টেকটিউন্সের মডু, এডু ও টেডু(টিউনাররা)

টেকটিউন্সের ব্যাকগ্রাউন্ডে কে আছে তা দেখার জন্য অনেকেই মরিয়া হয়ে আছে। আবার কিছু টিউনার অন্য নিক ব্যবহার করে। এখন সময় আসছে সবাইকে চিনার। আমরা চিনে গেছি সবাইকে। আপনি চিনেন তো সবাইকে?? যদি না চিনে থাকেন তাহলে নিচের ছবি গুলো আপনার আশা পূর্ন করবে।  আমি অনেকের সিঙ্গেল ছবি তোলার চেষ্টা করচি। যাদের তুলতে পারছি তাদের গুলো শেয়ার করলামঃ

প্রথমে এডমিন দুই জনের ছবি

সর্ব প্রথম দেখছেন টেকটিউন্সের সহ-প্রতিষ্ঠাতা/কমিউনিকেশন অফিসার/CCO আর যিনি আজও টেকটিউন্সের ফাইনানশিয়াল দিক দেখে আসছেন। আমরা দোয়া করি যেন উনাকে সবসময় পাই, আর উনাকে আল্লাহ সেই ক্ষমতা দান করুক। উনার পেছনে টিনটিন ভাই ও আছেন... 😛

হা এটি ই আমাদের মেহেদী হাসান আরিফ ,প্রতিষ্ঠাতা পরিচালক CEO & CTO যার অক্লান্ত পরিশ্রমের বিনিময় আমাদের এই টেকটিউন্স

মডারেশন প্যানেলের যারা ছিলেন

সোহান রাহাত (টিনটিন) চিফ মডারেটর - রাগ মনে হয় উনার একটু বেশিই, আমি ভাবতাম শাকিল ভাইয়ের রাগ বেশি, কিন্তু না ছোট টিনটিন এর রাগ ই কেন যেন বেশি

রকিবুল হায়দার মডারেটর

ফাহিম রেজা বাধন- মডারেটর

বাকি দুই মডু আসে নাই তাই তাদের ছবি ও নেই। 😛

এবার আসি ম্যানেজার প্যানেলে

শাকিল আরেফিন – Promotion Manager

সাম্য – Event Manager

বাকি দুইজন ম্যনেজার নেই... তাদের ছবি ও নেই

এবার আসি আমরা মানে টিউনাররা- আমি কোন পাইওরিটি দিয়ে আপলোড করছি না যেটা আগে আসছে তাই আপলোড করমাম

আরিফ নিজামী ভাই

আবদুল মালেক ভাই

আকাশ ভাই

নেয়ামুল ভাই

আসিফ ভাই

বোকা- আল-আমিন ভাই

ডিজে আরিফ ভাই

ইউনুস ভাই

হাসাব জুবায়ের ভাই

লাকি এফ এম ভাই

মেঘ রদ্রুর ভাই

নিচাচর নাইম ভাই

সজিব ভাই

তৈহিদ ভাই

নিছের ভাই গুলোর নাম আমি ভুলে গেছি, আমি সত্যিই দুঃক্ষিত। তার জন্য কিন্তু আপনারাই দায়ী, কোন টিউন করেন না নিয়মত

আমাদের কাকা

কামরুল ভাই

মাহবুব ভাই{Swordfish}

মার্ক ওমেগা ভাই

মোস্তফা ভাই

রিয়াজুল ইসলাম প্রিন্স

নাম ভুলে যাওয়া ভাই-7

রাশেদ ভাই

নেহাল ভাই

তানভীর ভাই

মিথুন {পাভেল }ভাই

ইকরাম ভাই

আপনাদের নাম গুলো ভুলে যায় জন্য আবারো সরি।

আবারো সরন করি শাকিল ভাইকে যিনি ইভেন্টটির আয়োজন করছে

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই পযন্ত সবার টিউন দেখেছি।আজ সবাই কে চেনা হয়ে গেল।
ধন্যবাদ জাকির ভাই আপনাকে ছবিগুলা শেয়ার করার জন্য।
আর মিটআপ অনেক ফাটাফাটি হইছে এটা দেখেই বুঝা যাচ্ছে।
টেকটিউন দীর্ঘজীবি হোক।

