আমি সেন্ট ভ্যালেনটাইন বলছি….আসুন কিভাবে ১৪ফেব্রুয়ারি ভ্যালেটাইন ডে (বিশ্ব ভালোবাসা দিবস)হলো তা জেনে নিন…

আমি সেন্ট ভ্যালেনটাইন বলছি....আসুন কিভাবে ১৪ফেব্রুয়ারি ভ্যালেটাইন ডে (বিশ্ব ভালোবাসা দিবস)হলো  তা জেনে নিন...


1

অনেক দিন আগের কথা....আমি (ভ্যালেটাইন) তখন রোমে বাস করতাম..
৩য় শতকে কথা...তখন রোমের রাজা ছিলেন..ক্লুডিয়াস ২য়
তিনি স্বৈরাচারি রাজা ছিলেন
আমি তাকে ঘৃণা করতাম...শুধু আমি নই..আমারা,রোমের সর্ব জন সাধারনও
ক্লুডিয়াস ২য় চেয়েছিলেন রোমের সেনাবাহিনী হবে সেই সময় কার পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনী...
তাই তিনি সৈনিক নিয়োগ শুরু হলো.....কিন্তু অনেকেই যুদ্ধ করতে চাইলো না...
রাজা ক্লুডিয়াস ২য় বেকায়দায় পড়লেন...
তিনি ভাবতে থাকলেন এবার কি করা যায়..........
দুষ্টু বুদ্ধি এলো মাথায়,তিনি ভাবলেন যদি কেউ বিবাহ না করে তাহলে যুদ্ধে সবাই মন দেবে..
রাজা ক্লুডিয়াস ২য় নির্দেশ দিলেন .....রোমে নতুন বিবাহ নিষিদ্ধ ....
যুবক যুবতিরা গেলেন খেপে।
তারা রাজাকে নিষ্ঠুর রাজা বলে সম্বোধন করলেন....

আমি (ভ্যালেটাইন) তখন রোমের ধর্ম যাজক ছিলাম..
কিন্তু আমারই এক শিষ্য প্রেমে আবদ্ধ হলো...তারা বিয়ে করতে চাইলো...
কিন্তু রাজা ক্লুডিয়াস ২য় এর নির্দেশ...আমি কি করি....
আমি রোমের ধর্ম যাজক প্রেমকে আস্বিকার করি কি করে....
তাই গোপন বিবাহ আয়োজন করলাম..

2

একটি আন্ধকার ঘর,একটি জ্জ্বলন্ত মোমবাতি,আমি এবং আমার শিষ্য প্রেমিক যুগল...
আমি বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করলাম....

কিন্তু হায়..'যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়'

তাই গোপন সূত্রে খরব পেয়ে সেনাবাহিনী আমাকে ধরে নিয়ে গেলো....
নিক্ষেপ করলো অন্ধকারাগারে......
আমার মৃত্যু দণ্ড ঘোষনা করা হলো...

আমি যখন জেলে বন্দি ছিলাম তখন আমাকে দেখতে রোমের যুবক যুবতিরা এসেছিলো...
সবাই আমার বন্ধু-বান্ধবী...

এসেছিলো হাতে নিয়ে রক্ত গোলাপ...

সেই জেলের রক্ষির ছোট্ট মেয়ে আমার সাথে দেখা করতে চাইলো...
তার সাথে নিরবে কাথা বললাম...
সে বললো 'কেন তুমি গোপনে বিয়ে দিলে...তোমাকে সকলের সামনে বিয়ে দিতে হতো'

তাই আমার (ভ্যালেটাইন) মৃত্যুর আগে আমি আমার বন্ধুদের প্রতি একটি নেট লিখেছিলাম....
....."ভলোবাসা...তোমার ভ্যালেনটাইলের পক্ষ থেকে"
১৪ ফেব্রুয়ারি ২৬৯ খ্রীষ্টাব্দ, আমার মৃত্যু দিন আসন্ন...
এই দিনই আমার (ভ্যালেটাইন) দেহ থেকে আমার মাথা আলাদা করা হয়.....

