বিশ্বের সেরা ১০টি সমরাস্ত্র তৈরিকারী প্রতিষ্ঠান ও তাদের আয়।

বাংলাদেশ তথা সারা বিশ্বের একমাত্র এডভান্স টেকনলজি রিলেটেড আমার প্রিয় ওয়েব সাইট টেকটিউনসে এটা আমার প্রথম টিউন, যেহেতু আমি  টেকটিউনে টিউন সম্পর্কে অনেক কিছুই জানিনা তাই কোথাও কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 🙂

 মূল লেখাটা শুরূ করছি ১৮৭৯ সালের আমেরিকান সিভিল ওয়ার ইউনিয়ন মিলিটারীর জেনারেল উইলিয়াম শেরমান এর উদ্ধৃতি দিয়ে | তিনি বলেছিলেন "WAR IS HELL " | কিন্তু বাস্তবতা বড়ই কঠিন এই যুদ্ধই ব্যবসার জন্য সবচেয়ে ভালো উপায় | তাইতো তাবৎ বিশ্বের বড় বড় দেশগুলো যুদ্ধথেকে ব্যবসার মাধ্যমে বিলিয়ন ডলার ইনকাম করে | স্টকহোম পিস research এর তথ্য অনুযায়ী সারা পৃথিবীর ২০১৩ সালে অস্ত্রের ব্যবসার মাধ্যমে ৪০২ ইউএস বিলিয়ন ডলার ইনকাম করে | এতথ্য এটা ই প্রমান করে যুদ্ধই ব্যবসার জন্য সবচেয়ে লাভজনক |

নিচে পৃথিবীর সেরা কয়েকটি কোম্পানির নাম দেওয়া হল যারা বিভিন্ন ধরনের অস্ত্রের (Weapon Manufacturing) ব্যবসা করে থাকেন -

                                         Lockheed Martin Weapon Manufacturing Company

১) লকহেড মার্টিন : (Lockheed Martin)

-রেভিনিউ (Revenue): ৪৫.৬বিলিয়ন ইউএস ডলার

-দেশ (Country of Origin): ইউএস এ আমেরিকা(USA)

-প্রডাক্টঃ C-130 Hercules, C-5 Galaxy, F-16 Fighting Falcon, F-22 Raptor, and the fifth generation F-35 Lightening II stealth fighter এগুলো এ প্রতিষঠানের এয়ারক্রাফট |

advanced ballistic missile defence shields s PAC-3 and THAAD systems. উৎপাদনকারী হিসেবে বিখ্যাত| আমেরিকা ওপৃথিবীব্যাপী এ প্রতিষঠান বিখ্যাত অস্ত্র উৎপাদনকারী হিসেবে |এবং Pentagon এর বিশ্বস্ত বন্ধু |

                                Weapon Manufacturing “Boeing” Company NHQ
                             Inside Of Weapon Manufacturing “Boeing” Company NHQ

২) বোয়িং (Boeing)

-রেভিনিউ (Revenue): ৩০.৭ বিলিয়ন ইউএসডলার (২০১৪)

-দেশ (Country of Origin): ইউএসএ (USA)

-এটি বিখ্যাত AH-64 Apache attack helicopter and the F-18 Super Hornet এর জন্য |

inside of BAE Systems Weapon Manufacturing company

৩) বিএই সিসটেম (BAE Systems)

-রেভিনিউ (Revenue) : ২৬.৮২ বিলিয়ন ইউএস ডলার

-দেশ (Country of Origin): ইউকে (UK).

বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিষ্টেমের জন্য বিখ্যাত।

                                     Raytheon Weapon Manufacturing Company

৪) রেইথিউন (Raytheon)

-রেভিনিউ (Revenue): ২১.৯৫ বিলিয়ন ইউএস ডলার

-দেশ (Country of Origin): ইউএসএ (USA)

বিভিন্নধরনের গাইডেড মিসাইলের জন্য পৃথিবী ব্যাপী বিখ্যাত |এই টা আরেকটা কারনে বিখ্যাত সেটা হল Patriot surface-to-air missile system এর জন্য |

           Northrop Grumman Company and His Speical Bomber B-2 Spirit Stealth

৫) নথোপ গ্রুমান (Northrop Grumman):

-রেভিনিউ (Revenue) : ২০.২২বিলিয়ন ইউ এস ডলার

-দেশ (Country of Origin):ইউএস আমেরিকা

-B-2 Spirit stealth bomber এর জন্য বিখ্যাত |

                      Generel Dynamics Weapon Manufacturing company Inside

৬) জেনারেল ডাইনামিকস (Generel Dynamics)

-রেভিনিউ(Revenue):১৮.৬৬ ইউএস বিলিয়ন ডলার

-দেশ (Country of origine):ইউএসএ (USA)

-এটি M1 ABRAMS Tank এর জন্য বিখ্যাত |এছাড়া বিভিন্ন Third generation ট্যাংক উৎপাদনকারী হিসেবে নাম কুড়িয়েছে |

                                                                           (EADS/Airbus group

৭) এয়ারবাস গ্রুপ (EADS/Airbus group)

-রেভিনিউ (Revenue):১৫.৭ বিলিয়ন ইউএস ডলার

-দেশ (country of origine):N/A

                                                               EADS/Airbus group Product

-Eurofighter Typhoon, এর development এর প্রাথমিক partner |

                                                 United Technoligies corporation

৮) ইউনাইটেড টেকনোলোজিস কপোরেশন (United Technoligies corporation)

-রেভিনিউ (Revenue):১১.৯ বিলিয়ন ইউএস ডলার

-দেশ (Country of origine): ইউএস আমেরিকা(USA)

                                                          UH-60 Black Helicopter

-UH-60 Black Helicopter উৎপাদনকারী প্রতিষঠান |এটি বিশ্বের ২৭ টি দেশে ফাইটার এবং বোমবার সরবরাহকরে থাকে |

                                Finmeccanica Weapon Manufacturing Company

৯) ফিনমেককানিকা (Finmeccanica)

-রেভিনিউ (Revenue):১০.৫৬বিলিয়ন ইউএস ডলার

-দেশ(country of origin):ইতালি

                                            Making AgustaWestland helicopters

-ইতালির মিলিটারির modern weapon সরবরাহকারী প্রতিষ্ঠান |এটি বিখ্যাত AgustaWestland helicopters জন্য সাথে সাথে modern Ariete battle tank এরজন্য |

 ১০) থেলস (Thales)

-রেভিনিউ (Revenue):১০.৩ বিলিয়ন ইউএস ডলার(২০১৪)

-দেশ (country of origine): ফ্রান্স

ধন্যবাদ সবাইকে কষ্টকরে টিউনটি পড়ার জন্য। আমার সামরিক বিষয় সম্পর্কে ব্যাপক আগ্রহর বশে মাঝেমধ্যে লেখালেখি করি, টিউনটি ভালো লাগলে জানাবেন। আর সামরিক বিষয়ে  কিছু লেখালেখি রয়েছে আমার “ সামরিক বিষয় ” ছোট্ট ওয়েব পোর্টালটিতে, সামরিক বিষয়ে আগ্রহ থাকলে একটু ঘুরে আসতে পারেন।

Level 0

আমি কাজী সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

 http://members.shaw.ca/dwlynn/Markings.htm

 http://cartridgecollectors.org/?page=headstampcodes

 http://www.tpub.com/gunners/24.htm

nice article writing . very interesting & exceptional topic , please continue it . hope you are also enjoying it
=========================================
https://www.youtube.com/watch?v=b72ycQO6hik