জাকির নায়েক কি সত্যিই অন্যকেউ ? আমার মতামত

কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। এইটা আমার প্রথম টিউন এই বিখ্যাত ব্লগে। আশা করি ভূল হলে মাফ করবেন। আগে কখনো বাংলা ব্লগ লিখিনি। আজকে একটু ইচ্ছে হলো তাই লিখা। তো আমার টিউন এর টাইটেল দেখে হইতো বুঝেগেছেন আমি কি বলব। তাহলে একটু কষ্ট করে পড়ে নিন।

 

 

আমরা সবাই কমবেশি জাকির নায়েককে চিনি। কিন্তু আমাদের অনেকেরি তার বিরুদ্ধে অনেক অভিযেগ। কিন্তু তা কতোখানি সত্য। আমি জানি আজকাল আমদের মুসলমানদের অনেক অত্যাচার সয্য করতে হচ্ছে। আর যারা করতেছে তারা সব ভালো ভালো লোকদের নিয়ে কথা বলতেছে। আর আমরাও তাদের কথাই নাচতেছি। কিন্তু একবারও ভাবিনা যে কথা গুলো কত খানি সত্য। আমরা তারা যেটা বলতেছে তা নিয়েই বসেপড়তেছি।

খারাপ ভাববেননা। সবআই সবার পছন্দের হইনা। কিন্তু তাই বলে তার নামে যা-তা বলবেন তা তো ঠিক না। যখোন কোনো লোক আপনার ক্ষতি না করে বা কোনো খারাপ কথা না বলে তখোন আপনি কিভাবে তাকে খারাপ বলতে পারেন? আপনি কি কোনোদিন শুনেছেন যে তিনি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেছেন। তাহলে খামাখা তাকে দোসাচ্ছেন কেনো

আসলে আজকে আমি এইগুলা বলতামনা কিন্তু আমাদের মতো কিছু লোকের কারনে আজকে আমাকে বলতে হচ্ছে। আজকাল অনেক ভিডিও দেখি Youtube এ যে জাকির নায়েক নাকি মসুলমানদের ধবংশ করার জন্য মিঠা মিঠা কথা বলতেছেন। একদিন এক ভিডিও দেখলাম যে ভারতের এক দাড়িওয়ালা লোক ভাষন দিচ্ছেন যে যারা নাকি জাকির নায়েককে তার অনুষ্ঠানে যান তাদের নাকি আগে থেকেই প্রশ্ন বলা থাকে। তিনি নাকি শুনেছেন। আমি বলব আপনি একবার যেয়ে নিজেই দেখে আসুন। মানুষের কথাই কান দিয়ে অন্য লোকদের মাথা খাচ্ছেন কেনো।

তারপর একদিন এক FaceBook ফ্রেন্ড এর টিউনে দেখলাম তিনি জাকির নায়েক কে ভুল প্রমান করেছেন। তার টিউনটা ছিলো এই রকম ====

" আজকে আমি জাকির নায়েক এর কথা শুনতেছিলাম। তিনি একটা কথা বুঝাতে গিয়ে বললেন যে কোরআন বিজ্ঞানের কথা বলতেছে। তো আমি জানি যে কোরআন বিজ্ঞানের আগে এসেছে। তাহলে এখানে বিজ্ঞান কোরআন এর কথা বলতেছে নাকি কোরআন বিজ্ঞানের। জাকির নায়েক তো এখানেও কোরআন কে ছোটো করতেছে। শুনেছিলাম তিনি খারাপ আজকে প্রমান পেলাম।"

ভাই একটু দাড়ান। হুট করেই কাওকে Justify করা ঠিক না। আপনি হইতো জানেননা একটু Wait করেন এইগুলা বলার আগে। আমি যদি আপনার কথাই ধরি যে তিনি খারাপ তবুও তিনি যেভাবে বুঝান তার তো কদর করেন।

আমি বলতেছি কোরআন আগে না বিজ্ঞান আগে। আপনি হইতো জানেননা যে এই মহাবিশ্ব এর এমন কিছু জিনিস নাই যেতা সমন্ধে কোরআনে বলা নাই। এখানে আছে বিজ্ঞান আছে দরশন আরো কতো কিছু। এক কতাহি আমাদের জা দরকার তার সব। তাহলে এখানে কোরান তার বিজ্ঞান অধ্যায় এর কথা বলছে। তিনিতো ভুল কিছু বলেননি। বলেছেনকি?

