আমি কুফু বলছি…চলুন আমার সঙ্গে..কি ভাবে পিরামিড তৈরী করলাম দেখে আসি..

*
1

আমি কুফু বলছি...চলুন আমার সঙ্গে..কি ভাবে পিরামিড তৈরী করলাম দেখে আসি..

কারণ এর আগে পিরামিডের ভিতর দেখেছি এখান থেকে

প্রায় ৪৫০০বছর আগের কথা..
নীল নদ তখন পিরামিডের কাছেই ছিল....
আমি আমার প্রজাদের এই পিরামিডের কাজে লাগিয়ে ছিলাম

দুরের পাহাড় থেকে পাথরের ব্লক আকারে কেটে..
এই ভাবে..আনা হতো...

2

নদী পথে পিরামিডের কাছে নিয়ে আসতাম..জোয়ার ভাটাকে কাজে লাগাতাম

এই ভাবে

3

একটি নৌকা দেখুন..
যেটি মাটি খুঁড়ে বার করা হচ্ছে..

4

আমি যে নৌকা গুলি ব্যবহার করতাম সেগুলি দেখুন

5

নৌকা গুলি এক সাথে দেখুন

6

সব নৌকা গুলিই মিশরের মিউজিয়ামে সংরক্ষিত
এই নৌকাটি আমি (কুফু)ব্যবহার করতাম

7

.
.
এবার আসুন পিরামিড তৈরী দেখি

প্রথমে একটি সমতল জায়গা বেছে নেওয়া হয়
আমাদের সময় দিক নির্ণয়ের কম্পাস ছিলো না..
নক্ষএ দেখেই দিক নির্ণয় হতো...
এবং তা এতো নিখুত যে পিরামিডই তার পরিচয়..

আমার পিরামিড তৈরী কারতে ২১ বছর লেগেছিলো

একটি কাল্পনিক চিএ ধাপে ধাপে তা দেখালাম

8

নদী থেকে একটি গড়ান তৈরী করা হয়েছিলো পিরামিডের প্রথম ধাপ পর্যন্ত

এবং পাথর গুলি মানুষে টেনে নিয়ে আসতো পিরামিড পর্যন্ত...এই ভাবে

9

মাঝখানটা এই ভাবে তৈরী হতো

10

ঠিক এই ভাবে পরের ধাপ যেতো

11

তারপর তা ধাপেধাপে গড়ান দিয়ে উপরে তোলা হতো এই ভাবে

12

পরে ধীরে ধীরে গড়ান গুলি ভরাট করে ধার গুলি সমতল করা হতো...
দেখতে নিচের মতো হতো

13

আর একটা জিনিস খেয়াল করুন..দুটি পাথরের মধ্যবর্তী ফাঁকা অংশও চুনাপাথর দিয়ে ভরাট করা হতো

যাতে পিরামিডের দেওয়াল সমতল দেখায়...
নিচের ছবিতে...মাথার দিকে তার প্রমাণ আমরা দেখতে পাবো...
কালক্রমে এই চুনাপাথরের প্রলেপ অবলুপ্তির পথে.....
আরো বড় করলে এমনি

14

*
*
*
পিরামিডের ভিতরে কোথায় কি ভাবে সাজানো আছে জেনে নিন
.
.
15

a= প্রবেশ
b= নিচের দিকে যাওয়ার রাস্তা
c= এই কক্ষটি চোরেদের জন্য...যাতে চোরেরা..রাজার কক্ষে পৌছাতে না পারে...ভুল করে মরণ কূপে পড়ে
d= এটিও একটি রাস্তা যারা e রাস্তা দিয়ে যাবে তার ভুল করে c কক্ষে পৌছে যাবে..চোরের মৃত্যু অনিবার্য
e= এটা উপরের যাবার রাস্তা
f= এটা রানীর কক্ষ
g= এটি পরলোকে যাবার মন্ত্র উল্লেখিত কক্ষ, যা ধাপে ধাপে সজ্জিত
h= রাজার গ্যালারি,যেখানে চিএ প্রদর্শিত আছে
i= এটি গোলকধাঁধা কক্ষ, যাতে সহজে কেউ রাজার কক্ষে যেতে না পারে
j= রাজার কক্ষ
k= এটি সর্বোচ্চ কক্ষ, এখানে রাজার আত্মার মুক্তির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম থাকে এবং ইহ লোক ও পরলোকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে

.
.
এবার দৈর্ঘ ও প্রস্থ দিয়ে দেখানো হলো (ইঞ্চিতে মাপটি দেওয়া আছে)

16

এতো সাবধানতা সত্ত্বেও আমার সমস্ত সম্পওি চুরি হয়ে গেছে

আমার পাথরের মূর্তি দেখুন

17

আমার হাতির দাঁতের মূর্তি দেখুন

18

*
*
পিরামিডকে অর্ধেক করলে নিচের মতো দেখতে হয়

19

এবারের ছবিতে পিরামিডের ভিতরের কক্ষ গুলি দেখালো হলো

20

পিরামিডের জ্যামিতিক হিসাব

21

পিরামিডে ২১০টি পাথরের আস্তরণ আছে

নিচের চিত্রের মতো পাথর গুলি সাজানো আছে

22

আমার পিরামিডের উচ্চতা কল্পনা করুন (উচ্চতা গুলি ফুটে আছে)

24

ডান দিক থেকে বাঁ দিকে
পিসার হেলালো গীর্জা,লন্ডনের বিগ বেন ঘড়ি,স্ট্যাচু অফ লিবার্টি,আইফেল টাওয়ার
পিরামিডের উপগ্রহ চিত্র ১

