পিটিসি সাইট ট্রাফিক মৌসুম নিয়ে যত কারসাজি! সাথে চলছে প্রতারনার মহা-উৎসব!!

السلام عليكم আসসালামু আলাইকুম।

 😆 🙄 সম্মানীত ভিজিটর বন্ধুগণ আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের ২য় তম টিউন। আশা করি সবাই এক প্রকার কুশলেই আছেন। হাল সময়ে আমাদের মত অনেক তরুন-তরুনীর ইন্টারনেট আসক্তিটা বেড়েছে। এই ইন্টারনেট আসক্তির মধ্য  ফেসবুক চ্যাটিংয়ের পর সবচেয়ে বেশী প্রবনতা দেখা যাচ্ছে ইন্টারনেট ইনকাম বিষয়ে। যাইহোক বিষয়টা ইতিবাচক হলেও কাজের দিক হতে অনেকে আবার হিতে বিপরীত মুখে হচ্ছেন। আজকের টিউনের মূল আলোচনাটাই করতে যাচ্ছি টিউনের শিরোনাম প্রতি পাদ্য বিষয়ে।
আমরা অনেকেই জানি ইন্টারনেট হতে আয় করা যায় এবং এর বহু মাধ্যম রয়েছে। তবে যারা ঝাঁনুবাজ তথা প্রফেশনাল ভাবে আয় করেন তারা ফ্রিল্যান্স, গুগলের মত অ্যাফিলিয়েটিং সাইট, কিংবা তাদের ব্লগ সাইটের মাধ্যমে আয় করে থাকেন। অপরদিকে আমাদের মত যারা নবীন, ফ্রিল্যান্স বিষয়ে ততটা দক্ষ নই তাদের অধিকাংশদের ইনকামটা হচ্ছে পিটিসি, সার্ভয়ার, পিপিসি, বিট কয়েন, সোস্যাল সাইট শেয়ারিং ইত্যাদি। পিটিসি, সার্ভেয়ার, পিপিসি সাইট হতে ইনকাম করা যায় তবে সেটি ফ্রিল্যান্স সাইটের মত প্রফেশনাল নই। এই সকল সাইটের আয় বৃদ্ধির মূল উৎস হল অ্যাড প্যাক, রেফার এবং প্রমোশন। এই ৩ টি বিষয় যাদের আছে তাদের ইনকাম মাসিক প্রায় ৪-২০ ডলার পর্যন্ত হতে পারে। এবং যাদের এই সব কিছুই নাই তাদের মাসে হতে পারে ২-৫ ডলার।

 পিটিসি বিষয়াবলী

আমি পিটিসি বিষয়ে কাজ করতে নিষেধ করছিনা। তবে আহবান করছি কাজ করতে হলে সঠিক সাইট জানুন, চিনুন ও কাজ করুন। ভুেইফোড় সাইটে কাজ করে অযথা সময় ও শ্রম নষ্ট করবেন না।  এবং কাজের অবসরে ফ্রিল্যান্সসহ যাবতীয় বিষয়গুলো জানার চেষ্টা করুন যেমনঃ গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, ব্লগিং, অ্যাপস, প্রোগ্রামিং ইত্যাদি। তথাপি টিটি সহ অনেক ব্লগ রয়েছে যেখানে আপনি এই বিষযগুলো একটু মনোযোগী হলেই জানতে পারবেন। পিটিসি সাইটে ইনকাম করা গেলেও এর কোন নিশ্চয়তা নাই কতক্ষণ সাইট টিকে থাকবে।

