দেশের সেরা দশ ধন কুবের -Top 10 richest people in Bangladesh

আসসালামুয়ালাইকুম,

আশা করি সবাই ভাল আছেন। বাংলাদেশের শীর্ষ দশ ধনী ব্যক্তিদের তালিকা দেখে বেশ অবাক ই হলাম। ১০ জনের মধ্যে ৫ জন ই সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব। বাকী ৫ জনের মধ্যে ৪ জনের বিরুদ্ধ্যেই আছে বিভিন্ন দুর্নিতি/জালিয়াতির অভিযোগ। যাই হোক চলুন দেখে নেই দেশের শীর্ষ দশ ধনী ব্যক্তিদের তালিকা।

(নিচের সব তথ্য ইউটিউবের ভিডিওথেকে নেয়া, কোন তথ্যের দায়ভার আমার নহে) 🙄

দেশের সেরা ১০ ধনী ব্যক্তি

১। ইকবাল আহমেদ, অনুমিত মোট সম্পদ ২৫০ মিলিয়ন মার্কিন ডলার $। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

৯। রাগীব আলী, অনুমিত মোট সম্পদ $ ২৫০ মিলিয়ন মার্কিন ডলার, চা রপ্তানিকারি।

৮। গিয়াস উদ্দিন আল মামুন, ব্যাবসায়ী। অনুমিত মোট সম্পদ $ ৪০০ মিলিয়ন মার্কিন ডলার

৭। মহিউদ্দিন কান আলমগির, অনুমিত মোট সম্পদ $ ৪০০ মিলিয়ন মার্কিন ডলার

৬। আহমেদ আকবর সোবাহান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। অনুমিত মোট সম্পদ $ ৫০০ মিলিয়ন মার্কিন ডলার

৫। সৈয়দ আবুল হোসেন, অনুমিত মোট সম্পদ $ ১ বিলিয়ন মার্কিন ডলার

৪। সজিব ওয়াজেদ জয়, অনুমিত মোট সম্পদ $ ১ বিলিয়ন মার্কিন ডলার

৩। তারেক জিয়া, অনুমিত মোট সম্পদ $ ১,৫ বিলিয়ন মার্কিন ডলার

২। সালমান এফ রহমান, অনুমিত মোট সম্পদ $ ৬ বিলিয়ন মার্কিন ডলার

১। মুসা বিন সামসের, অনুমিত মোট সম্পদ $ ১২ বিলিয়ন মার্কিন ডলার

এদের বর্তমান ও অতীত জীবন সম্পর্কে আরো জানতে এই ভিডিও -

কোন ভুল হয়ে থাকলে মাফ করে দেবেন। খোদা হাফেজ।

Level 0

আমি মাজিদুল হাসান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তথ্য সুত্র সহ দিতে হবে। আপনি এখানে তথ্য সুত্র উল্লেখ করেন নাই।

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।