আমি টেকটিউনসের কোন অফিসিয়াল দায়িত্বে নাই অন্তত আজকে থেকে।
তাই প্রমোশন ম্যানেজার হবে না আমার নামের সাথে।
তার চেয়েও বড় ব্যাপার আমি টিউনার পরিচয় দিতে বেশী গর্ববোধ করি।
কারন আপনারা আমাকে চেনেন আমার টিউনের কারনে।

    শাকিল ভাই আমার মনে হয় টিউনারের নিজস্ব কিছু স্বাধীনতা আছে। সব কিছুই যদি এডিট করতে বলা হয় তাহলে সেটা কেমন হলো?

    সত্যি কথা, আমি আপনাকে একজন ভালো আরনিং হেল্প টিউনার হিসেবে চিনছি আগে, তার পর ম্যানেজার।

    Level 0

    হুম সবাই খুব মজা করেছেন জটিল মজা, মিস করেছি সত্যিই দারুন মিস করেছি। প্রজন্ম ফোরাম নাকি কিছুদিন আগে জমজমাট প্রোগ্রাম করল, বেসিস সহ বেশ কিছু নামকরা সফ্টঅয়ার কম্পানি তাদের স্পন্সর ছিল। ঢাকার বাইরের লোকদের আসা যাওয়ার খরচ বহন করেছে প্রজন্ম ফোরাম কতৃপক্ষ এবং তাদের অনুষ্ঠানটি নাকি ব্রডকাষ্টিং হয়েছে। টিটি এতকিছু না হোক নুন্যতম একটা ব্যানারের ব্যাবস্থা করল না! 🙁 এরকম একটা জনপ্রিয় সাইট স্পন্সর ছাড়া থাকতেই পারে না। 🙄
    সবাই আমাকে চিন্তা ধারা চেঞ্জ করতে বলতেছে, হায় হায় আমাকে এখন চিন্তাধারা চেঞ্জ করতে হপে কিন্তু কেমতে চেঞ্জ করি বুঝতেছি না, কমাবো না বাড়াবো? যে রকম আছে সেরকম থাকলে হপে না?
    আজ থেকে পাঁচ বছর পর টিটি কেমন ধরনের অনুষ্ঠান করে তা দেখার অপেক্ষায় রইলাম তখন বুঝা যাবে কার চিন্তা ধারা ঠিক ছিল।
    আসলে আমি টিটি নিয়ে অন্যন্য সাইটের ব্লগারের সাথে তর্ক করি মাঝে মাঝে মাথা গড়ম হয়ে যায় তাই আবোল তাবোল বকি আবারও ছোরি 😡

নাম ভুলে যাওয়া ১০ তানভীর ভাই
নাম ভুলে যাওয়া ৯ নেহাল ভাই
নাম ভুলে যাওয়া ৫ মোস্তফা ভাই
নাম ভুলে যাওয়া ৪ মার্ক ওমেগা ভাই

নামগুলো এড করে দেও।

    আর নাম ভুলে যাওয়া ভাই-৬ ভাইয়ের নাম আপডেট করেন রিয়াজুল ইসলাম প্রিন্স

    শাকিল ভাইকে ধন্যবাদ। এড করে দিলাম।
    @ সজিব, আপনাকে ও ধন্যবাদ।

আমরা যারা ইচ্ছা থাকলে ও পোগ্রামে অংশ নিতে পারি নাই।এই টিউনটা আমাদের কিছু হলে ও সেই চাহিদা মিটাবে। ধন্যবাদ জাকির ভাইকে।জাকির ভাই আপনার পিকচার টা কি বাকি রয়ে গেল?

