বগুড়া শেরপুরের দই ! এ গুলো কাঁচা (প্রক্রিয়াজাতকরণ)দই ! ১০/১২ ঘণ্টা পর দই তৈরী হবে।
দই জমনো কাজ চলছে। আর দই সঠিকভাবে পাত্রে জমানোর ক্ষেত্রে তাপমাত্রা একটি বড় বিষয়। এসময় খুব বেশি গরম হলেও সমস্যা, আবার ঠাণ্ডা হলে তো দই জমবেই না। তাই তাপমাত্রা নির্ধারণের কাজটি সাধারণত দক্ষ কারিগররাই ঠিক করেন।
গুণে, মানে ও স্বাদের কারণে বগুড়ার শেরপুর উপজেলার দইয়ের সুখ্যাতি দেশজুড়ে।
প্রবাদ রয়েছে, দই মিষ্টি ক্ষিরসা, রাজা বাদশা শেরশাহ, মসজিদ মন্দির মূর্চাঘুর, এসব মিলেই শেরপুর।
এতো সুস্বাদু ও মানসম্পন্ন দই দেশের কোথাও তৈরি হয় না। কেননা এখানকার আবহাওয়া দই তৈরির জন্য অত্যন্ত উৎকৃষ্ট। পানিও বেশ সুস্বাদু। সবমিলে কারগরি দক্ষতা ও তাদের নিপুণ হাতের যাদুকরি ছোঁয়ায় তৈরি হয় বগুড়ার (শেরপুরের) মিষ্টি দই।
অনলাইনে বগুড়ার দই কিনতে ভিজিট করুন http://www.BograrDoibd.com
বগুড়ার দই কিনুন অনলাইনে এবং দই হাতে পাবার পর মূল্য পরিশোধ করুন Bograr Doi bd কে
টেকটিুউনস থেকে ওয়েব সাইট তৈরী সম্পর্কে অনেক কিছুই শিখেছি। এ জন্য টেকটিুউনস কে অনেক ধন্যবাদ।
এডমিন ভাই টিউন করা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দই খাওয়ার দাওয়াত রইল।
আমি বগুড়ার দই বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির মাধ্যমে মানুষকে সেবা দিতে চাই ।
খুব ভালো উদ্দোগ । বগুড়ার দই বিডি ই-কমার্স সাইটের জন্য রইল শুভ কামনা ।