সবসময় শুধু এটা ওটা। চলুন একটু মজা করে কিছুক্ষন। সবাই দেখুন। আশা করি সবাই অনন্দ পাবেন.

বেশি কিছু বলবো না।
(বিদ্রঃ গল্পটা কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নাই। তবুৃও যদি মিলে যায় আমি দাই থাকবো না।)

ক্রিং ক্রিং ক্রিং রিয়াদের কল।
আমি কল রিসিভ করলাম।
আমিঃ কি খাবর। কি মনে করে কল দিলি।
রিয়াদঃ কি আর হবে এমনিই কল দিলাম। তোর খবর কি?
আমিঃ ভালোই আছি।
রিয়াদঃ তুই Clash Of Clans এ ওয়ার এ্যটাক দিস নাই কেনো। টাইম বেশি নাই তাড়াতাড়ি দে।
আমিঃ হুুম। দিবো। কিছুক্ষণ পরে। ভাবছি এই অ্যাটাকে ১০ টা ড্রাগ (ড্রাগন) নিবো।
রিয়াদঃ এতোগুলা লাগবে না। ৬ টা হলে হয়ে যাবে।
আমিঃ না হবে না। ৩টা গুটি (এয়ার ডিফেন্স) আছে।
রিয়াদঃ তোর যা ভালো মনে হয় তাই কর। তবে একটু তাড়াতাড়ি করিস।
আমিঃ কিছুক্ষণ পরে পারি নাকি।
কল কেটে দিলো।

রুমে মা এর আগমন।
মাঃ বিয়াদব কেমন হইছিত।
আমিঃ অবাক হয়ে তাকিয়ে বললাম আমি আবার কি করলাম।
মাঃ করতে বাকি আছে কিছু।
আমিঃ উল্টা পাল্ট কথা না বলে সহজ ভাবে বলো, কি হইছে।
মাঃ বাসায় লোক আইছে আর তুই এখানে বলে কার সাথে মোবাইলে কি কথা বলতেছিত।
আমিঃ ও। আমি তো খারাফ কিছু বলি নাই। রিয়াদ কল দিছিলো। আমি যে গেমটা খেলি তার ব্যাপারে।
মাঃ তাহলে ড্রাগ ড্রাগ কি যেনো শোনলাম।
আমিঃ ও। ড্রাগন।
মা শুনে রুম থোকে চলে গেলো।

বিকালে বাজারে গেছি।
এক লোকঃ কি ব্যাপার এতো খারাফ হলি কবে থেকে। তোর বাপ খুব ভালো এক জন মানুষ। কিন্তু তুই এমন হইলি ক্যামনে। (আরো অনেক ভক্ত কথা)
আমিঃ কেনো কি হইছে।
লোকঃ নেশা শুরু করলি কবে থেকে। কোন মেয়ের জন্য এমন করলি। আমাদের বলতি। আমরা তোর বাপকে বুঝিয়ে বলতাম। একটা কিছু হতো।
এটা বলে গাড়িতে উঠে লোকটা চলে গেলো।

তারপর আর তেমন কিছু হলো না।

পরের দিন সকালে ক্লাসে গেছি।
সবাইঃ কি সাগর তোর কি হইছে?
আমিঃ অবাক হয়ে বল্লাম। কই কিছু না তো।
সবাইঃ কার জন্য নেশা শুরু করলি।
আমিঃ এর মানে কি। কি বলতেছিত।
সবাইঃ (উল্টা পাল্ট কথা বলতে থাকলো।)
আমিঃ আগে বল যে কে বলেছে।
সবাইঃ তাহলে বলবি কার জন্য এমন করলি।
আমিঃ হুম। বলবো।
সবাইঃ কালকে আমি বাজার থেকে আসার সময় শুনচি।
আমিঃ আমি কেমন ছেলে। আমার সাথে তো তোরা প্রায় ৩ বছরের ও বেশি দিন ঘুরিস। তাহলে এটা বিশ্বাস করলি ক্যামনে। (এ রকম অনেক কথা বলে ওদের ম্যানেস করলাম।)