25

পিরামিডের উপগ্রহ চিত্র ২

26

মিশর তথা ইজিপ্ট কে world map এ দেখুন

27

ওই লাল তীর এবং লাল বাক্সতে দেখানো হয়েছে

নীল নদের তীরে পিরামিডের অবস্থান দেখুন

28

রাতে বেলা কৃএিম আলোতে আমার পিরামিডকে (কুফুর )দেখুন

29

*
*

প্রতিটি মহান সৃষ্টির পিছনে...কিছু অন্ধকার দিক আছে...এখানেও আছে
পিরামিড তৈরীর পিছনে মিশরের সমস্ত সম্পদ শেষ হয়ে গিয়েছিলো...
মিশরের সমস্ত প্রজা মিরামিড তৈরীতে ব্যস্ত ছিলো...বহিঃ শত্রু আক্রমণ প্রতিরোধ করা হয় নি
চাষবাস প্রায় বন্ধ হয়েগিয়ে ছিল....অনাহার ও মহামারি দেখাগিয়েছিলো..
খাবার কিনতে রাজকোষ শূণ্য হয়েছিল...
প্রজাদের ওপর এতো অত্যাচার করা হয়েছিলো যে তারা বিদ্রহী হয়ে উঠিছিলো
এমন কি অর্থ উপাজনের জন্য আমার কন্যাদের পৃথিবীর প্রাচীন তম ব্যবসায় নামিয়ে ছিলাম..
তাদের বিক্রি করেছিলাম অন্য ফ্যরাওয়ের হাতে..
তাই আমি আপনাদের মনে করিয়ে দিই ___
প্রতিটি সভ্যতার স্বর্ণ যুগ ...সেই সভ্যতার ধ্বংসকে ত্বরান্বিত করে

আপনার কি মত.......

Level 0

আমি কলকাতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ । নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।- ---ফেসবুকে আমি http://www.facebook.com/pages/Kolkata-India/100002338894158 আমার ব্লক http://kolkata12345.blogspot.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি খুবই বোকাঁ (মানে ফেরাও কুফু) 🙂
কারণ মরণকালের সুখের জন্য বর্তমানের সম্পত্তিকে খরচ করেছেন।

    রাজাকে কি কখনো দেখেছে পিছন দিকে তাকাতে….
    হয় সামনে এগিয়ে যাবে নয়তো মৃত্যু বরণ করবে……
    কুফু হিসাব করে চলবে না….চলবে প্রজারা…………….

এটার উফরে চড়লে মনে কয় আমার নেটওয়ার্কটা একটু ভালোভাবে আসবে। জিপির গুষ্ঠী কিলাই। ৩-৪ কিবির উপরে স্পিড উঠেনা। তলকাটা ভাই আপনারা কি নেট ব্যবহার করেন? একটু জানতে চাই।

একমত 😀

জটিল জটিল জটিল জটিল জটিল জটিল জটিল জটিল

    আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

অনেক সুন্দর হয়েছে, আসলে বলে বুঝাতে পারবোনা আপনাকে

পিরামিড তৈরির রহস্য নিয়ে নানান কথা শুনে আসছি,আজ একটা যুক্তিযুক্ত লেখা পেলাম। আপনাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না,এত কষ্ট করে তথ্যগুলি দেয়ার জন্য।

    যাক আপনি আমার কষ্ট বুঝেছেন……….ধন্যবাদ

ভালো হয়েছে 🙂 চালিয়ে যান 😀

    চলছে কবে থামবে আমি জানি না…..তবে বিরতি থাকবে

Level 0

পিরামিডের উপর আমার দেখা সেরা লেখা
অনেক কিছু জানলাম
সরাসরি প্রিয়তে

    আমিও আপনার প্রিয় হয়ে গেলাম

ঠিক আগের মতই ।

অনেক অনেক ধন্যবাদ পোষ্টটি দারুন লাগলো। আশা করি ভবিষ্যতে আরো দারুন টিউন পাবো।

    ভালো টিউনের চেষ্টায় সবাই থাকে….কোন কোন টা ভালো টিউন হয়…
    আপনাকে ধন্যবাদ

মনে করছিলাম যে আজ আর টেকটিউনস এ লগইন করব না কিন্তু আপনার এই অসাধারণ টিউন এর জন্য থাকতে পারলাম না। কারন আমি এই বিষয়ে গুলো সম্বন্ধে জানতে অনেক অনেক ইচ্ছুক। আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

কলকাতা দাদা, টিউনের সর্ম্পকে বলার কিছু নেই ????? ধন্যবাদ।
দেলোয়ার খতিবী ভাইয়ে সাথে একমত !!!!!!

    সব টিউনের মান তো সব সময় এক হয় না…..
    কোন সময় অপেক্ষাকৃত খারাপ টিউন হলে আপনাদের সঙ্গে পাবো তো ?

    অবশ্যই। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে।

সুন্দর টিউন অনেক কিছু জানলাম পিরামিড তৈরি নিয়ে,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

Asadharon Post….Amazing !!!!!!!!!!!!!!!!!!!
many X many X many116 Thanks.

টিউন ট্রেন তো দেখি আগের চেয়ে আরো সুন্দর ও জোশ ভাবে চলছে।চালিয়ে যান দাদা।চালিয়ে যান………. 🙂

খুবই সুন্দর টিউন। লেখার ধরণটাও চমৎকার। গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

চালিয়ে যান গুরু। চালিয়ে যান। বহুত আচ্ছা। বহুত বহুত বহুত বহুত আচ্ছা

    বহুত বহুত বহুত বহুত অভিন্দন

দারুন টিউন। কিন্তু জটিল। এখনো আমার কল্পনা করতে সমস্যা হচ্ছে বানানোর পদ্ধতি।

this is very fine tune.you are very good quality tuner.thank you so much for your tune

ভাই সব ছবি আসে না কেন?