টেকটিউন্স মিট আপের কিছু ছবি-০৫-০২-২০১১

একদম শুরুতে আমরা কয় জন

রিমন মডু খুব খুশি

সাইফুল ভাই-[...]-মেঘরদ্রুর

কিছুক্ষন ক্রিকেট খেলা ও হয়েছে- বল কেচ ধরার জন্য সবাই উদগ্রিব

ডিজে আরিফ এবার ছয় মারবে

একটি কাকের জায়নামাজ পড়ছি আমরা কয় জন[ কি আর করব?? ]

আস্তে আস্তে আমাদের দল ভারি হচ্ছে-

মেহেদী ভাইয়ে ঘাড়ে আবার কি হল ?? ভাষন দিতে গিয়ে ঘাড় বেঙ্গে পেলছে নাকি??

সোহান(টিনটিন) ভাইয়ের জিহবা 😛 - শাকিল ভাই কি চিন্তা করছে জানি না 🙁

এখানে টেকটিউন্স সম্পর্কে নিজের কথা বলছে ফাহিম ভাই

মেহেদী ভাইয়ের সাথে হাসান রাকিবুল ভাই

মজলিশের মাজখানে বসে আছেন আমাদের শাহজালাল ভাই, আবার বিয়ে করানো হবে তো উনাকে এ জন্যই পায়জামা পাঞ্জাবি পরে আসছেন উনি

মাস্তি আর আড্ডার শেষের দিকে সবার এক সাথে গ্রুফ ছবি, ছবি টি তুলছেন [লাকি এফ-এম] তাই তিনি গ্রুপে থাকতে পারেন নি 🙁

কিছুক্ষন পর আরো কিছু ছবি নিয়ে আসছেন আমাদের... থাক বলবো না। একটু পরেই দেখুন

http://www.facebook.com/album.php?aid=63632&id=100000185351127 এখনে গিয়ে আরো অনেক গুলো ছবি দেখে আসতে পারেন By মেঘ রোদ্দুর

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আই মিস ইট ।

Level 0

০৫/০২/২০১১ হবে

    ওহ সরি… আমি একমাস পিছেয়ে আছি সবার থেকে

Level 0

বাহ আমার বাই সাইকেলটা চামের উপর হিরো হয়ে গেলো 😛

এই তো দেখছি আজিব । মনে হচ্ছে ঈদ আনন্দ ।
অনেক মজা করেছেন আপনারা , মিট আপ তাহলে সাকসেস ?

    শুধু ঈদ না , মহা ঈদ 😛

    বলতে পারেন…. অনেকটাই সাকসেস। তবে আরো অনেকে আসলে আরো ভালো লাগতো…..

আরো আসতেছে… 😛 না ওটা ঠিক হবে না… 😛

Level 0

হ্যা শাকিল ভাই

    Level 0

    আমি কিছু ছবি আপলোড করছি । একটু অপেক্ষা করুন

Level 0

আরে নাহ নতুন বঊ আনার পায়তারা করতেছে শাকিইল ভাই

মেঘ রোদ্দুর তোলা picture গুলা নিয়ে আমি tune করতে যাচ্ছিলাম আপনি করে ফেলছেন বাইচা গেছি 😀

    না আপনি ও করুন, টিউন করা এক জিনিশ আর শেয়ার করা আরেক জিনিশ, প্লিজ টিউন করুন… ছবি কি বলে তা লিখুন প্লিজ

ঠিক করে দিলাম 🙁 শাকিল ভাই 🙁

আমার দাঁত কেলানো একটা ছাড়াতো আর দেখছি না। কত পোজ মারলাম ঐগুলা কই? 😛

    সময় মত পেয়ে যাবেন

    হাসান যোবায়ের ভাই : আপনার বোলিং এ্যকশনে মনে হয় সমস্যা আছে। শীঘ্রই আইসিসির সাথে যোগাযোগ করুন। নাহলে দুই বছর নিষিদ্ধ হয়ে যেতে পারেন!!!

    মারুফের কথাটা আমিও বলতে চাইছিলাম 😛

    তাই করা উচিত, তাড়াতাড়ি করুন

    ভাই এইটা মুরালির পরের মানে আপগ্রেড ভার্শন। বুঝতে হবে 😛

    Level 3

    জাকির আমার ছবি দেন।

    কিছুখন পরেই দিচ্ছি

    আরে নাহ, তখন তো জাস্ট ক্যাচ প্র্যাকটিস হচ্ছিল তাই বোলিং একশনটা আন্ডার আরম, খেলা হলে হয়তোবা হাত ঘুরিয়েই করতেন… একটা প্রস্তাব ছিল… টিটির পক্ষ্য থেকে অফিশিয়ালি বা আনুফিশিয়ালি একটা প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা যেতে পারে, তখন দেখা যাবে কে কেমন খেলে আর কার আইসিসির সাথে যোগাযোগ করা লাওগবে… ভাবিয়া দেখিতে অনুরোধ করিতেছি… 😀