কিছুসময় পর গালফ্রেন্ডের আগমন।

দুর থেকে আমি দেখতেছি আসতেছে মুড ভালো মনে হচ্ছে না।
GF: তোমার সমাস্য কোথায়?
আমিঃ মানে।
GF: তুমি আমাকে কি বলেছিলে। তুমি নেশা করো না। এটাকে অনেক ঘৃণা করো। (এরকম অনেক কথা।)
আমিঃ তোমার কথা শেষ হলে আমি কিছু বলি।
GF: কি আর বলবে। আর করবো না। এবারের মতো মাফ করে দাও। ছেলেদের আমি ভালো ভাবে ছিনি।
আমিঃ (একটু রেগে) আমাকে কিছু বলতে দিবে।
GF: বলো।
আমিঃ একদিনে ২৪ ঘন্টার ১০-১১ ঘন্টা আমারা এক সাথে কাটাই। তোমার সাথে মোবাইলে কথা বলি প্রায় আড়াই ঘন্টা। ৪ ঘন্টা পড়া লেখা করি। ৩ ঘন্টা যায় খাওয়া-দাওয়া ফ্রেশ হতে। তার পর কিছু সময় গেম খেলি। প্রায় ১-২ ঘন্টা খেলি। এর পর যে সময় থাকে তা ঘুমাতে ঘুমাতে চলে যায়। সবচেয়ে বড়ো ব্যাপার হলো আমাকে কোনো দিনও কি দেখছো যে আমি অন্য-রকম কোন ব্যবহার করছি।
GF: সব তো বুঝলাম। কিন্তু লোক জনে এমন বলতেছে কেনো।
আমিঃ কে বলতেছে।
GF: কলেজের সবার মুখে মুখে।
আমিঃ যানি না।
GF: কিছু না হলে তো আর কিছু ওঠে না।
আমিঃ তুমি এখন কি চাচ্ছ।
GF: (রেগে গিয়ে) আমি কি চাচ্ছি মানে। কি ভাবছো তুমি (ঝাড়লো অনেকক্ষণ)

এক পর্যায় গিয়ে ব্রেকআপ হয়ে গেলো।

এমনিতে তো মন খারাফ। তার ভেতর আবার সবার একই কথা। মাথাটা একদম হট হয়ে যাচ্ছে। এর পর বাসায় গেলাম। তার পর মায়ের ঝাড়ি।

মাঃ তুই আমাকে কি বলছিলি।
আমিঃ এখন যাও তো। পরে কখা বলতেছি তোমার সাথে।
মাঃ এখন তো আমার কখা ভালো লাগতেছে না। আমি সব সময় বলি সাবধানে চলাফেরা করবি।
আমিঃ কি হইছে।
মাঃ তোর বাপের কাছে কে কে যেনো বলছে। তুই নেশা করে বেড়াস। (আচ্ছা মতো ঝাড়লো)
আমিঃ হইছে এবার যাও। আমি তোমাদের দেখিয়ে দিবো। আমি নেশা করি না।

মা আমাকে ঝাড়তে ঝাড়তে রুম থেকে চলে গেলেন।
আমি ভাবতেছি কি করবো। কি ভাবে এটা হলে। তখন মনে পড়লো ওই লোকের কথা। এবার কিছুটা অঙ্ক মিলতেছে। বিকেলে ওই লোক দের বাড়ি গেলাম।

আমিঃ আপনাদের সমস্যা কোথায়? আমি আপনাদের কি ক্ষতি করছি।
লোকঃ আমরা কি করলাম আবার।
আমিঃ বাদ ও কো রাখেনি কিছু। আমার লাইফটা নষ্ট করে আপনাদের লাভ কি। কোনো কথার অর্থ ভালো ভাবে না বুঝ কেনো কথার হাত-পা বানান। আপনি যানেন আপনাদের ভুলের কারনে আমার কতো বড়ো ক্ষতি হতে চলেছে। (এরকম অনেক কথা বলে) আর যদি কিছু হয় তার জন্য আপনারা দাই থাকবেন।

এভাবে চলতে চলতে আমার লাইফ টা একদম একা হয়ে গেছে। আমার সব ফ্রেন্ডরা আমার সাথে কেও কথা বলে না। ২-৩ দিন যাবার পর আমি আর আমি নেই। আমার লাইফটা কেমন যেনো একঘুরে হয়ে গেছে। অনেক চিন্তা ভাবনার পরে একটা সিন্ধান্ত নিলাম। খাতা বের করে লেখা শুরু করলাম।

