🙂 আসসালামু আলাইকুম।
😆 😛 সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের টিপস্। হাল সময়ে অন্যতম বহুল ও জনপ্রিয় ব্যবহৃত শব্দদ্বয় হচ্ছে ব্লগার ও ব্লগিং। 😳 মূলত যিনি অনলাইনে স্বত্তাধিকারী হিসাবে যে বিষয় গুলো পাবলিশ করেন তিনিই হচ্ছেন ব্লগার। হতে পারে বিভিন্ন সোস্যাল সাইট, কোন ব্লগিং ওয়েব সাইটে তিনি লেখা গুলো পাবলিশ করেন। অপরদিকে কোন বিষয় সম্পর্কে যে টপিকস প্রকাশনা করা হয় তা হচ্ছে এক প্রকার ব্লগিং। এখানে প্রকাশনা তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, লেখাপড়া, বিনোদন, ভ্রমন কিংবা কম্পিউটার বিষয়েও হতে পারে।একদশক আগে পর্যন্তও নিজের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ মানুষের কাছে পৌঁছে দেওয়া ছিল বেশ কঠিন, বড় পত্রিকায় ছাপার সুযোগ পান খুবই কমসংখ্যক লেখক, নাহলে ভরসা লিটল ম্যাগাজিন, তাতেও রয়েছে বিক্রির সমস্যা। আর এই লেখা থেকে আয়? সে সুযোগ তো মেলে ভাগ্যবানদের। তবে অবস্থাটা দ্রুতই বদলেছে, ঘরে ঘরে ইন্টারনেট আসার হাত ধরেই এসেছে ব্লগিং। নিজের মতামত, লেখা, ছবি সবকিছুই মানুষের কাছে পৌঁছে দেওয়ার সহজ উপায় ব্লগ। নিয়মিত লিখতে লিখতে তৈরি হয়ে যায় পাঠককূল। আর হ্যাঁ এই ব্লগই হয়ে উঠতে পারে আপনার আয়ের উৎসও।
অনেকেই বলে থাকেন, ভারতে এখনও ব্লগ থেকে যথেষ্ট আয়ের সুযোগ নেই। কিন্তু ঐ দেশেই এমন ব্লগাররা রয়েছেন যারা তাঁদের ব্লগ থেকেই আয় করছেন লাখ লাখ টাকা। উপায় আছে হাতের কাছেই। জানতে হবে কয়েকটি সহজ পদ্ধতি, আর তাহলেই আপনার ব্লগটিই হবে আপনার ভবিষ্যতের আয়ের পথ। সত্যিকার অর্থে যারা ব্লগ থেকে ভালভাবে আয় করছেন তারা কিন্তু এক দিনে সফল হয়নি। তিলে তিলে পরিশ্রম ও মেধার দ্বারা তারা সফল হয়েছে। মূলত তারা তাদের প্রফেশনাল পেশা হিসাবে ব্লগিংকে বেছে নিয়েছিল। সাধারনভাবে বলা যায় ২৪ ঘন্টার মধ্য তাদের ১৬ ঘন্টাই সময় ব্যয় করেছে ব্লগিং এর পিছনে। আজকের টিউনে আমি ভারতের ১০ জন শীর্ষ ব্লগারের সাথে পরিচয় করাবো যারা আজ ব্লগিং করে লাখপতি এবং পৃথিবীর নবীন ব্লগারদের অনুপ্রেরনা ও মডেল হিসাবে কাজ করছে। তথাপি তারা শুধু ভারত নই পৃথিবীর শীর্ষ ১০০ জন ব্লগারের তালিকা করলেও তার মধ্য নাম আসবে। তাহলে চলুন নিম্নে তাদের সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করি-
প্রথমেই শীর্ষ অবস্থানে যে নামটি উচ্চারিত হয় তিনি হচ্ছেন অমিত আগরওয়াল। তিনি ভারতসগ গোটা দুনিয়ার ব্লগারদের আইকন মডেল। তিনি প্রথমদিকে (২০০৪ সালে) শখের বসে ব্লগিং শুরু করেন। অতপর তার ৩/৪ বছর পরেই প্রফেশনাল হিসাবে ক্যারিয়ার শুরু করেন। তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মূলত ভারতের সমস্ত নবীনদেরকে প্রযুক্তিগতভাবে তিনি একজন আদর্শ নীতিবান হিসাবে একজন সফল ব্যক্তিত্ব হিসাবে সুপরিচিত। তার ব্লগ হইতে আয়ের অন্যতম বিষয় হল গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েটিং অ্যাডস, ইমেইল মার্কেটিং ইত্যাদি। মূলত তার ব্লগের কন্টেন্টগুলো হল টেকনোলজী বিষয়ক সম্পর্কযুক্ত।
