স্পোর্টস
ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার
লিগে(আইপিএল)
আজ দিল্লি
ডেয়ারডেভিলসের
বিপক্ষে
নিজেদের
১৩তম ম্যাচে মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ।
শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় রায়পুরে
ম্যাচটিতে অনুষ্ঠিত হবে।
হায়দরাবাদ ১২ ম্যাচ খেলে ৮টিতেই জয়
পেয়েছে। ফলে তারা ১৬ পয়েন্ট নিয়ে
টেবিলের শীর্ষস্থানে রয়েছে। ১৩ ম্যাচ
খেলে সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই
রয়েছে গুজরাট লায়ন্স। আর তৃতীয় স্থানে
রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৩ ম্যাচ
খেলে ১৪ পয়েন্ট নিয়ে।
হায়দরাবাদের শেষ চারে ওঠার সম্ভাবনা অনেকটাই
নিশ্চিত। তারপরও জয়ের প্রস্তুতি নিয়েই
মাঠে নামবে মুস্তাফিজ-ওয়ার্নাররা। কেননা, এবারের
আসরে দিল্লির বিপক্ষে প্রথম দেখায় বড়
পরাজয়ের শিকার হয়েছে হায়দরাবাদ। দিল্লি প্রথম
পর্বের খেলায় ৭ উইকেটের জয় তুলে নেয়
তাদের বিপক্ষে। দিল্লি ১২টি ম্যাচ খেলে ৬টিতে
হার এবং ৬টিতে পরাজয় পেয়েছে। ফলে তারা ১২
পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান
করছে।
দিল্লির বিপক্ষে প্রথম দেখায় কিন্তু মুস্তাফিজ বল
হাতে সুবিধা করতে পারেননি। একমাত্র ওই ম্যাচেই
তিনি সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড
গড়েছেন। ৪ ওভার বল করে তিনি ৩৯ রান দেন।
তাই এ ম্যাচে মুস্তাফিজকে কঠিন পরীক্ষাই দিতে
হবে। এদিনের ম্যাচকে প্রতিশোধের ম্যাচ
হিসেবেই দেখতে পারে মুস্তাফিজ।
এ ছাড়া হায়দরাবাদ দলের আরেক অভিজ্ঞ বোলার
আশিষ নেহরা ‘হ্যামস্ট্রিং’ ইনজুরির কারণে
টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন। যা
দলের জন্য খারাপই বলতে হবে। তার বিকল্প
হিসেবে কে নামবে মাঠে তা এখনো নিশ্চিত
নয়।
অন্যদিকে দিল্লি এ ম্যাচ দিয়ে প্লে অফে ওঠার
লড়াইয়ে নামবে। শেষ চারে উঠতে হলে
তাদের জয়ের বিকল্প কিছু ভাবা যাবে না। তবে
আশার কথা হচ্ছে শেষ ৫টি ম্যাচের মধ্যে
মুস্তাফিজদের বিপক্ষেই তারা জয়ের দেখা
পেয়েছে। তাই এদিনের ম্যাচেও তারা জয়ের
প্রত্যাশাই করছ
আমি এইচবি সোহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।