কেমন আছেন আমার বড় বড় বন্ধুরা?আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন।আমিও ভালোই আছ।
আনেকেই জানেন না কিভাবে বিট কয়েন থেকে মবাইল রিচার্জ করা হয়।তাই আমি আপনাদের কাছে এই টিওন টি লিখলাম।আসা করি সবার ভাললাগবে।।
কাজের কথায় আসি এবার,
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে। বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে।
বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় ২২৭.৬০ ডলার
এ দাম প্রায় প্রত্যেক দিন বাড়ছে আর কমছে তাই কেউ এর সঠিক দাম বলতে পারবে না।
বিট কয়েন লেনদেন অনেকটা পেইজা, পেপাল, মানি বুকার্স লেনদেন এর মত,
অথ্যাৎ আপনার একটা ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট থাকবে যেখানে আপনার সকল বিট কয়েন জমা থাকবে।
আপনি আপনার প্রয়োজন মত সেই কয়েন তুলতে পারবেন।
১) ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট তৈরি করার জন্য এই লিংকে প্রবেশ করুন
২) রেজিস্ট্রেশন ফরম আসলে, রেজিস্ট্রেশন ফরমের
আপনার email,আপনার Password দিয়ে,Create Bitcoin Wallet এ ক্লিক করুন
৩) আপনার eMail এ গিয়ে আইডিটি ভেরিপাইড করুন
হয়ে গেলে ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট
১) বিট কয়েন আইডি লগিন করে Setting এ গিয়ে Bitcoin Addresses এ ক্লিক করুন এখানে আপনার জন্য একটি অ্যাড্রেস তৈরি করা থাকবে, আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন।
অথবা নতুন অ্যাড্রেস তৈরি করতে 1) + Create New Address এ ক্লিক করুন
এবার মুল কথায় আসি
মোবাইল এর যে রিচার্জ সাইট আছে সেটা হল
রিচার্জ এর জন্য আপনাকে ওপরের লিঙ্ক এ ক্লিক করতে হবে। করলে নিচের মত একটি পেজ আসবে
যে অপারেটর এ রিচার্জ করবেন সেটাতে ক্লিক করুন। আমি এয়ারটেল সিলেক্ট করেছি
নাম্বার দিন check এ ক্লিক করুন। তার পর এর পেজ এ আপনার ইমেইল এড্ড্রেস দিন আপনার এমাউন্ট দিন
পেজ এ ডিটেইল দেয়া থাকবে। ইমেজ এর এড্রেস এ দিবেন না। কারন ওইটা আমার অ্যাড্রেস
কাজ শেষ এবার কিছু সময় পর আপনার ফনে টাকা যাবে।
টিউন টি ভাল লাগ্লে আমার ফেজবুকে গুরে আইসেন লিঙ্ক ।
আমি মাসুদ রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইখান থেকে account করতে পারেন https://trafficmonsoon.com/?ref=tarekminar
world best site