পিটিসি সাইটের পরিসংখ্যান

 ইদানিং অনেককেই দেখছি অযথা ভূঁইফোড় পিটিসি সাইটে নিজে কাজ করবেন আবার সেই সাথে রেফারেল সংগ্রহের জন্য অন্যকে অফার করছেন। বর্তমানে টেকটিউনস সাইটে প্রতিনিয়ত এমন অনেকের  টিউন করা দেখছি। সুতরাং যারা পিটিসি সাইটে কাজ করবেন তারা অন্যর কথাতে কান না পেতে নিজে রিভিউ ও স্ট্যাটাস জানার চেষ্টা করুন। হ্যা আমি হলফ করে বলতে পারি পিটিসি আয়ের যে লিগ্যাল সাইট রয়েছে বর্তমানে তা ২ হালির বেশী হবে না। পিটিসির সেরা সাইট ছিল নিওবাক্স। যা তারা প্রায় ৮ বছর পর এসে স্ক্যাম হয়েছে। দূঃখের বিষয় তারপরেও অনেককে দেখছি সেখানে জয়েন করতে। একটু কথা জেনে রাখুন প্রতিদিন প্রায় ভূয়াভাবে ১০-৩৫ টি সাইট তৈরি হয়। বর্তমানে এর তালিকা করলে প্রায় ১০,০০০০ এর উপর ছাড়িয়ে যাবে। এবং ইন্টারনেটে যখন আপনি কোন পিটিসি সাইটে কাজ করেন সেখানে এই সব ভূঁইফোড়ের ইমেজ সহ লিংক দেখা যায়। ফলে অনেকেই কৌতুহলে সেখানে জয়েন করে। সুতরাং একটু  সাবধানে পা ফেলার চেষ্টা করতে হবে।

পিটিসি সাইট নিয়ে টেকটিউনস সহ অন্যান্য সাইটে স্ক্যাম টিউন করার চেষ্টা

 পূর্বেই বলেছি ইদানিং অনেককেই বিভিন্ন ব্লগ সাইটে স্ক্যাম টিউন করতে দেখছি। তথাপি অনেকে আবার লিগ্যাল সাইটের টিউন পাবলিশ করলেও কৌশলে প্রতারনার আশ্রয় নিচ্ছেন। নিম্নে আপনাদের বুঝার সুবিধার্থে বেশ কয়েকটি উদাহরন প্রদান করব।
  • ১। প্রথমত ভূয়া পিপিসি, পিটিসি সাইটের লিংক সহ টিউন পাবলিশ করছেন যেমনঃ  আমার রেফারে জয়েন করলে ৫ ডলার, ১০ ডলার ইত্যাদি। কিংবা আয়ের কৌশলে শিখিয়ে দিব। কয়েকটি ভূয়া টিউনের ইমেজ নিচে দেওয়া হল-
  •  ২। নিওবাক্স স্ক্যাম হবার পর বর্তমানে পিটিসি সাইটের মধ্য ২য় স্থান করে নিয়েছে ট্রাফিক মৌসুম সাইট। হ্যা সাইটটি বর্তমানে লিগ্যাল। আমার বন্ধুদের অনেকেই এখানে কাজ করছে, একাধিকবার পে পেয়েছে। মূলত সময় ব্যয় বহুল হলেও ভাল আয় করা যায়। বর্তমানে টেকটিউনস সহ অনেকের ট্রাফিক মৌসুম নিয়ে টিউন করতে দেখছি। তাদের অবশ্য উদ্দেশ্য একটাই তাহল কিছুটা রেফার সংগ্রহের চেষ্টা ও ইনকাম বৃদ্ধি করা।
  • ৩।  অবশ্য ব্যক্তিগতভাবে তাদের রেফারেল সংগ্রহের দোষের বিষয় দেখছিনা। কিন্তু রেফারেল সংগ্রহের সাথে টিউনে কৌশলগত বেশ কিছু চাতুরতা চোখে পড়ে সেই গুলো নিম্নরুপঃ

ক। 

 খ।

 গ।

রেফার বিষয়ে প্রতারনাসহ আমার কিছু টিউমেন্ট

১। আমার রেফারেলে জয়েন করলেই আপনি পাবে ৫ ডলার কিংবা আমি আপনাকে দিব ১, ৫ ডলার।

  • টিউমেন্টঃ ডাহা মিথ্যা কথা! যে রেফারকারী সে আপনাকে এত ডলার দিবে কি জন্য। তার কি টাকার গাছ আছে!!

