কাইজেন করে কি ভাবে উন্নতি করা যায়… পর্ব-২

টিউন বিভাগ প্রতিবেদন
প্রকাশিত
জোসস করেছেন

গত পর্বে আমরা জেনেছিলাম 5s কি এবং উহা কেনো ব্যবহার করবো। জীবন উন্নায়নের জন্য 5s প্রযোজন এবং অত্যাবশ্যক। এবং যারা যারা এ ফরমুলা পুরাপুরি পালোন করবে তারা অবশ্যই দেশ ও জাতির জন্য উন্নায়ন বয়ে আনবে এটা আমার বিশ্বাষ এবং আপনি পালোন করুন আপনার ও বিশ্বাষ হবে। তো আজকের আলোচনায় আসা যাক। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো “কাইজেন”। প্রথমে জনে নেই কাইজেন কি? “কাইজেন” হলে জাপানি শব্দ যার অর্থ “ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়ন। জাপানিরা দ্বীতিয় বিশ্ব যুদ্ধের পর হইতে আজ পর্য়ন্ত উন্নায়নের অন্যতম সিড়ি হলো এই কাইজেন। কাইজেন কে আমরা দলগত প্রচেস্টার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উন্নায়নের ভবিষ্যৎ ফলকে বলতে পারি। এখন জানবো আমরা কাইজেন কেন এবং কি ভাবে ব্যবহার করবো। আমরা কাইজেন করবো ক্ষূদ্র ক্ষুদ্র উন্নয়নের মাধ্যমে বৃহৎ উন্নয়নের লক্ষে পোউছানোর জন্য। জাপানিরা ১০ ভাগে ভাগ করেছে।

  • ১) প্রথাগত যে কর্মকান্ডে আমরা অভস্থ তাহা সঠিক কিনা তা পরিক্ষা করে নিতে হবে।
  • ২) কাজটি করা যাবেনা এমন মনভাব পুরাপুরি ভাবে দুর করতে হবে এবং কি ভাবে সমাধান করা যায় তা ভাবতে হবে।
  • ৩) এক তরফা ভাবে নিজের মতামত কে প্রাধান্য না দিয়ে দশজনের পরামর্শ গ্রহনের মাধ্যমে সমস্যা সমাধান করই উত্তম।
  • ৪) যা কিছু ভুল এখনই সংশোধন করে ফেলুন।
  • ৫) নিখুত ভাবে করতে না পারলেও ৬০% ভাগ প্রাথমিক ভাবে গ্রহন যোগ্য।
  • ৬) সমস্যায় না পড়লে সমাধানের উপায় বের হয় না।
  • ৭) সমস্যার সঠিক কারন অনুসন্ধান করুন, ৫ বার “কেনো” এই প্রশ্নটির উত্তর খোঁজ করুন তারপর ভাবুন  “কি ভাবে” তা করতে হবে।
  • ৮) তুলনা মুলক ভাবে যা ভালো, তাই করুন এবং যা কিছু খারাপ এখনই বর্জন করুন।
  • ৯) চেষ্টা না করে কোন কাজ সম্পর্কে আভিযোগ বা বিরুপ সন্তব্য করবেন না।
  • ১০) কাইজেন, ক্ষুদ্র ক্ষুদ্র লাগাতার উন্নতি সাধনই দীর্ঘস্থাযী সাফল্যের উৎকৃষ্ট পন্থা।

তো আমার মতামত এই ১০ টি স্টেপ ফলো করলে যেকোন কাজের উন্নতি অবশ্যই আসবে এটা  আমার মতামত আপনাদের মতামত যাবেন।

Level 0

আমি রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রানা ভাই টেকটিউনে লেখার স্বাধীনতা সবারই আছে। কিন্তু তার মানে এই নয় অসুন্দর টিউন করে আমরা টেকটিউনের সৌন্দর্য্য হানী ঘটাব। আসুন সবাই টেকটিউনের শ্রী বৃদ্ধি নিয়ে আরো সচেতন হই। আপনার টিউন দেখে সন্তুষ্ট হতে পারলাম না বলে আমি দুঃখিত। যদি আপনি টেকটিউনকে সত্যি ভালোবাসেন তবে আশা করি আমার কথায় কিছু মনে করবেন না।

    ধন্যবাদ আপনকে মন্তব্য করার জন্য।আপনি কি আমার আগের টিউনটা পরেছেন? যদি না পড়ে থাকেন তাহলে বর্তমান টিউনটা পড়ে মজা পাবেন না। আপনি হয়তো আমার টিউনের ”বিভাগ” টি দেখেননি। টিউন করা হয় কিছু শেখার জন্য web page এ সেীন্দর্য়্য ‍বৃদ্ধি করার জন্য নয়। আপনার আজকের মন্তব্য টা আমার বর্তমানের টিউনের ১,৩,৮,৯ নম্বর এর তালিকায় পরেছে। আগে বুঝুন তারপর বলুন। আপনার সাথে বলতে চাই টেকটিউন কে ভালোবাসলে কিছু মনে করবেন না। আপনাকে আবার ও ধন্যবাদ।

Level 0

ভাই , লিখছেন ভাল কথা
কাইজেন যদি সত্যি কাজের জিনিস না হয়ে mlm বা ডেস্টিনি টাইপের কিছু হয় তাহলে, বলছি ব্রেইন ওয়াশ করার চেষ্টা করবেন না।
অনেক ধন্যবাদ।

    ভাই আপনার মন্তব্য টা যে দিন পড়লাম সেদিনই টেকটিউন হ্যাক হয়ে ছিল তাই উত্তর দিতে পারিনাই। কাইজেনের মধ্যে কোন টা কাজের না প্রশ্ন রইলো। আপনি যদি এতই বোঝেন T.P.M সম্পর্কে ৫লাইন লিখে পাঠাবেন pls. ব্রেইন ওয়াশ করতে মন না চাইলে টিউন পড়ার দরকার নাই ok. এই টিউন আপনার জন্য না। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে জাপান থেকে T.P.M ফরমুলা শিখছে আর আপনি বলছেন ব্যেইন ওয়াশ। আপনাদের চিন্তা শক্তি দেখলে খুব কষ্ট হয়। ভালো থাকবেন।