সবাই হয়তো বা অবাক হচ্চেন তাই না। আসলে আমােদর গ্রামে ঢাকার ছেলে জাজ এর মেয়েকে বিয়ে করতে এসেছে হেলিকপ্টার নিয়ে। আর সেই হেলিকপ্টার দেখার জন্য হাজার মানুষের ভিড়। সবার হাতে মোবাইল আর সবাই ছবি তোলা নিয়ে ব্যাস্ত।।। এদিকে হেলিকপ্টারকে Gird দেবার জন্য এসেছে পুলিশ বাহিনি। সবাই চাচ্ছে হেলিকপ্টারের সাথে ছবি উঠতে। তো এমন সময় হৃদয় ম্যালটিমিডিয়ার ক্যামেরা গিয়ে পৌছায় সেখানে।।। ভিডিওটি দেখুন
হয়তো বা আমাকে সবাই চিনতে শুরু করেছেন।। এবং আমার কাজ সম্পকে সবাই হয়তো বা একটু একটু জানেন। আর সবাইকে আর একটা Good News জানাচ্ছি যে খুব তারাতারি আমার আর একটা Most Action, Most VFX সম্মধ্য ভিডিও বের হচ্চে সবাই আমার Youtube Channel Subscribe করে রাখবেন।।। আরো কিছু কথা ছিল,, যারা VFX শিখতে চান তাদের জন্য শুখবর।।।।যারা ভিডিও এডিটিং শিখতে চান তাদের উদ্দেশে বলছি ভিডিও এডিটিং শিখতে হলে সবার আগে যেটা প্রয়জন সটা হলো আপনার ইচ্ছা শক্তি।।। দেখি অল্পদিনের মধ্যেই ভিডিও এডিটিং বিষয় নিয়ে টিউটোরিয়ল বানাতে পারি। আপনাদের অনুপেরনা পেলে অনেক গূলা টিউটোরিয়াল বানানর ইচ্ছাও আছে। আমি হ্যাক বিষয়ে একটি টিউটোরিয়ল বানিয়েছি। টিউটোরিয়লটির বিষয় হচ্চে: পাসওয়ার্ড জানলেও কোন হ্যাকারই আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না। টিউটোরিয়লটি দেখেন নাই তারা দেখুন
আশা করছি আপনাদের ভাল লাগবে।।। আর অবশ্যই আপনার মতামত টিউমেন্ট করে জানাবেন।।।।
সবাই ভাল থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আর টিটির সাথেই থাবেন।।।
আমি সাহারিয়ার হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Lol!!!