স্পোর্টস
ডেস্ক:
অস্ট্রেলিয়ান
ঘরোরা লিগে
বিগ ব্যাশের তিন
দল নাকি
মুস্তাফিজুর
রহমানকে
পেতে যুদ্ধে নেমে পড়েছে? প্রশ্ন শুনে
এ দেশে বাঁহাতি মুস্তাফিজের ‘ডান হাত’ হেসেই
খুন, ‘পাগল নাকি! বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) আর
নিউজিল্যান্ডে বাংলাদেশের সিরিজ আছে। ওই
সময়ে কী করে বিগ ব্যাশে খেলবে
মুস্তাফিজ?
বাংলাদেশি তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে দলে
টানতে চাইছে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-
টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ। শুধু তাই নয়,
ইতিমধ্যে কাটার মাস্টারকে পেতে
টুর্নামেন্টের তিনটি দল মেলবোর্ন
রেনেগেডজ, সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার্স
উঠেপড়ে লেগেছে। খবর অস্ট্রেলিয়ার
ক্রিকেট বিষয় শীর্ষ স্থানীয় গণমাধ্যম
ক্রিকেট.কম.এইউয়ের।
এদিকে আইপিএলে একের পর এক মুস্তাফিজ চমক
সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের চোখে
তকমা লাগিয়ে দিয়েছে। আইপিএলে সানরাইজার্স
হায়দরাবাদের হয়ে খেলছেন কাটার মাস্টার।
সেখানে দারুণ ফর্মে রয়েছেন এই বিস্ময়
বালক। এই পর্যন্ত টানা ১২ ম্যাচে খেলেছেন
মুস্তাফিজ। এতে তার শিকার ১৪ উইকেট।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করার পর
ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে খেলতে
ইংল্যান্ড যাওয়ার কথা কাটার মুস্তাফিজের। গত বছর
ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই পাঁচ
উইকেট নিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে
দিয়েছিলেন সাতক্ষীরার এই বালক।
এরপর থেকে মুস্তাফিজকে দলে পেতে চায়
ক্রিকেটবিশ্বের দামিদামি টুনামেন্টগুলো। যার
মধ্যে উল্লেখযোগ্য টুনামেন্ট হলো,
পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
(আইপিএল), ইংলিশ কাউন্টি ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বিপিএল।
Grameen To Grameenphone Balance Tranesfer Trick JUst Updated
আমি এইচবি সোহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
comment