বিশ্বের সর্ব বৃহত্তম DNS সার্ভিস প্রদানকারী পর্তিষ্ঠান হচ্ছে OpenDNS®
তারা প্রতিদিন ৩০ বিলিয়ন ডিএসএন কিউরি সলভ করে, ১৫ মিলিওন আইপি সার্ভিস দেয়, মোট ওয়েব ট্রাফিকের ১% তাদের হাতের মাধ্যমে সেবা পায়।
তাদের করা এক জরিপের অংশবিশেষ নিয়েই আমার এই টিউন
নিচের লিস্ট গুলো হচ্ছে মোট কত শতাংশ দেশ নিম্নোক্ত সাইট/ক্যাটাগরি সমূহ ব্লক/হোয়াইট করেছে।
ব্ল্যাকলিস্ট হচ্ছে কোন দেশ শুধু ওই সাইটই ব্লক করেছে।কিন্তু ওই রকম অন্যান্য সাইট করেনি।
হোয়াইট লিস্ট হচ্ছে ওই ধরনের ক্যাটাগরি ব্লক করলেও স্পেশালি ওই সাইটটি করেনি
বিশেষ দ্রব্যষ্টঃ উপরোক্ত যে সকল শব্দ গুলোর পাশে ইংলিশ ভার্সন আছে, সেগুলো অনুবাদের কৃতীত্ত গুগল ডিকশনারির। আমাকে দোষ দিবেন না! 😀
বিশেষ দ্রব্যষ্টঃ বোঝার সমস্যার কথা চিন্তা করে কিছু শব্দ ইংরেজি রেখেছি 😀
আমি নতুন পন্ডিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ঢাকার ছেলে,ইমরান।দশম শ্রেণীর শিক্ষার্থী। ফ্রীল্যান্স আর পড়ালেখা নিয়ে জীবন।বাংলাদেশের নাগরিক হতে পেরে আনন্দিত। অন্যদের উৎসাহ দিতে ভাল লাগে। ইন্টারনেটে বাংলা লিখতে দারুন ভালোবাসি। CMS জুমলা জানতে, সমস্যায় সাহায্য করতে পারলে খুশি হব। ফোনঃ ০১৭৫১৭২৬০৩৪ আমার ফেসবুক প্রোফাইল অথবা আমার সাথে যোগাযোগের সকল সম্ভাব্য উপায়
আমার মনের মতন টিউন পেলাম আজ……………………………এই ভাবেই শুরু করতে হয়…..শুভ কামনা রইলো…….