আমি একজন নূতন টিউনার।আমার প্রথম টিউনে আমি সবার দোয়া চাই যাতে সামনের দিকে সবাইকে ভালো কিছু উপহার দিতে পারি।জানিনা কতটুকু দিতে পারব কিন্তু চেষ্টা করব নূতন কিছু দেয়ার।এতদিন শুধু সবার টিউনের থেকে হেল্প নিয়েছি।তাই আমারও মনে হলও আমারও কিছু দেয়া উচিত।তাই আজ আমার এই টিউন করা।সবাইকে একটা বাংলা সাইটের সাথে পরিচয় করিয়ে দিয়ে বিদায় নিচ্ছি।শাইফুল ভাইকে ধন্যবাদ হেল্প করার জননো । http://cae.com.bd
আমি sb_rasel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 172 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে। স্বাগতম জানাই। শুভ হোক পথ চলা।শুভ কামনা।
কিন্তু আমি মনে করি টিটিতে প্রতিটা পোস্ট ই খুব জরুরি কারান?
১। আপনার একটা পোস্ট এর জন্য হয়ত ভালো কনো পোস্ট চলে যাবে ২য় পেজে।
তাই রিকয়েস্ট করবো পোস্ট গুলো নষ্ট করবেন না। আপনার এই টিনে তেমন কিছুই নেই বাট চিন্তা করেন হয়ত ভালো কনো পোস্ট ২য় পেজে চলে গেছে। এটা কি ভালো হলো? এর থেকে ভালো হতো সুন্দর কিছু নিয়ে হাজির হতেন সাথে দোয়া ও নিতেন।
২। ভালো টিউন না হলে দিন দিন ভিসিটর কমে যাবে। আপনার ও লস। আপনার পর পর কয়েকটা খারাপ পোস্ট হলে আপনার পোস্টে কেউ আর আসবে না মনে করবে এই টিউনার ভালো না।
৩। আমরা সবাই ভালো কিছু চাই।
আসা করি কিছু মনে করবেন না। ধন্যবাদ আবারো।
ভালো থাকুন