২য় যে নামটি উচ্চারিত হয় তিনি হচ্ছেন হরিশ আগরওয়াল। তিনি ২০০৬ সাল হতে ব্লগিং শুরু করেন। তার ব্লগ হতে ইনকামের মূল সোর্স হচ্ছে গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েটিং অ্যাডস, ইমেইল মার্কেটিং। তিনি একজন সফল প্রফেশনাল ব্লগার। তাঁর ব্লগ সাইটের নাম হচ্ছে Shoutmeloud.com। তাঁর ব্লগের লেখার স্টাইল অনেক ভিন্নধর্মী ও সহজ সরল। ফলে তিনি স্বল্প সময়েই সফলতম হতে পেরেছেন। তিনি শুধু নিজের ক্যারিয়ারের কথা ভাবেন নি। আমার আপনার মত নবীন ব্লগার যেন কিছু একটা করতে পারে তার ব্যবস্থাটাও করেছেন। যেমনঃ তাঁর ব্লগে রেজিঃ করে আপনি একজন লেখক/ব্লগার হিসাবে ক্যারিয়ার শুরু করতে পারবেন। এবং সেখানে আপনার প্রকাশনা সবাই পড়তে পারবে। ফলে আপনার কোন ব্লগ সাইট থাকলে অনেক ভিজিটর বৃদ্ধি করতে পারবেন। তবে আপনার লেখার গুনগত মান যদি খুব ভাল হয় ও কপিমুক্ত কন্টেন্ট হয় তাহলে সেটি পাবলিশ করার সুযোগ দেয়।
ব্লগিং জগতে ইমরান উদ্দিনের নামও অনেক জনপ্রিয়। তিনি Alltehcmedia ব্লগের একজন এডমিন ও সিইও। গুগলের সার্চ ইঞ্চিনে তার ব্লগ শীর্ষ রেটিং এ- আছে। অপরদিকে তার বাস্তবিক ব্লগিং এর মাধ্যমে তিনি সোস্যাল সাইটের অসংখ্যক ফ্যানদের আকৃষ্ট করতে পেরেছেন। তিনি শুধু ব্লগে ইনকামের মধ্যই থাকেন না, কমিউনীটি সাইটের যোগাযোগের মাধ্যম হিসাবে এক অনন্যতায় গিয়েছেন।
অমিত ভাওয়ানী একজন মহান কুলুঙ্গি ব্লগার যা বেশিরভাগ কুলুঙ্গি বিষয়ে গ্যাজেট, প্রযুক্তি এবং ব্লগিং লিখে থাকেন। তিনি তাদের প্রধান ব্লগ AmitBhawani গুগল সার্চ রেজাল্ট এবং সুদর্শন আয় পেয়ে ভাল র্যাংকিং আছে। ২০০৭ সালে তার প্রথম ব্লগ শুরু হয় এবং তার সাইটে সব তথ্য দেখতে পাওয়া যায়। গুগলের ভাল র্যাংকে আছে সেই সাথে সাইটে ভিজিটরের অগমন অসংখ্যক।
আপনি যদি অনেক ব্লগে তাদের আয় বিষয়ে দেখতে যান তাহলে সেখানে পঙ্কজকে দ্বিতীয় অবস্থানে দেখতে পাবেন। সুতরাং এটা ঠিক যে, তাদের সাইটের র্যাংকগুলো কিছু ভিন্ন অবস্থানে প্রদান করা হয় কিন্তু জনপ্রিয়তার দিক হতে যেমন আমি পঙ্কজ সাইটে দিচ্ছি পঞ্চম অবস্থান। নিচি সাইটের দিক হতে এটি ভিন্ন। তথাপি তার সাইটে বিজ্ঞাপন সংগ্রহ ও বিজ্ঞাপর বিক্রয়ের মাধ্যমে আয়ের সংখ্যাটা বেশী। সুতরাং পঙ্কজের সাইট ভিজিট করে অনেক কিছু দেখতে ও জানতে পারবেন।
উপরের যে কয়টি ব্লগারের পরিচয় দিয়েছি তার সবগুলোই হলেন (Male Blogger)। হয়ত মহিলা পাঠকের আক্ষেপ হতে পারে এই ভেবে এবার একজন ইন্ডিয়ান মহিলা ব্লগারের পরিচয় করাব। তার নাম হচ্ছে Harleena Singh, ভারতের ব্লগার সম্প্রদায় এবং বিশ্বব্যাপী খুব জনপ্রিয় নাম। তার জনপ্রিয় ব্লগ aha-now! 2014 সালের জরিপ অনুযায়ী শীর্ষ 10 শ্রেষ্ঠ ব্যক্তিগত উন্নয়ন ব্লগের এক হিসাবে ভূষিত করা হয়। আপনি একটি নিচি বিষয়ে আরো তথ্যপূর্ণ এবং মূল্যবান তথ্য পড়তে তার ব্লগে ভিজিট করতে পারেন
আলোচনার একদম শেষ পর্যায়ে। যারা ব্লগিং শুরু করেছেন এবং ভবিষ্যতে ইনকামের টার্নিং পয়েন্ট করছেন তাদের উৎসাহ প্রদানের উদ্দেশ্য আজকের এই টিউন পাবলিশ করার অন্যতম বিষয়। তথাপি আমাদের অনেকেরই একটি বদ অভ্যাস হল কিছুদিন ব্লগিং করলেন তো, ৬ মাসে খবর নাই। আবার টিউন করার কোন নিদিষ্ট ক্যাটাগর নাই। যা মনে চাচ্ছে তাই করছি। সেই সাথে ব্লগিং করতে দীর্ঘ সময় ও ধৈর্যে্যর প্রয়োজন। তবে নিরাশ হলেও চলবেনা, যতটুকু সম্ভব কাজ চালিয়ে যেতে হবে। হয়ত তাদের মত সেরা ব্লগার না হলেও তাদের ব্লগের অনুভূতির সুগন্ধটা কাজে লাগাতে পারলেই কিছু না কিছু সফলতা পাব ইনশাআল্লাহ্। তথাটি এই টিউন সম্পর্কে কোন রিভিউ থাকলে টিউমেন্ট করতে পারেন ও শেয়ার করুন সবার মাঝে। পরিশেষে আজকের মত এখানেই শেষ করছি। -আল্লাহ্ হাফেয-
টেকনোলজী বিষয়ক এবং অনলাইন আয় বিষয়ক সেরা ও নির্ভরযোগ্য প্রতিদিনের আপডেট টিউন পাইতে ভিজিট করুন এখানে
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...
অসাধারণ টিউন। অনেকে উপকৃত হবে। টিউনারকে ধন্যবাদ