ডিজিটাল মার্কেটিং [পর্ব-০৩] :: ডিজিটাল মার্কেটিং এ মোবাইল নির্ভর বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ ভিডিও সহ

পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করিলাম।আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি।আজ আমি আপনাদের সাথে ডিজিটাল মার্কেটিং এ মোবাইল নির্ভর বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ এর উপর তৈরি করা আমার ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল এর ৩য় পর্ব শেয়ার করলাম। আশা করছি আপনারা যারা নতুন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখছেন অথবা আমার ভিডিও টিউটোরিয়াল দেখে শিক্ষার আগ্রহ প্রকাশ করছেন তাদের সবাইকেই ডিজিটাল স্টার্ট আপ ফোরামের পক্ষ থেকে স্বাগতম।

এই পর্বে আমরা যা শিখব তা হল:

  • বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার 
  • মোবাইল ফোনের এনালাইটিক তথ্য 
  • অনলাইন শপিং এ মোবাইলের ব্যবহার
  • বাংলাদেশে মোবাইল নির্ভর বিজ্ঞাপন 

প্রথমত,মোবাইল ফোনের অধিক ব্যবহার।দিন দিন আমাদের দেশে স্মার্ট ফোনের ব্যবহার অধিক হারে বৃদ্ধি পাচ্ছে আর তাইতো মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে মোবাইল ফোন।এর ফলে বিজ্ঞাপনদাতারা খুব সহজেই মোবাইল নির্ভর বিজ্ঞাপন করতে পারছে আর পৌঁছে দিতে পারছে তাদের পছন্দনীয় সব চটকদার বিজ্ঞাপন।তাহলে প্রশ্ন আসে মোবাইল ফোনই কেন? উত্তরে বলতে হয়-মোবাইল ফোন সবসময়ই খোলা থাকে,সব সময় আমাদের হাতের কাছাকাছি থাকে,আর আমরা সবসময়ই মোবাইল ফোনের সাথে সম্পৃক্ত(কানেকটেড)থাকি।একটি জরিপে দেখা গেছে এক সাপ্তাহে একজন স্মার্ট ফোন ব্যবহারকারী তার মোবাইলে ৮৮% ইন্টারনেট,৭৭% সার্চ ইঞ্জিনে কিছু খুজে বের করা,৪৮% নতুন নতুন ভিডিও দেখা এবং ৬৩% মানুষ তার মোবাইলে অনলাইন কেনাকাটার কাজে ব্যবহার করে থাকে। এমনকি মজার ব্যাপার হল ৩৯% লোক বাথরুম করতে করতেও মোবাইল ফোন ব্যবহার করে থাকে।এছাড়া ৩৩% লোক টিভি দেখতে দেখতে ও ২২% লোক খবরের কাগজ পরতে পরতে মোবাইল ফোন ব্যবহার করে থাকে।

অনলাইন কেনাকাটার ক্ষেত্রে মোবাইল ফোনের ব্যবহার এর জুরি নেই।৭৯% লোক স্মার্ট ফোন ব্যবহার করে শুধুমাত্র অনলাইনে শপিং করতে। ৭০% লোক মোবাইল ফোন ব্যবহার করে যখন তারা কোন সুপার সপে শপিং করতে যায় আর তার প্রধান কারন হল কোন পণ্য কোথায় আছে তা দেখার জন্য। এছারাও ৫৪% লোক খুচরা বিক্রেতা খুঁজে,৪৯% লোক দামের তুলনা করে,৪৮% লোক ডিস্কাউন্ট খুঁজে,৪৪% লোক পণ্যের রিভিউ ও তথ্য দেখে,৩৪% লোক পণ্যের মজুতকরণ দেখতে আর ৭৪% লোক স্মার্ট ফোন সার্চ করে পণ্য কিনতে মোবাইল ফোন ব্যবহার করে।

অনলাইন কেনাকাটা ২০১৬ সালে এত জমে উঠার একমাত্র কারণই কিন্তু সহজলভ্য স্মার্টফোন।মজার ব্যপার ৭৬% লোক এখনও পণ্য দোকান থেকে কিনলেও অনলাইন কেনা কাটায় আগ্রহীদের মধ্যে ৬০% এর মত লোক পণ্য অর্ডার করে তাদের নিজ কম্পিউটার এ বসে অনলাইনে আর বাকি ৪০% পণ্য কিনে মোবাইল ফোন দিয়ে।

৯৫% এর ও বেশি লোক কোন কফি হাউজে কিংবা রেস্টুরেন্টে জাবার আগে মোবাইল ফোনে সেই কফি সপের তথ্য জেনে নেয়।