এর পর অনেক দিন কেটে গেছে....গঙ্গা-পদ্মা দিয়ে অনেক জল বয়ে গেছে
৪৯৬ খ্রীষ্টাব্দের কথা...রোমের পোপ জেলাসিয়াস ১৪ ফেব্রুয়ারি কে ভালোবাসা দিন হিসাবে ঘোষনা করেন..
আমার
(ভ্যালেটাইন) মৃত্যু দিনকে আমার স্মরণে......
এবং আজও এই দিনটি প্রেম বিনিময়ের দৃষ্টান্ত হয়ে আছে.....

প্রেমিক প্রেমিক আমি (ভ্যালেটাইন) চিরদিন তোমার পাশে আছি ...তোমার পাশেই থাকবো....

তোমরা অকুতোভয়ে এগিয়ে যাও..........





Level 0

আমি কলকাতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ । নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।- ---ফেসবুকে আমি http://www.facebook.com/pages/Kolkata-India/100002338894158 আমার ব্লক http://kolkata12345.blogspot.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ লিখেছেন! অসাধারন,চমৎকার দশটা ধন্যবাদ দিলাম 😀

    আপনাকেও ধন্যবাদ…..তবে আপনার দেওয়া দশটা ধন্যবাদ আমি ভ্যালেনটাইনকে উৎর্সগ করলাম…..
    আপনার কি কোন আপত্তি আছে?

Happy Valentines day in advance 🙂

দারুন লিখেছেন,ধন্যবাদ।

Level 0

DARUN, GOTO BOCHOR UTTORBONGO PAPARE PORECHI.
THANK YOU FOR SHARE.

Level 0

DARUN, GOTO BOCHOR UTTORBONGO PAPARE PORECHI.
THANK YOU FOR SHARE AND ADVANCE HAPPY VALENTINES DAY.

দারুন লিখেছেন। ভাল লেগেছে।

    আপনাকে VALENTINES DAY এর আগাম শুভেচ্ছা জানাই……….

দারুন হয়েছে।অনেক ধন্যবাদ।

    ভালোবাসা সহ ভালোবাসার দিনের জন্য আগাম শুভেচ্ছা জানাই……….

    ভালোবাসা সহ ভালোবাসার দিনের জন্য আগাম শুভেচ্ছা জানাই……….

    ভালোবাসার দিনের জন্য আগাম শুভেচ্ছা জানাই……….

🙁 আমি কি করব?? আমার তো কেউই নেই?? কেউ আমাকে পছন্দ করে না 🙁

    দুঃখ করতে নেই…………..আজ নেই কাল হবে
    মনে করুন আপনার জীবনেও প্রেম এসেছিল এদিন গোপনে….শত শাবনে…..
    তাই আর নয়………….১৪ ফেব্রুয়ারি সাহস করে বলেই ফেলুন……….যা হয় হবে…………..দেখা যাবে………..
    মনে রাখবেন………..মেয়েরা সাহসী যুবককেই ভালোবাসে…………….তাই প্রথম সাহস আপনাকেই দেখাতে হবে
    good luck……………..advance Valentine day………………..

Level 0

অনেক সুন্দর লিখছেন ।

    শুভেচ্ছা জানাই……….ভালোবাসার দিনের জন্য আগাম

খুব ভাল লিখেছেন ভাই । আজ সম্পূন কাহিনি জানতে পারলাম ।

আবার সেই ১৪ ফেব্রুয়ারী, আবার সেই পূরনো ………… ???

    বুঝতে পেরেছি……………….যে চলে গেছে তাকে যেতে দিন……………..
    নতুন করে নতুন ভাবে বাঁচুন……………অন্য কারুর জন্য…………….সে আসবে আবার নিরবে ………নতুন ভাবে…….

    আবার সেই ১৪ ফেব্রুয়ারী, আবার সেই পূরনো বন্ধুদের সাথে আড্ডা দেয়া, সারাদিন ঘুরে বেড়ানো, সেই এক অন্য রকম ভালবাসা ।

    আমি সেই সব ভালোবাসার কথাই বলতে চাই………………………..
    সেই বিশেষ বন্ধু দের আর ফিরে পাওয়া যাবেনা……………..তাদের খুঁজে পাবেন নতুন ভাবে নতুন কোন বন্ধুর মাঝে…ধন্যবাদ

    যাদের হারাইনি তাদের আবার খুঁজে পাব কিভাবে ?