প্রিয়,
মা
আমাকে মাফ করে দিও। আমি কেমন ছিলাম, কেমন হয়ে গেছি। যানি না কি ভাবে কি হলো। ভেবেছিলাম তুমি আমাকে বিশ্বাস করবা। কিন্তু করলে না। আমর লাইফটা যে কেমন হয়ে গেছে তুমি যানো না। যানি তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছো। আমার লেখাপড়া শেষ করে ভালো কিছু করবো। কিন্তু তা আর হলো না। এর জন্য আমি তোমাদের সবার কাছে মাফ চাচ্ছি। আমায় মাফ করে দিও। প্রথমে ভেবেছিলাম আমি নিজেকে শেষ করে দি। পরে ভাবলাম না। নিজেকে শেষ করে লাভ কি। তার চেয়ে ভালো। এখন থেকে অনেক দুরে কোথাও চলে যাই। তোমরা কেউ আমাকে খোজ করার ব্যার্থ চেষ্ট করো না। আমাকে পারে না। মা কেদো না। তোমার কান্ন আমার সহ্য হয় না। কাছে থাকি বা দুরে থাকি তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আর কিছুই লেখার পাচ্ছি না। ভালো থেকো। সবাইকে ভালো রেখো। ঠিক সময় ঔষধ খেও। আর তোমার কাছে একটা বক্স দিছিলাম ভালো ভাবে রেখে দেবার জন্য। ওটা খুলে দেখো। তোমার জন্য রেখেদিছিলাম। ভেবেছিলাম সামনের "মা দিবষে" তোমাকে ওটা গিফ্ট করবো। কিন্তু তা আর হলো না। সর্বশেষ কথা আমি কোনো রকম নেশা বা ওই জাতীয় কিছু করি না। আমাকে ভুল বুঝো না। আমাকে মাফ করে দিও। ভালো থেকো।

ইতি
সাগর

এটা লিখে টেবিলে রেখে আমার সবকিছু গুছিয়ে নিয়ে মোবাইলের সিম খুলে বের করে চিঠির ওপার রেখে। মায়ের রুমে গিয়ে মা-বাবা কে এক বার দেখে বের হয়ে গেলাম। তখন প্রায় রাত একটা বাজে। বাইরে বের হয়ে কোনো গাড়ি নাই। হাটতে হাটতে বাজারে গেলাম। সেখানে এক জায়গায় বসে রাত কাটিয়ে দিলাম। সকালে উঠে সোজা ঢাকার টিকিট কেটে টাকা। সেখেনে আমার কিছু ফেসবুক ফ্রেন্ড ছিলো কাদের সাথে যোগাযোগ করলাম। তাদের কিছু বলিনি এখোনো। ২ দিন সেখানে কোনো কিছু না করে কাটিয়ে দিলাম। তার পর একটা কাজের ব্যবস্তা করে দিলো ওরা। সেখানে কাজ করি। কিছু দিন পরে খবর পেলাম। মা আর নেই। শুনে মনে হলো আমার মাথার ওপার আকাশ ভেঙ্গে পড়েছে। আমি কোনো কিছু না ভেবে চললাম মাকে দেখার উদ্দেশ্যে। কিন্তু আর দেখা হলো না। আসতে আসতে মা কে কবর দেওয়া হয়ে গেছে। বাড়ি গেলাম যখন। তখন আমার ওপার থেকে একটা ঝড় বয়ে গেলো। তার পর আমিই হারিয়ে গেলাম নেশার জগতে। আমার লাইফটা হয়ে গেছে একদম পাথরের মতো। আমি আর আমি নেই। কি ছিলাম কি হয়ে গেছি। এখন রাস্তায় রাস্তায় কাটিয়ে দি। কখন দিন কখন রাত হয় কিছুই যানি না। অনেকটা পাগলের মত হয়ে গেছি।
.
.
.
.
.
.
এই থামেন থামেন কই যান। গল্প শেষ।
কিছুই বলার নাই।
কেমন হলো কইয়ে যাইয়েন।
আমি ফেসবুকেঃ ফাত্তাইন নাঈম
আমার ফেসবুক গ্রুপঃ নতুন জীবনের এন্ড্রয়েড

Level 1

আমি ফাত্তাইন নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারন মানুষ। জানতে বেশি ভালবাসি। তা যদি হয় প্রযুক্তি বিষয়ক। তাহলে তো কথাই নেই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস