তারুণ্যের স্বর্ণযুগ চলছে বাংলাদেশে। বলা হচ্ছে, সতের কোটি মানুষের মধ্যে প্রায় ষাট ভাগের অধিক তরুণ সমাজ দেশে। তারুণ্যের হাতছানিতে সবুজ বাংলাদেশের মাটি দিন দিন উর্বর হয়ে উঠছে। তরুণরা শুধু চাকরির জন্যে বসে নেই। সৃজনশীল কর্মকাণ্ড দিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করে চলেছে।
লেখালেখি, উদ্যোগ, খেলাধুলা, ইনোভেটিভ কাজ, গবেষণা প্রতিটি ক্ষেত্রে দেশর তরুণদের সংস্পর্শে নতুনত্বের ছোয়া লাগছে। এমন কিছু তরুণ আছেন যারা সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম করছেন এবং এগিয়ে নিচ্ছেন দেশকে। এতো বেশি সম্ভাবনাময়ী তরুণদের মধ্য থেকে সেরা তরুণ নির্ধারণ করা অনেক কঠিন। তবুও অনেকে এই কাজটি করছেন। তরুণদের সৃজনশীলকর্মে প্রেরণা যোগাতে নানা সংগঠন তরুণ উদ্যোক্তা, লেখক, গবেষক বাছাইয়ের মাধ্যমে তাদের কাজের স্বীকৃতি দিচ্ছেন।
বিভিন্ন ক্ষেত্রের এমনই ২২জন দেশসেরা তরুণের প্রেরণার গল্পের সম্মিলিত প্রয়াস হলো ‘দেখা হবে বিজয়ে’ বইটি। তরুণদের নিয়ে এই বইটি সম্পাদনা করেছেন তরুণ সাংবাদিক ও সংগঠক আহসান রনি। প্রকাশ করছে ‘সাহস পাবলিকেশন্স’। ২২জন তরুণের অনুপ্রেরণার গল্প নিয়ে এই বই সাজানো হয়েছে বলে জানালেন বইটির সম্পাদক রনি।
তিনি বলেন, “বর্তমান বেশিরভাগ তরুণ নানা কারণে হতাশায় ভোগে। জীবনের নানা ক্ষেত্রে প্রতিটি মানুষেরই অনুপ্রেরণার দরকার হয়। কিন্তু অনুপ্রেরণা দিতে পারা খুব কষ্টকর কাজ। তাই সেই চ্যালেঞ্জ নিয়ে চেষ্টা করেছি আমাদের আশেপাশে কিছু উদ্যমী তরুণের গল্পের মাধ্যমে সকল তরুণদেরকে অনুপ্রাণিত করতে।’’
এরই মধ্যে অমর একুশে বইমেলায় ‘দেখা হবে বিজয়ে’ বইটি পাওয়া যাচ্ছে। ১০ই ফেব্রুয়ারী শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনের সেমিনার রুমে বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
যাদের গল্প বইটিতে স্থান পেয়েছে তারা হলেন, টেন মিনিট স্কুলের উদ্যোক্তা আয়মান সাদিক, তরুণ নারী উদ্যোক্তা, তানিয়া ওয়াহাব, বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড এর কো-অর্ডিনেটর বায়েজিদ ভুইয়া জুয়েল, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী ও গবেষক সওগাত নাজবিন খান, হিরোজ অব ৭১ এর ডেভেলপার মাশা মুস্তাকিম, নৃত্যাশিল্পী পুজা সেনগুপ্ত, বাংলাদেশ প্রতিবন্ধী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মুহসীন, তরুণ ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসী, বাংলা উইকিপিডিয়া’র প্রশাসক নুরুন্নবী চৌধুরী (হাছিব), গ্রিন সেভার্স এর উদ্যোক্তা আহসান রনি, চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, দুরবীন ল্যাবস এর সিইও মোহাম্মদ আদনান, তরুণ সমাজকর্মী ইফরিত জাহিন কুঞ্জ, শিশুদের জন্য ফাউন্ডেশন এর সংগঠক মুঈদ হাসান তড়িত, টরেন্টো ফিল্ম স্কুলের শিক্ষার্থী, সাংবাদিক, উপস্থাপক ও গবেষক মাহবুবুল হক ওসমানী, মিডিয়াকর্মী ও গবেষক জাহিদ হোসাইন খান, সাসটেইনেবল ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট এর প্রতিষ্ঠাতা সৈয়দা নিশাত নায়লা, তরুণ সংগঠক ও উদ্যোক্তা আবুল হাসনাত সোহাগ, তরুণ মূকাভিনয় শিল্পী মীর লোকমান, তরুণ নারী সাংবাদিক ও উদ্যোক্তা ইফফাত ই ফারিয়া, ইউনিভার্সাল পিস ফেডারেশন বাংলাদেশের কো-অর্ডিনেটর ইমরান আহসান, ইউসি ব্রাউজার বাংলাদেশের অ্যাম্বাসেডর মীর রাসেল।
বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং শুভেচ্ছা বাণী দিয়েছেন করেছেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মো: মফিজুর রহমান।
আ আ ম স আরেফিন সিদ্দিক বই সম্পর্কে বলেন,‘‘তরুণরা স্বপ্ন দেখে। তারা সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যায়। তরুণরা যদি তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখে তাহলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তরুণদের অনুপ্রেরণার এই বইটি তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হবে বলে আমি মনে করি।’’
মাত্র ১৫০ টাকা দামের বইটি সংগ্রহ করতে চলে আসুন বইমেলার ৩৬৯ নাম্বার স্টলে অথবা ঘরে বসে পেতে ক্লিক করুনঃ রকমারি ডট কম থেকে কিনুন
আমি মীর রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Not a man , just an Existence