    হুমমম! ঢাকা বনাম সারাদেশ।

    হ্যা তা হতে পারে… আমরা ঢাকার ছেলেরা কিন্তু ক্রিকেট ভালোই খেলতে পারি, সাবধান!!! তো বলেন কবে লাগাবেন ম্যাচ?? 😀

    আমরা কিন্তু গ্রামের ছেলে, তাই সাবধান।
    আমাদের স্লোগানঃ সকল গ্রামের ছেলে এক হও।

শাকিল চিন্তা কইরেন, আমাদের এলাকার মেয়ে রা কিন্তু অনেক ভাল পাত্রি খুজবো নাকি??

খাইছে আমারে , ভাই আপনি আমাদের এলাকায় নজর দিয়েছেন আর আমারে বলেন নি, কস্ট পাইলাম 😉

Level 3

বস আমার ছবি কোথায়????????

    Level 0

    সুজন ভাই আমার একটি কাজ ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছি। আমার কাছে যা ছিল তাই উপরে শেয়ার করে দিলাম

    আরেকটা টিউনে সবার ছবি দিচ্ছি ওয়েট

    Level 3

    জাকির ভাই তারাতারি দেন ।

    আর একটু

এটা কি হইলো?আমি এত দূর থেইকা আইলাম আর আমার কোন ফটু নাই।বহূত কষ্ট পাইলাম………তাড়াতাড়ি আপলোড দেন,নাইলে কিন্তু……………………….

    ওয়েট ওয়েট, সবুরে মেওয়া ফলে

আমাদের নাজানিয়ে করছে তার জন্য কি করা উচিত তা সকল টিউনার দের কাছ থেকে জানতে চাইছি

Level 0

?জাকির! ভাই,খুব ভাল লাগল ও মিস করলাম ,ধন্যবাদ শেয়ার করার জন্য,,,,,,,,,,।

    মিস করে খুব খারাপ কাজ করছেন…

আমাদের শাকিল ভাই

ওহ।। তাই বলেন, আমি আরো চিন্তার মধ্যে পড়ে গেছি। আমরা কিন্তু সবাই আছি হ্যা

ধন্যবাদ জাকির ভাইকে আমাদেরকে ছবি গুলি শেয়ার করার জন্য।টি,টি এগিয়ে যাক এটাই কাম্য।

Ami miss korlam!!!!!!!!!!!!!

……………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………………………..

    ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….. 😛

তিন নম্বর ছবিতে মাঝে জাকির ভাই, যারা চিনতে পারেন নি চিনে নিন, আমাদের জাকির ভাই বেশ বর্ণচোরা… 😀

নস্টালজিয়ায় আক্রান্ত হলাম।

সুন্দর সুন্দর !

রমনা পার্কে আসতে রিক্সা ওয়ালাদের অপারগতার কারনে আমার আসতে দেরী হয়ে গিয়েছিলো। তবুও সবাইকে কাছে পেয়ে আমি ভিষন আনন্দিত ছিলাম। খারাপ লাগছে প্রথম দিকে থাকতে পারিনি ভেবে। 🙁

    ঐ রাস্তায় রিক্সা চালানো নিষেধ তাই ওরা যায় নি

আমি যেতে পারলাম।আপছোস!!!

    আপনি যেতে পারলেন? আপছোস? কিছুই বুঝিলাম না ভাই…

    🙁

    উনি হয়তো বলতে চেয়েছে উনি যেতে পারে নি… 🙁

জাকির ভাই এত লোকের মাঝে স্ক্রিপ্ট কিডি ভাই কোথায়? একটু জানাবেন। তাকে দেখার বড়ই ইচ্ছা। আর পুদিনা পাতা ভাই কি আসছিল, তার কি কোন ছবি নাই? জানান না। তাদের সম্পর্কে জানলেও জানান না প্লিজ। আপনাকে ও দেখলাম বড়ই আনন্দ পেলাম। যাক সরাসরি নাই বা পেলাম তাদের দেখা এ যাত্রা আপাতত তো ছবিতে দেখলাম।

    ওরা দুইজনের কেউই আসে নি।।

হ্যাঁ জাকির ভাই ব্যথাটা বুঝেছেন।আসলেই আমি ঐ খানটাতে ‘না’ শব্দটি ব্যবহার করতে আমার Miss করেছিলাম।

মনে হচ্ছে চরম জিনিস মিস করলাম, next time ইনশাল্লাহ