ব্লগারে/ব্লগস্পটে তৈরি করুন নিজের একটি সাইটঃ ১ম পর্ব(নতুন ব্লগ তৈরী)
ব্লগারে/ব্লগস্পটে ফ্রিতে তৈরি করুন নিজের একটি সাইটঃ ২য় পর্ব (কিভাবে ব্লগারে নতুন টিউন দিতে হয়)
নিয়ে নিন ২০১৬ সালের সেরা ১০টি ব্লগার টেমপ্লেট/থিমঃ পর্ব ৩
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, এই কামনাই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কিভাবে ব্লগারে একটি ব্লগ সাইট খুলতে হয়? কিভাবে টিউন দিতে হয় তা আমি গত দুই পর্বে দেখিয়েছি। যারা আগের টিউন দেখেন নিন তা এখান থেকে দেখে নিন।
সবাই নিশ্চয় আপনাদের প্রিয় ব্লগটি নিয়ে ব্যস্ত আছেন। ব্লগ খুলার পর পরই আমাদের যে সমস্যাটি সবচেয়ে বেশি হয়, তা হল ব্লগের জন্য একটি টেমপ্লেট। কিন্তু ভাল মানের একটি ব্লগার টেমপ্লেট খুজে পেতে আমাদের নিয়মিত হিমশিম খেতে হয়। আর তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ২০১৬ সালের সেরা ব্লগার টেমপ্লেট। আশা করি এটা আপনাদের ভাল লাগবে।আপনারা যারা টেমপ্লেট ইন্সস্টল করতে পারেন না, তাদের জন্য আমার টিউনের নিচে সমাধান আছে।
GRIDZ: এই টেমপ্লেট এ তিনটি কলাম এবং বড় টিউন স্লাইডার রয়েছে। ব্যক্তিগত ব্লগ, ফ্যাশন, ফটোগ্রাফি, সংস্থা ব্লগ ইত্যাদি এটি ব্যবহার করতে পারেন।
Elegant: এই টেমপ্লেট এ রয়েছে ফুল পেজ Home স্লাইডার। অসাধারন হোমপেজে টিউন এবং widget ভরা এই টেমপ্লেট আপনার ব্লগার সাইটের মান আরো বৃদ্ধি করবে।
Gamer: এই ব্লগার টেমপ্লেট আন্ড্রয়েড APP এবং GAME নিয়ে ব্লগ তৈরী করেছেন তাদের জন্য খুব উপযোগী। HTML5 এর CSS3 কোড দিয়ে তৈরী এই থিম ভাল এসইও অপ্টিমাইজ করা।
Mini Mag Magazine template: এটা পরিষ্কার এবং সহজ।অনেক আকর্ষণীয় এবং আধারণ একটি ব্লগার টেমপ্লেট।যারা কালারফুল ব্লগার টেমপ্লেট ব্যবহার করতে চান, তাদের জন্য বেশি উপকারী।
Revoltify Responsive Blogger Template: এই টেমপ্লেটটিতে বেশ কিছু নতুন এবং চমকপ্রদ ফিচারস। ইহা একটি রেস্পন্সিভ ব্লগার টেমপ্লেট। এসইও অপটিমাইজড ব্লগার টেমপ্লেট। আশা করছি ভালো লাগবে টেমপ্লেটটি।
Perk-Misty Magazine Template/Blogger Theme: ইহা একটি রেস্পন্সিভ ব্লগার টেমপ্লেট। এসইও অপটিমাইজড ব্লগার টেমপ্লেট। আশা করছি ভালো লাগবে টেমপ্লেটটি।
Flat Mag: অনেককে আমি দেখেছি এই টেমপ্লেটটি ব্যবহার করতে।ব্যবহারে সুন্দর,দেখতে সুন্দর,সাজসজ্জা অসাধারণ।ব্যবহারে অবশ্যই মজা পাবেন।
Vortex Responsive Blogger Template: ১০০% রেস্পন্সিভ ডিজাইন, সোশ্যাল প্রোফাইল বাটন, এসইও অপটিমাইজড দারুন একটি ব্লগার টেমপ্লেট।
Personal Portfolio: এটি একটি ব্যক্তিগত ব্লগার টেমপ্লেট।তবে এটাকে পত্রিকা সাইটেও রূপান্তর করা যাবে।দারুণ একটি ব্লগার টেমপ্লেট।
Tech Shadow: টেকটিউনস এর মত একটি ব্লগ করতে এই টেমপ্লেট ব্যবহার করতে পারেন। এসইও অপটিমাইজড ব্লগার টেমপ্লেট। আশা করছি ভালো লাগবে টেমপ্লেটটি।
আপনারা যারা ব্লগে টেমপ্লেট ইন্সস্টল করতে পারেন না তারা আমার এই ভিডিও টিউটেরিয়াল দেখলে খুব সহজে বিস্তারিত বুঝতে পারবেন ...এখানে।
যে সব বন্ধুরা জব সার্চ করছেন তারা আমার ব্লগে আশা করি অনেক উপকৃত হবেন. আমার ব্লগ। ভালো থাকবেন... সুস্থ থাকেন এই কামনাই শেষ করছি, আল্লাহ হাফেজ।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।
আমি আব্দুল্লাহ আল রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।