এবার আসি অনলাইন শপিং এ।৭১% লোক অনলাইনে কোন পণ্য সার্চ করে যখন তারা মোবাইল বিজ্ঞাপন দেখে।৪৩% লোক সেই পণ্যটি সার্চ করে যখন তারা তার টিভি বিজ্ঞাপন দেখতে পায়,১৭% লোক কোন পণ্য সার্চ করে যখন তারা তাদের মোবাইল ডিসপ্লেতে কোন পণ্যের ছবি দেখতে পায়।তবে ডিসপ্লে এডের মধ্যে আমি এখন পর্যন্ত চালডাল,বিক্রয়,রকমারি,দারাজ,পিকাবু কেই দেখেছি।

শতকরা ১০ জন লোকের মধ্যে ৯ জোন লোকই স্মার্টফোন সার্চ করে কোন পণ্য কিনতে যায় কিংবা অর্ডার করে আর তা শুধুই সম্ভব হয়েছে মোবাইল এড নেটওয়ার্কের মাদ্ধমে।আমাদের দেশে ৮২% এর ও অধিক লোক মোবাইলের স্ক্রিনে ভেসে আসা বিজ্ঞাপনকে লক্ষ্য করে কিন্তু অত্যন্ত দুঃখয়ের হলেও সত্য আমাদের দেশে নামকরা ৭৯% এর মত সব ব্র্যান্ডের কোম্পানিরই মোবাইল রেস্পন্সিভ ওয়েবসাইট নাই। একটা মোবাইল রেস্পন্সিভ সাইট কেন জরুরি তার কিছু কারন দিয়ে দিচ্ছি।

৪২% এর মত লোক মোবাইলে বিজ্ঞাপন দেখে তাতে ক্লিক করে সেই ওয়েবসাইটে যেতে চায়।৩৫% এর মত লোক তাদের মোবাইলে যে কোন ওয়েবসাইট ভিজিট করতে চায়।যার মধ্যে ৪৯% লোক মোবাইলে সেই পণ্যটি কিনতে ইচ্ছুক হয় কিংবা অর্ডার করে আর ২৭% এর মত লোক সেই পণ্যের জন্য ব্যবসায়িক ফোন করে তার বিস্তারিত জানতে চায়।

তাহলে পরিশেষে আপনিই বলুন মোবাইল নির্ভর বিজ্ঞাপন কেনই বা গুরুত্বপূর্ণ আর কেনই বা আপনার সাইটটি মোবাইল রেস্পন্সিভ হবে না।তাহলে ভেবে দেখেছেন এতদিন আপনি কত অনলাইন ক্লায়েন্ট হারিয়েছেন  শুধুমাত্র আপনার সাইট এর জন্য।অনেকেই বলে থাকে ফেসবুকে কিংবা গুগলএ আমি অনেক টাকা বিজ্ঞাপনে ব্যয় করি কিন্তু ভাল রেস্পন্স পাই না। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনার সাইট রেস্পন্সিভ তো?যদি তা না হয় তবে শুধু শুধু ফেসবুক কিংবা গুগলের দোষ দিয়ে লাভ কি।তারা আপনার ভিজিটর ঠিকই আনছে কিন্তু আপনি নিজেই আপনার ব্যবসার রাস্তা বন্ধ করে দিয়ে রেখেছেন।তাই ভাবুন আর মোবাইল নির্ভর বিজ্ঞাপনের উপর গুরুত্ব দিন।দিনে ২৪ ঘন্টার মধ্যে আপনি নিজেই বাইরে থাকে ১৬ঘন্টা।কম্পিউটার সাথে থাকে না সাথে থাকে মোবাইল। আপনার মত এমন আরও কোটি কোটি মানুষ একই নিয়ম ফলো করে।আসা করি আর বুঝিয়ে বলতে হবে না।ভাল থাকবেন।

ধন্যবাদ,আমাদের সাথে থাকার জন্য।পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রন রইল।আপনাদের ভাল লাগা কিংবা মন্দলাগা নীচে টিউমেন্টস করে জানাবেন।লাইক দিবেন,শেয়ার করবেন।মনে রাখবেন আপনার একটি শেয়ার আর একজনের পড়ার কিংবা শিক্ষার সুযোগ করে দিতে পারে।আর টিউটোরিয়াল বুঝতে কোন ধরনের সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে করতে পারেন।

Level 0

আমি Lokman Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello Everyone,Its me Lokman Hossain.I am a Digital Marketer Entrepreneur. I have more than 3 years professional work experience in Digital Marketing Sector.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

    ধন্যবাদ টেকটিউনস আমার টিউনটি চেইন টিউনে অন্তর্ভুক্ত করার জন্য।