আসসালামু আলাইকুম। এই টিউনটিকে কেউ সিরিয়াসলি নিবেন না। নিছক মজা করে লেখা।
ফেসবুকে অতি সম্প্রতি যুক্ত হয়েছে লাইকের সাথে ছয়টি নতুন ইমোজি। দুঃখের কথা হলো টিউন সম্পর্কে অনুভূতি প্রকাশের জন্য মোটেও যথেষ্ট নয়। এমনকি অপছন্দ(ডিজলাইক) বাটনও রাখা হইলো না। মাথা গরম করা পাব্লিকদের জন্য শুধু এংরি ইমোশন যথেষ্ট নয়, আরো ইমোশন দরকার। ইমোটিকে কি নাই সেইটা বুঝতাছিলাম না প্রথমে। হেট আর ডিজলাইকের কথাই মনে হচ্ছিলো। তবে কিছু একটা নাই, টিউনের সম্পর্কে আমার আবেগ প্রকাশ হচ্ছে না বুঝতে পারছিলাম। বিষয়টা বুঝিয়ে দিলো সিয়াম। সিয়াম আহমেদ। খুব গুরুত্বপূর্ণ কথা, যা এই টিউনের টিউমেন্টে পাবেন।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।