السلام عليكم আসসালামু আলাইকুম।
😆 🙄 সম্মানীত ভিজিটর বন্ধুগণ আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের ২য় তম টিউন। আশা করি সবাই এক প্রকার কুশলেই আছেন। হাল সময়ে আমাদের মত অনেক তরুন-তরুনীর ইন্টারনেট আসক্তিটা বেড়েছে। এই ইন্টারনেট আসক্তির মধ্য ফেসবুক চ্যাটিংয়ের পর সবচেয়ে বেশী প্রবনতা দেখা যাচ্ছে ইন্টারনেট ইনকাম বিষয়ে। যাইহোক বিষয়টা ইতিবাচক হলেও কাজের দিক হতে অনেকে আবার হিতে বিপরীত মুখে হচ্ছেন। আজকের টিউনের মূল আলোচনাটাই করতে যাচ্ছি টিউনের শিরোনাম প্রতি পাদ্য বিষয়ে।
আমরা অনেকেই জানি ইন্টারনেট হতে আয় করা যায় এবং এর বহু মাধ্যম রয়েছে। তবে যারা ঝাঁনুবাজ তথা প্রফেশনাল ভাবে আয় করেন তারা ফ্রিল্যান্স, গুগলের মত অ্যাফিলিয়েটিং সাইট, কিংবা তাদের ব্লগ সাইটের মাধ্যমে আয় করে থাকেন। অপরদিকে আমাদের মত যারা নবীন, ফ্রিল্যান্স বিষয়ে ততটা দক্ষ নই তাদের অধিকাংশদের ইনকামটা হচ্ছে পিটিসি, সার্ভয়ার, পিপিসি, বিট কয়েন, সোস্যাল সাইট শেয়ারিং ইত্যাদি। পিটিসি, সার্ভেয়ার, পিপিসি সাইট হতে ইনকাম করা যায় তবে সেটি ফ্রিল্যান্স সাইটের মত প্রফেশনাল নই। এই সকল সাইটের আয় বৃদ্ধির মূল উৎস হল অ্যাড প্যাক, রেফার এবং প্রমোশন। এই ৩ টি বিষয় যাদের আছে তাদের ইনকাম মাসিক প্রায় ৪-২০ ডলার পর্যন্ত হতে পারে। এবং যাদের এই সব কিছুই নাই তাদের মাসে হতে পারে ২-৫ ডলার।
পিটিসি বিষয়াবলী
আমি পিটিসি বিষয়ে কাজ করতে নিষেধ করছিনা। তবে আহবান করছি কাজ করতে হলে সঠিক সাইট জানুন, চিনুন ও কাজ করুন। ভুেইফোড় সাইটে কাজ করে অযথা সময় ও শ্রম নষ্ট করবেন না। এবং কাজের অবসরে ফ্রিল্যান্সসহ যাবতীয় বিষয়গুলো জানার চেষ্টা করুন যেমনঃ গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, ব্লগিং, অ্যাপস, প্রোগ্রামিং ইত্যাদি। তথাপি টিটি সহ অনেক ব্লগ রয়েছে যেখানে আপনি এই বিষযগুলো একটু মনোযোগী হলেই জানতে পারবেন। পিটিসি সাইটে ইনকাম করা গেলেও এর কোন নিশ্চয়তা নাই কতক্ষণ সাইট টিকে থাকবে।
পিটিসি সাইটের পরিসংখ্যান
