আপনার ইমেইল ব্যবহার কতটা সিকিউর?

ইচ্ছে ছিল সিকিউরিটি নিয়ে কিছু লিখবো, প্রথমেই লিখলাম ইমেইল সিকিউরিটি নিয়ে। লিখায় ভুল ত্রূটি থাকেল সল্যুশন দিয়ে হেল্প করবেন।

আপনার ইমেইল কতটা সিকিউর?

প্রথমত, একটা ইমেইল কে আপনার কম্পিউটার থেকে ইমেইল প্রোভাইডার এর সার্ভার এ যেতে হয়, ধরে নিলাম আপনার প্রোভাইডার জিমেইল l এই ইমেইল আপনার আইএসপি বা পাবলিক ওয়াইফাই এর কোনো প্রান্তে বসা একজন হ্যাকার এর দ্বারা ইন্টারসেপ্ট করা সম্ভব যদি না আপনার প্রোভাইডার ঠিকঠাক এনক্রিপশন প্রোভাইড না করে l আর আপনি যদি ব্রাউসার দিয়ে সরাসরি মেইল আদান-প্রদান করেন তবে ইউআরএল বার এ ছোট তালার চিহ্ন টি দেখে নিবেনl যদি তালার চিহ্ন থাকে তবে এটা এনক্রিপ্টেডl আবার যদি আপনি আইএসপি বা পিপত্রী ব্যবহার করেন তাহলে মেইল ক্লায়েন্ট এর সেটিং এ দেখে নেবেন সেটা এসএসএল বা টিএলএস সিকিউরিটি ব্যবহার করছে কিনাl যদি না হয় তাহলে ইটা এনক্রিপ্টেড নাl

যখন আপনার ইমেইল আপনার প্রোভাইডার এর কাছে আসে, তখন মেইল টা তাদের সার্ভার এ জমা হয় যদিনা আপনি প্রোটনমেইল বা টুটানোটা বা এই ধাঁচের কোনো সার্ভিস ব্যবহার করেছেনl এই প্রোভাইডার এর স্পেশালিটি হলো স্পেশাল সিকিউরিটিl আপনার প্রোভাইডার আপনার সব মেইল পড়তে পারবে যদিও আমরা আমাদের প্রোভাইডার গুলোকে চোখ বন্ধ করে বিস্বাস করিl এখন আপনার মেইল টা আপনার মেইল প্রোভাইডার এর কাছ থেকে প্রাপক এর প্রোভাইডার এর কাছে যায়l যেখানে সবচাইতে বড় ঝুঁকি গুলো থাকে বলে আমি মনে করিl যদিও দুজনের প্রোভাইডার ই ভালো মানের এনক্রিপশন প্রোভাইড করে থাকেl মোট কথা আপনার মেইল ব্যবহার এর ধারা যতটাই সিকিউর হোক, যার কাছে যাচ্ছে তার কাছে এমন সিকিউর না ও থাকতে পারেl সে আপনার প্রাইভেসি নষ্ট করতে পারে আরো গভীর সিকিউরিটি লুপ দিয়েl

ইমেইল প্রাইভেসি সমস্যা নিয়ে যদি আরো কিছু যোগ করা লাগে তবে বলা যায় আপনার প্রত্যেকটা পাঠানো মেইল এর সাথে ডিফল্টভাবে আপনার আইপি এড্রেস বা ঠিকানা সীলমোহরের মতো যোগ করা থাকে, এতে আপনার ইচ্ছে থাকুক কিংবা না থাকুকl যদিও বেশিরভাগ প্রোভাইডার এইটা রিমুভ করে দেয়, কিন্তু সবগুলা নাl এই বেপার এ কন্সার্নড হলে নিজ দায়িত্বে চেক করে নেবেনl

ইমেইল এর সিকিউরিটি বাড়াতে প্রথমত টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে নেবেন, এইটা একেবারেই বেসিকl দ্বিতীয়ত, পিজিপি এনক্রিপশন করার চেস্টা করবেন, যদিও এইটা একটু কঠিন তবুও গুগল মামা তো আছেইl পিজিপি এনক্রিপশন আপনার মেইল কে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করবেl মানে আপনার মেইল প্রোভাইডার কে আপনার বিস্বাস করার দরকার ই পড়বে নাl তবুও নোট করে রাখবেন যে, পিজিপি আপনার প্রাপক আর কখন মেইল টা পাঠাচ্ছেন সে ইনফরমেশন প্রটেক্ট করবে নাl কিন্তু আপনার প্রাপক যদি পিজিপি ব্যবহার করে তাহলে সেই ইমেইল সবচাইতে বেশি সিকিউরডl

সর্বশেষে, যদি আপনি হার্ডকোর এবং এন্ড-তো-এন্ড এনক্রিপশন চান, মানে কোনো মেটাডাটা যেমন প্রাপক, সময়, আইপি ইত্যাদি হাইড রাখতে চান কোনো হ্যাকার এর কাছ থেকে তাহলে আইটুপি এবং আইটুপি-বোট বেবহার করতে পারেনl এগুলা কি বুঝাতে গেলে এতবড় আরেকটা টিউন লেখা লাগবে,যদিও আমি নিজে ও এই বেপার এ অজ্ঞl গুগল তো আছেইl

আশা করছি কারো না কারো কোনোভাবে হেল্প হবে, সামনে হয়তো অন্য কিছু নিয়ে আবার লিখতে বসবো, ইনশাল্লাহl 😁

Level 1

আমি শাহরিয়ার শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় শাহরিয়ার শুভ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।