গুগল আর্থ আপডেটঃ রংপুর বিভাগ

রংপুর বিভাগের গুগল আর্থের ছবি আপগ্রেড করা হয়েছে। বহুদিন থেকে এই এলাকার ছবি ঘোলাটে থাকায় আর্থ ব্যবহারকারীরা সমস্যায় পড়তেন। গুগলের সাথে আমি ব্যক্তিগতভাবে কয়েকবার যোগাযোগ করি। সর্বশেষ গত পরশু রাতে গুগলকে আমি NASA থেকে সম্প্রতি তোলা হাই রেজুলেটেড ইমেজারি সরবরাহ করি এবং DIGI গ্লোবের সম্প্রতি তোলা ছবিকে রংপুরের গুগলআর্থে অ্যাড করার অনুরোধ জানালে গতকাল সকালে তারা তা করে দেয়।

এরফলে রংপুরবাসিরা রাস্তা ও স্থাপনার নিখুঁত ও পরিস্কার ছবি দেখতে পারবেন। তবে গুগল ম্যাপ এডিটের ক্ষেত্রে এখনো নতুন ছবি রেন্ডার হয়নি। ফলে ম্যাপ তৈরীতে কিছু সমস্যা হতে পারে। এ ব্যাপারে আমি গুগল টিমকে জানিয়েছি। আশা করছি শীঘ্রই তারা গুগলম্যাপ এডিটরদের জন্য হাই কোয়ালিটির নতুন ছবিটি সরবরাহ করবে।

আপনারা যারা এখনো নিজ এলাকার ঘোলাটে ছবি পাচ্ছেন তারা NASA এর এই প্লাগইনটি ডাউনলোড করুন। প্লাগইনে Right Click করে Open With হিসাবে Google Earth কে সিলেক্ট করে দেবেন। আর কিছু করতে হবেনা। তারপর নরমালি গুগল আর্থ ইউজ করুন, চকচকে নতুন ছবির এক্সপেরিয়েন্স সহ।
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks

Level New

Google k kemne inform korbo je (suppose) ekti nirdisto jaigai ei jinish ti ache?

Level 0

Thanks To you.

Level 3

ভাই গুগল এ কি ভাবে ছবি এড করে একেটু যদি বলতেন??

আমি আমার এলাকার কিছু ছবি পাঠিয়েছিলাম মাসখানেক আগে কিন্তু কোন কাজ করেনি।তো আপনি কিভাবে পাঠিয়েছিলেন তার Process বিস্তারিত জানালে উপকৃত হতাম

Level 0

খুব ভাল হইসে।