ফর্মাল ও ইনফর্মাল দুভাবেই পরতে পারবেন এই শার্টগুলো!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Ajkerdeal'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

 

কিনতে ক্লিক করুন
ফ্যাশনপ্রিয় ছেলেরা কিসে তুষ্ট শার্ট নাকি টিশার্টে? এই প্রশ্নের উত্তরে অনেকেই শার্টকে এগিয়ে রাখবে। কারণ অফিস কিংবা আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে গেলে শার্টকেই ১নম্বর তালিকায় রাখতে হয়। তাছাড়াও শার্ট ছেলেদের ফ্যাশনে সর্বাধিক পরিধেয় পোশাক। অফিস কিংবা বাসা সব জায়গাতেই শার্টের আলাদা কদর রয়েছে। একারনে নতুন প্রজন্মের তরুণদের চাহিদা ও ফ্যাশনের উপর ভিত্তিকরে ফ্যাশন হাউজগুলো আধুনিক ডিজাইনের বাহারি শার্টের কালেকশন গড়ে তুলেছে। এর মধ্যে কিছু শার্ট রয়েছে যেগুলো ফর্মাল ও ইনফর্মাল দুভাবেই ব্যবহার করা যাবে। চলুন কিছু শার্ট দেখে নেই।
কিনতে ক্লিক করুনছেলেরা তাদের পোশাকের জন্য শার্টকেই বেশি পছন্দ করছে। চেকশার্ট একটি লম্বা সময় ধরে ফ্যাশনে বেশ ভালোভাবে রয়েছে। ছোট-বড়, মিশেল নানা ধরনের চেকশার্ট বাজারে রয়েছে। এগুলোর কালার ভেরিয়েশনও বেশ উল্লেখ করার মতো। সহজেই নজর কাড়ে দু-তিন রঙে কম্বিনেশন করা চেকশার্টগুলো কলার ও হাতায় কন্ট্রাস কালার বা প্রিন্টের কাপড় ব্যবহার করে কিছু শার্টে ডিজাইন করা হচ্ছে। একটু ফ্যাশনেবল পোশাক যাদের পছন্দ, তারা এসব শার্ট বেশ আগ্রহ নিয়েই কিনছেন।

কিনতে ক্লিক করুনকিছু দিন আগে খাটো শার্ট বেশি চললেও এখন আবার লম্বা শার্ট অনেকের পছন্দের তালিকায় উঠে এসেছে। আর সঙ্গে চলছে থ্রি-কোয়াটার হাতার শার্টও। শার্টের বিভিন্ন জায়গায় রয়েছে ভিন্নতা। শার্টের কলারে এবং হাতার নিচের দিকটাতেও পরিবর্তনের ছাপ লক্ষ্য করার মত। বোতামেও ভিন্নতার রেশ পড়েছে।

 

                       

কিনতে ক্লিক করুন                                                                কিনতে ক্লিক করুনঅফিসে পরার জন্য ফরমাল টিশার্ট সকলেরই প্রথম পছন্দ। তাছাড়াও বিভিন্ন পরীক্ষা, ভাইভা পরীক্ষা বা ভিইপি কোন জায়গায় যাওয়ার জন্য ফর্মাল শার্ট খুব বেশি প্রয়োজন। সুতি কাপড়ের ফর্মাল শার্ট এখন সকলের পছন্দ। কলারের ক্ষেত্রে এক কালার, যেমন, সাদা, কালো, আকাশী বেশি ব্যবহৃত হচ্ছে।

                       

কিনতে ক্লিক করুন                                                            কিনতে ক্লিক করুন
এক কালারের শার্টের পাশাপাশি বিভিন্ন ধরনের চেক, স্কিনপ্রিন্ট অথবা এমব্রয়ডারির কাজ সকলের দৃষ্টি আকর্ষণ করে চলেছে। এসব শার্টের পকেটের মধ্যে বেশ বিবর্তন দেখা যাচ্ছে। কোন কোন শার্ট পকেট ছাড়া আবার কোন কোন শার্টে এক পকেট আবার কোন কোনটাতে দুই পকেটও লাগানো হয়েছে। হাতার নিচের অংশ গুঁজে রাখার জন্য কনুয়ের সাথে লাগানো হচ্ছে বোতাম। এখন শীতকাল চলছে এসময়টাতে জিন্স শার্টও গুলো বেশ ভাল চলে।
কোথায় থেকে কিনবেন?
কিনতে ক্লিক করুনসবধরনের শার্ট আপনি রাজধানী ঢাকাসহ দেশের যেকোনো শপিং মলে পেয়ে যাবেন। অনলাইনের মাধ্যমেও আপনি আপনার পছন্দের শার্ট বেঁছে নিতে পারেন। অনলাইনে শার্ট কিনতে চাইলে এই লিংকে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Ajkerdeal'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভায়া, এই সব বিজ্ঞাপন নিয়ে মানুষের টাকা মেরে খাওয়া আর কত? অলরেডি প্রমাণ স্ক্রিণশটসহ আপনাদের জালিয়াতীর ঘটনা নিয়ে টিউন করছি- https://www.techtunes.io/reports/tune-id/446439

    এমন ঘটনার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। ইতিমধ্যে, আমরা আপনার সাথে এ ব্যাপারে কথা বলেছি। আপনার সমস্যা টি যদি আমাদের কাছে উপযুক্ত জায়গায় মেইল করতেন তাহলে আমরা আপনাকে খুবই দ্রুত সমাধান দিতে পারতাম। যাই হক, যত দ্রুত সম্ভব আমরা আপনাকে এর সমাধান করে দিব।

      কোন সমাধান দেয়া হয়নাই, আরেক বাটপারী করা হইছে। টাকা ফেরত তো দেবেন না সেটা জানি। অনলাইন বিজনেস প্রতারণা করে কেমনে চালাবেন দেখি.. এইটা ২০১৬ সাল ভায়া, সেই যুগ নাই যে অন্যের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাবেন। মানুষ আর বোকাসোকা নাই আগের মত যে কলা দেখায় রথ বেচবেন।