কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। এইটা আমার প্রথম টিউন এই বিখ্যাত ব্লগে। আশা করি ভূল হলে মাফ করবেন। আগে কখনো বাংলা ব্লগ লিখিনি। আজকে একটু ইচ্ছে হলো তাই লিখা। তো আমার টিউন এর টাইটেল দেখে হইতো বুঝেগেছেন আমি কি বলব। তাহলে একটু কষ্ট করে পড়ে নিন।
আমরা সবাই কমবেশি জাকির নায়েককে চিনি। কিন্তু আমাদের অনেকেরি তার বিরুদ্ধে অনেক অভিযেগ। কিন্তু তা কতোখানি সত্য। আমি জানি আজকাল আমদের মুসলমানদের অনেক অত্যাচার সয্য করতে হচ্ছে। আর যারা করতেছে তারা সব ভালো ভালো লোকদের নিয়ে কথা বলতেছে। আর আমরাও তাদের কথাই নাচতেছি। কিন্তু একবারও ভাবিনা যে কথা গুলো কত খানি সত্য। আমরা তারা যেটা বলতেছে তা নিয়েই বসেপড়তেছি।
খারাপ ভাববেননা। সবআই সবার পছন্দের হইনা। কিন্তু তাই বলে তার নামে যা-তা বলবেন তা তো ঠিক না। যখোন কোনো লোক আপনার ক্ষতি না করে বা কোনো খারাপ কথা না বলে তখোন আপনি কিভাবে তাকে খারাপ বলতে পারেন? আপনি কি কোনোদিন শুনেছেন যে তিনি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেছেন। তাহলে খামাখা তাকে দোসাচ্ছেন কেনো
আসলে আজকে আমি এইগুলা বলতামনা কিন্তু আমাদের মতো কিছু লোকের কারনে আজকে আমাকে বলতে হচ্ছে। আজকাল অনেক ভিডিও দেখি Youtube এ যে জাকির নায়েক নাকি মসুলমানদের ধবংশ করার জন্য মিঠা মিঠা কথা বলতেছেন। একদিন এক ভিডিও দেখলাম যে ভারতের এক দাড়িওয়ালা লোক ভাষন দিচ্ছেন যে যারা নাকি জাকির নায়েককে তার অনুষ্ঠানে যান তাদের নাকি আগে থেকেই প্রশ্ন বলা থাকে। তিনি নাকি শুনেছেন। আমি বলব আপনি একবার যেয়ে নিজেই দেখে আসুন। মানুষের কথাই কান দিয়ে অন্য লোকদের মাথা খাচ্ছেন কেনো।
তারপর একদিন এক FaceBook ফ্রেন্ড এর টিউনে দেখলাম তিনি জাকির নায়েক কে ভুল প্রমান করেছেন। তার টিউনটা ছিলো এই রকম ====
" আজকে আমি জাকির নায়েক এর কথা শুনতেছিলাম। তিনি একটা কথা বুঝাতে গিয়ে বললেন যে কোরআন বিজ্ঞানের কথা বলতেছে। তো আমি জানি যে কোরআন বিজ্ঞানের আগে এসেছে। তাহলে এখানে বিজ্ঞান কোরআন এর কথা বলতেছে নাকি কোরআন বিজ্ঞানের। জাকির নায়েক তো এখানেও কোরআন কে ছোটো করতেছে। শুনেছিলাম তিনি খারাপ আজকে প্রমান পেলাম।"
ভাই একটু দাড়ান। হুট করেই কাওকে Justify করা ঠিক না। আপনি হইতো জানেননা একটু Wait করেন এইগুলা বলার আগে। আমি যদি আপনার কথাই ধরি যে তিনি খারাপ তবুও তিনি যেভাবে বুঝান তার তো কদর করেন।
আমি বলতেছি কোরআন আগে না বিজ্ঞান আগে। আপনি হইতো জানেননা যে এই মহাবিশ্ব এর এমন কিছু জিনিস নাই যেতা সমন্ধে কোরআনে বলা নাই। এখানে আছে বিজ্ঞান আছে দরশন আরো কতো কিছু। এক কতাহি আমাদের জা দরকার তার সব। তাহলে এখানে কোরান তার বিজ্ঞান অধ্যায় এর কথা বলছে। তিনিতো ভুল কিছু বলেননি। বলেছেনকি?
আমি জানিনা আপনারা আমাকে কি ভাবতেছেন কিন্তু একটা কথা বলতে চাই যে কার সমন্ধে না যেনে বলা উচিত নয়।
আমার ব্লগ
পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
আমি হাবিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনারা তো টেকটিউনসকে একেবারে নিউজ চ্যানেল বানিয়ে ফেলবেন।