ধন্যবাদ সবাইকে।আমি গত টিউনটা করেছি শুধু আপনাদের মতামত নেবার জন্য এবং আমি প্রস্তুতি নিয়েছিলাম যে যদি একজনও like করে আমি টিউনটি চালিয়ে যাবো তো আমি আমার like পেয়ে গিয়েছি। চিন্তা করবেন না আমি আমার টিউন চালিয়ে যাবো আপনাদের জন্য। আপনাদেরকে আবার ও ধন্যবাদ। 5s বলা সহজ কিন্তু পালোন করা অনেক কঠিন। TPM এর মুল ভিত্তি হলো 5s। তাহলে আমাদের আগে জানতে হবে।
TPM এর পুরো অর্থ হলো Total Productive Maintenance । ইহা একটি system যা মেনে চললে মানুষের দক্ষতা বৃদ্ধি পায়। এবং ইহা ৮টি পিলার নিয়ে গঠিত।
দেশ ও বৃহৎ স্বার্থে উপরোক্ত ৮টি পদ্বতির বিকল্প নেই। এই ৮টি পদ্বতির মুল ভিত্তি হলো 5s। 5s গুলো হলো
তাহলে এবার বিস্তারিত আলোচনা করা যাক
প্রয়োজনীয়া ও অপ্রয়োজনীয় মালামাল চিহ্নিত করে আলাদা ভাবে ভাগ করা। অর্থাৎ আপনার কোন জিনিস দরকার এবং কোন জিনিস দরকার না তা আপনাকে চিনতে হবে এবং ভাগ করতে হবে। যে সব জিনিস আপনার দরকার তা আপনি গ্রহন করুন এবং যে সব জিনিস আপনার দরকার নেই তা আপনি এমন ভাবে বর্জন করুন যাহাতে পরবর্তি সময়ে আপনাকে অসুবিধায় না ফেলে। অপ্রয়োজনীয় জিনিস আপনার বেক্তিগত জীবনে, আপনার প্রতিষ্ঠানে, এবং আপনার দেশের জন্য ক্ষতিকারক। অর্থৎ সোজা কথায় বলা যায় অপ্রয়োজনীয় জিনিসের কোন সংরক্ষনের ব্যবস্থা নেই।
আমাদের প্রয়োজনীয় জিনিসের মধ্যেও অনের ভাগ রয়েছে অর্থাৎ কোন জিনিস আপনার প্রতিদিন দরকার, কোন জিনিস আপনার সপ্তহে দরকার, কোন জিনিস আপনার আরোও পরে দরকার এগুলো আপনাকে ভাগ করতে হবে এবং সঠিক স্থানে সংরক্ষন করতে হবে। উদাহরন সরুপ বলতে পারি যে জিনিস আপনার ২ বৎসর অথবা তার অধিক সময় পর প্রয়োজন তা আপনি আপনার প্রতিষ্ঠান হতে দুরে রাখুন অর্থাৎ এ সব জিনিস আপনার সংরক্ষন এর প্রয়োজন নেই। যে সব জিনিস ৬/১২ মাসে এক বার ব্যবহার তা আপনি আপনার গোডাউনে সংরক্ষন করুন যে সব জিনিস দৈনিক বা মাসে ১ বার ব্যবহার হয় তা প্রতিষ্ঠানের কেন্দ্রে রাখুন এবং যে সব জিনিস ঘন ঘন প্রয়োজন তা হাতের নাগালে রাখুন অর্থাৎ ৩০ সেকেন্ডের মধ্যে পাওয়া যায় এমন স্থানে রাখুন। সোজা কথায় বলা য়ায় প্রয়োজনীয় মালামাল ঠিক জায়গায় সুন্দর ভাবে সাজিয়ে রাকা যাহাতে সহজেই পাওয়া যায়।
যদি ধর্মী দিক থেকে বলি পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যেকোন জিনিস ব্যবহারের পূর্বে পরিস্কার করে নেয়া ভালো। পরিস্কার করলে বেসকিছু জিনিস আপনার সামনে উপস্থিত হবে যা আপনার অত্যান্ত প্রয়োজন। যেমন পরিস্কার করলে আপনি প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় জিনেসের পার্থক্য বুঝতে পারবেন, মালামাল বা জিনিসের মধ্যে যদি কোন অস্বাভাবিকতা থাকে তা আপনি ধরতে পারবেন এবং সবচেয়ে বড় বেপার হলো আপনার সময় save হবে। এখানে প্রশ্ন আসতে পারে সময় আবার কিভাবে save হবে? পরিস্কার করার ফলে যেহেতু আপনি অপ্রয়োজনীয় জিনিস বিভিক্ত করতে পারবেন সেহেতু অপ্রয়োজনীয় জিনিস পরিস্কার না করে তা ফেলেদিয়েও আপনার মূল্যবান সময় বাচাতে পারেন। পরিস্কার পরিচ্ছন্ন ব্যক্তি স্বাভাবিক ভাবেই কোয়ালিটি সচেতন হয় আর যে জিনিসের কোন কোয়ালিটি নাই তা রাখার এবং ব্যবহার করা কি আমাদের উচিৎ? আরেকটা কথা মনে রাখতে হবে যে কোন জিনিস পরিস্কার করার পূর্বে যাচাইয়ে দৃষ্টি ভঙ্গি নিয়ে পরিস্কার করতে হবে অর্থাৎ ময়লা অথবা ধুলার উৎস নির্বাচন করতে হবে এবং দুর করতে হবে।
উপরে উল্যেখিত 3s পালনের মধ্য দিয়ে সিকেতছু পালিত হয়। নিরাপত্তা ইহার অন্যতম অধ্যায়। অর্থাৎ বক্তি জীবন, প্রতিষ্ঠান যাহাতে সু-শৃংখল ভাবে গুছিয়ে রাখা এবং সবসময় যেন গুছানো থাকে সেই ব্যবস্থা নেওয়া।
নিয়মনিতি মেনে চলা ও ভালো অভ্যাস গড়ে তোলা সিতসুকের প্রধান হাতিয়ার। আপনি নির্দিষ্ট নিয়মে চলুন এবং সঠিক নিরদেশনা মেনে চলুন দেখবেন আপনি পথভূষ্ট হবেন না। দেশ ও জাতি উন্নায়নের জন্য শৃংখলার কোন বিকল্প নেই।
পরিশেষে বলবো 5s বলা অনেক সহজ কিন্তু ইহা পালোন করা অনেক কঠিন। আপনি আপনার ব্যক্তিগত জীবনে 5s প্রয়োগ করে দেখুন আমার বিশ্বাস আপনিই হবেন সমাজের সবচেয়ে কোয়ালিটিফুল ব্যক্তি। আমরা সবাই এই 5s সম্পর্কে জানি কিন্তু তা পালোন করি না।
আমি রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চালিয়ে যান, আমি আছি আপনার সাথে ।