    এই হারানো সেই হারানো নয়………………….এটা সেই সময়কে হারানো…………..সেই অনুভূতিকে হারানো……তা তো ফিরে পাবেন না………….এক বার হৃদয়কে প্রশ্ন করুন সব উওর পেয়ে যাবেন……………….

১৪ ফেব্রোয়ারীর জন্য কেউ নাই। কি করা যায় বলেন। 😉

    একটি কথা বলতে পারি…………….চেষ্টা করা যায়

    কাউকেতো এখনও সেরকম ভাবে মনেই ধরল না।

ধন্যবাদ

Level 0

(কলকাতা says:
দুঃখ করতে নেই…………..আজ নেই কাল হবে
মনে করুন আপনার জীবনেও প্রেম এসেছিল এদিন গোপনে….শত শাবনে…..
তাই আর নয়………….১৪ ফেব্রুয়ারি সাহস করে বলেই ফেলুন……….যা হয় হবে…………..দেখা যাবে………..
মনে রাখবেন………..মেয়েরা সাহসী যুবককেই ভালোবাসে…………….তাই প্রথম সাহস আপনাকেই দেখাতে হবে)

আপনি শিওর তো…… আজেকও কিন্তু কার্ড কিনে যে সিমে টাকা লোড করতে চেয়েছিলাম তা না করে অন্য সিমে টাকা লোড করছি সহসে কুলায় নি গত দুই মাস ধরে এই অবস্থা চলছে! 😡 আমি সাহসী শুধু এই একটি জায়গা ছাড়া।
আগে বলেন আপনি ১০০% শিওর কি না? পরে যদি কিছু হয় তাইলে আপনার কিন্তু খপরাচে 👿

    আমিও ভীতু ছিলাম…….টানা ২বছর কলেজ লাইফ চুপ করেছিলাম……শেষ বছর পরীক্ষার শেষ দিন….সাহস করে বলেই দিলাম…
    কিছুক্ষন নিরব…তারপর মোবাই নাম্বার বিনিময়…..এখনো আছে সে……..তবে একই বয়স….মনে হয় তার বিয়ে আগেই হবে…..
    ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি……আর্থিক ভাবে সাবলম্বি না হলে কি করে বিয়ে করি…….

    আর যাই হোক মনের কথাতো প্রকাশ করতে পারবেন……সে তো আপনাকে চিনবে….প্রেমিক হিসাবে….এটাও কি বড় পাওনা নয়…

.”এখনো আছে সে……..তবে একই বয়স….মনে হয় তার বিয়ে আগেই হবে…..
ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি……আর্থিক ভাবে সাবলম্বি না হলে কি করে বিয়ে করি…….

আর যাই হোক মনের কথাতো প্রকাশ করতে পারবেন……সে তো আপনাকে চিনবে….প্রেমিক হিসাবে….এটাও কি বড় পাওনা ন”

ভাই অামার ও একই অবস্থা কি করি বলেন?? দোয়া করি অাপনি সফল হোন এবং অামার জন্য্ও দোয়া করবেন। অার ধন্যবাদ তথ্যবহুল টিউনের জন্য। ভাল থাকুন……

    অনেকটা হালকা হলাম…………মনের কথা বলতে পেরে…………..একই সমস্যায় অনেকে ভুগছেন…………সবার জন্যই দোয়া করি……………আপনি কি বলেন…………

ধন্যবাদ সুন্দর ভাবে গুছিয়ে লিখার জন্য।

একটা গোপন কথা ছিল বোলবার
বন্ধু, সময় হবে কি তোমার?
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বোলোনা আবার

মুখে ভালোবাসি না বলে
মনেতে প্রেম নিয়ে চলে
আছে অনেকেই
এতোদিন ছিল সাধারণ
তার মাঝে একজন
যাকে আজ বড় আলাদা লাগে

