সবাইকে শুভেচ্ছা,
অনেকদিন পর লিখতে বসলাম। এবার অাপনাদের জন্য নিয়ে এলাম অন্য রকম একটি বিষয়।
গল্প শুনতে বা পড়তে কার না ভালো লাগে? কিন্তু ব্যস্ত জীবনে পছন্দের বইটি নিয়ে বসার সময় কোথায়?
তাই গল্পকথক অাপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা গল্পের অডিও। ইতোমধ্যে দু'টি গল্প রেকর্ড করা হয়েছে।
অামাদের রেকর্ডকরা প্রথম গল্প দু'টি হচ্ছে:
এছাড়াও অারো অনেক গল্প অাসছে সামনে। অাপনারা সাথে থাকলে ফেলুদা, শার্লক হোমস্, ব্যোমকেশ বক্সী, হিমু, মিসির অালীর মত জনপ্রিয় চরিত্রগুলোকে অডিওতে নিয়ে অাসা সম্ভব হবে।
অামাদের গল্পগুলোকে যথাসম্ভব সুন্দর করার চেষ্টা করা হয়েছে। যেহেতু এ গল্প দুটি দিয়েই অামরা অামাদের কাজ শুরু করেছি সেহেতু অনেক ভুল ত্রুটি হয়েছে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
অামাদের প্রথম রেকর্ড দুটি এখনই ডাউনলোড করে নিন অার শুনে ফেলুন।
অাশা করি অাপনাদের ভালো লাগবে।
অামাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য:
অামাদের ওয়েবসাইট: http://www.golpo.desi
অামাদের ফেসবুক পেইজ: গল্পকথক - golpo.desi
যদি অামাদের গল্প গুলো অাপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে শুনতে উ্তসাহী করবেন।
গল্প পড়ুন, গল্প শুনুন অার গল্পকথকের সাথেই থাকুন।
আমি জাওয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি এবং কবিতা দুটোকেই ভালোবাসি!