বিশ্ব তথ্য-প্রযুক্তিতে মুসলিম তরুণ আবিষ্কারকদের উথ্বান (টেকটিউনারদের জন্য স্পেশাল)

সানফ্রানসিসকো বা নিউ ইয়র্ক নয় , দুবাইতে অনুস্ঠিত হল বিশ্ব উদ্যোক্তা সংবর্ধনা সম্মেলন ২০১০। প্রায় ২৪০০ উদ্যোক্তা ও বিনিয়োগকারি সম্মেলনে অংশগ্রহণ করেছিল , যাতে বয়স্কদের চেয়ে তরুণদের উপস্থিতি ছিল বেশি। তরুণরা তাদের নিজেদের আবিষ্কার করা ডিভাইসগুলো নিয়ে প্রদর্শন, যুক্তি-তর্ক উপস্থাপন, যোগাযোগ স্থাপন ও পরষ্পরের সাথে শেয়ার করেছে।

মধ্যপ্রাচ্যের সকল মুসলিম দেশগুলোর নতুন প্রজন্মের এ তরুণরা এতে তাদের নিজেদের দেশের প্রতিনিধিত্ব করছিল, যদিও তারা আমেরিকের বিভিন্ন প্রযুক্তি সেবা-দানকারী প্রতিষ্ঠনদের সেবা সম্বন্ধে অপরিচিত ছিল। আমেরিকা সহ বিভিন্ন দেশের মিলিয়নার উদ্যোক্তারা সম্মেলনের হোয়াইট-বোর্ডে মুসলিম তরুণদের নান্দনিক, বিশ্বস্ত ও নিরাপদ আবিষ্কারগুলো দেখে মুগ্ধ হয়েছিল।

অন্যান্য সম্মেলনের মত এবার কোনো পশ্চিমা আইটি উদ্যোক্তা বা আইটি জার্নালিস্টের নাম নয় বরং এবার উচ্চারিত হয়েছিল পাকিস্তানি বংশোদ্ভুত আলি-নকভির মত উদ্যোক্তার নাম , যে কিনা মধ্যপ্রাচ্য ভিত্তিক বিনিয়োগ-প্রতিষ্ঠান Abraaj Capital এর মালিক। আরো ছিল লেবানন বংশোদ্ভুত জর্ডানের উদ্যোক্তা ফাদি গন্ধুর , যা কিনা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় লজিস্টিক ও ট্রান্সপর্টেশন কোম্পানি। সম্মেলনে রাজনীতি বা অন্য কোনো বিষয় নয় বরং এবার একটি বিষয় মুসলিম অংশগ্রহণকারীদের সবচেয়ে আলোচিত হয়েছিল , তা হল "কেন আমরা নই", why not us.

কেন আমরা নই ? প্রশ্নটির উত্তর দিয়েছেন মি: ভালি নসর , তার "Forces of Fortune" বইতে। তিনি তার লেখা বইতে উল্লেখ করেছেন যে, বিশ্বের সকল মুসলমানের সংখ্যা চীন ও ভারতের সম্মিলিত সংখ্যার সমান। ২০০৮ সালে সর্বোচ্চ জিডিপি অর্জনকারী পাঁচটি মুসলিম দেশ মিশর,ইরান,পাকিস্তান, সৌদি আরব ও তুরষ্কের মোট জিডিপির পরিমাণ ৩.৩ ট্রিলিয়ন , যা কিনা ভারতের জিডিপির সমান , কিন্তু ভারতের জনসংখ্যা উক্ত পাঁচ দেশের মোট জনসংখ্যার তিনগুণ।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন সমস্যা থাকা সত্বেও উদ্যোক্তারা এগিয়ে এসেছে , বিশেষ করে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে তাদের অবদান লক্ষনীয়। আমেরিকায় যেখানে তরুণ উদ্যোক্তাদের জন্য রয়েছে গতিময় ইন্টারনেট, শিক্ষা, সচ্ছতা ও অর্থের প্রাচুর্যতা , সেখানে মধ্যপ্রাচ্যে রয়েছে দূর্নীতি , উচ্চ বেকারত্ব, মানুষের সেকেলে মনোভাব, পরনির্ভরশীলতা ও মানুষের স্থায়ী সম্পদে বিনিয়োগের প্রতি ঝোক। আম্মান বা কায়রোতে মাত্র কয়েকদিন থাকার জন্য একজনকে প্রতিনিয়ত বিভিন্ন হোটেলের মেটাল ডিটেক্টরের মাঝ দিয়ে যেতে হচ্ছে , যা তাকে বিভিন্নভাবে হেনস্থা করছে ।

