টেকটিউন্সের ব্যাকগ্রাউন্ডে কে আছে তা দেখার জন্য অনেকেই মরিয়া হয়ে আছে। আবার কিছু টিউনার অন্য নিক ব্যবহার করে। এখন সময় আসছে সবাইকে চিনার। আমরা চিনে গেছি সবাইকে। আপনি চিনেন তো সবাইকে?? যদি না চিনে থাকেন তাহলে নিচের ছবি গুলো আপনার আশা পূর্ন করবে। আমি অনেকের সিঙ্গেল ছবি তোলার চেষ্টা করচি। যাদের তুলতে পারছি তাদের গুলো শেয়ার করলামঃ
সর্ব প্রথম দেখছেন টেকটিউন্সের সহ-প্রতিষ্ঠাতা/কমিউনিকেশন অফিসার/CCO আর যিনি আজও টেকটিউন্সের ফাইনানশিয়াল দিক দেখে আসছেন। আমরা দোয়া করি যেন উনাকে সবসময় পাই, আর উনাকে আল্লাহ সেই ক্ষমতা দান করুক। উনার পেছনে টিনটিন ভাই ও আছেন... 😛
বাকি দুই মডু আসে নাই তাই তাদের ছবি ও নেই। 😛
বাকি দুইজন ম্যনেজার নেই... তাদের ছবি ও নেই
এবার আসি আমরা মানে টিউনাররা- আমি কোন পাইওরিটি দিয়ে আপলোড করছি না যেটা আগে আসছে তাই আপলোড করমাম
নিছের ভাই গুলোর নাম আমি ভুলে গেছি, আমি সত্যিই দুঃক্ষিত। তার জন্য কিন্তু আপনারাই দায়ী, কোন টিউন করেন না নিয়মত
আপনাদের নাম গুলো ভুলে যায় জন্য আবারো সরি।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
এই পযন্ত সবার টিউন দেখেছি।আজ সবাই কে চেনা হয়ে গেল।
ধন্যবাদ জাকির ভাই আপনাকে ছবিগুলা শেয়ার করার জন্য।
আর মিটআপ অনেক ফাটাফাটি হইছে এটা দেখেই বুঝা যাচ্ছে।
টেকটিউন দীর্ঘজীবি হোক।