আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আসলাম একটা প্রতিবেদন নিয়ে। মোবাইল ফোন প্রযুক্তি আরও একধাপ এগিয়ে গেল। এবার মাল্টি প্রসেসর টেকনোলজি আসছে নতুন স্মার্ট ফোন গুলোতে। ARM 11 সিরিজের CPU এর পর এবার আসছে QUALCOMM এর নতুন স্মার্ট মোবাইল ফোন প্রসেসর Snapdragon। আর খুব সম্ভবত সিমবিয়ান ওএস এর মোবাইলেই এর প্রথম ব্যবহার হতে যাচ্ছে যা ব্যবহৃত হবে সিমবিয়ান ঘরনার জনপ্রিয় প্রস্তুতকারক নোকিয়ার মোবাইল ফোনেই। তবে নোকিয়া এন৯ মোবাইল ফোনে এই প্রসেসর ব্যবহার করার সম্ভাবনা আছে তবে অপারেটিং সিস্টেম হবে MeeGo। আপনারা যারা S60..s60v5 এর ঘরনার মোবাইল ব্যবহার করেন তাদের কাছে নিশ্চয় সিমবিয়ান ওএস -ই বেশি গ্রহন যোগ্য। আর নোকিয়া এবার তাদের মোবাইল ফোনের গতি এবং কার্যক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করতে যাচ্ছে কোয়ালকমের নতুন এই প্রসেসর। তাহলে আসুন জেনে নেই এই নতুন প্রসেসরের বিষয় গুলি। এর মধ্যেই অবশ্য কোয়ালকম তাদের এই নতুন আবিস্কারের সফলতা পেয়েছে। কোয়ালকম এর আগে উচ্চ গতির ২০০৯-২০১০ সালে ADRENO 2XX(1GHz) এর প্রসেসর সফল ভাবে বাজারজাতও করেছে। আর এবার তারই ধারাবাহিকতায় এবার আসছে মাল্টিকোর মোবাইল ফোন প্রসেসর। Qualcomm Snapdragon MSM8960 MSM8260 এবং MSM8660 প্রসেসর গুলো আসছে।
যেসব নতুনত্ব আসছে এই টেকনলজিতেঃ
১. এটি কোয়ালকমের আগের ARM 11 CPU এর চেয়ে প্রায় ৫ গুন বেশি দ্রুততর কাজ করে।
২. এটি উচ্চ গতির উচ্চ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট (আপাতত ১ গিগাহার্টজের বেশি দিয়েয় শুরু হবে)
৩. ডুয়েল কোর (মানে মাল্টিটাস্কিং-এর জন্য সুবিধাজনক)
৪. XBOX 360 এবং PS3 এর সমমানের গেমিং এর জন্য।
৫. প্রায় ৭৫% কম শক্তি ব্যবহার করে (এনার্জি সেভিং)
৬. উন্নত মানের গ্রাফিক্স সাপোর্ট।
মোটামোটি এই হল এই নতুন প্রসেসরের বৈশিষ্ট। তবে বাজারজাত শুরু হবে ২০১১ সালের বসন্তের দিকে। তাই আমাদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে এই প্রসেসরের পারফরমেন্স সঠিক ভাবে বোঝার জন্য। আর ARM 11 যারা ব্যবহার করেন তারা নিশ্চয় এর সুবিধাগুলো ঠিক ভাবেই বোঝেন।
এবার আসুন দেখেনেই মোবাইল প্রসেসর গুলোর তুলনা অন্যান্য জনপ্রিয় কিছু ডিভাইসের সঙ্গেঃ
তবে এটা অনেকটা নিশ্চিত যে এটা আগের সব স্মার্টফোনের চেয়ে অধিক ক্ষমতা সম্পন্ন হবে। তবে এর কার্য ক্ষমতা সঠিকভাবে বোঝার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
লেখাটা কেমন হলো জানি না। যাই হোক এটি আমি ইন্টারনেটেই দেখেছি। তাই আপনাদের জন্য শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম….ভাই পকেটে সিটিসেলের মোবাইল কেনার টাকাও নাই……………………
তবে আপনার যাত্রা শুধু রহস্যময়ই না দীর্ঘও হোক এই কামনায়……………….