বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউনটি শুরু করছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। ভাবছি এখন থেকে বাংলাদেশের তৈরি বড় বড় জনপ্রিয় ওয়েব গুল নিয়ে রিভিও লেখা শুরু করব। বাংলাদেশেও যে এখন বিশ্বমানের ওয়েবসাইট তৈরি হচ্চে সেটা সবাইকে জানানো উচিত।আজকে রিভিও করছি একটি মুভি সাইট নিয়ে। সম্প্রতি সময়ে সাইটটি সারা পৃথিবীর মানুষের নজর কেড়েছে খুব কম সময়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রতিবেদনে চলে যাই।
সাইটের নামঃ ক্যাসপার মুভিজ ডট কম (http://www.kaspermovies.com/)
ইউনিক ভিজিটরঃ ৫০ হাজার প্রতিদিন।
আলেক্সা রাঙ্কিকং:আলেক্সাতে সারা পৃথিবীর মধ্যে সাইটটি বর্তমানে ৮৪ হাজারে আছে।লোকাল দেশ গুলোর মধ্যে ইন্ডিয়াতে আছে ৫ হাজারে বাংলাদেশের মধ্যে ১৩০০ তে পাকিস্তানে ৮ হাজার সৌদিআরবে ১২ হাজারে এছাড়াও আর অনেক দেশে রয়েছে রাঙ্ককিং(http://www.alexa.com/siteinfo/kaspermovies.com) (রাঙ্কিং লাস্ট আপডেট ১৪/০৫/২০১৬)।
কি কি মুভি ডাউনলোড করতে পারবেন:এখেন আপনি পাবেন আপনার পছন্দের সব মুভি সবার আগে অরজিনাল ডাউনলোড লিঙ্ক সহ। আছে বাংলা মুভি সেই সাথে বলিউড হলিউড তামিল তেলেগু পাঞ্জাবি মারাঠি জাপানিজ কোরিয়ান চাইনিজ পাকিস্তানি মুভি। সবচেয়ে মজার বিষয়টি হচ্চে এখানে সকল জনপ্রিয় মুভির হিন্দি ডাবিং রয়েছে তাই হলিউডের মুভি গুলোর হিন্দি ডাবিং নামিয়ে নিয়ে আপনি উপভোগ করতে পারেন হলিউড মুভি গুলও।
কেন অন্যান্য সাইটের থেকে আলাদাঃ এখানে রয়েছে দুই ক্যাটাগরির ডাউনলোড সদ্য মুক্তি প্রাপ্ত মুভিগুল এখানে নিজস্ব সার্ভারে আপলোড করা হয় তাই আপনি কোন ঝামেলা ছারাই মাত্র এক ক্লিক এ মুভি ডাউনলোড করতে পারবেন।
আমি এহতেশাম অমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।