সবাইকে সালাম জানিয়ে আজকের লেখাটি শুরু করছি।
পৃথিবীতে কয়েক কোটি ওয়েবসাইট আছে, আর রয়েছে গন্ডায় গন্ডায় ওয়েবসাইট ব্রাউজার। কিন্তু সব ওয়েবসাইট; সব ব্রাউজারে ঠিকমত আসেনা, একটিতে ঠিকমত দেখায় কিন্তু আরেকটা বা আরো কয়েকটি ঠিকমতো প্রদর্শিত হয়না আর উপকারী সুবিধাসমূহ থেকে বঞ্চিত হন ব্যবহারকারী, যাকে আমরা বলি bad user experience. ওয়েব ডেভলপার কমিউনিটি চাইলে এই ত্রুটি দূর করতে পারেন। গত ২০ বছরে ওয়েব প্রযুক্তির ব্যাপক পরিবর্তন হয়েছে। ১৯৯৬ সালে কমবেশি এক মিলিয়ন ওয়েবসাইট ছিলো, আর বর্তমানে তা বেড়ে হয়েছে এক বিলিয়নেরও বেশি। তখন প্রায় ৫০ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী ছিলো; এখন তা ৩ বিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। অকল্পনীয়ভাবে কনটেন্টের পরিমান বেড়েই চলেছে। পৃথিবীর মানুষ প্রায়
৮.১ বিলিয়ন ডিভাইসে কানেক্টেড রয়েছে, যার মধ্যে ২৪,০০০ প্রকার মোবাইল ডিভাইস রয়েছে।
এই কনটেন্ট, ডিভাইস আর
ব্যবহারকারী সংখ্যার বিস্ফোরণে, ক্রস ব্রাউজার কমপ্যাটিবিলিটি অত্যাবশ্যকীয় হয়ে উঠছে যা ১৯৯৬ সালে হয়ত প্রয়োজন ছিলনা। স্ট্যাক ওভারফ্লোতে “cross-browser” শব্দ দুটি দিয়ে অনুসন্ধান করলে, ৫৫০০০ প্রশ্ন পাওয়া যাবে, আরো শত-সহস্র প্রশ্ন দেখা যায় এই বলে যে, “অমুক জিনিসটা, তমুক ব্রাউজারে ঠিক মত কাজ করে বা করেনা”। একটি নির্দিষ্ট ব্রাউজার, একটি নির্দিষ্ট সাইট কিভাবে হ্যান্ডেল করে, এই জাতীয় সকল প্রশ্নই আদতে কম্প্যাটিবিলিটির প্রশ্ন।তাই cross-browser compatibiltiy আসলেই একটি জরুরী বিষয়। কি কারণে এই cross-browser incompatibilities ঘটে থাকে? বিষয়টা আসলে জটিল।
(উপরের তথ্য গুলি মজিলা বাংলাদেশ থেকে নেয়া হয়েছে।)
ওয়েবের প্রথম থেকেই কিছু কিছু সমস্যা যদিও ছিলো। কিন্তু সেই সাথে, ওয়েব ডেভলপমেন্ট সেক্টরেও প্রচুর উন্নয়ন সাধিত হয়েছে। বেস্ট প্রাকটিস আর আধুনিক টুলের সমন্বয়ে আমরা সকল ব্রাউজারে চমৎকার ইউজার এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে পারবো।
বাংলাদেশের জনসংখ্যার অনেক বড় অংশ এখন ইন্টারনেট ব্যবহার করছেন। তন্মধ্যে ছাত্র-ছাত্রী সংখ্যা নিঃসন্দেহে সবচে বেশী। আমাদের দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীরা একে-অপরকে নিঃস্বার্থে শিখিয়ে যাচ্ছেন; সকলেই ইনটারনেট পরিচালনায় পারদর্শী হয়ে উঠছেন খবু অল্প সময়ে। আমরা পিসিতে, মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছি; হাজারো ওয়েবসাইট আর শতশত মোবাইল এপ ব্যবহার করা শিখে গেছি। সোশাল মিডিয়ায় আমরা সক্রিয়, অনেকেই দেশ গঠনে বিভিন্ন উপায়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অবদানও রাখছেন।
কিন্তু আমরা কি আমাদের নিজ নিজ ব্যক্তিগত তথ্যে সম্পর্কে সচেতন? অনলাইনে-ইন্টারনেটে-ওয়েবে আমাদের ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য আমাদের অজ্ঞাতসারেই চলে যাচ্ছে কিনা, আমরা কি সেই বিষয়ে সচেতন? একটি উপকারী ওয়েবপেজ বা এপ নিজের ইউজার ইনটারফেস, খুব সহজ-সরল করে ডিজাইন করা থাকে, যেনো একজন ব্যবহারকারী সহজেই তা আয়ত্ত করে নিতে পারে। সেই সাইট বা এপের কর্তৃপক্ষ নিজ প্রয়োজনেই তা করে থাকে। কিন্তু আমরা যারা ব্যবহারকারী, তাদের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য সম্পর্কে সচেতন করতে ভাল UI রাখে কয়টি ওয়েব সাইট বা এপ? কোন কোন ওয়েবসাইট বা এপ, ব্যবহাকারীকে নিজ নিজ তথ্য সুরক্ষিত রাখতে ট্রেনিং ম্যাটেরিয়াল হোস্ট করে?