২। আমার সাইটে জয়েনে করলে আমি আপনাদেরকে বেশী ইনকাম করাটা শিখিয়ে দিব। সেইজন্য ফেসুবক গ্রুপে, টুইটারে জয়েন্ট করুন। কিংবা ইউটিউব ভিডিও দেখুন।

  • টিউমেন্টঃ এটিও অনেকটা প্রতারনার কৌশল। মূলত পিটিসি সাইটে  এই ধরনের কোন সিক্রেট ইনকামের কৌশল নাই আমার অভিজ্ঞতাতে। মূলত যিনি রেফার করছেন সেটা হয়ত তার ফেসবুকের লাইক কিংবা গ্রুপের সদস্য বৃদ্ধির জন্য। যদি ইনকামের কৌশল থেকেই থাকে অন্যকে উপকার করতে চান তাহলে ফেসবুক গ্রুপ কেন! মূল ব্লগেই প্রমানপত্র সহ দাখিল করুন। পূর্বেই বলেছি পিটিসির ইনকামের সিক্রেট কৌশল হলঃ রেফার, রেন্টেড, অ্যাড প্যাক।

৩। অনেকে আবার টিউনে প্রমান পত্র হিসাবে পেমেন্ট পাওয়ার স্কীন শর্ট দাখিল করেন। তার অধিকাংশের প্রায় ৯৭% ই স্ক্যাম। কারন তারা নিজেরা ফটোশপ, এম.এস ওয়ার্ড, পেইন্ট স্ক্রীপ্টে এডিট করেন যাহা অভিজ্ঞজন দেখলেই বুঝতে পারবেন।

  • স্ক্যাম পেমেন্টের নমূনা পত্র-

 

(জ্ঞাতব্য বিষয়ঃ উপরের যে চিত্রটি দেওয়া হয়েছে সেটি অবশ্য পেজার ট্রানজেকশন লিংকে ক্লিক করলে এরুপ আসবে। মূলত ডিজাইন সহজ সরল হওয়াতে অনেকেরই এডিট করার মাধ্যমে স্ক্যাম ইমেজ হিসাবে চালিয়ে দেওয়াটা স্বাভাবিক হতে পারে। সুতরাং এখানে এই বিষয়টি নিশ্চিত হওয়াটা বেশ কষ্টকর! তথা যিনি টিউন পাবলিশ করছেন তিনি যদি উক্ত ইমেজের সাথে নিচের ইমেজের মত তার পেজার ট্রানজেকশনের সামারি যদি (তার নাম সহ) পাবলিশ করেন। তাহলে বেশ ভাল ভাবে অাঁচ করা যায় বিষয়টি সত্য!
  •  পেইজা ইইতে আসল চিত্র-

১।

২।

কিভাবে বুঝবেন কোন সাইট গুলো বৈধ ও স্ক্যাম?

তাহলে  বোধ হয়, এবার বিষয়গুলো ক্লিয়ার হতে পারলেন !! সুতরাং এখানে আমার কথাতেও নই কিংবা অন্য কারোর প্রচারনাতে নই। নিজেই যাচাই করতে পারবেন কোন সাইট গুলো বৈধ/স্ক্যাম। এই বিষয় নিয়ে আমি পূর্বে একটি টিউন করেছিলাম। হাতে সময় থাকলে পড়তে পারেন এখানে