    আরো অনেক ছবি রয়েছে আস্তে আস্তে সবি পাবেন।

মাত্র কিছুক্ষন আগে খুলনায় আসলাম। বাসায় এসেই সবার আগে টেকটিউনসে লগিন করলাম। চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। খুব ভাল লাগছে। আর শাকিল ভাইকে স্পেশালি ধন্যবাদ নাম মনে রাখার জন্য। পরপর দু’রাত জার্নি করেছি। খুব টায়ার্ড লাগছে। একটু ঘুমাতে গেলাম। বিদায়।

নামগুলো আরেকবার ঝালিয়ে নিলাম। ভাগ্যিস আমার কোন ক্লোজ ছবি নাই। আমি রিমান্ড থেকে বাঁচছি।

    আমি প্রথমে সবার ছবি তোলার চেষ্টা করছি। পরে আসছেন তো তাই,

রিমান্ডে পরলাম। ভাই আমি টিউনার পাভেল নাম ভুলে যাওয়া ভাই-১১।

    আমি সত্যি ই দুক্ষিত, ঠিক করে দিলাম

নাম ভুলে যাওয়া ভাই-১ হলেন আমার কাকা, তিনি টিউনার না, পাঠক।
নাম ভুলে যাওয়া ভাই-২ হলেন কামরুল ভাই, খুব বেশি দিন হয়নি তাকে আমরা টিটিতে দেখছি।
নাম ভুলে যাওয়া ভাই-৩ হলেন মাহবুব ভাই{Swordfish}
নাম ভুলে যাওয়া ভাই-৪ হলেন মার্ক ভাই
নাম ভুলে যাওয়া ভাই-৫ ভাইএর নামটা ঠিক মনে পড়ছে না, অনেক দূর থেকে এসেছিলেন।
নাম ভুলে যাওয়া ভাই-১১ হলেন মিথুন {পাভেল ভাই} ভাই
নাম ভুলে যাওয়া ভাই-১২ হলেন ইকরাম ভাই

একখানা কথা মাথায় আসিতেছে না, জাকির ভাই গতকাল সবার পরিচয় জানলেন কিন্তু নিজের পরিচয় সবা কাছে দিলেন না এবং এখানেও নিজের ছবি প্রদর্শন করিলেন না, বিশেষ কোন কারণ?

    জাকির এর কাহিনী অন্য জায়গায় 😛

    সে কালকে বেশ স্যুট- কোর্ট পড়ে আসছিল এবং চ্রম ভাবের উপ্রে ছিল।
    কিন্তু একটা দুষ্ট কাক তার উপড়ে ইয়ে করে দেয় 😛

    তাই কি আর করা 😀

    ডিজে আরিপ ভাইকে ধন্যবাদ। কোন বিষেশ কারন নেই… আমাকে তো চিনেন আর কি দিব তাই

    ওহ শাকিল ভাই, আমার কোন কাহিনী নেই। আমার কোন ভাব ও নেই 🙂
    আর কাকে করে নাই আপনারা চুইঙ্গাম খেয়ে পালাইছেন, সেগুলো আমার পেন্টে লাগছে 🙁
    সব আপনাদের দোষ 🙁 🙂

    শাকিল ভাইয়ের কথাটাই বিশ্বাস করলাম!! 😀

    না, শাকিল ভাই মিথ্যে বলছে

আমার ছবি হয়েছে মুর্তির মতো। 😛
যেন স্ট্যাচু অফ টেকটিউনস। 😉

    আপনি তো সব সময়ই স্ট্যাচু, আপনার মুখে বোমা মারলেও কথা বের হয় না 😉

(দুষ্টুর রাজা) !!!!

    হা একদম তাই… যদি ও আমি ও একই গ্রুপের তাই আমার প্রিয়

    এইটা তো ফাজলামির জায়গা না, পরিবর্তন করলে খুশি হই।

    পরিবর্তন করে দিলাম 🙁

    ধইন্যা 🙂

    🙂 🙂

Level 0

ধন্যবাদ জাকির ভাই। বিদ্যুৎ না থাকার কারণে দেখতে একটু দেরি হয়ে গেল

বুজতে পারছি ভাইরা খুব মজা করেছেন । আসতে পারি নাই বলে দুংখে মন বিষাদময় ।

Level 0

নাম ভুলে যাওয়া -৮ হলেন রাশেদ। দয়া করে ঠিক করুন।

আকরাম ভাই নামটা কি ঠিক আছে? উনিতো আমাকে বললো নেয়ামুল।

    সরি ভাইয়া, আমি ঠিক করে দিলাম

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । সত্যই সুন্দর সময় কাটালাম আমরা সবাই।

    হা তাই, আপনাকে ও ধন্যবাদ কষ্ট করে আসার জন্য

জাকির ভাইয়া আপনার ছবিতো দেখতে পেলাম না? 🙁