আমাদের সুরক্ষা আমাদেরই নিশ্চিত করতে হবে। সবাইকে এই বিষয়ে সচেতন করতে হবে। নিজ নিজ তথ্য কি উপায়ে সুরক্ষীত রাখা যায়, তা শেখাতে হবে একে-অপরকে। বাইরে থেকে কেউ এসে সচেতন করবে না বা শিখিয়ে দেবে না।
ওয়েব আমরা ব্যবহার করি নিজ নিজ প্রয়োজনে। এখন নিজের নিরাপত্তার নিশ্চিত করতে, ব্যবহারকারীদের স্বনিয়ন্ত্রনে রাখতে হবে ওয়েবকে। ওয়েব তৈরী হয়েছিলো জনকল্যাণকর ও নিরাপদ হিসেবে, সেটিকে পুনরায় সেই অবস্থায় ফিরিয়ে আনতে হবে। চলুন সক্রিয় হই। Let us “Take back the Web”. মজিলা একটি অলাভজনক সংস্থা. এটি একটি সংগঠন, যা সবার জন্য গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে চায়. মজিলা চাই ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত থাকুক, প্রতিটি সোর্স কোডও উন্মুক্ত করা উচিত।
আপনি যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী হয়ে থাকেন, এবং ইনটারনেট ব্যবহার করেন। তাহলে এখনই আমাদের “Take back the web” ক্যাম্পেইনে যোগ দিন। নিচের লিংকে গিয়ে আজকের মধ্যেই আবেদন করুন।
https://takebacktheweb.mozilla.community/
[সকল Firefox ক্লাব লিডদের, নিজ নিজ গ্রুপে টিউন টি শেয়ার করতে অনুরোধ জানাচ্ছি।]
অনেক কথা বললাম এখন মূল টপিক এ আসা যাক।
গত ২৪/০৮/২০১৬ তারিখ লিডিং ইউনিভার্সিটির(রংমহল) CSE বিভাগ কর্তৃক বাংলাদেশে এই প্রথম #ConnectedDevice Workshop এর আয়োজন করেন বাংলাদেশ মজিলা ফাউন্ডেশন। গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মজিলা কমিউনিটির লিডার মাহে আলম খান (ম্যাক) ভাই, উপস্থিত ছিলেন মজিলা বাংলাদেশ টাস্ক ফোর্স লিডার বেলায়েত হোসাইন ভাইসহ আরো অনেকে।
আমরা এত গুলো কথা পড়ার পর নিশ্চই বুজতে পেরেছি যে মজিলা আমাদেরকে সচেতন করে আমাদের জীবনকে সুন্দর ও নিরাপদ করার জন্য। ঠিক ঐ দিন ও আমাদের এই রকম কিছু কাজ শিখিয়েছেন। ঐ দিনের উদ্দেশ্য ছিল আমাদের বর্তমান বিভিন্ন সমস্যা ও তার স্মার্ট সমাধান কিভাবে করা যায়।
ম্যাক ভাই বর্তমান বাংলাদেশ ও ভবিষ্যত বাংলাদেশ নিয়ে কথা বলেন। বাংলাদেশের কিছু কমন সমস্যা তুলে ধরেন। তিনি IOT BANGLADESH অর্থাৎ Internet of Things নিয়ে কথা বলেন। তিনি আর বলেন IFTTT এর সম্পর্কে। IFTTT কে কি আমরাসবাই চিনি??? এটি এমন একটি প্রতিষ্ঠান যারা তাদের IFTTT ওয়েব সাইট দিয়ে আমাদের কে সারা দোনিয়ার সাথে যোরে দেয় তাও আবার সাথে কন্ডিশন সহ। IFTTT মানে হল IF, This, Then, That. আমি ২০১৫ সাল থেকে এই সার্ভিস ব্যবহার করি কিন্তু এটি দিয়ে যে আরো অসাধারন কাজ করা যায় যানা ছিল না। Internet of Things এ এটি অনেক ভূমিকা পালন করে।
এমতাবস্থায় ওয়ার্কশপটি শুধু আমাকে অনুপ্রানিত করে নাই আমাকে ভবিষ্যতে ভাল কিছু একটা করার প্রত্যয় ও সাহস জুগিয়েছে।
বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স পন্য দিয়ে খুব সহজেই কিভাবে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তা তিনি গত ওয়ার্কশপ প্র্যাক্টিকেল দেখিয়েছেন। আর্ডুইনো বোর্ড, রাসবেরি-পাই বোর্ড, বিভিন্ন সেন্সর যেমন সোনার সেন্সর, স্মুক সেন্সর, রেইনফল সেন্সর, টেম্পারেচার সেন্সর ইত্যাদির কাজ দেখান। পরবর্তীতে আমরা আরেকটি প্রজেক্ট তৈরি করে দেখায়।
আমিসহ আমাদের সবাই বিশেষভাবে অনুপ্রানিত হয়েছে #ConnectedDevice Workshop থেকে। কিছু কিছু জিনিষ সত্যিই আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে খুব শীঘ্রই আমি এর বাস্তব প্রয়োগ করব ইনশাল্লাহ।
ওই কনফারেন্স থেকে অনেক কিছুই শিখেছি আবার অনেক কিছু জেনেছি। যা শিখলাম তাহল :
1) কানেক্টেড ডিভাইস
2) আন্ডার গ্রাউন্ড ওয়েদার স্টেশন
3) আরডুননো নিয়ে মজার কিছু বানানো
আরও অনেক কিছু। তবে সবচাইতে অবাক করার একটা বিষয় দেখলাম তা হল আইডিয়া চুরি। তবে এইটা নিয়ে আমার কিছু বলার নাই।
আর সবচাইতে ভাল লেগেছে ফায়ারফক্স সম্পর্কে জেনে। তবে এখন তা জানার পর আমাদের মনে হচ্ছে মোজিলার জন্য কিছু করা উচিত। তাই ভাবতেছি মোজিলাকে ইডিট করে সম্পূর্ণ বাংলা ভাষায় একটি নতুন ব্রাউজার বানানোর। আর তার সাথে থাকবে আন্ডার গ্রাউন্ড ওয়েদার স্টেশন এর মত বাংলাদেশর নিজেস্ব ওয়েদার স্টেশন যা সম্পূর্ণ চালাবে এই দেশের মানুষেরা। যদি এইটা করা সম্ভব হয় তাহলে এই দেশ আসা করা যায় নতুন কিছু দেখবে। যেহেতু কাজ গুলি সারা দেজ জুরে করতে হবে তাই আপনাদের মধ্যে যারা দেশের জন্য কিছু করতে আগ্রহি তারা দয়া করে যোগাযোগ করুন।
Estiuck al Regun
http://fb.me/100006836598272
Mobile: +8801772290045
Email: [email protected]
Tanbir Hasan
http://fb.me/mhktbd
Mobile: 01714716633
01614716633
Email: [email protected]
সবমিলিয়ে ২৪ আগষ্টের ওয়ার্কশপটি শুধু আমাকে অনুপ্রানিত করে নাই আমাকে ভবিষ্যতে ভাল কিছু একটা করার প্রত্যয় ও সাহস জুগিয়েছে। আমিসহ আমাদের সবাই বিশেষভাবে অনুপ্রানিত হয়েছে #ConnectedDevice Workshop থেকে। এই ধরনের ওয়ার্কশপে আসার সুযোগ করে দেয়ার জন্য আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ মজিলা ফাউন্ডেশন, ম্যাক ভাই, বেলায়েত ভাই ও রাইহান ভাইকে।
মাথায় নতুন কিছু থেসিস ঘুরপাক খাচ্ছে। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই হাত দিব।
এই ধরনের ওয়ার্কশপে আসার সুযোগ করে দেয়ার জন্য আমি স্পেশালি বাংলাদেশ মজিলা কমিউনিটির লিডার Mahay Alam Khan সেলুট জানাই। আর চলুন চলুন ওয়েবকে ফিরিয়ে আনি; Let’s take back the web.
#ConnectedDevicesSylhet
#Mozilla
#Mozilla_Foundation
আমি তানবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।