এ মাসেই মোবাইলের জন্য আসছে উইন্ডোজ ১০

অনেক দিন ধরেই উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা উইন্ডোজ ৮ দশমিক ১ অপারেটিং সিস্টেম দিয়েই তাঁদের ফোন চালাচ্ছেন। গত বছর কম্পিউটারে উইন্ডোজ ১০ আসার পর তাই অধীর আগ্রহে তাঁরা অপেক্ষা করছিলেন অপারেটিং সিস্টেমটি মোবাইলে আপগ্রেড করার জন্য।
প্রথমে গত বছরের বড়দিনে মোবাইলের জন্য আসার কথা থাকলেও পরবর্তীকালে মাইক্রোসফট জানায়, ২০১৬-এর শুরু পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে মোবাইলে উইন্ডোজ ১০ ব্যবহারের জন্য।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তবে টুইটারে ‘লুমিয়াহেল্প’-এর একটি টুইটে বলা হয়েছে, খুব জলদি মোবাইলের জন্য উন্মুক্ত হবে বহুল প্রতীক্ষিত এই অপারেটিং সিস্টেম।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক টিপস্টার জানিয়েছেন, চলতি মাসের ১২ তারিখেই উইন্ডোজ ১০-এর আপডেট পৌঁছানো শুরু করবে উইন্ডোজ অপারেটিংয়ে চালিত স্মার্টফোনগুলোতে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডার-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বর্তমানে এই অপারেটিং সিস্টেমটি চালু রয়েছে মাইক্রোসফটের দুটি ফ্যাগশিপ সেট লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০ এক্সএল-এ।
তবে ১২ জানুয়ারি আদৌ উইন্ডোজ ১০ উন্মুক্ত হবে কি না, তা নিয়ে সংশয় থাকলেও সংশয় নেই এটি উইন্ডোজ ফোনের ইতিহাসে একটি নতুন দিক উন্মোচন করবে। কারণ, এখন পর্যন্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে এই সংস্করণ নিয়ে সবচেয়ে বেশি ‘হোমওয়ার্ক’ করেছে মাইক্রোসফট। এবং যথাসম্ভব আপডেট করা হয়েছে এর সবকিছু। মাইক্রোসফটের নতুন ব্রাউজার ‘এজ’-এর মধ্যে অন্যতম।
তবে উইন্ডোজের সব হ্যান্ডসেটের ব্যবহারকারী এই আপডেট উপভোগ করতে পারবেন না। জানা গেছে, শুধু লুমিয়া ৪৩০, লুমিয়া ৪৩৫, লুমিয়া ৫৩২, লুমিয়া ৫৩৫, লুমিয়া ৫৪০, লুমিয়া ৬৪০, লুমিয়া ৬৪০ এক্সএল, লুমিয়া ৭৩৫, লুমিয়া ৮৩০ ও লুমিয়া ৯৩০ হ্যান্ডসেটগুলোতে আপডেট করা যাবে উইন্ডোজ ১০। এ ছাড়া লাগবে ৮ জিবি ইন্টারনাল ফ্রি মেমোরি এবং লুমিয়া ডেনিম আপডেট।
আজকের মত এখানেই থাক সবাই ভাল থাকবেন।

আরও কিছু টিউনঃ

আপনার স্মার্টফোনের অতিরিক্ত ডাটা কাটা বন্ধ করুন এখনই।

যে অ্যাপগুলো আপনার মোবাইল ধংস করে দিচ্ছে

আপনার ফোনকে সাজান একটু অন্যভাবে,ফোনকে দিন প্রিমিয়াম লুক। [মিস করলেই মিস] [No Root]

আপনার ডিজাইনকৃত ওয়েব সাইটে যে ১০ টি বিষয় অবশ্যই যুক্ত করবেন

আরও নতুন নতুন সব টিউন পড়তে ভিজিট করুন এখানে

Level 0

আমি নীল আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অপেক্ষায় থাকব…