সর্বশেষ

 😥 শুধু পিটিসি সাইট নই। অন্যান্য সাইট যেমনঃ বিট কয়েন সাইট, পিপিসি, সার্ভেয়ার সাইট গুলো জানার ও বুঝার চেষ্টা করবেন। তবে কাজ করতে হলে সঠিক সাইটে সাইট চিনে তারপর কাজ করুন। তথাপি যারা এই বিষয়ে টিউন করছেন তাদের কাছে অনুরোধ থাকবে পিটিসির কিছু বিষয়গুলো জিইয়ে না রেখে উন্মুক্ত বলার চেষ্টা করুন। কিছু বললাম আবার কিছু গোপনীয় রাখলাম এই অবস্থা হলে নতুন ইউজারদের জন্য টিউন করে লাভ কি?  যেমনঃ পূর্বেই বলেছি অনেকেই লিখছেন ট্রাফিক মৌসূমে প্রতিদিন ৫ ডলার ইনকাম করুন, আমার গ্রুপে প্রবেশ করুন কিংবা আমার সাথে থাকুন ইত্যাদি.. ইত্যাদি মিষ্টি কথাবলী। সুতরাং আমারসহ অনেকেরই মূল টিউমেন্ট হচ্ছে টিউনারকারীর ফেবু গ্রুপে কেন, খোলসাভাবে এখানেই আলোচনা করুন কিভাবে ইনকাম বেশী বৃদ্ধি পাবে! আমিও শিখি, অনেকেই শিখুক। একজন/হাজার জনের যদি উপকার হয় তাহলে সেখানেইতো স্বার্থকতা লুকায়িত থাকে।  আশা করি বিষয়টি অনেকেই বুঝতে পেরেছেন। তথাপি তারপরেও পিটিসিতে কাজ করাটা একান্ত আপনার বিষয়। টিউনের কলেবর ছোট রাখার চেষ্টা স্বত্তেও বেশ বড় হয়ে গেল সুতরাং দীর্ঘ সময় নিয়ে পড়ার জন্য আপনাদের সকলকে অসংখ্যক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই ভাল থাকুন। -আল্লাহ হাফেয- 😳
  • বিশেষ প্রয়োজনে আমাকে অনুসরন করতে পারেন...

বাংলা ব্লগ | ফেসবুক পেজ | গুগল প্লাস পেজ |

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর লিখছেন আপনি # ইদানিং টিটির ২০ ‍শতাংশ পোষ্ট কেবল এগুলো নিয়ে #

    অসংখ্যক ধন্যবাদ সফি উল্লাহ ভাইয়া, টিউমেন্ট করার জন্য। জ্বী হ্যা ঠিকই বলেছেন বর্তমানে অযথা পিটিসি বিষয়ক টিউনের ফলে ব্লগের মান যেমন নষ্ট হচ্ছে তেমনি ভিজিটরদের হয়রানিও কম হচ্ছে না!

ভাই আপনার টিউন গুলো ফাটাফাটি হয় ৷ টিটি তে এই সময়ে আপনার মতো টিউনার পাওয়া যাবে কি না সন্দেহ

কিন্তু আপনি নিয়মিত টিউন করেন দেখে খুব খারাপ লাগে

আমি আপনার একজন ভক্ত হিসেবে বললাম ভুল হইলে মাফ কইরেন বর ভাই

    বোধ হয় একটু বেশীই বললেন! টিটিতে যে কয়জন টপ টিউনার আছেন তাদের ধারের কাছেও আমি নই। অতি নগন্য। তবে তাদের অনেকের লেখা পড়ি, অনুকরন ও অনুসরনের চেষ্টা করি। সবাই চাই কম-বেশী টিউন করতে, কিন্তু ব্যস্ততা তো কারোর কম নই, সেই হিসাবে আমিও ব্যতিক্রম নই। তবে কিছু লেখার চেষ্টা থাকবে। পরিশেষে সুন্দর অনুভূতি মূলক টিউমেন্ট করার জন্য আপনাকে অসংখ্যক ধন্যবাদ এবং আশা রাখি পরবর্তী সময়েও আপনাকে টিটিতে পাব। -ভাল থাকবেন

