গত পর্বে আমরা জেনেছিলাম 5s কি এবং উহা কেনো ব্যবহার করবো। জীবন উন্নায়নের জন্য 5s প্রযোজন এবং অত্যাবশ্যক। এবং যারা যারা এ ফরমুলা পুরাপুরি পালোন করবে তারা অবশ্যই দেশ ও জাতির জন্য উন্নায়ন বয়ে আনবে এটা আমার বিশ্বাষ এবং আপনি পালোন করুন আপনার ও বিশ্বাষ হবে। তো আজকের আলোচনায় আসা যাক। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো “কাইজেন”। প্রথমে জনে নেই কাইজেন কি? “কাইজেন” হলে জাপানি শব্দ যার অর্থ “ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়ন। জাপানিরা দ্বীতিয় বিশ্ব যুদ্ধের পর হইতে আজ পর্য়ন্ত উন্নায়নের অন্যতম সিড়ি হলো এই কাইজেন। কাইজেন কে আমরা দলগত প্রচেস্টার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উন্নায়নের ভবিষ্যৎ ফলকে বলতে পারি। এখন জানবো আমরা কাইজেন কেন এবং কি ভাবে ব্যবহার করবো। আমরা কাইজেন করবো ক্ষূদ্র ক্ষুদ্র উন্নয়নের মাধ্যমে বৃহৎ উন্নয়নের লক্ষে পোউছানোর জন্য। জাপানিরা ১০ ভাগে ভাগ করেছে।
তো আমার মতামত এই ১০ টি স্টেপ ফলো করলে যেকোন কাজের উন্নতি অবশ্যই আসবে এটা আমার মতামত আপনাদের মতামত যাবেন।
আমি রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রানা ভাই টেকটিউনে লেখার স্বাধীনতা সবারই আছে। কিন্তু তার মানে এই নয় অসুন্দর টিউন করে আমরা টেকটিউনের সৌন্দর্য্য হানী ঘটাব। আসুন সবাই টেকটিউনের শ্রী বৃদ্ধি নিয়ে আরো সচেতন হই। আপনার টিউন দেখে সন্তুষ্ট হতে পারলাম না বলে আমি দুঃখিত। যদি আপনি টেকটিউনকে সত্যি ভালোবাসেন তবে আশা করি আমার কথায় কিছু মনে করবেন না।