টেকি বন্ধুরা সবাই কেমন আছেন।আজকে আমি টিউন করতে বসলাম কোন টেকনোলজীকে নিয়ে নয়।বরং এটি মডারেটরের কাছে আমার একটি অভিযোগ ও সেই সাথে প্রস্তাবনা , হয়তো আমার সাথে আপনারও এ ব্যাপারে একমত হবেন।
আমরা জানি টেকটিউন্স একটি টেকনোলজিক্যাল সাইট অর্থাৎ এ সাইটে ট্যাকনোলজী নিয়ে বিভিন্ন ব্লগার তাদের অভিজ্ঞতা শেয়ার করেন । তাছাড়া বিভিন্ন প্রযুক্তিভিত্তিক খবরাখবর ও শেয়ার করে থাকেন। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে এ সাইটে এখানে টেকনোলজীর বাইরের বিভিন্ন পোষ্ট প্রকাশিত হচ্ছে যা আসলেই দুঃখজনক, কারন এ ধরনের টেকনোলজীর সাথে সম্পর্ক নেই এমন ব্লগ প্রকাশের ফলে টেকটিউন্স তার মৌলিকত্ব হারাচ্ছে অর্থাৎ এটা টেকনোলজিক্যাল সাইট হিসেবে যে একটা ইউনিক সাইট,এই বৈশিষ্ট সে হারাচ্ছে।তাছাড়া এ ধরনের টিউন কেউ করলে এক সময় দেখা যাবে এটার দেখাদেখি অন্য আরো অনেকেও টেকনোলজীর সাথে অসম্পৃক্ত টিউন করছেন ।কারন,যেহেতু তারা নন-টেকনিক্যাল ব্লগ প্রকাশ হচ্ছে দেখতে পাবেন তাই তারাও এতে উতসাহিত হতে পারেন এবং একসময় হয়তো এই নন-টেকনিক্যাল ব্লগ প্রকাশের সংখ্যাও বেড়ে যাবে আরেকজনের দেখাদেখি। আর এ কারনেই আমরা দেখতে পাই,আগে ২/৩ মাসে যেখানে ভুল করে হয়তো কেউ একটি নন-টেকনিক্যাল ব্লগ পোষ্ট করছেন,আজ সেখানেই প্রতিদিনে অন্তত একটা করে হলেও এ ধরনের ব্লগ পোষ্ট হচ্ছে।উদাহরনস্বরূপ আজকের প্রথম পেজেই আমি এরকম দুটি পোষ্ট দেখতে পেলাম।টেকটিউন্সে এক পেজেই দুটি নন টেকনিক্যাল ব্লগ!!! দুঃখজনক!!!
হ্যা,অনেকে হয়তো টেকটিউন্স ছাড়া অন্য সাইটে যান না,তারা হয়তো এ সকল পোষ্টের মাধ্যমে এ সকল খবরাখবরও জানতে পারেন,ভালো কথা।আমি না করছি না।তবে আমি একটি প্রস্তাবনা রাখছি,আশা করি সম্মানিত মডারেটর বিবেচনা করে দেখবেন।
প্রস্তাবনাটি হলঃ টেকটিউন্সে নন-টেকনিক্যাল ব্লগ পোষ্ট করা যাবে তবে তা কখনো সাইটের ব্লগ লিস্ট পেজে আসবে না,তবে তা শুধু থাকবে কোনো একটি নির্দিষ্ট বিভাগে।অর্থাৎ ব্লগ পোষ্ট হবে ঠিকই,এবং নির্দিষ্ট বিভাগেও জমা হবে,তবে মূল পাতায় লিস্ট আকারে কখনো দেখানো হবে না। যারা ব্লগগুলো পড়তে চাইবেন তারা ঐ বিভাগে ক্লিক করেই এই সকল ব্লগ পাবেন। ধন্যবাদ, সকলের মন্তব্য আশা করছি।
টেকিবন্ধুদের উচিত এ ধরনের পোষ্ট থেকে নিজেদের বিরত রাখা এবং এরকম পোষ্টকে সরাসরি নিরুতসাহিত করা। এর ফলে টেকটিউন্স এর মূলধারা যেমন বজায় থাকবে তেমনি এর ফলে একটি ভাল ব্লগ কিছুটা হলেও বেশী সময় পাবে প্রথম পেজে থাকার।
সম্মানিত মডারেটরকে পোষ্টটি স্টিকি করার জন্য অনুরোধ জানাচ্ছি যেনো পাঠকগন এ প্রস্তাবনার ব্যাপারে তাদের মতামত প্রকাশ করতে পারেন এবং ব্লগিং করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে পারেন।ধন্যবাদ।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Mithu vai er sathe ami akmot, projukti’r site projukti thakai valo. Tanahole beparta joga khichuri hoye jay….
Jemon “সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নের ১০৫ জওয়ানের বিচার শুরু” shironamer tune ti pore amar tuner er upor vishon rag hocchilo… Ata thik noy i think. So mithu bai best of luck