আমি একজন নূতন টিউনার(দোয়া চাই)

আমি একজন নূতন টিউনার।আমার প্রথম টিউনে আমি সবার দোয়া চাই যাতে সামনের দিকে সবাইকে ভালো কিছু উপহার দিতে পারি।জানিনা কতটুকু দিতে পারব কিন্তু  চেষ্টা করব নূতন কিছু দেয়ার।এতদিন শুধু সবার টিউনের থেকে হেল্প নিয়েছি।তাই আমারও মনে হলও আমারও কিছু দেয়া উচিত।তাই আজ আমার এই টিউন করা।সবাইকে একটা বাংলা সাইটের সাথে পরিচয় করিয়ে দিয়ে বিদায় নিচ্ছি।শাইফুল ভাইকে ধন্যবাদ হেল্প করার জননো । http://cae.com.bd

Level 0

আমি sb_rasel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 172 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে। স্বাগতম জানাই। শুভ হোক পথ চলা।শুভ কামনা।
কিন্তু আমি মনে করি টিটিতে প্রতিটা পোস্ট ই খুব জরুরি কারান?

১। আপনার একটা পোস্ট এর জন্য হয়ত ভালো কনো পোস্ট চলে যাবে ২য় পেজে।
তাই রিকয়েস্ট করবো পোস্ট গুলো নষ্ট করবেন না। আপনার এই টিনে তেমন কিছুই নেই বাট চিন্তা করেন হয়ত ভালো কনো পোস্ট ২য় পেজে চলে গেছে। এটা কি ভালো হলো? এর থেকে ভালো হতো সুন্দর কিছু নিয়ে হাজির হতেন সাথে দোয়া ও নিতেন।

২। ভালো টিউন না হলে দিন দিন ভিসিটর কমে যাবে। আপনার ও লস। আপনার পর পর কয়েকটা খারাপ পোস্ট হলে আপনার পোস্টে কেউ আর আসবে না মনে করবে এই টিউনার ভালো না।

৩। আমরা সবাই ভালো কিছু চাই।

আসা করি কিছু মনে করবেন না। ধন্যবাদ আবারো।
ভালো থাকুন

    Level 0

    নতুন টিউনার হিসাবে স্বাগতম।
    কিন্তু পি-পি ভাইয়ের প্রতিটি কথার সাথে একমত। আশা করি টিউন করারর আগে এসব বিষয় খেয়াল করবেন।
    ধন্যবাদ।

    আমি দ্বিমত নই 🙂

    আয় হায়! “১। আপনার একটা পোস্ট এর জন্য হয়ত ভালো কোন পোস্ট চলে যাবে ২য় পেজে।” আমারটা গেছে।
    আর দোয়া চাইলে আপনি “টেকটিউনসে বলুন” পেজে যেতে পারতেন। যান দোয়া করে দিলাম।
    আশা করি কিছু মনে করবেন না। ধন্যবাদ আবারো।
    খুব ভালো থাকুন।

    আমি একমত নই । টিউন ২য় পেজে চলে যাবার ভয়ে কোন টিউনার তার মনের কথা প্রকাশ করবে না ,এটা তো টেক্টিউন্স এর মত বিশাল ভুবনে মানানসই নয় ।

    তবে হ্যা কোন পোষ্ট এর সাথে কোন টিউনার তার নিজের মেসেজ টাও দিতে পারে।

    আর আমি এটা তে একমত পোষন করছি যে এই টিউন এ কোন ইনফর্মেশন নেই।তাই এ ধরনের টিউন হয়তো টিউনার আর করবেন না।
    ধন্যবাদ আপনাদের ।

    কোন সদস্য/ভিজিটর যদি টেকটিউন্স কে ভালবেসেই থাকেন তবে তারা শুধু ১ম পেজ না তার missing পেজ গুলো ও ভিজিট করে থাকেন । তাই আমি আপনাদের এই মতের সাথে একমত পোষন করতে না পারায় দুঃখিত ।

    @প্রোগ্রামার রোমেল: “টিউন ২য় পেজে চলে যাবার ভয়ে কোন টিউনার তার মনের কথা প্রকাশ করবে না.” ব্যাপারটা বুঝলাম না ভাইয়া। আমরা তো কোন স্বার্থ ছাড়াই টিউন করি। কিন্তু ২য় পেজে কয়জন যায় বলেন? মনের কথা প্রকাশ করার জন্য তো আলাদা বিভাগ আছে তাই নয় কি।

    রোমেল ভাই কিছুটা একমত আপনার সাথে। তবে এরকম টিউন দেখে আপনে নিজেই বললেন যে ->
    “তবে হ্যা কোন পোষ্ট এর সাথে কোন টিউনার তার নিজের মেসেজ টাও দিতে পারে।
    আর আমি এটা তে একমত পোষন করছি যে এই টিউন এ কোন ইনফর্মেশন নেই।তাই এ ধরনের টিউন হয়তো টিউনার আর করবেন না।”
    আমি সেটাই মিন করেছি, যদি ভালো টিউন থাকে তাহলে পোস্ট করবেন কেনো করবেন না। সবাই তো এটাই চাই ভালো টিউন আসুক। তাই না?
    ধন্যবাদ সবাইকে

    @মাখন, এই ফোরাম শুধু ১ম পেজে যাবার জন্য নয় । তাহলে তো এতগুলো বিভাগ তৈরি করা হত না।তবে এটা ঠিক যে এই টিউন টি সাহায্য/অন্য বিভাগে পোষ্ট করলে ভাল হত। করে ফেলছে টিউনার ,এখন তিনি ও এলার্ট হয়ে গেলেন।

    @রাসেল। আপনার সাইট থেকে ঘুরে আসলাম। আশা করি, আমাদের জন্য এক থালা চমক নিয়ে হাজির হবেন। আর আমার ক্তহায় কিছু মনে করবেন না। সরি।

    @রোমেল ভাই, আমি জানি তো। কিন্তু আমিও তো প্রায় নতুন। আমি প্রতিটা টিউন নিয়ে অনেক গবেষনা করি। তাই এত কষ্টের টিউন এত তাড়াতাড়ি হাওয়া হয়ে গেলে মন তো একটু খারাপ হতেই পারে। তাই না।আচ্ছা ঠিক আছে আর কখনও মন খারাপ হবে না। সরি বলেছি তো। :p :p :p :p :p :p

Level 0

Amio akjon Natoton TechTuner.

দোয়া করলাম…

দোয়া করলাম…ভাল থাক বৎস…….

দ্রুত ভাল কিছু টিউন উপহার দেবেন আশা করি…………….ভাল টিউনাররা সব কমেন্টের রিপ্লাই করেন…………….

    নতুন পন্ডিত ভাই, আপনার উপদেশ তো শুনল না রাসেল ভাই। একজনকেও রিপ্লাই করে নি এখনও। হা হা হা :p 😛

ফুঁ ফুঁ ফুঁ
দোয়া করে দিলাম

আমি অত্যন্ত দুঃখিত।আমি এত কিছু চিন্তা করে টিউন করি নাই।আমি শুধু টেস্ট করতে গিয়েছিলাম আমার টিউন পোস্ট হয় নাকি।নূতন টিউনারদের একটু সমস্যা হয়।কিনতু প্রথমবার ই হয়।যাই হোক আপনারা না বললেও দ্বিতীয় বার কেও ই ফাঁকা টিউন করে না।ভালো থাকবেন সবাই।