মন, আধারের নীলিমায়
তোমাকেই খুঁজতে চাই
জানিনা (জানিনা) কোথায় পাবো তোমায়
একবার এসে দেখ আমায়

ভেবেছি তাই এবার
যা কিছু হবে হবার
হোক তবু করি স্বীকার
পরাজয় মেনে নিয়ে
সবকিছু বলে দিয়ে
চাইবো আমার অধিকার
কপালে যা আছে লেখা
মনে যদি পাইও ব্যাথা
দেখে নেব আমি এর শেষ
মিথ্যে অভিনয়
আর নয় আর নয়
এই ভালো আছি এই বেশ

প্রতিদিন এ গলি ও গলিতে ঘুরোঘুরি
কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে, প্রেম করে
দেখ, ছেলেটাও পড়ে ফুল হাতা শার্ট
এই দেখে হাসাহাসি
গানটাকে ভালোবাসি
এই ভালো আছি এই স্বপ্ন আবার
কখনও বুঝিনি যে তা
এটা ছিল সূচনা
আছে বাকি স্বপ্নের উপসংহার

তপুর এই গানটিই ছিল আমার Inspiration…

Tune-টি দারুণ হয়েছে…

    আমি দেখেছি তার কালো হরিণ চোখ……………………………………..

অসাধারন!

দারুণ শট, বল শুধু বউন্ডারি না মাঠ পার।
ভালো লিখেছেন।

!!ধন্যবাদ!!

    দর্শক রা যদি ক্যাচ করে…….
    তাহলে……………………………..
    আমি তাতে সব থেকে খুশি……

বলুনতো ভাই কি করি?

আমার “মা” আমার Love মেনে নিয়েছে, কিন্তু “বাবাকে” বলতেও পারিনি ( “বলতেও পারিনি” বল্লে ভুল হবে ভয়ে বলিনি। যদি একবার না বলে
এ জীবনে হ্যা বলবে কিনা জানিনা তাই বলিনি। ) ……………….মজার কথা হল আমার Girl Friend এর “মা” ও আমাদের Love মেনে নিয়েছে,…………..কিন্তু ও ওর বাবাকে………….. কিছু বলেনি, ভয় পায়। কি করি!!!!………..এই ১৪ ফেব্রুয়ারি তে ওকে নিয়ে কথাও যাওয়ার ব্যবস্থা নেই।কিন্তু আশাকরি এর পরের বার যেতে পারব। …………আমাদের Love এর একদিন জয়ি হবে !!! ইন্সআল্লা !!!!
আমার জন্য আপনারা দোয়া করবেন।

****এই রকম সমশায় যরা ভুগছেন তারা আয়াজ দিয়েন।****

*****আমার এখন করণীয় কি??? অনুগ্রহ করে জানাবেন।*****

    কিছু কিছু কথা আছে……….তা বলতে নেই…………ভয়ের জন্য নয়…………
    প্রকাশ করতে হয় অন্য ভাবে………………
    আর সামনা সামনি করিয়ে দিলে ……….সব ঠিক হয়ে যাবে………………
    দু জনারই মা রাজি………..তাই ……
    একদিন প্রোগ্রাম করে……..হঠাৎ ৬মাথা এক করলেই হয়……….
    তারপর ব্যাপারটা মায়েরা সামলে নেবেন……..
    অনেকটা হলকা মনে হবে……………….
    কেমন …..ম নে হ য়
    শুভ কামনা রইলো………..

    ধন্যবাদ

    ব্যাপারটা মায়েরা সামলে নিতে পারলেতো ভালই হয়।……………নাপারলে ?
    ………..আমরা হারতে চাইনা ……………!!!!!!

ও দারুন একটা টিউন, আসলে আপনার লেখার স্টাইল টা খুব ভাল লাগে, বিশেষ করে ভাষা নিয়ে লেখাটা মনে হয় আপনি ই লিখেছিলেন, অনেক ধন্যবাদ লিংক টা দেওয়ার জন্য, কিছু টিউন মিস করেছিলাম, অনেক ধন্যবাদ