ইদানিং অনেককেই দেখছি অযথা ভূঁইফোড় পিটিসি সাইটে নিজে কাজ করবেন আবার সেই সাথে রেফারেল সংগ্রহের জন্য অন্যকে অফার করছেন। বর্তমানে টেকটিউনস সাইটে প্রতিনিয়ত এমন অনেকের টিউন করা দেখছি। সুতরাং যারা পিটিসি সাইটে কাজ করবেন তারা অন্যর কথাতে কান না পেতে নিজে রিভিউ ও স্ট্যাটাস জানার চেষ্টা করুন। হ্যা আমি হলফ করে বলতে পারি পিটিসি আয়ের যে লিগ্যাল সাইট রয়েছে বর্তমানে তা ২ হালির বেশী হবে না। পিটিসির সেরা সাইট ছিল নিওবাক্স। যা তারা প্রায় ৮ বছর পর এসে স্ক্যাম হয়েছে। দূঃখের বিষয় তারপরেও অনেককে দেখছি সেখানে জয়েন করতে। একটু কথা জেনে রাখুন প্রতিদিন প্রায় ভূয়াভাবে ১০-৩৫ টি সাইট তৈরি হয়। বর্তমানে এর তালিকা করলে প্রায় ১০,০০০০ এর উপর ছাড়িয়ে যাবে। এবং ইন্টারনেটে যখন আপনি কোন পিটিসি সাইটে কাজ করেন সেখানে এই সব ভূঁইফোড়ের ইমেজ সহ লিংক দেখা যায়। ফলে অনেকেই কৌতুহলে সেখানে জয়েন করে। সুতরাং একটু সাবধানে পা ফেলার চেষ্টা করতে হবে।
পিটিসি সাইট নিয়ে টেকটিউনস সহ অন্যান্য সাইটে স্ক্যাম টিউন করার চেষ্টা
পূর্বেই বলেছি ইদানিং অনেককেই বিভিন্ন ব্লগ সাইটে স্ক্যাম টিউন করতে দেখছি। তথাপি অনেকে আবার লিগ্যাল সাইটের টিউন পাবলিশ করলেও কৌশলে প্রতারনার আশ্রয় নিচ্ছেন। নিম্নে আপনাদের বুঝার সুবিধার্থে বেশ কয়েকটি উদাহরন প্রদান করব।
- ১। প্রথমত ভূয়া পিপিসি, পিটিসি সাইটের লিংক সহ টিউন পাবলিশ করছেন যেমনঃ আমার রেফারে জয়েন করলে ৫ ডলার, ১০ ডলার ইত্যাদি। কিংবা আয়ের কৌশলে শিখিয়ে দিব। কয়েকটি ভূয়া টিউনের ইমেজ নিচে দেওয়া হল-
- ২। নিওবাক্স স্ক্যাম হবার পর বর্তমানে পিটিসি সাইটের মধ্য ২য় স্থান করে নিয়েছে ট্রাফিক মৌসুম সাইট। হ্যা সাইটটি বর্তমানে লিগ্যাল। আমার বন্ধুদের অনেকেই এখানে কাজ করছে, একাধিকবার পে পেয়েছে। মূলত সময় ব্যয় বহুল হলেও ভাল আয় করা যায়। বর্তমানে টেকটিউনস সহ অনেকের ট্রাফিক মৌসুম নিয়ে টিউন করতে দেখছি। তাদের অবশ্য উদ্দেশ্য একটাই তাহল কিছুটা রেফার সংগ্রহের চেষ্টা ও ইনকাম বৃদ্ধি করা।
- ৩। অবশ্য ব্যক্তিগতভাবে তাদের রেফারেল সংগ্রহের দোষের বিষয় দেখছিনা। কিন্তু রেফারেল সংগ্রহের সাথে টিউনে কৌশলগত বেশ কিছু চাতুরতা চোখে পড়ে সেই গুলো নিম্নরুপঃ
ক।
খ।
গ।
রেফার বিষয়ে প্রতারনাসহ আমার কিছু টিউমেন্ট
১। আমার রেফারেলে জয়েন করলেই আপনি পাবে ৫ ডলার কিংবা আমি আপনাকে দিব ১, ৫ ডলার।
- টিউমেন্টঃ ডাহা মিথ্যা কথা! যে রেফারকারী সে আপনাকে এত ডলার দিবে কি জন্য। তার কি টাকার গাছ আছে!!