কুয়েতের এক তরুণ তার নিজের মোবাইলের জন্য শখের বশে একটি এপ্লিকেশন ডেভেলপ করেছিল। পরবর্তিতে দেখা যায় তার এপ্লিকেশনটি বিশ্বের এক মিলিয়ন মানুষ ব্যবহার করছে। ১৯ বছর বয়সী ইয়েমেনের এক তরুণ উদ্যোক্তা জানিয়েছে , কফির উৎপাদন থেকে শুরু করে প্যাকেজিং (যা পুর্বে চীন হতে করা হত) পর্যন্ত সব কিছুই তার পরিবারের সদস্যরা করছে। দামাস্কাসের এক তরুণ এনিমেটর কাজ করেছেন গ্রাফিক্সের উপর কাজ করার জন্য এক সফটওয়ার, যা ভবিষ্যতে 3-D এনিমাশনকে প্রাচীন প্রযুক্তিতে পরিণত করবে। বাতাসকে ব্যবহার করে পানিসাশ্রয়ী একটি শাওয়ার আবিষ্কার করেছেন মিশরের এক গবেষক , যা পানিহীন মরূভূমি এলাকায় গোসলের জন্য সহায়ক। জর্ডানে স্থাপিত হচ্ছে oasis500 নামে একটি আইসিটি ইনকিউবেটর , যা হাজার হাজার মোবাইল এপ্লিকেশনকে ইংরেজি হতে আরবিতে ভার্শনে রুপান্তর করবে।

আরো গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে, সম্মেলনে নারী উদ্যোক্তাদের অংশপ্রহণ ছিল উল্লেখ করার মত। ১৮ বছর বয়সী এক তরুণী একটি ব্যাটারি-চালিত ডিভাইস আবিস্কার করেছে , যা মোবাইল, আইপ্যড , নোটবুকের মত যন্ত্রগুলোকে সুরক্ষিত ও চার্জ দেয়া অবস্থায় রাখবে। সে চীনের কয়েকজন ম্যানুফেকচারদের সাথে যোগাযোগ করছে , যারা তাকে সেই ডিভাইসটির উৎপাদনের বিভিন্ন কাঁচামাল সরবরাহ করবে। সম্মেলনের কয়েক ডজন তরুণীর মাঝ হতে সবার নজর কাড়া উদ্যোক্তা তরুণীটি জানিয়েছে যে , সে ইত:মধ্যেই কয়েক হাজার ইউনিটের অর্ডার পেয়েছে।

..............................................................................................

পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন,

وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ
"And we have placed in the earth firm hills lest it quake with them and we have placed therein ravines as roads that happily they may find their way." [TMQ 21:31]

 

 

 

 

ইনসাল্লাহ, বিশ্বের পরবর্তি পরাশক্তি , খিলাফত রাস্ট্র সকল মুসলিম উদ্যোক্তা ও গবেষকদের একত্রিত করে , ইসলামী শরীয়াহ অনুযায়ী তাদের হালাল ব্যবসায় ও গবেষণা করার সুযোগ করে দেবে। যা ইসলামকে সারা বিশ্বে সকল মানুষের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে প্রচার করতে সাহায্য করবে।

وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ

"And We sent down iron, in which is great might, as well as many benefits for mankind." [TMQ 57:25]

Level New

আমি ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am an Islamic personality. I have completed BBA and MBA from chittagong University. Now in Dhaka. I am employed in an Private University. Islam is only solution for mankind.Islam can only be properly implemented by Khilafah State. I am slave of ALLAH(SWT)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুধু মধ্য প্রাচ্যের মুসলিমরা কেন সারা বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের মুসলিমদেরও উচিত এগিয়ে আসা।
প্রমান করে দিতে হবে যে, আমরাও পারি!
অনেক ধন্যবাদ ইসলাম ভাই।

Level 0

Inshaallah Our country will participate this type of innovation soon.
Thanks again for this tune brother.

    much thanks brother.
    only Khilafah state can make such environment that led you innovate much things for mankind.

    salam and prey for Khilafah.

টিউন পড়ে খুবই ভাল লাগল। ধন্যবাদ সুন্দর তথ্যটি টেকটিউনে উমুক্ত করার জন্য।

Level 0

সুন্দর টিউন…ধন্যবাদ

ভাল পোস্ট। বাংলাদেশের মুসলমানের ও এগিয়ে আসতে হবে।

সবাইকে ধন্যবাদ।

কবে যে টিটির সমস্যা সমাধান হবে ?

কোন এক কালে মসলমানদের অবদান বিজ্ঞানে অনেক ছিল,
আশা করছি আবারো মুসলমানগন বিজ্ঞানের চুরান্ত শিখরে আরহন করবেন,
তাছাড়া পবিত্র ক্বোরানইতো একটা বিজ্ঞান ময় কিতাব।
ধন্যবাদ ইসলাম ভাই সুন্দর প্রতিবেদনটা অপস্থাপন করার জন্য।

Level 0

বাজিছে দামামা বাধরে আমামা,
শীর উঁচু করি মুছলমান
দাওয়াত এসেছে নয়া জামানার,
ভাংগা কিল্লায় উড়ে নিশান।
– কবি নজরুল ইসলাম মুছলমানদের কে জাগাতে চেয়েছিলেন। আমরা আর কত ঘুমিয়ে থাকব?