বৈধভাবে দক্ষিণ কোরিয়াতে যেতে চাইলে যা যা করণীয় A to Z(including all side) : আজ প্রথম কিস্তি

এটি টেক সম্পর্কিত টিউন না হলেও অনেকেরই কাজে লাগবে আশা করি। আমার সংগ্রহে আছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

বিগত ৪ জুন ২০০৭ তারিখে বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার আওতায় Employment Permit System (EPS) এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় শ্রমিক প্রেরণ করে থাকে বাংলাদেশ, আমার মনে হয় এই প্রতষ্ঠিনটি (বোয়েসল) ছাড়া অন্যকোন ভাবে শ্রমিক হিসাবে যাওয়া যায়না।

যদি কোন প্রতিষ্ঠান শ্রমিক রপ্তানি করে তাহলে আইনত দন্ডনীয় অপরাধ" Bangladesh Overseas Employment Services Limited" (BOESL), বিস্তারিত জানতে ক্লিক করুন

২০১০ সালে কোরিয়ায় লোক নিয়োগ করেছে ১১৮০ জন,

এখন দেখুন আপনিও ভবিষ্যতে থাকতে পারেন কিনা?

একজন দক্ষ, অদক্ষ, আধাদক্ষ শ্রমিক হিসাবে দক্ষিণ কোরিয়ায় যেতে হলে, প্রার্থীকে প্রথমেই দ: কোরিয়ার ভাষা সম্পর্কে জানতে হবে, শিখতে হবে এবং কোরিয়ান ভাষা পারদর্শিতা পরীক্ষায় পাশ করতে হবে।

ভাষা যেভাবে শিখবেন :

প্রথমে কোরিয়ান ভাষা সম্পর্কে জ্ঞান আছে এমন একজন লোক বাছাই করুন নিজ দায়িত্বে, তার কাছ থেকে জেনে নিন কোরিয়ান ভাষা শেখার কৌশল, আর কোরিয়ান ভাষা শিখতে হলে আপনাকে একটি শিশু হতে হবে যেমনটি বয়স ছিল আপনার অ, আ, ক, খ, লিখতে ও পড়ার, তা না হলে আপনি পরীক্ষায় কৃতকার্য হতে পারবেন না, অ, আ, ক, খ শিখা শেষ হলে তারপর ইপিএস কর্তৃক প্রকাশকৃত প্রশ্ন ব্যাংক ধরতে হবে, প্রশ্ন ব্যাংক হচ্ছে, পরীক্ষার কক্ষে যেসকল প্রশ্ন আপনাকে দেওয়া হবে। সেই প্রশ্নেরই বই, প্রশ্ন ব্যাংক বই দুইটা, পরীক্ষাও হবে দুইটা, প্রশ্ন ব্যাংক গুলো হলো : প্রশ্ন ব্যাংক রিডিং + প্রশ্ন ব্যাংক লিসেনিং, দুইটা বই থেকে ২৫ + ২৫ টা প্রশ্ন আসবে, প্রশ্নের ধরণ নৈর্ব্যত্কি, এমসিকিউ পদ্ধতি, পূর্ণ মান= ১০০ + ১০০, এই দুইটা বই সম্পর্কে আপনার যথাযথ জ্ঞান থাকা আবস্যক

পরীক্ষায় অংশ গ্রহনের যোগ্যতা :
শর্তাবলী
* আপনার বয়স ১৮ বছর হয়ে থাকলে।
* ৩৯ বছরের কম হয়ে থাকলে।
* কোরিয়াতে একদিনও অবৈধভাবে বসবাস না করলে।
* কোরিয়ান এয়ারপোর্ট থেকে ফেরত না পাঠায়ে থাকলে।
* জীবনে কোন দিন কারাদন্ড ভোগ করিয়া না থাকলে।
* সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয় পত্র থাকলে।

পরীক্ষায় অংশ গ্রহণের নিয়মাবলী :

১। ইপিএস কর্তৃক নির্ধারিত সময়ে ইন্টারনেট এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
২। ইপিএস কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন / আপনার তথ্য গ্রহণ করলে আপনাকে একটা সাময়িক রিসিট কপি দিবে, সেই রিসিট কপি নিয়ে যেতে হবে বোয়েসল কর্তৃক নির্ধারিত ব্যাংকে রেজিষ্ট্রেশনের টাকা জমা দেওয়ার জন্য। সোনালী ব্যাংক, ঢাকা সিটির মধ্যে হতে হবে। ব্যাংকে আপনার খরচ হবে ১৭ ডলার, ১৭x৭০=১১৯০+ ৩৫ টাকা (কমিশন) = ১২২৫ টাকা (পরিবর্তনশীল), ব্যাংকে টাকা জমা দেওয়া হলে আপনার ব্যাংক রিসিট, ইপিএস থেকে সাময়িক দেওয়া রিসিট বা টিকেট এই দুইটা রিসিট নিয়ে দেখাতে হবে বোয়েসেল অফিসে, মনে রাখবেন টাকা জমা দেওয়ার সময় কিন্তু খুবই অল্প ! যেদিন রেজিস্ট্রেশন করবেন তার পরদিন পর্যন্ত সময় মাত্র। তারপর ইপিএস কর্তৃক নির্ধারিত সময়ে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশ পত্র দেওয়া হবে। সেটা আপনাকে নির্ধারিত ওয়েব পেইজ থেকে প্রিন্ট করতে হবে। প্রবেশ পত্র আর জাতীয় পরিচয় পত্র এই দুই টা জিনিস ছাড়া আপনাকে পরীক্ষার হলে কোনক্রমেই ঢুকতে দেওয়া হবে না। (মনে রাখবেন ভুয়া পরিচয় পত্র নিয়ে আসবেন তো জেলখানায়)।

পরীক্ষার পদ্ধতি :

কম্পিউটার বেইজ টেস্ট
প্রথমে থাকবে লিসেনিং, প্রশ্ন সংখ্যা- ২৫, সময় ৪০ মিনিট
তারপর বিরতীবিহীন শুরু হবে রিডিং, প্রশ্ন সংখ্যা-২৫ সময় ৩০ মিনিট

পরীক্ষায় উত্তীর্ন প্রার্থীদের নাম ঘোষনা করার পর, উত্তীর্ণ প্রার্থীকে বোয়েসেল অনুমোদিত মেডিকেল সেন্টারে মেডিকেল করতে হবে। যে প্রার্থী মেডিকেলি ফিট হবে তাকে ফিট কার্ড নিয়ে বোয়েসেল অফিসে এসে জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

 

এর পরের কিস্তিতে থাকছেঃ

  1. জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে যা যা লাগবে
  2. ভাষা যেভাবে শিখবেন
  3. রেজস্ট্রেশন এর নিয়ম (অনলাইনে)
  4. পরীক্ষায় অংশ গ্রহনের যোগ্যতা
  5. পরীক্ষায় অংশ গ্রহণের নিয়মাবলী
  6. জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে যা যা লাগবে
  7. কোরিয়ায় গমনকারী প্রার্থীর খরচ

উপরোক্ত তথ্যগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত, এখান থেকে কপি করা। আবার দেখা হবে।

 

 

Level 0

আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস