আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন । আপনাদের কাছে বলে রাখি এটা আমার প্রথম টিউন । তাই ভুল হলে কমেন্ট করে জানাবেন ।
আমরা সবাই কমবেশি বই পড়তে ভালবাসি। বই পড়ার মাধ্যমে আমরা আমাদের জীবন জাতি সমাজ ঐতিয্য ইতিহাস তথা আমাদের ও আমাদের পুর্ব পুরুষদের জীবন যাপন সম্পর্কে একটি সু-স্পট্য ধারনা লাভ করতে পারি । তাছাড়া বই পড়ার মাধ্যমে যে কেউ তার মনের খোরাক খুজে পায় । তাই আজকাল এই ডিজিটাল যুগে মানুষ লাইব্রেরীতে না যেয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই পড়তে পছন্দ করে বিভিন্ন সাইটের মাধ্যমে।আর যদি একটি সাইট থেকেই সব ধরনের বই পড়তে পারা যায় তাহলে তো সোনায় সোহাগা । তাই আজকে আমি আপনাদের এমন একটি বাংলা সাইট সম্পর্কে বলবো যেখান থেকে আপনারা আপনাদের মনের মত বই পড়তে পারবেন । সাইট টি হচ্ছে deshiboi.com। এখানে আপনারা বাংলাদেশের স্ব-নামধন্য লেখক কাজী নজরুল ইসলাম , রবিন্দ্রনাথ ঠাকুর , জীবনান্দদাস , সত্যজিৎ রায় , শ্রী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় , সুকুমার রায় , শমরেশ মজুমদার , সূনিল গাঙ্গোপাধ্যায় সহ বর্তমান সময়ের বিশিষ্ট নাট্যকার ও গল্প লেখক হূমায়োন আহমেদ , আনিসুল হক , এমদাদুল হক মিলন , মাসুদ রানা সিরিজের জনক কাজী আনোয়ার হোসেন , শিশু কিশোরদের প্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ, হুমায়ান আজাদ , বিশিষ্ট বিজ্ঞানি মোহাম্মাদ জাফর ইকবাল সাহেবদের বই ছাড়াও আরো বিভিন্ন কেটাগরির বই রয়েছে । তাছাড়া আপনারা বাংলাদেশের সবকটি প্রধান বাংলা ও ইংরেজি সংবাদপত্র গুলোও পড়তে পারবেন অনায়েসে। এই সাইট টির আরো ভালো দিক গুলির মধ্যে একটি হলো আপনি এখান থেকে সবকটি মেগাজিনের পাতাতেও চোখ বুলাতে পারবেন ।
আপনি চাইলে লেখকদের বই পড়ে তাদের বই সম্পর্কেউ মতামত দিতে পারবেন রেজিষ্টার ভিজিটর হয়ে । বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে পরলে চাইলে আপনি সেখানে বাংলা ব্লগও লিখতে পারবেন । আপনার সুবিধার্থে বিভিন্ন ফোরাম , বাংলাদেশের সকল ঊনিভার্সিটির ঠিকানা , স্যোসাল নেটয়ারকিং এর ঠিকানা এমনকি বিভিন্ন সফটওয়ার ও গেমস ডাউনলোডের ঠিকানা পর্যন্ত পাবেন সেখানে । তাই দেরি না করে চলুন গুরে আসি এই সুন্দর সাইট টি থেকে । নিচে আমি সাইট টির কিছু স্রিনশোট দিলাম ।
সাইট টিতে যাওয়ার লিঙ্ক http://www.deshiboi.com
আমি সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটি আমার প্রথম টিউন । আপনারা ভাল মন্দ মন্তব্যের মাধ্যমে জানালে পরবর্তিতে আরো ভালো লেখার উৎসাহ পাব ।