আপনি তো মনে হয় এই সাইট এ কাজ করেন নাই তাইলে আমার একটা পোস্ট আপনি দিলেন ভুয়া বলে ।আগে নিজে কাজ করেন তারপর যদি আপনি প্রতারনায় পরলে তারপর পোস্ট দেন ।আমি নিজে এই সাইট থেকে ডলার পাইছি ।তাই পোস্ট দিলাম আর অন্যদের মত তো বলি নাই যে মাসে ১০০ বা ৫০০ ।আরও কিছু আপনার ভুল রয়েছে একবার বলছেন কাজ করে আবার মানা করছেন ,আবার আপনি বল্গ আর কথা বলেন ।আমি কারু রেফারেল ছাড়া ৫-৬ দিনে ৩ ডলার করে তুলছি পোস্ট এ আরও কম বলেছিলাম ।আপনার কাজ টা ঠিক হয় নি ,যদিও টিটি তে ২ বছর আছি আমি আপনার থেকে আনেক ছোট ভুল হলে মাফ করবেন ।

    ইমরান ভাই এর পেমেন্ট প্রফ ভিডিও টা দেখেন আপনার বুঝতে সুবিধা হবে—- https://www.youtube.com/watch?v=atsJFrUAemk

    টিউমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে। ব্রাদার, পিটিসি সাইটে প্রায় ৩ বছর পূর্বে কাজ করতাম, বেশ অভিজ্ঞতা হয়েছে। বর্তমানে অন্যান্য ব্যস্ততার কারনে সময় হয়না ও ভাল লাগেনা। তথাপি ট্রাফিক মৌসুমকে কিন্তু আমি বর্তমানে আমার টিউনের কোথাও উল্লেখ করিনি এটি ভূয়া! টিউনের মধ্যই উল্লেখ করেছি নিওবাক্স্ স্ক্যাম হবার পর ২য় পজিশনের মার্কেট ধরেছে এই টি.এম। এটি এখনো পে করছে, আমার বন্ধুদের অনেকেই এখানে কাজ করছে। তবে আমি উল্লেখ করেছি টিউনারদের কিছু গোপনীয় বিষয়গুলো খোলসাভাবে পাবলিশ করার জন্য যে গুলো টিউনে বলেছি। এই যেমন আপনি বলছেন “আমি কারু রেফারেল ছাড়া ৫-৬ দিনে ৩ ডলার করে তুলছি” কিংবা কিছু জনের অভিমত প্রতিদিনে ৫ ডলার করছি, আমার রেফারে করলে ৩ ডলার দিব ইত্যাদি। বিষয়টা এই জায়গাতেই!! তাহলে এই বিষয়ে একটি বিস্তারিত টিউন করুন কিভাবে প্রতিদিনে ৩ ডলার কিংবা রেফারকারীর আমন্ত্রনে সে কিভাবে আমাকে ২-৫ ডলার দিবে? আমিও শিখি ও অন্যকে শেখানোটা তো দোষের নই! উপরন্তু আমি টিটিতে এই কথা বলিনাই যে, আপনারা পিটিসি সাইটে কাজ করবেন না, বরং বুঝাতে চেষ্টা করেছি স্ক্যাম-লিগ্যাল সাইট চিনে তারপর কাজ করবেন, এমনকি আমার প্রচারনাতেও নই। তবে এই সবের পাশাপাশি ফ্রিল্যান্স সহ ভাল বিষয় জানার ও শেখার চেষ্টা করতে হবে।

    মানুষ মাত্রই ভূল সেখানেও আমারও ভূল থাকাটা স্বাভাবিক। এমন কিছু পরিলক্ষিত হলে আপডেট করার চেষ্টা করব।টিটিতে আপনি ২ বছর, আর আমি প্রায় ১ বছর ৮ মাস। বাই দ্য ওয়ে অনেক কথা হল। ভাল থাকবেন।