২। আমার সাইটে জয়েনে করলে আমি আপনাদেরকে বেশী ইনকাম করাটা শিখিয়ে দিব। সেইজন্য ফেসুবক গ্রুপে, টুইটারে জয়েন্ট করুন। কিংবা ইউটিউব ভিডিও দেখুন।
- টিউমেন্টঃ এটিও অনেকটা প্রতারনার কৌশল। মূলত পিটিসি সাইটে এই ধরনের কোন সিক্রেট ইনকামের কৌশল নাই আমার অভিজ্ঞতাতে। মূলত যিনি রেফার করছেন সেটা হয়ত তার ফেসবুকের লাইক কিংবা গ্রুপের সদস্য বৃদ্ধির জন্য। যদি ইনকামের কৌশল থেকেই থাকে অন্যকে উপকার করতে চান তাহলে ফেসবুক গ্রুপ কেন! মূল ব্লগেই প্রমানপত্র সহ দাখিল করুন। পূর্বেই বলেছি পিটিসির ইনকামের সিক্রেট কৌশল হলঃ রেফার, রেন্টেড, অ্যাড প্যাক।
৩। অনেকে আবার টিউনে প্রমান পত্র হিসাবে পেমেন্ট পাওয়ার স্কীন শর্ট দাখিল করেন। তার অধিকাংশের প্রায় ৯৭% ই স্ক্যাম। কারন তারা নিজেরা ফটোশপ, এম.এস ওয়ার্ড, পেইন্ট স্ক্রীপ্টে এডিট করেন যাহা অভিজ্ঞজন দেখলেই বুঝতে পারবেন।
স্ক্যাম পেমেন্টের নমূনা পত্র-
(জ্ঞাতব্য বিষয়ঃ উপরের যে চিত্রটি দেওয়া হয়েছে সেটি অবশ্য পেজার ট্রানজেকশন লিংকে ক্লিক করলে এরুপ আসবে। মূলত ডিজাইন সহজ সরল হওয়াতে অনেকেরই এডিট করার মাধ্যমে স্ক্যাম ইমেজ হিসাবে চালিয়ে দেওয়াটা স্বাভাবিক হতে পারে। সুতরাং এখানে এই বিষয়টি নিশ্চিত হওয়াটা বেশ কষ্টকর! তথা যিনি টিউন পাবলিশ করছেন তিনি যদি উক্ত ইমেজের সাথে নিচের ইমেজের মত তার পেজার ট্রানজেকশনের সামারি যদি (তার নাম সহ) পাবলিশ করেন। তাহলে বেশ ভাল ভাবে অাঁচ করা যায় বিষয়টি সত্য!
১।
২।
কিভাবে বুঝবেন কোন সাইট গুলো বৈধ ও স্ক্যাম?
তাহলে বোধ হয়, এবার বিষয়গুলো ক্লিয়ার হতে পারলেন !! সুতরাং এখানে আমার কথাতেও নই কিংবা অন্য কারোর প্রচারনাতে নই। নিজেই যাচাই করতে পারবেন কোন সাইট গুলো বৈধ/স্ক্যাম। এই বিষয় নিয়ে আমি পূর্বে একটি টিউন করেছিলাম। হাতে সময় থাকলে পড়তে পারেন এখানে
সর্বশেষ
😥 শুধু পিটিসি সাইট নই। অন্যান্য সাইট যেমনঃ বিট কয়েন সাইট, পিপিসি, সার্ভেয়ার সাইট গুলো জানার ও বুঝার চেষ্টা করবেন। তবে কাজ করতে হলে সঠিক সাইটে সাইট চিনে তারপর কাজ করুন। তথাপি যারা এই বিষয়ে টিউন করছেন তাদের কাছে অনুরোধ থাকবে পিটিসির কিছু বিষয়গুলো জিইয়ে না রেখে উন্মুক্ত বলার চেষ্টা করুন। কিছু বললাম আবার কিছু গোপনীয় রাখলাম এই অবস্থা হলে নতুন ইউজারদের জন্য টিউন করে লাভ কি? যেমনঃ পূর্বেই বলেছি অনেকেই লিখছেন ট্রাফিক মৌসূমে প্রতিদিন ৫ ডলার ইনকাম করুন, আমার গ্রুপে প্রবেশ করুন কিংবা আমার সাথে থাকুন ইত্যাদি.. ইত্যাদি মিষ্টি কথাবলী। সুতরাং আমারসহ অনেকেরই মূল টিউমেন্ট হচ্ছে টিউনারকারীর ফেবু গ্রুপে কেন, খোলসাভাবে এখানেই আলোচনা করুন কিভাবে ইনকাম বেশী বৃদ্ধি পাবে! আমিও শিখি, অনেকেই শিখুক। একজন/হাজার জনের যদি উপকার হয় তাহলে সেখানেইতো স্বার্থকতা লুকায়িত থাকে। আশা করি বিষয়টি অনেকেই বুঝতে পেরেছেন। তথাপি তারপরেও পিটিসিতে কাজ করাটা একান্ত আপনার বিষয়। টিউনের কলেবর ছোট রাখার চেষ্টা স্বত্তেও বেশ বড় হয়ে গেল সুতরাং দীর্ঘ সময় নিয়ে পড়ার জন্য আপনাদের সকলকে অসংখ্যক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই ভাল থাকুন। -আল্লাহ হাফেয- 😳
অনেক সুন্দর লিখছেন আপনি # ইদানিং টিটির ২০ শতাংশ পোষ্ট কেবল এগুলো নিয়ে #