আমি জানিনা আপনারা আমাকে কি ভাবতেছেন কিন্তু একটা কথা বলতে চাই যে কার সমন্ধে না যেনে বলা উচিত নয়।

আমার ব্লগ
পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Level 1

আমি হাবিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনারা তো টেকটিউনসকে একেবারে নিউজ চ্যানেল বানিয়ে ফেলবেন।

না ভাই একটু জাননোর জন্য বললাম

না ভাই ঠিক আছে, অনেক আজে বাজে পোষ্ট হয় টি টি তে আর এটাতো সঠিক এবং সুন্দর একটা পোষ্ট। ধন্যবাদ আপনাকেক ভাই হাবিবুর রহমান

এটা টিটি এর সব থেকে ভালো পোস্ট, হট টিউনও হবে, কথা দিলাম

ধন্যবাদ ভাই আপনাকেউ নজরুল ভাই

ধন্যবাদ মাসুম ভাই।

Level New

Good Tune

ধন্যবাদ ভাইয়া

ভাললাগলো ধন্যবাদ।জাকির নায়েক আমির প্রিয় ব্যক্তি

হুম। আমারো। আপনাকে ধন্যবাদ

জাকির নায়েক আমির প্রিয় ব্যক্তি। ধন্যবাদ সঠিক এবং সুন্দর একটা পোষ্ট জন্য। সত্তের জয় হবেই। ইসলাম হল এক মাত্র সত্য ধর্ম।

আপনাকেউ ধন্যবাদ রাজন ভাই। আর সত্য কখোনো চাপা থাকেনা। সত্যের জয় হবেই।

Level New

এই টিউনটা যিনি লিখেছেন তিনি হয়ত একটু গোছায়ে লিখতে পারেনাই তাই অনেকেই এটাকে খারাপ বলতে পারে। কিন্তু যারা সত্যিকারের জ্ঞানী তাদের জন্য এটা অনেক সুন্দর একটা টিউন।

ফেসবুকের পোস্টকেও যে টিউন বলে তা নতুনভাবে শিখলাম! টেকটিউনস আর ফেসবুককে গুলিয়ে ফেলার দরকার নাই জনাব।

    Sorry ভাই। উপরেই বলেছি প্রথম টিউন। অনেক কিছু জানলেও তখন না জানা হয়ে যায়।

ভাই এটা TT. টেক টিউন্স। জাকির ব্লগ না। আর জাকির নায়েক অনেক ভালো ভালো বক্তৃতা দেন, খুব ভালো ভালো কথা বলেন। কিন্তুু ভাই মানুষ মাত্রই ভুল। তিনিও ভুল করেন। আমি নিজেও তার বয়ানে ভুল পেয়েছি। আমাদের মহানবী (সঃ) ও ভুল করেছিলেন, যার ফলে স্বয়ং আল্লাহ জিবরাঈল (আঃ) কে প্রেরন করেন মহানবীর কাছে “হে আল্লাহর রাসূল, আপনাকে একটি লোক প্রশ্ন করার পরও আপনি কেনো তাকে কিছু বললেন না। সে লোক তো এখন পাপাচারে লিপ্ত হতে যাচ্ছে” এরপর আমাদের মহানবী (সঃ) সেই লোকটিকে ডেকে তারপর তার সাথে কথা বলেছেন।
তবে যেহেতু জাকির নায়েক একজন সম্মানিত লোক, যেহেতু তার কথা অনেকে মেনে চলেন, সেহেতু তার ভুল করা অনুচিত।

    তার ভুল করা অনুচিত কিন্তু তিনি যেনে যে ভুল করেন এমনটি কিন্তু নয়। ধন্যবাদ।

TT প্রযুক্তি নিয়ে লিখলে এমন বিতর্ক হবে না। আশা করছি সবাই খেয়াল রাখবেন। আর এটি কিন্ত খারাপ বক্তব্য না । তবে প্রয়োগের স্থানবেদে সমালোচনা হচ্ছে।

Level 0

জাকির নায়েক আমার একজন প্রিয় ব্যাক্তি। হিংসার কারনে কিছু মানুষ এমন করছে কারন তাদের ওয়াজ ব্যাবসা বন্ধ হয়ে যাচ্ছে তাই।

ভাল পোস্ট, আমিও উনাকে পছন্দ করি। কিন্তু এক. এটা প্রযুক্তিবিষয়ক ব্লগ দুই. টিউনটা শুধু মানুষকে জানানোর স্বার্থে লিখেননি, ব্যক্তিগত স্বার্থও ছিল।
প্রথম বিষয়ের ব্যাখ্যা আর কি দিব। ২য় বিষয়ের ব্যাখ্যা হল, আপনি আপনার ইউটিউবের লিঙ্ক দিয়েছেন এখানে, যা না দিলেও পারতেন।

অনেখ ধন্যবাদ, ইনি আমারও একজন প্রিয় ব্যাক্তি