ptc সাইট ভুয়া, এই গুলা যখন তখন স্ক্যাম হয়ে যেতে পারে। এই টা আমরা অনেকেই জানি। তার মধ্যে TM টা ভালো এই টা তে। যারা কাজ করে তারা সবাই জানে। এই সাইট থেকেই সর্ব প্রথমে ৩৫ দিনে ৫০ ডলার ইনকাম করেছি।তাও ৩৫ দিনের ১০ দিন ইনকাম করেছি। আর ২৫ দিনি ইনকাম মৌসুমের বাইরে। এই খানে আপনি ট্রাফিকমুনসুন কে ট্রাফিক মৌসুম বলেছেন। ১০০% রাইট কারন হলো ৭ দিন ১৫ দিন বাদে বাদে এদের মৌসুম শুরু হয়। আজকে TM এর মৌসুম বন্দো আছে। যখন মৌসুম বন্দো থাকে তখনি ভাবি হয় তো আজকেই ট্রাফিক মুনসুন স্ক্যম হয়ে গেলো। এর আগে ৩ মাস স্ক্যম হয়ে ছিল।

    জ্বী হ্যা আপনার সাথে সহমত। তথাপি টিউনে এও উল্লেখ করেছি লিগ্যাল পিটিসি সাইটে কাজ করার পাশাপাশি প্রফেশনাল আয়ের চিন্তা করতে হলে অবশ্যই ব্লগ, ফ্রিল্যান্স বিষয়াদি জানতে বুঝতে ও শিখতে হবে। অপরদিকে বাংলা শাব্দিক অর্থে মৌসুম বলে আখ্যায়িত করেছি। After all, পিটিসি সাইট কখন কি করে বসে তার নিশ্চয়তা নাই। পরিশেষে সুন্দর টিউমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে।

ভাই এএমডি আব্দুল্লাহ্ আমি জানিনা আপনি কতদিন হতে পি টি সি সাইটে কাজ করেন এটা আপনার শেয়ার করার দরকার ছিল। আমি গত ১ বছর ৫ মাস যাবৎ নিয়মিত কাজ করে আসছি এবং কোন বিনিয়োগ ছাড়া। আমি এখন পর্যন্ত প্রায় ২৮০ ডলার ইনকাম করেছি নিওবাক্স হতে আমার পেমেন্ট প্রুফ যদি দেখতে চান তবে দেখতে পারেন আমার সাথে যোগাযোগ করেন। নিওবক্স কোন স্কাম সাইট নয় যেদিন নিওবক্স স্কাম হবে সেই দিন হতে পিটিসি নামক শব্দটি আর থাকবেনা বলে আমার মনে হয়। আর ট্রাফিক মুনসুন এর কথা বলছেন এদের একটি সমস্যা আছে একাউন্ট খোলার বেশ কয়েক দিন পর পেমেন্ট ম্যাথড থাকেনা টাকা তোলার সময় আর তোলা য়ায় না। আমি গত ১০ দিন আগেও ২০ ডলার পেমেন্ট নিয়েছি নিওবক্স হতে। প্রমান চাইলে যোগাযোগ করেন [email protected]

    হ্যা ব্রাদার আমিও এক সময় এটিতে কাজ করতাম সেই ২০১৩ সালে, বেশ কয়েকবার পেমেন্ট পেয়েছিলাম। বর্তমানে আর কোন পিটিসি সাইটে কাজ করিনা। আমার বন্ধুদের প্রায় ৬-৭ জন নিওবাক্সে কাজ করছে কিন্তু প্রায় ৫-৬ মাস হয়ে গেল পে হচ্ছে না, পেন্ডিং অবস্থাতে আছে। বর্তমানে পিটিসি ইনভেসটেগনের মতে সাইটটি স্ক্যাম হয়ে গেছে। লিংক-http://www.ptc-investigation.com/neobux.php

100% নিশ্চিত না হয়ে টিউন করা উচিত না। আপনি যে Payza এর screenshot দিয়ে ওটাকে ভুয়া বলেছেন এটা কি নিশ্চিত হয়ে বলেছেন? আপনি কে জানেন যে আগের ইউজার আর Payza update হওয়ার পরের ইউজারদের UI এক রকম নই। আমি আমার Skype ID দিচ্ছি। আপনি যেটাকে ভুল বলেছেন সেটা যে ভুল নয় তা আপনাকে আমি আমার Payza account থেকে দেখাব। অল্প বিদ্যা সত্যিই ভয়ংকর।

My Skype ID: sopnilsiraj

    ধন্যবাদ। আমি টিউনে বলেছি এই রকম সহজ-সরল স্কীণ শর্টের কারনে প্রতারনা হওয়াটা স্বাভাবিক কিছু নই। মূলত যারা পিটিসি বিষয়ে টিউন করছেন সেখানে তিনি যদি উক্ত ইমেজের সাথে ইমেইলে প্রাপ্ত ইমেজ, পেজার ট্রানজেকশনের সামারি (ইউজারের নাম সহ) পাবলিশ করেন। তাহলে বেশ ভাল ভাবে অাঁচ করা যায় বিষয়টি অনেকটাই সত্য! তথাপি বর্তমান ও পূর্বের ইউজারদের ট্রানজেকশন প্রেরিত ইমেজ আপডেট একই ভাবে সাবমিট হচ্ছে। মনে করুন, কেউ একজন স্কীনশর্ট এম.এস ওয়ার্ডে এডিট করে দিল তাহলে আপনি কিভাবে ডিটেক্ট করবেন? যাইহোক হয়ত আপনার মত (যেহেতু আপনি টিটিতে ৪ বছর) আমি তেমন অভিজ্ঞ নই, অল্প বিদ্যাতেই আছি। তাই বোধ হয় এই বিষয়ে আপনি যদি একটি পূর্ণাঙ্গ টিউন করেন তাহলে আমার মত ইউজারদের ভূল ধারনার অবসান হবে বলে মনে করি। পরিশেষে সুন্দর টিউমেন্টের জন্য ধন্যবাদ।

আমি সত্যিই দুঃখিত ওভাবে বলার জন্য। আসলে আমি Payza এর সঠিক আর ভুল screenshot এর কথা বলেছেন তো তাই মাথা গরম হয়ে গিয়েছিল। আসলে সব Payza account এর UI এক নয়। আবার Personal এবং Business account তো আছেই। Personal এবং Business account এর UI এক হয় না। তাই যেটাকে আপনি SCAM বলছেন সেটা SCAM নাও হতে পারে যেহেতু আপনি UI দিয়ে বিচার করেছেন। আপনার টিউন দেখে কেউ একজন হলেও তো ভুল শিখলো! তাই ওভাবে বলেছি। ভাল থাকবেন।

ভাই এএডি আব্দুল্লা্হ আপনি কি আমার গত কয়েক দিন আগের পেমেন্ট এর স্কিনসট দেখতে চান হা কি না?

    পেমেন্ট দেখার তেমন প্রয়োজন নাই। তবে পিটিসি ইনভেস্টশনের কথাতে নিশ্চিত প্রমাণিত হয় সাইটটি স্ক্যাম হয়ে গিয়েছে।তথাপি যা পে করছে তার ১০০ ভাগের ১৫% মাত্র। যেখানে পূর্বে করত ৯৯%

আগে নিজে নিওবক্সে কাজ করেন এবং করেন পেমেন্ট না দিলে আমি আপনার টাকা পেমেন্ট করবো। ওরা ১৫% পেমেন্ট করেনা আগে ৯৯% করতো না ১০০% পেমেন্ট করতো এবং এখনো করে। আর একটি কথা বলে রাখে কাজ করতে কোন সফটওয়ার ব্যবহার না করে ম্যানুয়েলি কাজ করেন এবং পেমেন্ট নেন।

কিন্তু এই সাইটটা সত্যি-ই পে করে। আমি আগে কাজ করতাম। withdraw এর উপর ক্লিক করলেই সাথে সাথেই আমার পেজাতে ডলার চলে আসে। কিন্তু এখন আমি এই সাইটে কাজ করিনা, কারণ তেমন রেফারেল আমার মতো গুলা বানাইতে পারবে না। মজার ব্যাপার সাইট টা এখনো instant payment দেয়।