মনে কিছু নিয়েন না। হেঃ হেঃ হেঃ হেঃ হেঃ হেঃ 😀 🙂

    Level 0

    “কাটা দিয়ে কাটা তোলা” কথাটা শুনেছেন? এরকম টিউন একবার দুইবার না,বারবার হচ্ছে।মিটয়াপে বলার পরেও হচ্ছে।যারা এ ধরনের অপ্রাসঙ্গিক টিউন করেন,তারা এ ধরনের টিউনও বেশি পড়তে পছন্দ করেন।সুতরাং আমার টিউনটা ওগুলোর মত হলে টিউনটি সার্থক বলে আমি মনে করি কারণ এর ফলে এটা যে তারা পড়ছে এ ব্যাপারে আমি নিশ্চিত হব। আর ভাই,আপনি কেন সূক্ষভাবে চিন্তা করেন না বুঝিনা।আমি এখানে টেকটিউন্সের সমস্যা ও সমাধান নিয়ে কথা বললাম,যদিও সরাসরি টেকনোলজী নিয়ে কথা বলিনি,তবে এই সাইটের সম্পর্কেই বলা এবং এটি একটি টেকনোলজীক্যাল সাইট। টেকনিক্যাল ব্লগ হতে হলে কি সরাসরি টেকনোলজী নিয়ে লিখতে হবে? আশা করি ভেবে দেখবেন। বহুদিন এমনটা হতে দেখে (এমনকি মিটাপে বলার পরেও) আজ নিরুপায় হয়ে টিউনটী করলাম।

আমিও আপনার সাথে একমত

আমি মিথু ভাইয়ের সাথে একমত।এটা যেহেতু টেকনোলজি সাইট এখানে যাতে টেকনোলজির বাইরে কোন টিউন না করা হয়। টেকনোলজির বাইরে পোষ্ট করতে চাইলে তারা অন্য সাইট বেছে নিতে পারে

একমত!

Level 0

গত মিটাপে এ ব্যাপারে কথা হয়েছিল,তারা এ ব্লগগুলোকে আলাদা বিভাগে ফেলবেন বলেছেন। তবে আমার প্রস্তাবনাটা একটু অন্য রকম,টেকি ভাইয়েরা তা একটু খেয়াল করলেই হতো বুঝবেন তা হল,যেহেতু এই ধরনের ব্লগে অনেকে বিরক্ত হয় তাই এই ধরনের ব্লগ যাতে সাইটের লিস্ট পেজে লিস্ট আকারে দেখানো না হয়,তা শুধু যাতে সরাসরি বিভাগে গিয়ে জমা হয়,যারা পড়তে চান তারা ঐ বিভাগে গিয়ে পড়বেন এমন ব্যবস্থা করা

আপনার টিউনটি পড়ার পর আমার এই টিউনটি নিয়ে ভাবলাম। নিপাহ ভাইরাস (এনকেফালাইটিস থেকে বাচঁতে হলে জানুন)। টিউনটি মূলতঃ বায়োটেকনোলজিক্যাল টিউন। বায়োটেকনোলজিক্যাল টিউনকে টেকটিউন সমর্থন করে। কয়েকদিন আগে Rh ফ্যাক্টরের একটি টিউন স্টিকিতেও ছিল। বিষয়গুলো কিছুটা কনফিউজিং।
টেকনোলজিক্যাল টিউন বলতে কোন ধরনের টিউন বোঝায় এ সম্পর্কে সুনির্দিষ্ট বিধিমালা দরকার।

    Level 0

    ভাই,আমি বুঝতে পারছিনা আপনার একথা বলার কারন। টেকনিক্যাল ব্লগ বলতে আমি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত ব্লগ বুঝিয়েছি।আপনার লেখাগুলোতো স্বাভাবিকভাবেই ঠিক আছে। আমিতো বলার সুবিধার জন্য “টেকনিক্যাল ব্লগ” কথাটি ব্যবহার করেছি।

মিঠু ভাইয়ের সাথে আমি ১০০% একমত।

vai pls amakay kau SHUTTERSTOCK ar premium account ar coad ta ditay parban? plsssssssss

আপনার বিষয়টা ঠিক। আর একটা বিষয়। বর্তমানে এখানে নতুন অনেকেই নানান আজে-বাজে টিউন করছেন এবং সেগুলো টিউনের কোন যুক্তি নেই। আর এখন সব নতুন টিউনারেরা এটাকে একটা ব্যবসা হিসেবে বেছে নিয়েছেন। তারা মনে হচ্ছে পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে এবং অনেক নতুন টেকটিউনস ব্যবহারকারীরা সেই সব ফাঁদে পাঁ দিচ্ছে। এতে করে আমাদের প্রিয় টেকটিনস তার সম্মান হারাচ্ছে। এ ব্যাপারে টেকটিনস এর মডারেটরদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।